গোধূলি সন্ধ্যার দৃশ্য অংকন

in আমার বাংলা ব্লগ15 days ago (edited)


আসসালামু আলাইকুম



হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি গোধূলির সন্ধ্যার আর্ট নিয়ে।



IMG_20240623_172929~2.jpg


প্রয়োজনীয় উপকরণসমূহ


  • রং
  • তুলি
  • সাদা কাগজ

IMG_20240623_170204~3.jpg


ধাপ: ১



শুরুতে আমি একটি সাদা কাগজ নিয়েছি। কাগজের উপর ধীরে ধীরে কালো কালার রং নিয়ে তুলির সাহায্য নিয়ে আর্ট করে নিয়।


IMG_20240623_170636~2.jpg


ধাপ: ২



তারপর আমি কমলা কালারের রং নিয়ে সাদা কাগজের উপর তুলি দিয়ে এঁকে দিয়।যেহেতু গোধূলি সন্ধ্যা আর্ট করছি তাই কমলা কালারের রং দিয়েছি,কারন সন্ধ্যাবেলায় সূর্যের আলো কিছুটা কমলা রঙের হয়ে থাকে।



IMG_20240623_170747~2.jpg

ধাপ: ৩



তারপর আমি সাদা কালার রং নিয়ে।কাগজের নিচের দিকে আকিঁয়ে দিয়। সেই সাথে কাগজের নিচের দিকে কিছু ঘাঁস আঁকিয়ে দিয়।যা আর্ট টিকে আকর্ষণীয় করে তুলবে সে জন্য আমি নিখুঁতভাবে ঘাঁস আঁকিয়ে দিয়।



IMG_20240623_171443~2.jpg

IMG_20240623_171140~2.jpg


ধাপ: ৪



তারপর কালো রংয়ের সাহায্য নিয়ে তুলি দিয়ে সুন্দর করে একটি তালগাছ আঁকিয়ে দিয়।



IMG_20240623_171649.jpg

ধাপ: ৫



আবারো কিছুটা রং নিয়ে আস্তে আস্তে তালগাছটি আঁকানো সম্পূর্ণ করলাম।তালগাছটি অনেক সুন্দর ভাবে আমি আকানোর চেষ্টা করেছি যা আপনাদের কাছে ভালো লাগবে আশা করি।



IMG_20240623_171811~2.jpg

ধাপ: ৬



বড় তালগাছটির পাশে আমি একটি ছোট তালগাছ আঁকিয়ে দিয় যাতে করে দুটি তালগাছ একসাথে থাকলে অঙ্কনটি সুন্দর দেখাবে।সেজন্য আমি পাশে একটি সুন্দর করে ছোট একটি তাল গাছ আঁকিয়ে দিয়।



IMG_20240623_171917~2.jpg

ধাপ: ৭



তারপর আমি সূর্য আঁকিয়ে দিই।গোধূলি সন্ধ্যার সূর্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে।যেমন কমলা রং এর মত আলো দেয় যা আমার কাছে খুবই ভালো লাগে।


IMG_20240623_172159~2.jpg


ধাপ: ৮



তারপর আকাশে কিছু পাখি আঁকিয়ে দিয় কারণ গোধূলি সন্ধ্যায় সব রকমের পাখি উড়ে যায় তাদের নিজ স্থানে।তাই সুন্দর করে কিছু পাখি আঁকিয়ে দিয়।


IMG_20240623_172509~2.jpg




শেষ ধাপ:



তারপর আরো অনেকগুলা পাখি আঁকিয়ে দিলাম যাতে আর্টি সুন্দর দেখায়। পাখিগুলো আঁকানো সম্পূর্ণ হলে, তারপর খাতার নিচের দিকে আমার সিগনেচার করে দিন এবং আর্টি সম্পন্ন করি।


IMG_20240623_172929~2.jpg



বিশেষ বিশেষ তথ্য


বিষয়আর্ট পোস্ট
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাWalton primo nf5
আমার লোকেশনঢাকা সাভার
ফটোগ্রাফার@sumiya23
ধর্মইসলাম
দেশবাংলাদেশ


আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি কর্মকর্তা। আমি বর্তমান ইন্টার ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png


Sort:  
 15 days ago 

গোধূলি সন্ধ্যার খুবই সুন্দর একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি যে এত সুন্দর ভাবে চিত্র অঙ্কন করতে পারেন বিষয়টা আমার জানা ছিল না। আকাশে পাখি উড়ে যাবার মুহূর্ত দেবার কারণে এটা দেখতে খুবই সুন্দর লাগছে।

 10 days ago 

ধন্যবাদ ভাইয়া। সুন্দর একটি কমেন্ট করার জন্য এবং উৎসাহ প্রদান করার জন্য।

 15 days ago 

রং তুলির ছোয়ায় আপনি চমৎকার সুন্দর করে গোধূলি সন্ধ্যার দৃশ্য অংকন করেছেন যা ভীষণ সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে ধাপে ধাপে অংকন পদ্ধতি চমৎকার সুন্দর ভাবে ভাগ করে নেয়ার জন্য।

 10 days ago 

ধন্যবাদ আপু, আপনার মূল্যবান কমেন্ট করার জন্য। চিত্রটি আপনার পছন্দ হয়েছে বলে আমি খুবই খুশি হয়েছি।

 14 days ago 

আপনার অসাধারণ এই আর্ট করতে দেখে খুবই ভালো লেগেছে আমার। বেশ দারুণভাবে অংকন কাজ সম্পন্ন করেছেন আপনি। শুরু থেকে শেষ পর্যন্ত বেশ দারুন ছিল আপনার আর্ট করা। বেশ ভালো লাগলো গোধূলি বেলার এই চিত্র দেখে। আশা করবো এভাবেই সুন্দর সুন্দর চিত্র তৈরি করে দেখাবেন আপনি।

 10 days ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান কমেন্ট করার জন্য। আশা করছি এভাবে আমাকে উৎসাহ প্রদান করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো কাজ উপহার দিতে পারি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57653.41
ETH 3122.86
USDT 1.00
SBD 2.41