জানালা দিয়ে আকাশ দেখার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 months ago


আসসালামু আলাইকুম


হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছু আকাশের ফটোগ্রাফি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240820_181151.jpg


আসলে আকাশ দেখতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমারটা আকাশ দেখতে অনেক বেশি ভালো লাগে। মাঝেমধ্যেই জানালা দিয়ে আমি আকাশ দেখতে পছন্দ করি। অনেক সময় দেখা যায় বিকেল বেলা এক কাপ চা নিয়ে আকাশ দেখি এবং চা খাই। চা খেতেও আমি অনেক বেশি পছন্দ করি আবার আকাশ দেখতো অনেক পছন্দ করি। আর আকাশ এবং চা খেতে খেতে আকাশ তো আরো অনেক বেশি ভালো লাগে। এরকম বিকেলবেলা আমার অনেক ভালো লাগে কখনো দেখে আকাশ সচ্ছ নীল রং হয়ে আছে।

IMG_20240820_181129.jpg

IMG_20240820_181033.jpg


এখানে দেখতে পাচ্ছেন আকাশটা কালো রঙের মাঝখানে লাল রং দেখতে অনেক সুন্দর লাগছে। এরকম আকাশ উপভোগ করতে আবার বেশ ভালই লাগে। তবে জানালা দিয়ে ভালোভাবে আকাশটা উপভোগ করতে পারি নাই। কারণ খোলা আকাশের নিচে বসে আকাশ উপভোগ করার মজাই আলাদা। কিন্তু আমি জানালা দিক দিয়ে দেখতেছিলাম তাই ভালোভাবে আকাশটা উপভোগ করতে পারি নাই। যদি কখনো গ্রামে যাই তখন মাঠের মধ্যে দিয়ে আকাশ দেখতে আমার অনেক ভালো লাগে।

IMG_20240820_181413.jpg


কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেল। তারপরও আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আমার মনে হয় ফুল যেমন সকলে পছন্দ করে তেমনি আকাশও সবাই পছন্দ করে। তেমনি করে আমিও ফুল অনেক বেশি পছন্দ করি। আবার আকাশ দেখতেও অনেক পছন্দ করে। তাই মাঝে মাঝে খোলা আকাশের নিচে হাঁটার উদ্দেশ্যে জাহাঙ্গীরনগরে হাঁটতে বের হই।

IMG_20240820_181013.jpg


আবার শুধু আকাশের ফটোগ্রাফি করলে ভালো দেখায় না। সেই জন্য আমি কিছু গাছপালা নিয়ে ফটোগ্রাফি করি। ফটোগ্রাফি করতে আমার ভালই লাগে। তার উপর আবার আকাশের ফটোগ্রাফি এজন্য আমি অনেকগুলো ফটো ধারণ করি। এখন বর্ষাকালীন সময় সেজন্য আকাশ কালো রঙের হয়ে থাকে তা দেখতেও আমার ভালো লাগে। বৃষ্টির আগ মুহূর্তে যখন অন্ধকারে ভেসে আসে তখন আকাশের সেই সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালো লাগে।

IMG_20240820_181053.jpg

IMG_20240820_181013.jpg

Camera: realme note50-13mp


বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিরেনডম
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাrealme note50-13mp
আমার লোকেশনঢাকা সাভার
ফটোগ্রাফার@sumiya23
ধর্মইসলাম
দেশবাংলাদেশ


আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরীজীবী।আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png


Sort:  
 2 months ago 

চা খেতে খেতে বাসার জানালা দিয়ে আকাশ দেখার অনুভূতি অন্যরকম।আমিও আকাশ দেখতে অনেক পছন্দ করি।যখন আমার মনটা একদম খারাপ হয়ে যায় তখন জানালার ধারে বসে আকাশের দিক তাকালেই মনটা একদম ভালো হয়ে যায়।জানালা দিয়ে আপনার আকাশ দেখার অনুভূতি এবং সেই সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 months ago 

জানলার পাশে বসে আকাশের সৌন্দর্য উপভোগ করেছেন। আকাশের বিশালতা এবং সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। বেশ ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে এবং লেখাগুলো পড়ে। আকাশটাও খুব সুন্দর ছিল। গোছানো একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68109.82
ETH 2439.30
USDT 1.00
SBD 2.50