স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা 'বেইমান পাখি'
আজ - সোমবার
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি বিরহ অনুভূতিমূলক কবিতা নিয়ে, যে অনুভূতিমূলক কবিতার মধ্যে আমার বাস্তবতা খুঁজে পাবেন, খুঁজে পাবেন অনেক মানুষের এমন হৃদয় ভাঙ্গা অনুভুতি। তাই আর দেরি না করে কবিতাটি এখনই আবৃত্তি করি একাধিকবার এবং এই থেকে নতুন কোন কবিতা লেখার চেষ্টা করি। চলুন কবিতাটি আবৃত্তি করা যায়। |
---|
কবিতা
মানতে চায় না সে পোষ।
না জানি কার পাল্লায় পড়ে
মিথ্যা আশ্বাস শুনে চলেছে কার ফোঁস।
পিঞ্জর ভেঙ্গে যায় যখনই ভাবি হায়
তার দেয়া সেই অতীত স্মৃতি গুলো।
যত্নে গড়া হৃদয়ে রাখা স্বপ্নগুলো
আজ তা হয়েছে যেন পথের ধুলো।
অন্তরে দিয়ে তারে কত ভালোবাসিলাম
বুঝতে চাইলো না আমার কথা।
কার কথা শুনে আজ সে আমার বুকে
দিয়ে গেল চিরকালের ব্যথা।
পাখিরও লাগি মন বিবাগী
থাকতে চায় না মন ঘরে।
তারি পথ চেয়ে চেয়ে একাকী এই
আমার অন্তর কেঁদে মরে।
বুঝলো না সেই নিষ্ঠুর পাষানী
আমার মনের খবর।
এক সুতোতে বাধা জীবন
দিয়ে গেছে একা কবর।
মিষ্টি প্রেমের ছোয়া মন পেতে চায় তাকে
আজ চাঁদনী জোছনায়।
নিঃস্ব করে গেছে মিথ্যে ভালবেসে
কেমন করে মনকে বুঝায়।
কেমন করে হাই বার বার ফিরে পায়
নিঃস্ব নীরবতায় তার ছোয়া।
যেখানে থাকিস সুখে থাকিস
বেইমান পাখির লাগি করি সর্বদা দোয়া।
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য
আপনার আবেগী কবিতা পড়ে খুব ভালো লাগলো। আসলে এই ধরনের কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। আসলে প্রিয়জন ধোকা দিয়ে চলে গেলে তা মেনে নেওয়া খুবই কষ্টকর। তার ফেলে যাওয়া স্মৃতি গুলো সব সময় হৃদয়ের মাঝে ব্যথা দেয়। এই লাইন গুলো খুবই দুর্দান্ত হয়েছে।
আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।
লাইন দুইটা ভালো লেগেছে জেনে খুশি হলাম
ভাই আপনার কবিতার প্রতিটি চরম অসাধারণ ছিল। কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়েছি। আসলে প্রতিনিয়ত আপনার কবিতাগুলো অনেক সুন্দর হয়ে থাকে। যতই পড়ছি ততই মুগ্ধ হয়। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
মন্তব্য করার জন্য ধন্যবাদ
আপনি অনেক সুন্দর একটা বিরহ অনুভূতিমূলক কবিতা লিখে শেয়ার করেছেন। এরকম কবিতা গুলো পড়তে আমি খুব পছন্দ করি। আসলে ভালোবাসার মানুষগুলো যখন তার প্রিয় মানুষের কাছে অবহেলিত হয় এবং সেই মানুষটা যখন তাকে মূল্যায়ন করে না তখন অনেক বেশি খারাপ লাগে। অবহেলার পাত্র বানিয়ে দেয়। যাইহোক ভালো লাগলো সম্পূর্ণটা পড়ে।
খুবই ভালো লাগলো আপনার মন্তব্য দেখে
আসলে কিছু মানুষ রয়েছে যারা অন্যের ভালোবাসাকে মর্যাদা দিতে জানে না। কিছু মানুষ রয়েছে একটা মানুষকে অবহেলার পাত্র ভেবে এড়িয়ে চলে যায়, এবং কি তার ভালোবাসার মূল্যায়ন করে না। হয়তো সেই মানুষটা তাকে কত ভালোবাসে। আপনি এ টপিক গুলো তুলে ধরে অনেক সুন্দর ভাবে আজকের কবিতাটি লিখলেন। আপনার কবিতার প্রত্যেকটা লাইন খুব ভালো লেগেছে।
একদম ঠিক কথা বলেছেন আপু
ঠিক বলেছেন বর্তমান যুগে অনেকেই ভালোবাসা মূল্যায়ন করতে পারে না। তবে আজকে আপনি খুব সুন্দর করে বেইমান পাখি কবিতাটি সুন্দর করে লিখেছেন। আসলে কবিতার মধ্যে মনের ভাব প্রকাশ করা যায়। তবে কবিতা পড়তে এবং লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। খুব চমৎকার ভাবে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্য আমাকে মুগ্ধ করেছে