শীতকালের সকাল উপভোগ এবং ফুলের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ ও স্টিমিয়ান বন্ধুরা
২৩ নভেম্বর ২০২৩.
সকালের গল্প
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাংলা ব্লগ এর সকল বন্ধুদের শীতের উষ্ণ শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকি এ কারণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইলো।
দেখতে দেখতে গ্রীষ্মকাল শেষ হয় শীতকাল চলে এসেছে। তবে শীতকালের এই প্রাকৃতিক সৌন্দর্য এখনো উপভোগ করা হয়ে ওঠেনি। তবে গতকাল যখন সকালে ঘুম থেকে উঠেছিলাম তখন প্রবল ইচ্ছা জেগেছিল খুব দ্রুত গিয়ে বাইরে প্রাকৃতিক সৌন্দর্য এবং শীতকালের শিশির ভেজা কুয়াশা উপভোগ করার জন্য। যদিও বাইরে প্রচন্ড শীত এবং কুয়াশা ছিল তবে তারপরেও সেই শীতের সৌন্দর্য উপভোগ করার জন্য আমার মন যেন ব্যাকুল হয়ে পড়েছিল।
সুতরাং রুম থেকে বের হলাম এবং ফ্রেশ হয়ে আমি বাইরের সৌন্দর্য উপভোগ করতে বের হয়ে পড়লাম। আমি যখন বাইরে গিয়েছিলাম তখন বাহিরে কোন মানুষ ছিল না এবং শুধুমাত্র ফজরের সালাত আদায় করে বেশ কিছু মানুষ বাইরে দেখেছিলাম এবং কিছু মানুষ ব্যায়াম করতে বাইরে এসেছিল আমি শুধু তাদেরকে দেখেছিলাম।
এরপর আমি শীতের এই কনকনে আবহাওয়া উপভোগ করার জন্য বাহিরে ছোট্ট একটি কৃষি জমিতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখি সমস্ত ধানগুলো শুয়ে পড়েছিল এবং তার উপরে শেষের ফোটা জমা হয়েছিল।
আমি সকালে প্রথম ফটোগ্রাফিটি শুরু করে ওখান থেকে এবং শীতের দিনে ধানের জমি এবং শিশিরের অসম্ভব সৌন্দর্য উপভোগ শেষ করে আমি আবারো শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে চলতে থাকি সামনের দিকে।
এরপর হঠাৎ করেই আমার চোখের সামনে ভেসে উঠেছিল একটি শিম গাছের বাগান। আমি কাছে গেলে সেখানে চমৎকার চমৎকার সিমের ফুল ফুটেছিল এবং পুরো রাত শিশিরের ফোঁটা গুলো সিমের সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিয়েছিল।
আমি মূলত সেখানে দাঁড়িয়ে থেকে বেশ কয়েকটি সিমের ফুলের ফটোগ্রাফি করে এবং ইতিপূর্বে বিউটি অফ ক্রিয়েটিভিটি কমিউনিটিতে বেশ কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছি।
এরপর আমি পাশে যখন দাঁড়ালাম এবং এরপর দেখলাম আমার ফটোগ্রাফি দেখার জন্য আরো বেশ কয়েকজন মানুষ পাশে দাঁড়িয়ে ছিল এবং আমি তাদেরকে দেখে একটু লজ্জা পেয়েছিলাম।
এরপর হঠাৎ করে আমার ফটোগ্রাফির আনন্দটা বেড়ে গিয়েছিল । পাশে একটি ছোট্ট এবং সুন্দর ফুল দেখেছিলাম এবং ফুলের কালার টি ছিল বেশ চমৎকার। সুতরাং আমি সেই ফুল গাছের কাছে গিয়েছিলাম এবং অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছিলাম।
যদিও এই ফুলের নামটি আমার সঠিক জানা নাই তবে তারপরেও এই ফুলের ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লেগেছিল। কারণ এই ফুলের ভেতরে একটি খয়রি অনেক চমৎকার কালারের একটি লাল বৃত্ত ছিল এবং পাশের কালারটিও আমার বেশ পছন্দের।
সুতরাং আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে বেশ কয়েকটি চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছিলাম এবং যেগুলো আমি ইতিপূর্বে আপনাদের মাঝে শেয়ার করেছি।
সকালের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার শেষ হলে আমি আবারও শিশির ভেজা দূর্বা ঘাসের উপর দিয়ে হেঁটে চলি। এরপর আমি দেখলাম পূর্ব আকাশে সূর্য ওঠার সময় হয়েছে এবং আকাশ কেমন একটা লালচে ভাব দেখা দিয়েছে।
যদিও তখন প্রচন্ড সকাল ছিল এবং কনকনে ঠান্ডা ছিল তারপরেও সূর্য ওঠার পূর্ব মুহূর্তটা আমার কাছে বেশ অপূর্ব লেগেছিল এবং আমি বেশ উপভোগ করেছিলাম।
মূলত চমৎকার এই সৌন্দর্যগুলো উপভোগ করার পর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করি এবং এভাবে আমার চমৎকার একটি সকাল অতিক্রম হয়েছিল ফুলের ফটোগ্রাফি করে এবং চমৎকার শিশির ভেজা ঘাসের ছোয়া নিয়ে।
https://twitter.com/Akash02671928/status/1727903526561677466?t=owY96fODc8RPi9JEutEm7g&s=19
শীতের সকালটা যেন এমন কিছুতেই ঘুম ভাঙতে চায় না তারপরও আপনি জোর করে ঘুম থেকে উঠে শীতের সকাল উপভোগ করেছেন যেন ভালো লাগলো। সকালবেলা শীতের সকাল উপভোগ করতে খুবই ভালো লাগে চারিদিকে কনকনে ঠান্ডা আর কুয়াশার মাঝে নিজেকে বিলিয়ে দিতে মন চায়। আপনি শীতের সকাল উপভোগ করার পাশাপাশি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। চমৎকারভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে সকাল বেলার অনুভূতিটা বলে প্রকাশ করা যায় না যখন দুবলা ঘাসের ঠান্ডা শিশির পায়ে জড়ায় আর পূর্ব আকাশে সূর্য দেখা যায় সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক সেই সাথে আপনি সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।