ভাবনা চিন্তা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক

আসলে জীবনটা সহজ নয়। আর জীবনে বেশি ভাবনা চিন্তা করারও কোনো সময় নেই। কারণ যে কাজে যত বেশি ভাবনা চিন্তা সেই কাজ ততটাই পিছিয়ে পড়ে। অবশ্য প্রতিটা কাজ ভাবনা চিন্তা করে করা অবশ্যই ভালো। কিন্তু এই ভাবনাচিন্তা যদি বেশি সময় ধরে হয় তাহলে সেই কাজ করার মন-মানসিকতা সবসময় নষ্ট হয়ে যায়। আর মন মানসিকতা নষ্ট হয়ে গেলে কোন কাজ কখনোই সঠিকভাবে সম্পন্ন হয় না। আসলে জীবনে যদি কোন কাজকে আমরা কঠিন বলে মনে করি তাহলে সহজ কাজও আমাদের কাছে অনেক বেশি কঠিন হয়ে যায়। অনেক সময় আমরা দেখতে পাই যে, যে কাজটিকে আমরা কঠিন মনে করেছি সেই কাজটি করার সময় অনেক বেশি সহজ হয়েছে।


তাইতো একদিকে যেমন কঠিন কাজকে কখনো কঠিন বলে মনে করা যাবে না আবার অন্যদিকে কোন সহজ কাজকেও খুব একটা সহজ বলেও আমাদের মনে করা যাবে না। কারণ অনেক সময় সহজ কাজ অনেক বেশি কঠিন হতে পারে। আর কোন সহজ কাজকে যদি আমরা পরবর্তী সময়ে করার জন্য ফেলে রাখি তাহলে যতদিন যেতে থাকে সেই কাজ আরো বেশি কঠিন হতে থাকে। তাইতো যে সময়ের কাজ আমাদের সেই সময়ই সম্পন্ন করা উচিত। জীবনে সকল কাজ আমাদের নিজেদেরকেই করতে হবে।



কোন কাজে আমরা কখনো আশা করব না যে কেউ এসে আমাদের সাহায্য করে দেবে। আসলে নিজের কাজকে নিজের মনে করে অবশ্যই করা উচিত। আর যদি কেউ সাহায্য করতে আসে তাহলে সেটি কিন্তু ভালো। কিন্তু সেই সাহায্যের আশায় আমরা যদি বসে বসে সময় পার করি তাহলে কিন্তু সেই বিষয়টি মোটেও ভালো নয়। তাইতো জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের অনেক বেশি সংগ্রাম করতে হবে এবং সংগ্রাম করার পাশাপাশি দেখতে হবে যে আমাদের জন্য যাতে অন্য কারো ক্ষতি না হয়।


ভাবনা চিন্তা


এত কিছু ভাবনার দরকার কি,

সব সময় কাজ করতে থাকো।

কাজ করতে করতে এক সময়,

সকল কাজের সমাধান হবে দেখো।


ভাবনা চিন্তার অবশ্যই দরকার আছে,

কিন্তু সময় নষ্ট করার প্রয়োজন নাই।

জীবনে যদি বড় হতে চাও,

এখনই সবাই কাজে মন দাও।


সৎভাবে কোন পরিশ্রম করলে,

হয়তোবা কখনো পরাজিত হবে।

কিন্তু হাল ছাড়লে চলবে না,

সেই কাজে লেগে থাকতে হবে।


কঠিন কাজকে সহজ ভেবে,

জীবন যুদ্ধে সবাই এগিয়ে যাবে।

কাজকের একবার কঠিন ভাবলে,

সেই কাজ আর নাহি হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 2 months ago 

যারা কাজের আগেই অ্যাডভান্স চিন্তা করে তারা কখনোই সেই কাজে সফল হয় না। মনে দীর্ঘ বিশ্বাস রেখে যারা কাজ করে এগিয়ে যায়, তারাই মূলত সফল হয়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65160.59
ETH 3545.92
USDT 1.00
SBD 2.43