১০ টি ছবিতে আমার গ্রাম || ভোলা জেলা || আমার বাংলা ব্লগ
আজ শুক্রবার
০৬ আগস্ট, ২০২১ খ্রীস্টাব্দ
২৫ জ্বিলহজ্জ ১৪৪২ হিজরী
২১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ
এখন বর্ষাকাল।
আমি মোহাম্মদ সুমন আছি বাংলাদেশের ভোলা জেলা থেকে। আমি নতুন একটি পোস্ট নিয়ে সকলের মাঝে হাজির হলাম।
প্রথম ছবি
সকালে ফজরের নামাজ আদায় করে এই সুন্দর দৃশ্য সংগ্রহ করেছি মসজিদের পেছন দিক থেকে। সকালের প্রায় প্রতিটি বিষয় সুন্দর লাগে।
দ্বিতীয় ছবি
প্রযুক্তি পরিবর্তন হয়েছে তাই এখন ক্ষেতে পাওয়ার টিলার দিয়ে কাজ করতে দেখা যায়। একটা সময় গরু দিয়ে হালচাষ করা হতো এবং পুরনো কিছু মুভিতে দেখা যায় মানুষ দিয়ে পর্যন্ত হালচাষ করা হয়েছে অভাবের তাড়নায়।
তৃতীয় ছবি
মৌসুম চলছে তাই কৃষকদের দেখা মিলছে মাঠে। কর্মঠ লোকজনগুলো এই প্রচুর গরমেও কাজ করে যান সোনার ফসল ফলানোর জন্য।
চতুর্থ ছবি
প্রতিটি প্রাণীর প্রতি মানুষের ভালবাসা থাকে। একজন লোক সে তার পালিত গরুকে গোসল করানোর জন্য নদীতে নামিয়েছেন। কেউ কেউ প্রতিদিন গোসল করান তাদের পালিত প্রাণীদের আবার কেউ বা মাঝে মাঝে।
পঞ্চম ছবি
সবুজ সবজি সবার খাওয়া প্রয়োজন। আমাদের এলাকার বাজার থেকে এই ফটোগ্রাফি করেছি আমি যেখানে একজন সবজি বিক্রেতা তার নিজস্ব সবজি বিক্রেতার জন্য প্রস্তুত করছেন। এখনকার মৌসুমে সবজির দাম তুলনামূলক অনেক বেশি।
ষষ্ঠ ছবি
শুক্রবার তাই মাছ বাজারে লোকজনের ভালো ভীড় দেখা যাচ্ছে। এই মৌসুমে মাছের দাম অনেক বেশি। নিম্নবিত্তদের পক্ষে অনেক মাছ খাওয়া কষ্টসাধ্য ব্যাপার। আমি আজ সকালে আমাদের এলাকার ছোট্ট এই মাছ বাজার থেকে এই ফটোগ্রাফি করেছি।
সপ্তম ছবি
শুধুমাত্র তেলাপিয়া এবং সিলভার কার্প মাছ বিক্রি করছেন লোকটি। বাজারে দেখা মেলে বেশিরভাগ সময়ে তেলাপিয়া এবং পাঙ্গাশ মাছ, কারণ দামও কিছুটা কম এবং মানুষ চাষ করে থাকে বলে বাজারে পাওয়া যায় ও বেশি।
অষ্টম ছবি
একজন ক্রেতা মাছ কেনার আগে ভালো করে মাছগুলো দেখে এবং যাচাই করে তারপর কিনছেন। আমার মতে, কেনার আগে দেখে নেয়া ভালো (হোক সেটা যেকোনো জিনিস)।
নবম ছবি
আমাদের এলাকার শহর থেকে যদি ডাক্তার আসে তাহলে লোকজন ভালো চিকিৎসা পান কেননা গ্রাম তাই ভালো মানের কোনো ডাক্তার নেই গ্রামে। পল্লী চিকিৎসক কিংবা ফার্মাসিস্ট দেখা মেলে আমাদের
দশম ছবি
নদীর পাড়ে ছোট্ট ছোট্ট জাহাজ মালামাল নিয়ে এসে ভিড়িয়েছে। এই জাহাজগুলোর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এসে থাকে। তবে বিশেষ করে বালু এবং চাল আসতে দেখেছি আমি।
এই ছিলো আমার আজকের আয়োজন! নিজের মতো করে লিখার এবং ফটোগ্রাফি দিয়ে সাজিয়েছি! জানিনা কতটা ভালো করে লিখতে পেরেছি? তবে যদি কোন প্রকার ভুলত্রুটি আমার পোস্টে পেয়ে থাকেন দয়া করে মন্তব্য করবেন।