বাঁচার পথ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আমাদের এই পৃথিবীতে যেমন জন্ম হয়েছে তেমনি সবার একদিন না একদিন মারা যেতে হবে। আসলে এই মৃত্যুকে কেউ কখনো উপেক্ষা করতে পারে না। আর এজন্য আমাদের মৃত্যুর পর আমাদের সবাই ভুলে যায় একদিন না একদিন। আসলে আমাদের মৃত্যুর পর আমাদেরকে আমাদের পরিবারের লোকজন কয়েকদিন হয়তোবা মনে রাখবে। কিন্তু যত দিন যাবে তত তারা আমাদের আস্তে আস্তে ভুলতে ভুলতে একদিন আর আমাদের কথা মনে রাখবেন। আসলে এটা পৃথিবীর একটা নিয়ম। কারণ আমরা যদি মায়ের বাঁধনে আটকে যাই এবং কারো মৃত্যুর মায়া কখনো ত্যাগ করতে না পারি তাহলে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আসলে এটা কিন্তু আমাদের কোন ভুল নয়।


কিন্তু আমরা এই সারা পৃথিবীতে একটি জিনিসের মাধ্যমে আমরা সারা জীবন বেঁচে থাকতে পারি। আসলে সেই বাঁচা হলো আমাদের কাজের মাধ্যমে আমাদের বেঁচে থাকা। কারণ পৃথিবীতে মানুষ মারা গেলেও তাদের কাজকর্ম কখনো কেউ ভোলে না। সে হোক ভালো কাজ অথবা খারাপ কাজ। আসলে এই দুই প্রকার কাজের মাধ্যমে মানুষ সারাজীবন বেঁচে থাকতে পারে। এই পৃথিবীতে ভালো কাজের মাধ্যমে বেঁচে থাকা অনেক বেশি কঠিন। আসলে এই ভালো কাজে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়। আর এই ভালো কাজের মাধ্যমে যারা এখনো পৃথিবীতে বেঁচে রয়েছেন তাদেরকে পৃথিবীর সব লোক সম্মান করে এবং তাদেরকে সব সময় মনে রাখে।


আমাদের পৃথিবীতে অনেক মনীষীরা ছিলেন যারা তাদের ভাল কাজ কর্মের জন্য এখনো মানুষের মনে তারা বেঁচে আছেন। আসলে খারাপ কাজের মাধ্যমে বেঁচে থাকা কিন্তু খুব সহজ কাজ। যদিও এই কাজের মাধ্যমে আপনাকে সবাই মনে রাখবে কিন্তু আপনাকে সবাই ঘৃণার মাধ্যমে মনে রাখবে। ইতিহাসের একজন ব্যক্তি ছিলেন যার নাম হল মীরজাফর। যাকে তার খারাপ কর্মের জন্য মানুষ এখনো মনে রাখে। কিন্তু তাকে মানুষ ভালোবাসার ক্ষেত্রে মনে রাখে না। তাকে মনে রাখে সবাই ঘৃণার চোখে। আসলে আমরা কখনো এরকম ঘৃণার চোখে বেঁচে থাকতে চাই না। তাইতো আমরা সবসময় ভালো কর্ম এবং অন্যের উপকার করবো। একদিন আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখন মানুষ আমাদের সেই কাজের জন্য আমাদের সারা জীবন মনে রাখবে।


বাঁচার পথ


অহংকার সব যাবে মিশে একদিন,

থাকবে না তোমার কোন চিহ্ন।

সেদিন বুঝবে কি নিয়ে এসেছিলে,

আর কি নিয়ে গেলে তুমি হবে ধন্য।


টাকা পয়সা কখনো সঙ্গে যাবেনা,

যাবে শুধুমাত্র যশ এবং নাম।

ভালো কাজ যদি করে যাও পৃথিবীতে,

সবাই করবে তোমার সুনাম।


বিশ্বের এত মায়ায় জড়ালে তুমি,

মৃত্যুর মাঝে তো সব শেষ হবে।

কয়েকদিন তোমায় মনে রাখবে,

আবার কিছুদিন পর সবাই ভুলে যাবে।


এই পৃথিবীতে কেউ আপন নয়,

সবাই শুধুমাত্র করে অভিনয়।

ভালোবাসা যদি থাকে জীবনে,

কিন্তু স্বার্থের কাছে সব হয় ক্ষয়।


তাইতো মানুষের উপকার করো,

ক্ষতি করবে না কোন সময়।

মানুষের মাঝে বেঁচে থাকবে তুমি,

মানুষরা করবে তোমার জয় জয়।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 7 days ago 

খুবই চমৎকারভাবে কবিতার মধ্য দিয়ে বাস্তবতা তুলে ধরেছেন আপনি। আমরা দুনিয়াতে এসেছি কি নিয়ে আবার যাবো কে নিয়ে সেটা দুনিয়াতে ভাবতে হবে। দুনিয়াতে ভালো কিছু না করে গেলে আমাদেরকে কেউ স্মরণ করবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65160.59
ETH 3545.92
USDT 1.00
SBD 2.43