বিভিন্ন রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ11 months ago
আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে,পাশাপাশির বর্ণনা করে অনেক কিছু জানতে পারবেন।


ফটোগ্রাফি সমূহ:



একটা দিন প্রচন্ড মন খারাপ ছিল,কেন জানি মন খারাপ ছিল সেটা আমার কিন্তু এই মুহূর্তে তেমন একটা স্মরণ আসছে না। তবে ওই মুহূর্তে একটি তেলাপোকা সামনে দেখেছিলাম। আর এই তেলাপোকাটার সাথে যেন কথা বলছিলাম আর তার ফটোগ্রাফি করছিলাম। ঠিক সেই মুহূর্তের এই ফটোগ্রাফিটা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তবে এটা মনে রয়েছে এমন একটি মুহূর্তে আমার কিন্তু মনটা ভালো হয়ে গেছিল। তাই মন ভালো রাখার অনেক কৌশল রয়েছে। তেলাপোকার সাথে পাগলামি করতে করতে মনটা এতটাই ভালো হয়ে গেছিল যে কথা এখনো স্মরণে আছে।

IMG_20230423_204216_350.jpg



একদিন বিকেল মুহূর্তে পুকুর পাড়ে বসে ছিলাম হঠাৎ দেখি আকাশের বুকে একফালি কালো মেঘ এসে জমা হচ্ছে, তা আমাদের মেহগনি গাছের উপরে তাকিয়ে দেখতে বেশ দারুন লাগছিল। আসলে আমরা সকলেই জানি মানুষের মন এবং আকাশের রং কখনো এক থাকে না যে কোন মুহূর্তে পরিবর্তন হয়। সাদা আকাশের চারপাশে এমন কোন মেঘ ছিল না হঠাৎ এই স্থানটা এভাবেই মেঘযম ছিল দেখতে বেশ ভালো লাগছিল দীর্ঘক্ষণ চেয়েছিলাম আমি এবং মেঘটা উপভোগ করছিলাম।

IMG_20220708_190541_169.jpg


আপনারা দীর্ঘদিন জানেন আমি পুকুরপাড়ে অনেক প্রকার সবজি চাষ করে থাকি। ঠিক তারই মধ্যে থেকে বেশ কিছু সবজি নিয়ে আপনাদের মাঝে মোটামুটি পোস্ট আমি শেয়ার করি। একদিন হঠাৎ করে পরিবারে আম্মা আমাকে বলছে বাড়িতে তেমন কোন শাকসবজি নেই, কি রান্না করবো এখন এখন যদি রান্না করতে হয় ফ্রিজ থেকে মাংস অথবা মাছ ভিজাতে হবে। কথাটা শোনা মাত্রই চলে গেলাম পুকুরপাড়ে আর তুলে আনলাম এই সমস্ত সবজি গুলো। আমরা যদি পুকুরপাড়ে অথবা পড়ে থাকা পরিত্যক্ত জায়গায় এভাবে সবজি উৎপাদন করতে পারি তাহলে উপস্থিত যে কোন মুহূর্তে প্রয়োজনে শাকসবজি তুলে এনে নিজের চাহিদা পূরণ করতে পারি।

IMG_20230904_111848_111.jpg


দুনিয়ার বুকে অনেক ফুল ফোটে এবং ঝরে যায় কিন্তু কোন ফুলকে কেউ সেভাবে স্মরণে রাখে না কখনো কিন্তু স্মরণে রাখুক বা না রাখুক অনেকেই রয়েছে ফুলকে বেশি ভালোবাসে এবং ফুল গাছ লাগিয়ে ফুল ফুটিয়ে এসে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করে কিন্তু দুনিয়ার বুকে এমন কিছু ফুল রয়েছে যে ফুলগুলোর কোন প্রকার যত্ন নেই বন জঙ্গলে ফুটে থাকে। দূর থেকে মানুষের উপভোগ করে আবার তা মন থেকে হারিয়ে ফেলে ঠিক তেমনি একটি ফুল আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা ভাট গাছের ফুল যা পুকুর পাড়ে জন্মেছিল একদিন। আজ ক্যামেরা বন্দী করেছি বলেই স্মৃতি ধরে রাখতে পেরেছি।

IMG_20230221_070057_149.jpg


এটা স্কুল ফিল্ডের পাশে আঁখ ক্ষেতের দৃশ্য। যেখানে টিফিন টাইমে ছাত্রছাত্রীরা বসে থাকতো অথবা সাইকেল রেখে দিত। স্কুলের পাশে সুন্দর এই আঁখ ক্ষেতের দৃশ্যটা গত বছর ছিল কিন্তু আজকে নেই। গত বছর আখ ক্ষেতের ব্যবস্থা করেছিল জমি আলা। এবার আখ ক্ষেত না করে ধানের গাছ লাগিয়েছে। তবে গতবারে সুন্দর দৃশ্যটা ক্যামেরা বন্দি করেছিলাম বলেই সেই পূর্বদিনের দৃশ্য উপভোগ করতে পারি।

IMG_20230215_143711_281.jpg


কিছু কিছু ফল রয়েছে সারা বছর পাওয়া যায় না কিন্তু এমন কিছু ফল রয়েছে সারা বছর কম বেশি আমাদের বাংলাদেশে পাওয়া যায়, তার মধ্যে কলা অন্যতম। ফটোগ্রাফিতে আপনারা যে কলার দৃশ্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজের পুকুরপাড়ে নিজের হাতে লাগানো গাছের বংশ থেকেই গাছ হয়ে। আজকের এই কলা গাছ এবং এই কলার কাইন। যখন কোন কিছু নিজে প্রচেষ্টা করে সাকসেস হওয়া যায় তার মধ্যে অন্যরকম শান্তি রয়েছে ঠিক তেমনটাই ছিল এটা। নিজের গাছ থেকে হওয়া কলার একটি ছোট্ট কাইন।

IMG_20230827_111546_719.jpg


এই তো কিছুদিন আগে দেখলাম আমাদের পুকুরের পাশের জমিগুলোতে গ্রামের চাচারা ধান গাছের চারা লাগাচ্ছে। কিছুটা দিন অতিক্রম হতে না হতেই এত সুন্দর ভাবে বৃদ্ধি পেয়ে গেছে গাছগুলো দেখে যেন অবাক হয়ে গেলাম। মহান সৃষ্টিকর্তা আমাদের দেশের মাটি কি এত উর্বর করেছে তা বলে বোঝানো সম্ভব নয় ফসলের মাঠগুলো দেখতে দেখতে ঘন-সবুজে ঢেকে যায়। আর আমার সোনার বাংলার এই সুন্দর বৈচিত্র্যময় রূপ আমি যেন কখনোই ভুলবো না। না ইহকালে না পরকালে।

IMG_20230827_110711_857.jpg



এটা জেলে ভাইদের মাছ ধরার দৃশ্য। সারা পুকুরে জাল টেনে এনে মাছ যখন ঘেরাউ করা হয় তখন সবাই মিলে দ্রুত নিজেদের প্রয়োজনের এবং মোটা সাইজের মাছগুলো তাড়াহুড়া করে ধরতে থাকে। বেশ ভালো লাগে তাদের এই সুন্দর মাছ ধরার দৃশ্য দেখতে মাঝেমধ্যে আমিও অংশগ্রহণ করি তাদের সাথে যখন জেলে ভাইয়েরা কম সংখ্যক এসে থাকে। এটা ছিল আমাদের নিজের পুকুরের দৃশ্য।

IMG_20230317_130042_5.jpg



এটা চাল কুমড়ার ফুল। আমার সবজি বাগান থেকে উঠিয়েছিলাম। মাঝে মধ্যে যখন ভালো লাগে তখন ফটোগ্রাফি করার চেষ্টা করি। আবার যখন খেয়াল করে দেখি আমার বাগানে অনেক ফুল ফুটেছে তার মধ্য থেকেও চেষ্টা করে থাকি ফুলের ফটোগ্রাফি করার। তবে সব সময় লক্ষ্য করে থাকি আমাদের সবজি বাগানে বিভিন্ন সবজির ফুল ফুটে থাকে তবে কেন জানি এই ফুলটা আমার ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগছিল।

IMG_20230827_111338_516.jpg



এটা ধেড়স ফুল। আমাদের সবজি বাগানের আরেকটি সবজি এটা। অন্যান্য সবজি গাছের পাশাপাশি এই সবজি গাছে লাগিয়েছিলাম। একই সার অথবা থানায় বেশ কিছু সবজি হচ্ছে পাশাপাশি তার সুন্দর ফুল ফুটছে। ফুল গুলো দেখতে অনেক সাদা এবং মাঝখানের শীষ অসাধারণ। সব মিলিয়ে বলতে পারি ফুলটা অসাধারণ।

IMG_20230827_111716_893.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

ভাইয়া পরে আজকে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার বেশ ভালো ছিল। আপনার তোলা ফটোগ্রাফির মধ্যে মোটামুটি ভালো লেগেছিল সবথেকে ধানের সবুজ মাঠের ফটোগ্রাফি। যাই হোক ধন্যবাদ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 11 months ago 

আপনার এত বেশি মন খারাপ হয়েছিল যে মানুষের সাথে কথা বলতে ভালো লাগে নাই। তেলাপোকার সঙ্গে বসে গল্প করেছেন। তেলাপোকা তো দেখছি আপনার গল্পের সঙ্গে ভালোই সাথ মিলিয়েছে এবং ছবি তোলার জন্য বেশ সুন্দর পোজ দিয়েছে। যাই হোক ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। এলোমেলো ফটোগ্রাফিগুলো দেখতে ভালোই লাগে।

 11 months ago 

হ্যাঁ তেলাপোকা অনেকক্ষণ অবস্থান করেছিল আমার পাশে

আপনি অনেক সুন্দর ভাবে কয়েকটি রেনডম ফটোগ্রাফি করেছেন ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। ‌ ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

 11 months ago 

আপনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

হঠাৎ করেই কোন কারণ ছাড়া মন খারাপ হওয়াটা অনেক বেশি কষ্টকর কিছু বুঝে ওঠার আগেই আমরা অনেক বেশি কষ্ট পাই এই হঠাৎ করে মন খারাপ হয়ে গেল। মন খারাপের সময় সামনে যা থাকে তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় যেমন আপনি তেলাপোকার সঙ্গে কথা বলেছেন যেন ভালো লাগলো। চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন বিশেষ করে মাছ ধরার দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আশা করি বুঝতে পেরেছেন মন খারাপ ভালো করার উপায়।

 11 months ago 

আপনি খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে ।ৎতবে বিশেষ করে কমর ফুলের ফটোগ্রাফি ও ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনাক অসংখ্য ধন্যবাদ। রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 11 months ago 

দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 11 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার সব থেকে ভালো লেগেছে তেলাপোকার ছবিটি এবং আপনাদের নিজেদের পুকুরের মাছ ধরার দৃশ্যটি । আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 11 months ago 

আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

আপনার মত আমারও ফটোগ্রাফি ধারণ করতে খুবই ভালো লাগে তাই তো সবসময়ই ফটোগ্রাফি ধারণা করতে থাকি। আপনার শেয়ার করা ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি এবং চাল কুমড়ার ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 11 months ago 

দুইটি সবজির ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম

 11 months ago 

বাহ্ দারুন তো। ফুল, সবজি আর প্রকৃতির দারুন মিলন ঘটিয়েছেন তো আপনার ফটোগ্রাফি পোস্টে। এমন সুন্দর আইডিয়া পেলেন কোথায়? আপনার ফটোগ্রাফি গুলো তে তো বাংলার প্রকৃতি প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 11 months ago 

চেষ্টা করেছি বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47