তোমার কথা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক

এই পৃথিবীতে জন্ম মৃত্যু কখনো আমরা নিজেরা নির্ধারণ করতে পারি না। কার কখন জন্ম হবে এবং কার কখন মৃত্যু হবে সে একমাত্র বিধাতাই জানে। শুধুমাত্র আমরা এই পৃথিবীতে বিভিন্ন কর্তব্য করতে এসেছি এবং মানুষকে ভালবাসতে এসেছি। আমাদের কর্তব্য যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই পৃথিবীকে ছেড়ে বিদায় নিয়ে নেব। আসলে এই মাঝের সময়টুকুতে আমরা বিভিন্ন মানুষকে ভালোবাসি এবং বিভিন্ন মানুষের সাথে মায়ার বন্ধনে আটকে পরি। আসলে এমন একজন মানুষ আমাদের জীবনে আসে যাকে কখনো আমরা ভুলতে পারিনা। আসলে এই প্রিয় মানুষগুলো যখন আমাদের জীবনে আসে তখন আমাদের জীবনটা রঙিন হয়ে যায়।

আসলে এই প্রিয় মানুষের জন্ম এবং আমাদের জন্ম যেমন একই সময় হয় না তেমনি এই প্রিয় মানুষের মৃত্যু এবং আমাদের মৃত্যু কখনো একই সময় হয় না। কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত আমরা যত পারি তত এই প্রিয় মানুষটাকে সময় দিই এবং তাদেরকে নিজের মতো করে অনেক বেশি ভালোবাসি। যদিও আমাদের কাছে এই সময়টুকু অনেক কম মনে হয়। তবুও আমরা এই কম সময়ে আমাদের যতটুকু সাধ্য থাকে ততটুকু তাদের ভালোবাসা দিয়ে থাকে। আসলে একদিন না একদিন কোন একজনকে আগে চলে যেতে হয় পৃথিবী ছেড়ে। আর যে মানুষটি পৃথিবীতে একা পড়ে থাকে সেই মানুষটির কাছে পৃথিবীটা নরক মনে হয়।



আসলে এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া কিন্তু অনেক ভালো। কারণ যে প্রিয় মানুষটা আমাদের ছেড়ে চিরদিনের মত চলে গেছে সেই প্রিয় মানুষটির স্মৃতি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই এবং মনে হয় যেন সেই প্রিয় মানুষটির শরীরের ঘ্রাণ চারদিকে ছড়িয়ে আছে। আসলে এই সব কিছু আমরা কখনোই মেনে নিতে পারি না। তখন আমাদের মনে হয় যেন আমরা কবে এই প্রিয় মানুষটার কাছে চলে যেতে পারবো। আসলে যে কটা দিন আমরা এই প্রিয় মানুষকে ছেড়ে পার করি সে কটা দিন আমাদের কাছে অনেক বেশি কষ্টকর হয়। আর যদি মৃত্যু আমাদের সেই প্রিয় মানুষের কাছে নিয়ে যেতে পারে তাহলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া কিন্তু অনেক বেশি ভালো।


তোমার কথা


যে মানুষটা ছেড়ে গেছে জীবনে,

সে মানুষটা কি কখনো ফিরবে?

তবুও আমি আশা রেখেছি মনে।

হয়তোবা দেখা পাব কোন এক ক্ষণে।


জন্ম মৃত্যু কখনো একই সাথে হয় না,

কেউ যাবে আগে, আবার কেউ যাবে পরে।

তবে কেন ভালোবেসে ছিলে আমাকে,

ফেলে গেলে কেন পৃথিবীতে একা করে।


অবচেতন মনে যখন বসে থাকি একা,

মনে হয় যেন হঠাৎ করে দিলে তুমি দেখা।

তোমার গন্ধ ভেসে বেড়ায় সারা ঘরটি জুড়ে,

তোমার স্মৃতি রয়ে গেছে প্রতিটি কোনে কোণে।


মনে হয় যেন তুমি কাছে আছো আমার,

তবুও তুমি দেখা দিচ্ছ না আমাকে।

এ মনে যে রয়েছে ভীষণ কষ্ট,

কবে কষ্ট গুলো বলবো তোমাকে।


তুমি ছিলে আমার জীবনের সেই প্রথম নারী,

তাইতো এখন তোমায় ভুলতে নাহি পারি।

মৃত্যু যদি তোমাকে আমার কাছে এনে দেয়,

তাহলে বাঁচার থেকে মৃত্যু হলেই ভালো হয়।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 last month 

দারুন একটি কবিতা লিখেছেন। আসলে আমাদের জন্ম এবং মৃত্যু একমাত্র বিধাতাই ভালো জানেন। প্রিয়জনদের যেমন জন্ম একসাথে হয়নি ঠিক তেমনি মৃত্যু একসাথে হবে না। তাই আমরা প্রিয়জনের মৃত্যুতে পৃথিবীটাকে নরক মনে হয়। প্রিয়জন হারা হৃদয় আসলেই বেদনাময়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64867.61
ETH 3451.61
USDT 1.00
SBD 2.55