সুখের মুখ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আসলে বাঙালিরা প্রতিবছর বিভিন্ন উৎসবে সবসময় মেতে থাকে। এই উৎসবের সময় বাঙ্গালীদের আনন্দের কোন সীমা থাকে না। তারা সবাই আনন্দে চারিদিকে ঘুরে বেড়ায় এবং নতুন নতুন বিভিন্ন ধরনের পোশাক পড়ে। আসলে মানুষ এই আনন্দকে সামনে রেখে প্রচুর পরিমাণে টাকা অপচয় করে। আসলে আমরা শুধুমাত্র নিজেদের আনন্দটাই বুঝি। কারণ আমরা যদি নিজেরা আনন্দে থাকতে পারি তাহলে অন্যরা কি অবস্থায় আছে তা আমরা মোটেও কল্পনা করতে পারি না। আসলে এই আনন্দের দিনগুলোতে গরিব মানুষ খুব কষ্টের মাঝে দিন কাটায়।

আসলে সবাই মিলে যদি অল্প অল্প করে এসব গরিব লোকদের সাহায্যের জন্য আমরা এগিয়ে আসি তাহলে এই গরিবেরা উৎসবের দিনগুলোতে অনেক আনন্দে দিন কাটাতে পারে। আসলে তাদের চাহিদারে তেমন কোন বেশি জিনিসের প্রয়োজন কখনোই হয় না। তারা শুধুমাত্র তাদের প্রয়োজনীয় খাদ্য এবং বস্ত্র পেলেই এতেই তার খুশি। আসলে জীবনে আপনি যতই মহৎ কাজ করুন না কেন দানশীলতার মতো মহৎ কাজ আর এই পৃথিবীতে একটিও হতে পারে না। কারণ একজন ব্যক্তি যদি প্রকৃত সুখ খুঁজে পেতে চান তাহলে আপনার প্রয়োজনের অতিরিক্ত টাকা এই গরিবদের মাঝে দান করুন। আসলে কিছু কিছু অলস গরিব রয়েছে যারা নিজেদের জীবনকে উন্নতির জন্য একটুও চেষ্টা করে না।


আসলে এসব গরিবদের জন্য বাকি গরীবদের নাম দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আসলে এই উৎসবের দিনগুলোতে আমরা নিজেরা যেমন আনন্দ করবো তেমনি আমাদের আশেপাশের সকল লোকরা যাতে আনন্দ করতে পারে সেই চেষ্টা সবসময় করবো। আসলে আমরা যখন অন্যের আনন্দে আনন্দিত হব তখন আমরা নিজেদের প্রকৃত আনন্দটাকে খুঁজে পাবে। আসলে সবাই মিলে যখন একসাথে আনন্দ করবো সেই আনন্দের কোন শেষ থাকবে না। আসলে সবাই মিলে আনন্দ করার মজাটাই আলাদা। তাইতো আমরা প্রতিটা উৎসবের দেশের সকল লোককে নিয়ে একসাথে উৎসবে মেতে উঠবো।


সুখের মুখ


কত উৎসব এলো গেল,

কত আনন্দে করেছি সময় পার।

দরিদ্র মানুষেরা কষ্টে কাটায়,

তারা কখনো সুদিন দেখেনি আর।


কষ্ট তাদের জীবন সাথী,

সারা জীবনে আনন্দ না পায়।

কষ্টকে তারা সঙ্গী করে,

পৃথিবীতে নাকি বেঁচে থাকতে চায়।


কারণ বহু পরিশ্রম করেও তারা,

নিজেদের এই কষ্টকে দূর করতে না পারে।

সমাজের লোকেরা তাদের ঘৃণা করে,

কেহ তাদের আর ভালোবাসে না।


উৎসবের দিন ঘরে বসে তারা,

অন্যের আনন্দ দেখে কষ্ট পায়।

দুবেলা দু মুঠো তারা খেতে পারে না,

অনাহারেই তাদের দিন কাটাতে হয়।


সবাই যদি একটু সাহায্যের হাত,

গরিব মানুষের দিকে বাড়িয়ে দিই।

তাদেরও জীবনে একটু আনন্দ আসবে,

তারাও দেখবে একটু সুখের দিন।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 29 days ago 

আপনার লেখা সুখের মুখ শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে কবিতার ভাষাগুলো আমাদের বাস্তব জীবনের সাথে সম্পূর্ণ মিল রয়েছে। একই সাথে কবিতার কথাগুলো বেশ সাবলীল হয়েছে। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 28 days ago 

একদম ঠিক বলেছেন আসলে আমাদের এমন গরীবকে সাহায্য করা উচিত যারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে কিন্তু তারপরও সংসার চালাতে হিমশিম খাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে এরকম অলস গরিব অনেক দেখা যায়। যাই হোক আপনার আজকের কবিতাটি খুব ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64144.95
ETH 3509.20
USDT 1.00
SBD 2.55