গ্রাম বাংলা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আসলে গ্রাম বাংলার প্রকৃতি এবং মানুষগুলো সত্যিই খুব সহজ-সরল এবং সুন্দর হয়। আসলে গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্য দেখে যেন আমাদের মনটা ভরে যায়। আর গ্রামবাংলায় যেসব মানুষেরা বসবাস করে তাদের মনটা সব সময় সহজ সরল হয়। কারণ তারা কখনো শহরের আধুনিক ছোঁয়া না পেলেও তাদের সেই পুরনো মন মানসিকতা অনেক পবিত্র হয়। তাদের মন-মানসিকতার ভিতরে কোন পাপ কখনোই জায়গা করে নিতে পারে না। আসলে শত কষ্টের মাঝেও তারা মিলেমিশে একসাথে একই জায়গায় বসবাস করে। আসলে গ্রাম বাংলার এই অলিতে গলিতে রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট বাগান। আসলে গ্রামের সেই মিষ্টি মেয়েটি যখন খোলা চুলে জল আনিতে যায় সে দৃশ্য আমাদের মন কেড়ে নেয়।

আসলে এখনো কিন্তু গ্রামের মানুষেরা কলসি কাঁখে নিয়ে বহু দূরে যায় জল আনিতে। আসলে এই গ্রামের কৃষকেরা সারা বছর অনেক কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদনের জন্য। আর মাঠে তাদের সবুজ ফসলের জন্য মনে হয় যেন মাঠে সবুজের মেলা বসেছে। যদিও তারা কঠোর পরিশ্রম করে এবং এতে তাদের অনেক বেশি কষ্ট হয়। কিন্তু তাদের মুখ দেখে কখনো বোঝা যায় না যে তারা কষ্টে রয়েছে। আসলে একমাত্র এই গ্রামের পরিশ্রমী লোকেরাই সব সময় শত কষ্ট বুকে নিয়ে মানুষের সামনে হাসতে পারে। আপনি প্রথম দেখাতে কখনোই বুঝতে পারবেন না যে এসব মানুষের মনের ভিতরে কতটা কষ্ট। আসলে এভাবে তারা দিনের পর দিন পরিশ্রম করে এসব গ্রাম অঞ্চলে বেঁচে থাকে।

আর গ্রাম বাংলা এখনো আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি। আর এর ফলে মানুষগুলো এখনো অনেক ভদ্র রয়েছে। আসলে আধুনিক জিনিস কিন্তু ভালো কিন্তু এসব আধুনিক জিনিসের যেসব খারাপ দিক রয়েছে তা কিন্তু সম্পূর্ণ খারাপ। এছাড়াও গ্রামের দিকে বিকেলবেলাতে পাখিগুলো যখন বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করে তারা তাদের ছোট্ট বাসায় ফিরে আসে তখন বাসায় অপেক্ষা করা পাখির ছানাগুলো তাদের মাকে পেয়ে কিচিরমিচির আওয়াজ করতে থাকে। এছাড়াও সাদা বকরা আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়। আসলে এই সব দেখলে আমাদের মনটা যেন পাগল হয়ে যায়। আর এজন্য আমরা বারবার চাই যে আমাদের যেন এই গ্রাম বাংলায় জন্ম হয় এবং এই গ্রাম বাংলার সহজ সরল মানুষের সাথে আমরা যেন বড় হতে পারি এবং আমাদের শেষ পরিণতিও যেন এই গ্রাম বাংলায় হয়।


গ্রাম বাংলা


পল্লী গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে,

হেঁটে যায় শ্যামা বর্ণের মেয়েটি।

তাকে দেখার জন্য আমার মনটা,

সব সময় বাঁধে নানান ফন্দি।


খোলা চুলে কলসি কাঁখে,

জল আনিতে যায় ঘাটে।

এমন দৃশ্য আছে শুধু,

গ্রাম বাংলার অলিতে গলিতে।


সবুজে ভরা মাঠের ভেতর,

কৃষকরা ফলায় বিভিন্ন ফসল।

শত কষ্ট হলেও তাদের,

পরিশ্রম করে সারা বছর।


গ্রামের পাশে শিমুল বাগানে,

কোকিল পাখি কুহু কুহু ডাকে।

মনটা যেন আনন্দে ভরে ওঠে,

পাখিরা ওড়ে আকাশে ঝাঁকে ঝাঁকে।


এমন গ্রামের জন্ম হলে,

জীবনটা আমাদের ধন্য হবে।

মাটির পরশ পেয়ে বড় হবো,

কাটাবো জীবনটা খুব আনন্দেতে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 20 days ago 

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আমি মুগ্ধ হয়েছি। যেখানে গ্রাম বাংলা নিয়ে আপনি কথা শেয়ার করেছেন। আধুনিকতার ছোয়া গ্রাম বাংলায় যথেষ্ট পৌঁছেছে। হয়তো সকলে স্থানে নাও পৌঁছাতে পারে তারপরেও বেশি উন্নত হয়েছে আধুনিকতার ছোঁয়ায়। তবে শহরের তুলনায় গ্রামে আজও সেই প্রাচীন অনুভূতি খুঁজে পাওয়া যায় যেমন উল্লেখ করেছেন পাখির ছানা মায়ের বাসায় ফেরার অনুভূতিতে চেয়ে থাকা কখন মা বাসায় ফিরবে তবে খাওয়াবে। এদিকে ঝাকে ঝাকে উড়ে যায় অনেক পাখি। এমন সুন্দর দৃশ্য গুলো কিন্তু গ্রামের মধ্যে গ্রামীণ মাঠ পর্যায়ে বাগান পর্যায়ে বেশি লক্ষ্য করা যায়। আর এ পরিবেশটা আমি বেশি পছন্দ করে থাকি। বেশি দারুন অনুভূতিতে কবিতাও শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লাগলো আমার।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65348.61
ETH 3557.74
USDT 1.00
SBD 2.45