দিনমজুর

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক

আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজকর্মে বাইরে যেতে হয়। আসলে আমরা যখন বাইরে যাই তখন বিভিন্ন দিনমজুর লোককে আমরা রাস্তার বিভিন্ন কাজ করতে দেখি। কোন কোন মানুষ আবার বড় ইমারত তৈরি করছে আবার কোন কোন মানুষ রাস্তার পাশে পাথর ভাঙছে। আসলে তারা সেই সকাল থেকে সারাদিন একটানা কঠোর পরিশ্রম করে। আর যদি তারা কঠোর পরিশ্রম কখনো না করে তাহলে তারা পরের দিন কি খাবে সেই নিয়ে সবসময় চিন্তায় থাকে। কারণ তাদের কোন সঞ্চিত অর্থ থাকে না। তাদের পরিবারকে চালানোর জন্য তারা যে পরিমাণ অর্থ উপার্জন করে তার পুরোটাই তাদের পরিবারের পিছনে খরচ হয়ে যায়। আসলে তারা কোনভাবে তাদের নিজেদের জীবনকে উন্নত করতে পারে না।


আসলে এসব মানুষদেরকে সব সময় উঁচু স্তরের মানুষগুলো ঘৃণা করে। এর কারণ হলো তারা দিনমজুর। আসলে একটা জিনিস কি তারা কখনো ভেবে দেখেছে। আর যদি তারা কঠোর পরিশ্রম না করতো তাহলে সেই লোকটি যে উচু বিল্ডিংয়ে বসবাস করছে তাহলে সেই বিল্ডিংটি কখনো নাহি থাকতো। আসলে তারা আমাদের জন্য এত কাজ করে আর আমরা সবসময় তাদেরকে বিভিন্নভাবে অপদস্ত করি। আসলে তাদেরও এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। আমাদের মত তারাও কিন্তু রক্তে মাংসে গড়া মানুষ। আমাদের যেমন দুঃখ-কষ্ট থাকে তাদেরও তেমনি জীবনে অনেক বেশি দুঃখ কষ্ট থাকে।


আসলে এসব মানুষগুলো সব সময় হাসিমুখে আমাদের চারিপাশে ঘোরাফেরা করে। তাদের এই হাসিমুখের আড়ালে এতটা কষ্ট রয়েছে তা তারা কখনোই বুঝতে পারে না। আসলে একজন মানুষ যদি সারা জীবন কঠোর পরিশ্রম করেও তাদের পরিবারকে নিয়ে একটু ভালোভাবে দিনযাপন না করতে পারে তাহলে তার তো খারাপ লাগারই কথা। আসলে তবুও সে কখনো থেমে থাকে না। আর সে আরো বেশি কঠোর পরিশ্রম করে তার পরিবারকে আরেকটু ভালো রাখার জন্য। আর এজন্য আমাদের সবার উচিত এসব হতদরিদ্র দিনমজুর লোকের সাহায্যে এগিয়ে আসা।


দিনমজুর


হাতের আঘাতে যারা পাথর ভাঙ্গে,

পুরোটা দিন যায় তাদের পরিশ্রম করে।

তবুও তারা কখনো থেমে থাকে না,

তারা থামলে দেশের উন্নয়নও যাবে থেমে।


লোকে তাদেরকে ঘৃণা করে,

কারণ তাদের গায়ে থাকে নোংরা।

তাদের জন্য দেশটা এত পরিষ্কার,

আর তারাই পায় না কোন অধিকার।


আঘাতের পর আঘাত সহ্য করে,

তারা দেশের বড় বড় ইমারত গড়ে।

তবুও তাদের কোন জায়গা নেই,

তারা রাত কাটায় ভাঙ্গা কুঁড়েঘরে।


একদিন রোজগার না করলে তারা,

পরের দিন তাদের না খেয়ে থাকতে হয়।

তবুও তাদের কেউ সাহায্য করে না,

সুযোগ পেলে চড় লাথি মারে সবাই।


তাদের সাহায্যে যদি সবাই,

এগিয়ে আসি একসাথে।

দুঃখ তাদের একদিন চলে যাবে,

শান্তিতে তারা দিন কাটাবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 17 days ago 

আসলে দিন মজুর করা ব্যক্তিরাই আমাদের দেশের বাস্তব হিরো।আর যারা অফিস আদালতে বসে ঘুস খায় তারা হচ্ছেন আমাদের সমাজের শত্রু। আপনি আজকে দিন মজুর দের কে নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর করে কবিতাটি লিখেছেন।

 16 days ago 

দিনমজুরদের কে নিয়ে অসাধারণ একটি পোস্ট করেছেন আপনি। এই দিনমজুরের কারণে আমরা অট্টালিকাতে বসবাস করি অথচ তাদেরকেই আমরা ঘৃণার চোখে দেখি। দিনমজুর না থাকলে আজকের যারা বিত্তশালী তারা সেই অবস্থানে থাকত না। তাই প্রতিটি দিনমজুরকেই সম্মানের চোখে দেখা উচিত। তাদের প্রতি আমাদের সদয় আচারণ করা উচিত। অসংখ্য ধন্যবাদ এমন পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65160.59
ETH 3545.92
USDT 1.00
SBD 2.43