স্বরচিত প্রেম-বিরহের কবিতা 'তুমি এসো' || প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ১০%

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ - শনিবার

১৮ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
০২ জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম

IMG_20220702_135238_662.jpg
Photographer: sumon09
Photography device: Infinix hot 11s
location




হ্যালো,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানায়। আশা করি সকলেই ভাল এবং সুস্থ রয়েছেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং মেহেরবানীতে। আর সেই কামনায় শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি কবিতা পোস্ট। যেহেতু আমার আজকের বিষয় কবিতা, সেহেতু কবিতার নাম কি আমাদের জেনে নেওয়া প্রয়োজন। আজকের কবিতার নাম: 'তুমি এসো'


যারা কবিতাকে ভালোবাসে,কবিতা পড়তে ভালোবাসে,তারাই কবিতাকে মূল্যায়ন করতে জানে। আর যারা কবিতাম মূল্যায়ন করতে জানে,তারা অবশ্যই অন্যের কাছে শ্রদ্ধার পাত্র। কারণ কবিতার ভাষা মানুষের মনের ভাষা, প্রাণের ভাষা। যেখানে আবেগ জড়ানো হৃদয়ে রাঙানো অনুভূতিগুলো প্রকাশ পেয়ে থাকে। ভালোলাগা ও ভালোবাসার সেই গভীর অনুভূতি গুলো ছন্দের মাধ্যমে প্রতিটি চরণে প্রকাশ পায়। তাই আমি সকলের উদ্দেশ্যে এটাই বলব নিয়মিত কবিতা পাঠ করুন এবং কবিতা লেখার চেষ্টা করুন এতে মন উৎফল্ল থাকবে, সতেজ থাকবে। নিজের ভালোলাগা অনুভূতিগুলো অন্যের মাঝে যেমন শেয়ার করা সম্ভব হবে ঠিক অন্যের ভালোলাগা গুলো পড়তে পারবেন এবং বুঝতে পারবেন এক নিমিষে। আর এতে করে আমাদের সাহিত্যজগৎ আরো উন্নত হবে।




কবিতা

তুমি এসো

রচয়িতা
নাজিদুল ইসলাম (সুমন)


তুমি এসো
ওগো মোর প্রিয়া তুমি এসো

এসো মোদের গায়।
যেখানে ধানশালিক আর সাদা বক সারাক্ষণ উড়ে বেড়ায়।

তুমি এসো প্রিয়া
এসো সূর্য উদয়ের সময়।
যখন দূর নীলিমায় সাদা সাদা বালিহাঁসগুলো পাখা মেলে উড়ে যায়।

দেখবে কত পুকুর এখানে মাছের লুকোচুরি
ছিপ দিয়ে মাছ ধরার আনন্দটা জমবে বেশ ভারী।

তুমি এসো
এসো তুমি নতুন বধুর সাজে
আলতা রাঙা পায়।
শিশির ভেজা দুবলা ঘাস তোমার ছোঁয়া চাই।

তুমি এলে বুঝি বুনো ফুলগুলো খুঁজে পাবে নতুন প্রাণ।
তোমায় পেয়ে মুগ্ধ হয়ে গাইবে পাখিরা গান।
কত শত পাখি আসে আর যায়
শুধু তোমার দেখা নাই।

তুমি এসো
এসো মোর হৃদয় আঙ্গিনায়।
যেখানে ভালোবাসা তোমারই জন্য চেয়ে আছে
গভীর তৃষ্ণায়।

তুমি এসো এসো প্রিয়
মধু মাখা মুখ খানি নিয়ে,ভালবাসার আবেগ নিয়ে
আপন ঠিকানায়।

তুমি এসো।




সমা
প্ত


zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

জানিনা আমার কবিতাটি আপনার কাছে কেমন লেগেছে। নিশ্চয়ই ভালো লেগেছে। কবিতা পড়ে আপনা অনুভূতি কেমন? আশা করি মনের মধ্যে প্রেম প্রেম ফিলিংস হচ্ছে। কেমন কবিতা আমার থেকে প্রত্যাশা করেন? প্রেম বা বিরহের,সমস্ত বিষয় গুলো কমেন্ট বক্সে জানাবেন। তবে আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি @sumon09, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1YGaRHjGNgt5Rer5B6F4g7irPGQYc8fWEfZqTANQMkujbw3BpuQhuZF9sFJriW5xg7LMsDDq4d4bcThss.gif

Sort:  
 2 years ago 

তুমি এসো
এসো তুমি নতুন বধুর সাজে
আলতা রাঙা পায়।
শিশির ভেজা দুবলা ঘাস তোমার ছোঁয়া চাই।

ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে আপনি খুব সুন ছন্দে ছন্দে আপনার কবিতাটি সাজিয়েছেন। কবিতাটি হ্যাংআউটে আবৃত্তি করার অনুরোধ রইলো। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

আপনার ভালো লেগেছে যেন আমারও খুব ভালো লাগলো।

 2 years ago 

আপনার কবিতা লেখার শুরুর কথাগুলো বেশ ভালো লেগেছে আমার ‌‌ । আসলে কবিতা পড়লে ও কবিতা পড়লে মন সতেজ থাকে ভালো থাকে। হুমায়ুন আজাদের একটি কবিতা আছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না কবিতার লাইন গুলো অনেক সুন্দর ভাবে বড় থেকে ক্রমান্বয়ে ছোট লাইনের সাজানো হয়েছিল। আমার মনে হয় আপনার এইকবিতার লাইন গুলো আপনি সুন্দরভাবে সাজাতে পারেন আরেকটু সময় দিলে তখন কবিতাটি আরো দৃষ্টিনন্দনীয় ভাবে ফোটে ঘটবে এবং কবিতাটি আলাদা একটি রূপ পাবে।

 2 years ago 

জীবনে অনেক কবিতা পড়েছি তো তাই কিছুটা কবিতা লেখার ভাবভঙ্গি জানা ছিল আর কি।

 2 years ago (edited)

প্রায় সময় আপনার কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগে ভাইয়া। আপনি বেশিরভাগ সময় বিরহের কবিতাগুলো লিখতে পছন্দ করেন। আপনি ঠিকই বলেছেন ভাইয়া কবিতা লিখলে মন প্রফুল্ল হয়ে ওঠে। আপনাকে ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনারদের জন্যই তো কবিতা লিখে মনের কথাগুলো প্রকাশ করি।

 2 years ago 

যাক অবশেষে পেয়ে গেলাম আপনার বিরহের কবিতা। আসলে যারা কবিতাকে মূল্যায়ন করতে জানে তাদের কাছে কবিতা অনেক বড় কিছু। যাইহোক ভাইয়া যে আপনাকে ছেড়ে চলে গেছে তার জন্য অপেক্ষা করার কোন প্রয়োজন নেই। সৃষ্টিকর্তা আপনার জন্য যাকে তৈরি করেছে সে অবশ্যই আপনার কাছে আসবে।

 2 years ago 

আপনি আমার কবিতা পড়ার আশায় থাকেন জেনে খুব ভালো লাগলো।

 2 years ago 

আপনার কবিতাগুলো প্রায় সময়ই পড়া হয়। আপনার কবিতাগুলো পড়তে খুব ভালো লাগে। কারণ আপনি অনেক সুন্দর করে ছন্দে ছন্দে কবিতাগুলো মিলিয়ে লিখেন। আজকের কবিতাটি পড়ে ও খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

আশা করি সামনের সমস্ত কবিতা গুলো পড়বেন।

 2 years ago 

সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি যে এত সুন্দর কবিতা লেখেন সেটা জানা ছিল না আপনি অনেক দক্ষ তাই পারদর্শী। আপনার কাছ থেকে পরবর্তীতেও এরকম সুন্দর সুন্দর কবিতা আশা করব ভাইয়া শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করি কবিতা লেখার জন্য। দক্ষতা আছে মোটামুটি ‌।

 2 years ago 

বেশ ভালো কবিতা লিখেছেন ভাই। যদিও আমি নিজে কবিতা লিখতে পারিনা। তবে আপনার কবিতা পড়ে যা বুঝলাম নিজের মনের ভাব প্রকাশ করেছেন আপনি। কাউকে পাওয়ার আকাঙ্ক্ষা আপনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন । ধন্যবাদ ভাই আপনাকে এরকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই, অনেক অনেক খুশি হলাম।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া যারা কবিতা লেখে এবং পড়তে ভালোবাসেন তারাই একমাত্র কবিতার মূল্যায়ন করতে পারে।

বিরহে ভরা কবিতাটি খুব সুন্দর ভাবে ছন্দে ছন্দে মিলিয়ে লাইনগুলো সেট করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে শুভকামনা রইল আপনার জন্য পরবর্তীতে আরো ভালো কবিতা চাই আপনার কাছ থেকে

 2 years ago 

সঠিকটা বুঝতে পারার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার রচিত 'তুমি এসো' কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। কবিতার কিছু কিছু লাইন অসম্ভব সুন্দর হয়েছেন।
তুমি এলে বুঝি বুনো ফুলগুলো খুঁজে পাবে নতুন প্রাণ।
তোমায় পেয়ে মুগ্ধ হয়ে গাইবে পাখিরা গান।
এই দুটো লাইন পড়ে মনে হলো কোনো দক্ষ হাতের লেখা। এভাবেই আমাদের নতুন নতুন কবিতা উপহার দিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61263.81
ETH 2676.81
USDT 1.00
SBD 2.59