বেঁচে থাকা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক

এই পৃথিবীতে বিনা সংগ্রামে বেঁচে থাকা মোটেও সম্ভব নয়। আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ করে যেতে হয় সব সময়। আসলে আমরা পৃথিবীতে সোনার চামচ নিয়ে সকলের জন্মগ্রহণ করি না। কারণ আমরা যারা গরীব পরিবারে জন্মগ্রহণ করি তাদের জীবনটা সংগ্রামের মধ্য দিয়ে শুরু হয়। হয়তোবা জন্মের প্রথম দিকে আমরা বুঝতে পারি না যে জীবনটা কত বেশি কঠিন। কারণ সেই সময়ে মা-বাবা আমাদের বাইরে কঠিন পরিবেশ থেকে আগলে রাখে এবং তারা কখনো আমাদের বুঝতে দেয় না যে এই পৃথিবীটা কত বেশি ভয়ংকর। যদিও আমরা যখন আস্তে আস্তে বড় হই তখন আমরা বাইরে পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি।


আর এই পৃথিবীতে যারা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে হয়তোবা তাদের সংগ্রাম অনেক কম কারণ তাদের মা বাবা এই পৃথিবীতে তাদের জন্য অনেক কিছু রেখে গেছেন। আসলে যদি মা-বাবা গরিব থাকে সেই পরিবারকে সেই গরিব থেকে বের করে নিয়ে আসতে হলে তাকে অনেক বেশি সংগ্রাম করতে হবে জীবনে। এই সংগ্রামে তাকে অনেক বাঁধার সম্মুখীন হতে হবে। কেউ একটুও সাহায্যের জন্য হাত বাড়াবে না। এই পুরো সংগ্রামটা আমাদের নিজেদেরকে করতে হবে। এছাড়াও আমরা যদি সংগ্রাম না করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের লোকেরাও অনেক কষ্ট দিন কাটাবে।



একটা প্রজন্ম যদি অনেক বেশি কঠোর পরিশ্রম করে জীবনে উন্নতি লাভ করতে পারে তাহলে পরবর্তী প্রজন্ম একটু সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। কিন্তু পরবর্তী প্রজন্মের সদস্যরা যদি আবার পরিশ্রম না করে অলস দিন যাপন করে তাহলে আবার তারা পুনরায় সেই গরিবে পরিণত হবে। কারণ এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া জীবনেও কেউ উন্নতির দিকে এগিয়ে যেতে পারেনি। তাইতো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এই কথা মাথায় রেখে আমাদের সবাইকে সঠিক পরিশ্রম করতে হবে। আসলে পরিশ্রম একজন ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সমাজে গণ্য করতে পারে যদি না সে সঠিক কাজে পরিশ্রম করে। আর পন্ডশ্রম করলে সে কখনোই জীবনে বড় হতে পারে না।


বেঁচে থাকা


তুমি কি ভেবেছ সবকিছুই সহজ,

কঠিন কোন কিছু নেই পৃথিবীতে।

তাহলে তুমি ভুল ভেবেছো,

অনেক বাঁধা রয়েছে সম্মুখে।


জীবনের পথ অনেক কঠিন,

অনেক সংগ্রাম করতে হয়।

সংগ্রাম ছাড়া টিকে থাকা,

এই পৃথিবীতে বড়ই কঠিন হয়।


ভালো কাজের ফল ভালো হয়,

খারাপ কাজের ফল ভালো নয়।

ভালো জীবনে থাকতে হলে,

মানুষের উপকারের কোন বিকল্প নয়।


মানুষকে ভালোবেসে মানুষের পাশে,

যদি থাকতে পারি সব সময়।

ভালো কাজের মধ্যে বেঁচে থাকা যায়,

মন্দ কাজের মধ্যে নয়।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 2 months ago 

আপনার লেখা বেঁচে থেকো শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমাদের সকলের উচিত আমাদের সমাজের সকল মানুষের পাশে দাঁড়িয়ে ভালো কাজ করা এবং সকল মানুষকে ভালোবাসা। আমরা যদি সকল মানুষের হৃদয়ে অবস্থান করতে পারি তাহলে আমরা মরেও অমর হতে পারবো। যাহোক অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62808.61
ETH 3464.94
USDT 1.00
SBD 2.53