বামুন্দি বাজারে আমার সুপরিচিত বীজ ভান্ডার এটা। এখানে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন উনি তার ছেলের সাথে বীজ বিক্রয় করে থাকে এই দোকানে। তবে উনারা দীর্ঘ ৩০ কিলো পথ পাড়ি দিয়ে বামুন্দি বাজারে আসেন বীজ বিক্রয় করার উদ্দেশ্যে, তাদের বাসা মেহেরপুরে। আর আমার সাথে তাদের মিলটাল ও সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে প্রায় সাত আট বছর আগে থেকে। তবে যাই হোক এসে উপস্থিত হয়ে গেলাম আঙ্কেলের কাছে বললাম আঙ্কেল আমার কিছু শাকসবজির বীজ লাগবে। এখন কি কি শাকসবজি লাগালে ভালো হয় বলা মাত্র উনি বলে ফেললেন ঝিঙে চিচিঙ্গা করলা ঢাঁড়স শসা লাউ ইত্যাদি সবজির কথা। আর এই মুহূর্তে আমি মোবাইল ধরে ফটো তুলছিলাম আঙ্কেলের দোকানটার। এর আগেও হয়তো কোন পোস্টে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আর প্রাই মাঝে মধ্যে তার দোকানের ফটোগ্রাফি করি এটা কিন্তু আঙ্কেল আগে থেকেই জানে।
Photography device: Infinix hot 11s
Location
বাজার করতে এসে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করেছি তাই হয়রানি হয়েছি বেশ। তাই আর দেরি না করে বসে পড়লাম আঙ্কেলের নিকটে আর ফটোগ্রাফি করলাম বিভিন্ন শাকসবজির বীজ প্যাকেট বীজ গুলো। এদিকে আঙ্কেল তার মত দিতে থাকলো উন্নতমানের হাইব্রিড সব শাকসবজির বীজ যেগুলো লাগানোর এখন উপযুক্ত সময়। আমার সবচেয়ে ভালো লাগে আঙ্কেলের কাছে প্যাকেট আর খোলা সকল প্রকার বীজ পাওয়া যায়। আর যখন যে বীজ প্রয়োজন সেই বীজগুলো অবশ্যই নতুন হয়ে থাকে। পুরাতন নষ্ট বীজ উনি বিক্রয় করেন না সেই সততা রয়েছে ওনার।
Photography device: Infinix hot 11s
Location
আমি বেশিরভাগ সময় প্যাকেটের বীজ নেওয়ার চেষ্টা করে থাকি। বেশ অনেক প্রকার সবজির বীজ আঙ্কেল আমাকে দিয়ে দিলেন। এখানে বিভিন্ন সাইজের প্যাকেট রয়েছে। ২০ টাকার পাতা থেকে শুরু করে ২০০ ৪০০ বা হাজার টাকার পাতাও রয়েছে। তবে আমি বেশি বীজ নেই না মাত্র কুড়ি টাকার পাতা বা 50 টাকার পাতা এই জাতীয় বিষগুলো নিয়ে থাকে। যাইহোক হাইব্রিড জাতের বিভিন্ন শাক সবজির বীজ আমার হাতে দিয়ে দিলেন।
Photography device: Infinix hot 11s
location
এরপর ১০ মিনিট মত আঙ্কেলের কাছে বসে শাকসবজি বিষয়ে গল্প করলাম। বেশ সুন্দর সুপরামর্শ দিলেন উনি। আর এভাবেই সন্ধ্যাকালীন একটি মুহূর্ত অতিবাহিত হল শাক সবজির বীজ কেনার সময়। আঙ্কেলকে বলে আসলাম এগুলো লাগানোর পর আবারও উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন আর এই সময়ে আরো কিছু যদি উৎপাদন করা যায় যেমন শাকসবজির বিষ থাকলে অবশ্যই আমাকে দিবেন। যাইহোক এভাবেই গল্প করে টাকা পরিশোধ করে বীজগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।
Photography device: Infinix hot 11s
location
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
কিছু দিন আগে আপনি অনেক সুন্দর একটি ব্লগ শেয়ার করেছিলেন। সবজি বিক্রি করার মুহূর্ত পড়ে খুব ভাল লেগেছে। এক সাথে মাছ চাষ সেখানে আবার সবজি চাষ বেশ ভাল লাগে। ফ্রেশ সবজি খাওয়া এবং বিক্রি করা অসাধারণ। আজকে আপনি আবারও শেয়ার করলেন বিভিন্ন শাক সবজির বীচ কেনার অনুভূতি।
হ্যাঁ আপু নতুন করে আবার বিভিন্ন শাকসবজির বীজ লাগাতে হবে।
আপনাদের বামুন্দি বাজারে তো অনেক কিছু আছে। অনেক শাক সবজির বীজ দেখতে পেলাম। আমাদের এলাকার বাজারে আবার এত কিছু নেই। আপনার বীচ কেনার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
ভাই এটা কোন থানা জেলা নয় তারপরে বাজারটা সর্বোচ্চ দিক থেকে প্রসিদ্ধ।