সুস্বাদু ছাগলের ভুড়ি রান্না রেসিপি

in আমার বাংলা ব্লগlast month (edited)

আজ - বুধবার

২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
১৬ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম
আপনারা কেমন আছেন? আশা করি, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছেন। 'আমার বাংলা ব্লগ' কে ভালোবেসে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত হলাম মজাদার এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে সুস্বাদু ছাগলের ভুঁড়ি রান্না রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কার্যপ্রণালী শুরু করি।


1000007925.jpg


ব্যবহারিত উপাদান সমূহ


ক্রমিক নম্বর
উপাদান
পরিমান
১.ছাগলের ভুড়ি/ওজহাফ কেজি
২.পেঁয়াজ কুচিতিন পিস
৩.রসুন কুচিদুই পিস
৪.কাঁচা মরিচচার পিস
৫.সয়াবিন তেল১০০ গ্রাম
৬.লবণপরিমাণ মতো
৭.মরিচের গুঁড়াএক চামচ
৮.হলুদের গুঁড়াএক চামচ
৯.ধনিয়া গুড়াএক চামচ
১০.জিরা গুড়াএক চামচ
১১দারচিনিছোট ৫ টুকরা
১২.এলাচতিনটা
১৩.পানিপরিমাণ মতো


কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১


এখানে আগে আমি ছাগলের ভুড়িগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিই। তারপর তার মধ্যে রসুন বেটে দিই।

1000007940.jpg


ধাপ :-২


তারপর এখানে আমি এক চামচ মরিচের গুড়া, এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ ধনিয়া গুড়া, এক চামচ জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ নিই।

1000007943.jpg


ধাপ :-৩


তারপর হলুদ মরিচ ধনিয়া গুড়া জিরা গুড়া এবং লবণ ভুড়ির মধ্যে দিয়ে দিই।

1000007939.jpg


ধাপ :-৪


অন্যদিকে আমি পেঁয়াজ কেটে নিই।

1000007942.jpg


ধাপ :-৫


পেঁয়াজ কাটা শেষ হলে ভুড়ির মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিই।

1000007938.jpg


ধাপ :-৬


তারপর এখানে এলাচ এবং দারচিনি নিয়েছি। ওই গুলোও ভুড়ির মধ্যে দিয়ে দিই।

1000007941.jpg

1000007937.jpg


ধাপ :-৭


তারপর তেল দেই এবং সবগুলো উপকরণ দেওয়া শেষ হলে হাত দিয়ে সুন্দর করে কচলিয়ে মাখিয়ে নিই।

1000007936.jpg

1000007935.jpg


ধাপ :-৮


মাখানো শেষ হলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে দিই।

1000007933.jpg


ধাপ :-৯


তারপর আমি ভুড়িগুলো অনেক সময় ধরে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।

1000007932.jpg

1000007931.jpg


ধাপ :-১০


তরকারিতে যখন পানি কম হয়ে এসেছিল তখন কিছু চর্বি আলাদা ভাবে কষিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি ভুড়ির মধ্যে দিয়ে দিই।

1000007929.jpg

1000007930.jpg


শেষ ধাপ:


তারপর চুলাতে কিছুক্ষণ রাখার পর নামিয়ে সুন্দর করে সবাইকে পরিবেশন করে দিই।

1000007927.jpg


zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


received_305654148004402.webp


পোস্ট বিবরণ


বিষয়সুস্বাদু রেসিপি
ফটোগ্রাফি ডিভাইসrealme note 50
লোকেশনঢাকা- সাভার
ক্রেডিট@sumiya23
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরিজীবী। আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।


Sort:  
 last month 

রুটি দিয়ে ভুড়ি খেতে আমার অনেক ভালো লাগে। ছাগলের ভুড়ি খুব একটা খাওয়ার সুযোগ হয়নি। আপনি চমৎকারভাবে এই রেসিপি তৈরির পদ্ধতি শেয়ার করেছেন আপু। ধাপে ধাপের রেসিপি তৈরির পদ্ধতি উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

আমার রেসিপিটা আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া।

 last month 

ছাগলের ভুড়ি অনেকদিন আগে একবার খাওয়া হয়েছিল। এই খাবারটি খেতে অনেক ভালো লাগে। আলু দিয়ে রান্না করলে খেতে আরো বেশি মজার হয়। আপু আপনি অনেক সুন্দর করে এই রেসিপি উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো।

 last month 

জি আপু ছাগলের ভুরি আলু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে।

 last month 

ছাগলের ভুড়ি রান্নার লোভনীয় রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ছাগলের মাংসের ভুড়ি এইভাবে খেতে যে কি ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। আলু দিয়ে রান্না করলে এটা খেতে আরো বেশি ভালো লাগে।

 last month 

জ্বী ভাইয়া ছাগলের ভুড়ি খেতে আমারও অনেক বেশি মজা লাগে।

 last month 

আসলে ছাগলের এই ভুঁড়ি আমি এর আগে কখনো খাইনি। যদিও আপনার রান্না দেখি আমার খুব লোভ হচ্ছিল। আসলে একদিন এইভাবে চেষ্টা করব কি করে ছাগলের ভুঁড়ি রান্না করে খাওয়া যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপনার অনুপ্রেরণা পেয়ে অনেক বেশি ভালো লাগলো ভাইয়া।

 last month 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর রেসিপি তৈরি করে দেখিয়েছেন। আপনার চমৎকার এ ছাগলের ভুড়ি রান্নার রেসিপি দেখে খুব ভালো লাগলো। আশা করি অনেক অনেক সুস্বাদু ছিল আপনার এই রেসিপি।

 last month 

জি আপু রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল।

 last month 

ছাগলের ভুড়ি রান্না রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তবে এই ধরনের রেসিপি আমি কখনো তৈরি করিনি। তাই আপনার রেসিপি দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করব ইনশাআল্লাহ।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

উপরে লেখাটির মধ্যে ভুল হয়েছে এক মুরগির মাংসের রেসিপি তৈরি করে দেখাবো।

আশা করে ঠিক করে নেবেন। আজকে আপনি অনেক সুন্দর করে ছাগলের ভুড়ি রেসিপি করেছেন। তবে ছাগলের ভুড়ি রেসিপি খেতে বেশ মজাই লাগে। বিশেষ করে হালকা পেঁয়াজ ও মরিচ বাড়িয়ে দিলে খেতে অন্যরকম মজা লাগে। আর গরম গরম রুটি খেতে আরো বেশি মজা লাগে এই রেসিপি দিয়ে। মজার রেসিপিটি খুব সুন্দর করে শেয়ার করেছেন।

 last month 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। এডিট করে ঠিক করে দিয়েছি আমি।

 last month 

সুস্বাদু ছাগলের ভুড়ি রান্না রেসিপি দেখে খুবই মজাদার মনে হচ্ছে তবে এভাবে কখনো রেসিপি তৈরি করা হয়নি। আপনার রেসিপির পরিবেশনটা অনেক সুন্দর হয়েছে।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

ছাগলের ভুঁড়ি সেভাবে কখনো খাওয়া হয়নি। কবে খেয়েছি মনেও নেই। আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। গরম ভাত কিংবা রুটির সাথে বেশ দারুন লাগবে রেসিপিটা খেতে। সুস্বাদু এই রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last month 

জ্বি আপু ছাগলের ভুঁড়ি রুটি সাথে খেতে বেশি মজা লাগে।

 last month 

ছাগলের ভুড়ি রান্না খেতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে গরম গরম রুটির সাথে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে ।রেসিপিটা তৈরি করার প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করছেন ।ধন্যবাদ আপনাকে রেসিপিটা শেয়ার করার জন্য।

 last month 

সুন্দর মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 91274.52
ETH 3158.75
USDT 1.00
SBD 3.10