বাদিয়াপাড়ার দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের মেলা ভ্রমণ

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)
আসসালামু আলাইকুম

img_1702995059091.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ওয়াজ মাহফিলের মেলা ভ্রমণের সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে। আশা করি আমার এই পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলুন আর দেরি না করে বাদিয়াপাড়া, গাংনী উপজেলা, জেলা মেহেরপুরের ওয়াজ মাহফিলের মেলার দৃশ্য দেখি এক নজরে।


ফটোগ্রাফি সমূহ:


ওয়াজ মাহফিলের মেলা ভ্রমণ করার জন্য বাড়ি থেকে রেডি হয়ে আমরা তিন বন্ধু দুইটা বাইক নিয়ে বের হলাম। তিন বন্ধু বলতে আমি মারুফ আর পলাশ। প্রায় ১৫ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত স্থানে। এরপর মোটরসাইকেল দুইটা ঘার লক দিয়ে ওয়াজ মাহফিলের গেটের দিকে অগ্রসর হলাম।

IMG_20231107_194914_199.jpg

IMG_20231107_194959_014.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন

ওয়াজ মাহফিলের গেটে প্রবেশ করার পর দেখলাম মানুষের এত জ্যাম যা ফুটবল খেলার ফাইনাল ম্যাচে এমন লক্ষ্য করা যায়। যাইহোক অতিরিক্ত মানুষের সমাগম দেখে বেশ ভালই লাগছিল। ভিড় ঠেলে আমরাও ওয়াজ মাহফিলের মেলার মধ্যে প্রবেশ করলাম।

IMG_20231107_195159_904.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন

শুরুতে দেখতে পারলাম বিভিন্ন প্রকার খেলনা জাতীয় সামগ্রী নিয়ে বসে রয়েছেন বিভিন্ন বিক্রেতা। আর ঠিক এভাবে দোকানের সংখ্যা কমসে কম ২০ থেকে ২৫ টা অনুমানিক। আমি কি কিনব নির্দিষ্ট কোন উদ্দেশ্য ছিল না তবে মারুফের উদ্দেশ্য ছিল তার ছেলের জন্য জিপ গাড়ি অথবা চালিয়ে বেড়ানো যায় এমন গাড়ি কেনা। এদিকে পলাশের উদ্দেশ্য ছিল তার মেয়ের জন্য পুতুল জাতীয় কিছু খেলনা কে না।

IMG_20231107_195303_614.jpg

IMG_20231107_195233_681.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন

ওরা দুইজন তাদের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য দাম দর করছে ভালোলাগা জিনিসগুলো দেখছে আর আমি শুধু ফটোগ্রাফি করছি। এমন মুহূর্তে পলাশ আমাকে প্রশ্ন করল তোর তো বাচ্চাকাচ্চা নাই বউয়ের জন্য কিছু একটা নিয়ে যা। আমি তখন উদাস মনে বিভিন্ন প্রকার খেলনা দেখছি এবং ফটোগ্রাফি করছি। পাশাপাশি মনে মনে ভাবছি কি নিয়ে যাব? হুট করে চলে এসেছি হাতে তো টাকা নাই বেশি একটা। চিন্তা করতে থাকলাম ফটো সেলফি আর ভিডিও উঠাতে থাকলাম পাশাপাশি।

IMG_20231107_195322_593.jpg

IMG_20231107_195341_091.jpg

IMG_20231107_195353018_BURST0001_COVER.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন

এদিকে দেখলাম পলাশ পুতুল জাতীয় জিনিস গুলো কেনার চেষ্টা করছে, আর যে সমস্ত খেলনা গুলো ছোট বাচ্চাদের দেখিয়ে ভুলে-ভালিয়ে রাখা হয় সে জাতীয় খেলনার দাম যাচাই-বাছাই করছে।

IMG_20231107_195459_357.jpg

IMG_20231107_195737_581.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন

এদিকে মারুফ কেনাকাটায় ব্যস্ত। যে সমস্ত গাড়িগুলো হাত দিয়ে চালানো যায় অথবা দেখতে ভালো লাগে ব্যাটারি চালিত ইত্যাদি। আমার বেশ ভালো লাগছিল মোটরসাইকেল চালানো এর পুতুলটা দেখতে। তবে এগুলো আমার তো নেওয়ার প্রয়োজন হয় না শুধু তাদের কেনাকাটা দেখলাম। আর এভাবেই ওয়াজ মাহফিলের মেলায় দীর্ঘক্ষণ আমরা তিন বন্ধুর সহ আরো অনেকে এক পাড়া থেকে উপস্থিত হয়েছিলাম, তারা নিজ নিজ দায়িত্বে নিজেদের ভালোলাগার মুহূর্ত অতিবাহিত করতে থাকলাম। আরো বিস্তারিত অন্য এক পর্বে উপস্থাপন করব ততক্ষণ ভালো থাকুন।

IMG_20231107_195803_630.jpg

IMG_20231107_200045_018.jpg

IMG_20231107_195329_871.jpg

IMG_20231107_195413_994.jpg

IMG_20231107_200010_159.jpg

IMG_20231107_200403_329.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 7 months ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বাদিয়াপাড়ার ওয়াজ মাহফিল ভ্রমণের কিছু ছবি । আসলে আমাদের গ্রামের আশেপাশে সবথেকে বড় একটি মাহফিল এই বাদিয়াপাড়ায় হয়ে থাকে। আসলে মামা আমিও গিয়েছিলাম সেই দিন মাহফিলে বেশ কিছু খাবার খেয়েছিলাম সেই মাহফিল থেকে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

মূলত কেনাকাটা আর খাওয়া-দাওয়ার জন্যই গেছিলাম মামা

 7 months ago 

প্রতিবছরই বাদিয়াপাড়ায় অনেক বড় আকারে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। তবে সেখানে যাওয়ার সুযোগ খুবই কমই হয়েছে আমার। তবে যেহেতু বাদিয়াপাড়ায় আমার নোয়াখালার বাসা তাই প্রতি বছরই মাহফিলে যাওয়ার জন্য দাওয়াত পাই। যাইহোক আপনাদের ওয়াজ মাহফিলে গিয়ে ঘুরাঘুরি মুহূর্তটা পড়ে বেশ ভালো লাগলো। আর তিন বন্ধু মিলে তো দেখছি বেশ ভালোই মজা করছিলেন। আসলে বন্ধুরা একসাথে থাকলে এমনটাই হয়ে থাকে। যাইহোক আপনার সাথে মারুফ ভাইয়া এবং পলাশ মামা ছিল দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ সুমন ভাই আপনাকে সুন্দর পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

খুব শীঘ্রই আবারও ওয়াজ মাহফিল হতে চলেছে সেই জায়গায়। একসাথে যাওয়ার চেষ্টা করব

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44