দৃঢ় মনোবল

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আসলে আমাদের জন্মের পর থেকে আমরা বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা করতে থাকি। অর্থাৎ আমরা বড় হয়ে কি হব সেইসব ভাবনা চিন্তা করতে থাকি। আসলে তখন আমাদের মনের মধ্যে অন্য কোনো ধরনের চিন্তা কখনোই আসে না। কারণ এই পৃথিবীটা যে কত কঠিন তা তখনও আমরা বুঝতে পারি না। কিন্তু যখন আমরা বুঝতে পারি এই পৃথিবীটা এত বড় কঠিন তখন থেকে আমরা কঠোর পরিশ্রম করতে শুরু করে দিই। আসলে এই পৃথিবীতে ভাবনা চিন্তা করে কাজ করা অবশ্যই উচিত কিন্তু বেশি ভাবনা চিন্তা করা মোটেও প্রয়োজন নেই। কারণ বেশি ভাবনা চিন্তা করতে করতে আসল কাজটা তখন পিছনে পড়ে যায়।



আসলে আমরা সব সময় মনে মনে ভাবি যে বিভিন্ন ধরনের কাজ করব। আর পৃথিবীতে যারা মনে মনে বেশি ভাবনা চিন্তা করে তাদের দ্বারা কখনোই কোন কাজ হয় না। আসলে একটা কাজ যখন করতে হবে তখন সেই কাজটা দ্রুত শুরু করে দিতে হবে এবং সেই কাজের মধ্যে নিজের মনোনিবেশ করতে হবে। আসলে একটা কাজ করতে করতে যদি আমরা অন্য একটা কাজের চিন্তা করি তাহলে বর্তমানে যে কাজ করছি সে কাজটিও হবে না এবং পরবর্তীতে যে কাজটি করব সেটিও হবে না। তাইতো যখন যেটা করবো আমরা শুধুমাত্র সেই বিষয়ে চিন্তাভাবনা করব।



আমাদের এই পৃথিবীতে যারা সাধারণ পরিবারের সন্তান তারা বেশি ভাবনা চিন্তা করার মোটেও সময় পাই না। কারণ এই পৃথিবীতে বর্তমানে সকল কাজের যেসব প্রতিযোগিতা চলছে সেই সব প্রতিযোগিতার মধ্যে আমাদের প্রথম দিকে না থাকতে পারলে আমরা আর সেসব কাজ কখনোই পাবো না। আসলে পৃথিবীতে এখন কাজের চাহিদা যেমন বেশি রয়েছে তেমনি অন্য দিক থেকে যোগ্য লোকও কিন্তু অনেক রয়েছে। আসলে এত যোগ্য লোকের জন্য যেসব কাজ কর্মের প্রয়োজন হয় সেখানে প্রতিযোগিতা অনেক বেশি হয়। আসলে কোন কিছু ভাবনা চিন্তা না করে যদি সেই জিনিসটা আমরা কাজের মাধ্যমে প্রতিফলিত করার চেষ্টা করি তাহলে সেই কাজের সমাধান সবসময় সঠিক হবে।


দৃঢ় মনোবল


স্বপ্নগুলো সব ভেঙ্গে গেল,

যা ভেবেছিলাম তা হলো না।

সারা জীবন বসে চিন্তা করে,

কোন কিছুরই সমাধান মিলল না।


কত কিছু হতে চেয়েছিলাম জীবনে,

কিছুই তো আর করতে পড়লাম না।

সব আশা নিরাশা হয়ে গেল,

এখন আর কোন দিশা পাই না।


জীবনের মনোবলটা দৃঢ় যদি,

কখনো না থাকে আমাদের জীবনে।

কোন কাজে সফল হতে পারব না,

কোন কিছুই হবে না এই ভুবনে।


শুধু শুধু বসে চিন্তা করলে,

কাজ জমে থাকবে ঘরের কোণে।

যখন তুমি কাজে মনোযোগ দেবে,

এত কাজ দেখে তখন ভয় পাবে।


তাইতো স্বপ্ন দেখা বন্ধ করে,

সকল কাজের জন্য চেষ্টা করো।

চেষ্টা করতে করতে সফল হবে,

পূরণ হবে মনের আশাগুলো।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 7 months ago 

খুবই চমৎকার ভাবে কবিতার ছন্দে দৃঢ় মনোবলের বিষয়টি তুলে ধরেছেন। আপনার ছন্দময় কবিতাটি দারুন লেগেছে। অসংখ্য ধন্যবাদ এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.041
BTC 98769.41
ETH 3492.31
USDT 1.00
SBD 3.36