স্বরচিত হতাশা আবেগমূলক কবিতা 'অব্যক্ত হৃদয় আবেগ'

in আমার বাংলা ব্লগ11 months ago
আসসালামু আলাইকুম

IMG_20230912_190226_188.jpg


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। হতাশাগ্রস্ত আবেগ অনুভূতি নিয়ে গড়া একটি কবিতা নিয়ে আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি কবিতাটি আপনারা খুব মনোযোগ সহকারে আবৃতি করবেন এবং জীবনের অনেক আবেগ অনুভূতি এর মধ্যে খুঁজে পাবেন

কবিতা

নাম: অব্যক্ত হৃদয় আবেগ

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


জানি সান্ত্বনা দেওয়ার মানুষ নেই

তবু আমি সান্ত্বনা প্রার্থী।
কারণ বেঁচে থাকতে হবে আমায়
সকলের মাঝে এই ধারায়।

মনের অব্যক্ত কথাগুলো বলব বলব ভেবে
আজো অব্যক্ত রয়ে যায়।
কার কাছে বলব ভালো থাকার জন্য
হৃদয়ের কষ্ট অনুভূতি শোনার লোক নাই।

পৃথিবীটা যেন কেমন
স্বার্থের টানে অনেকেই হয়ে আসে আপন
স্বার্থ না পেলে
ছুড়ে ফেলে দেয় ইটপাটকেলের মতন।

যেদিকে তাকাই শুধু রাক্ষসের দল
নিজের স্বার্থের কাছে অটল অবিচল
শুধুমাত্র মুখেই সম্পর্ক দেখায়
একটু স্বার্থে আঘাত লাগলে গায়ে হাত উঠায়।

আমি তো চাইনি এমন ধারা
শুধু চেয়েছি আপন জনের একটু সাড়া।
যে বুঝবে আমার খারাপ লাগা কষ্ট অনুভূতিগুলো
কেন লেগেছে আমার হৃদয়ে কষ্টের ধুলো।

এমন মানুষ কি সৃষ্টি করেনি সৃষ্টি কর্তা
যার মধ্যে থাকবে সহানুভূতি
সামান্য দুটি কোথায় বুঝতে পারবে আবেগ অনুভূতি
সামনে এসে বলবে ভয় পেয়ো না আমি আছি।

সেই ছোট থেকে আজ
ত্রিশ ফাগুন পার করতে চলেছি
ভুল করে কেউ এসে বলেনি
জীবনের প্রত্যেকটা দিন রজনী বন্ধু হয়ে আছি আমি!




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

মানুষের বাস্তব জীবনটা বড়ই কঠিন। এই জীবনের মধ্যে অনেক মানুষ আসা-যাওয়া করে কেউ আপন হয়ে আসে কেউ শত্রুতা নিয়ে পর হয়ে আসে তবে সকল মানুষ তাদের নিজ নিজ স্বার্থ উদ্ধার করে একদিন পর হয়ে যায়। তাই মন চায় এমন একজন মানুষ যে মানুষ চিরজীবনের জন্য বন্ধু হয়ে থাকবে নিজের ভালোলাগা খারাপ লাগা আবেগ অনুভূতি গুলো না বলতে বুঝে নেবে সহজে। কিন্তু এই জীবনের ৩০ টা ফাল্গুন চলে যাওয়ার পথে কিন্তু তেমন সে মনের মত মানুষ আজ পর্যন্ত জীবনে জুটে নাই। আর এই চিন্তা ধারা মাথার মধ্যে সব সময় ডিপ্রেশনে পতিত করে, দুনিয়ার বুকে লাখ লাখ মানুষ থাকা সত্ত্বেও মনের মত মানুষ দুনিয়ার বুকে নাই। এটাই যেন জীবনের সবচেয়ে বড় ট্রাজেডি।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আপনি দারুণ একটি কবিতা লিখলেন ভাইয়া অনেকদিন পরে। আপনার কবিতা মূলত প্রায় সময় পড়ি অনেক ভালো লাগে। আসলে মনের ভিতরে এমন কিছু কথা লুকিয়ে থাকে যা সবার সাথে শেয়ার করা যায় না। যদিও শেয়ার করতে পারলে মনটা অনেক বেশি হালকা হয়ে যায়। কিন্তু খুবই দরকার এই মনের ভিতরে জমিয়ে থাকা কথাগুলো প্রকাশ করে মনটাকে হালকা করার। যা করলে খুব সুন্দর ভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা পাওয়া যায়। কবিতা দারুণ লিখেছেন আপনি ভালো লাগলো।

 11 months ago 

হ্যাঁ আপু মনের কষ্ট অনুভূতিগুলো কথা যদি মনের মত মানুষের কাছে ব্যক্ত করা যায় তাহলে মন হালকা হয়

 11 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লেগেছে।‌আপনার এই কবিতায় হতাশা আবেগ অনুভূতি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

কবিতাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

 11 months ago 

সত্যিই খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই আপনি। আসলেই বাস্তব জীবন অনেক কঠিন।এই জীবনে প্রচুর মানুষের আনাগোনা হলেও নিজেদের মনের মতন বন্ধু খুঁজে পাওয়া খুবই মুশকিল। আসলেই তাকে কখনো খুঁজে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও সন্দেহ মনের মধ্যে । আর কাউকে কিছু বলতে না পেরে আস্তে আস্তে নিজের মধ্যের খারাপ লাগা গুলো থেকে ডিপ্রেশন তৈরি হয়ে যায়।

 11 months ago 

একদম ঠিকভাবে সঠিক কথা বলেছেন আপনি। মানুষ এভাবেই ডিপ্রেশনে পতিত হয়।

 11 months ago 

আপনার অব্যক্ত হৃদয় আবেগ কবিতা পড়ে খুব ভালো লাগলো। বাস্তব জীবনকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটি ছন্দ বেশ অসাধারণ হয়েছে। স্বার্থের টানে অনেকে কাছে আসে আবার স্বার্থে শেষ অনেকেই দূরে সরে যায়। আসলে হৃদয়ের অনুভূতিগুলো এখন আর কেউ বুঝতে চায় না। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইজান, কবিতাটা ভালো লাগার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47