সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। ১০% পে-আউট টু @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

1648936160-picsay.jpg

Image source pixabay edit by PicSay made by @steem-for-future

আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভাল আছেন। প্রথমেই সকলকে রমজানুল মোবারকের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সংযমের এই মাসে সৃষ্টিকর্তা সকলকে ক্ষমা করে দিন এবং সকলকে সৃষ্টি কর্তা জাহান্নাম থেকে চির মুক্তির ব্যবস্থা করুক এবং সকলের জন্য শান্তির ফায়সালা করে দিক এই দোয়া এবং শুভকামনা রইল সকলের প্রতি।।

প্রায় এগারো মাস পরে আবারো আমাদের মাঝে রমজান মাস আগমন। রমজান মাসের আগমনী আমরা রমজান মাসকে জানাই স্বাগতম।

half-moon-4900302__340.webp

Src

রমজান (আরবি মাস) এর পশ্চিম আকাশে ছোট্ট ক্ষুদ্র এক টুকরো এক ফালি চাঁদ দেখার পর সকল মুসলিম উম্মাহ তার এবং তাদের সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য সংযম পালন করে থাকেন। সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য তারা সকল প্রকার পানাহার থেকে বন্ধ থাকেন এবং একটি নির্দিষ্ট সময়ে তারা তাদের সংযম পালন করে থাকেন। এর মাধ্যমে সৃষ্টিকর্তার খুব কাছে যাওয়ার একটা সুযোগ এবং যেখান থেকে সমস্ত গুনাহ গুলো কে ক্ষমা করে নেওয়া যায়। ইহকালীন মুক্তি এবং পরকালীন শান্তির জন্য সৃষ্টিকর্তা রমজান মাসে অনেক অনেক ফজিলত নির্ধারণ করে রেখেছেন।।

mosque-7059889__480.webp

Src

শান্তির বার্তা নিয়ে রমজান মাস আমাদের প্রত্যেকের দ্বারে আসে। রমজান মাসের মূল এবং প্রধান লক্ষ্য হলো বেশি বেশি আল্লাহতালার কাজ করে আল্লাহকে খুশি করা এবং দুনিয়াতে যেমন শান্তিতে থাকা তেমনি আখিরাতেও অর্থাৎ মৃত্যুর পরের জীবনে সুখে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এবং প্রচুর পরিমাণে ভালো ভালো কাজ করা। অর্থাৎ মানুষের সেবা, সৃষ্টিকর্তার সেবা অর্থাৎ আল্লাহর সকল সৃষ্টির সেবা এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করাই আমাদের প্রধান লক্ষ।

kid-635811__480.webp
Scr

আমাদের প্রত্যেকেরই উচিত এই রমজান মাসে যেমন আমরা সৃষ্টিকর্তার এবাদত করি ঠিক তেমনি প্রতিটি মাসে যেন আমরা সৃষ্টিকর্তাকে খুশি রাখার জন্য এবাদত করে যাই। আপনার বাড়ির আশেপাশের মানুষ গুলোকে অবশ্যই এই রমজান মাসে কিছুটা হলেও সহানুভূতি দেখানো প্রয়োজন।

আপনার পাশের বাড়ি অসহায় মানুষগুলো খেয়ে ছে কিনা? অথবা তার আজকে সংসার এর অবস্থা কি? কিংবা সে কি কোন বিপদে আছে নাকি অর্থাৎ মানবসেবা হোক আমাদের প্রধান এবং বিশেষ লক্ষ্য।

অর্থাৎ রমজান মাসের উসিলায় আমাদের প্রত্যেকেরই উচিত একদিকে যেমন সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন অপরদিকে সৃষ্টিকর্তার তৈরি সকল প্রাণীকূলকে ভালোবাসা এবং তাদের সেবা করার মাধ্যমে আমরা যদি আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি তবে আমাদের প্রকৃত সার্থকতা। অর্থাৎ সকলে সকলের প্রতি সহানুভূতি ভালোবাসা দিয়ে আমরা যদি চলতে পারি তবে আমরা সত্যিকার অর্থে রমজান মাসের প্রধান লক্ষ আয়ত্ত করতে পারব এবং সৃষ্টিকর্তাকে খুশি করে পরকালীন মুক্তি এবং দুনিয়াতে শান্তি পেতে পারি।।
Screenshot_20220401-214415_Discord.jpg
Screenshot from ABB discord server

Screenshot_20220402-163438_Discord.jpg
Screenshot from ABB discord server

তাছাড়াও গতকালকে আমি যখন অফিসে প্রচন্ড কাজে ব্যস্ত ছিলাম তখন দেখতে পেলাম @amarbanglablog এর founder @rme দাদা বিশেষ একটি অ্যানাউন্সমেন্ট ঘোষণা করেছে। সেখানে বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি সকল ভেদাভেদ ভুলে রমজানুল মোবারক এর শুভেচ্ছা জানানো হয়েছে । সত্যিই বিষয়টি আমার কাছে অনেক অনেক ভালো লাগে এবং দাদার প্রতি মন থেকে অনেক অনেক ভালোবাসা জন্মায়। আমি বিশ্বাস করি আমাদের সকলেরই ধর্মীয় অনুরাগ এবং ভেদাভেদ ভুলে মানুষ হিসেবে সকলেই একসঙ্গে চলা। এবং সকলে মিলেই সৃষ্টিকর্তার কাছে শান্তি কামনা করা পুরো বিশ্ববাসীর জন্য।

আসলে আমি বিষয়টির প্রতি খুবই খুশি এবং আমি মনে করি আমাদের মন-মানসিকতা আমাদের প্রিয় দাদার মতো হওয়া উচিত। আমরা যে কোন ধর্ম পালন করি না কেন আমাদের প্রত্যেক ধর্মের মানুষের প্রতি সহানুভূতি ভালোবাসা এবং ধর্মীয় সকল অনুরাগ ভুলে এক সঙ্গে কাজ করা উচিত। কে কোন ধর্ম পালন করবে সেটা তার একান্তই নিজস্ব বিষয়। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা কখনই ঠিক নয়।

বিশেষ দ্রষ্টব্য

(ধর্ম বিরোধী কোনো কথা বলা হয়নি।)

muslim-6052483__480.webp
Source

সংযমের এই মাসে সৃষ্টিকর্তার কাছে একটাই আবেদন এই যে সৃষ্টিকর্তা যেন আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেয়। আমাদের পাপগুলোকে মাফ করে দিক এবং মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতি এবং সকল ভেদাভেদ ভুলে আমরা মানুষের আত্মা নিয়ে পৃথিবীতে বসবাস করতে পারি। সৃষ্টির সেবা করতে পারি এবং স্রষ্টার সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়ে যাক এবং বিশ্বের সকল মানুষকে সৃষ্টি কর্তা সুখে শান্তিতে রাখুক সকল প্রকার বিপদ আপদ থেকে এই দোয়া এবং এই ফরিয়াদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগিং।

ধন্যবাদ

গিফট #abb-comunity.gif

png_20220130_135916_0000.png

@steem-for-future.

Sort:  
 2 years ago 

রমজান আসলে আমাদের দৈনন্দিন জীবনযাপনের মধ্যে একটা পরিবর্তন আসে। মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে। রমজান অর্থ সংযম। অনেক সুন্দর লিখেছেন ভাই। আপনাকে রমজান মোবারক। আশাকরি সুস্থতার সঙ্গে সবগুলো রোজা রাখবেন।।

 2 years ago 

অফিসে প্রচন্ড চাপ। তার পরেও ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সবগুলো রোজা রাখার চেষ্টা করব এবং আল্লাহর ইবাদতে নিজেকে আরও বিলিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবকিছু সম্ভব হবে আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাই সুন্দর একটি বিষয় নিয়ে খুব পরিস্কার ভাবে আলোচনা করার জন্য। সত্যি কথা বলতে প্রত্যেক রমজান মাস আমাদের জন্য নতুন করে আল্লাহ তাআলার নৈকট্য লাভের সুযোগ তৈরী হয় এবং আমাদের উচিত এই নয় গোটা সারা জীবন ধরে রাখা। সেইসঙ্গে সৃষ্টির সেবা এবং সৃষ্টির শ্রেষ্ঠত্ব উপলব্ধি করাটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য প্রাণ ভরা ভালোবাসা ফিউচার ভাই।

 2 years ago 

এই মাসে অবশ্যই আমাদের সংযমী হওয়া দরকার এবং একে অপরের প্রতি সহানুভূতি ভালোবাসা দেখে চলা উচিত। অবশ্যই এই মাসের সম্মান রক্ষার্থে আমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।

ধন্যবাদ ব্লগটি পড়ে সুন্দর কমেন্ট করার জন্য

 2 years ago 

আমাদের মাঝে আবার চলে এসেছে মাহে রমজান। আশাকরি মাহে রমজানের সমস্ত দিনগুলো যেন আপনার ভালো যায়,ভালোভাবে পালন করতে পারেন প্রতিটি রোজা। সেই দোয়া করি।

 2 years ago 

আপনিও চেষ্টা করুন মাহে রমজানের সবটুকু সার্থকতা অর্জনের। হেলাই হেলাই যেন চলে না যায়। আল্লাহর নৈকট্য লাভের আশায় নিজেকে তৈরি করুন এই দোয়া এবং শুভকামনা রইল।

 2 years ago 

প্রথমে আপনাকে রমজান মোবারক শুভেচ্ছা জানাই। সুন্দর একটি পোস্ট সাজিয়ে গুজিয়ে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক সুন্দর করে সাজিয়ে এবং গুছিয়ে রেখেছি এখান থেকে আমার সার্থকতা এই যে আপনি অল্প হলেও বুঝতে পেরেছেন। অবিরাম ভালোবাসা রইলো

আপনাকেও রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি ভাই। আজকের পোস্ট টি দেখে সত্যি অনেক ভাল লাগল।
এই রমজান মাস যেন আপনার ভালো কাটে এই দোয়া করি এবং আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া 💞💞

 2 years ago 

আপনিও চেষ্টা করুন ভাই রমজান মাসের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে। খুব ভালো লাগছে আপনাদের এত সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে। অবিরাম ভালোবাসা রইলো

 2 years ago 

প্রথমেই আপনাকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি ভাই। আপনি খুবই সুন্দর করে রমজান মাস নিয়ে একটি পোষ্ট লিখেছেন। আপনার পোস্টটি খুবই ভালো লেগেছে। আসলে আমাদের সবাইকে এই রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং বেশি বেশি ইবাদত করতে হবে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল.

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া বুঝতে পারার জন্য এবং ব্লগ ভিজিট করার জন্য। আপনাদের এমন সুন্দর সুন্দর মন্তব্য সত্যি আমাকে সবসময় কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে।

অবিরাম ভালোবাসা রইল সবসময়

প্রথমে আপনাকে রামজান মোবারক অনেক অনেক শুভেচ্ছা। সত্যি এই মাসটি আমাদের মত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে মানুষ সকল কিছু বলে আল্লাহ ইবাদতে নিজেকে আত্মসমর্পণ করে। সুন্দর ভাবে বুঝিয়ে লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 

বিষয়টি বুঝতে পারার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করছি কিছুটা হলেও সার্থকতা পাবে আমার এই পোস্ট আপনার অল্প হলেও বুঝতে পারার জন্য।

ধন্যবাদ এবং শুভকামনা রইল।

আপনাকে মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনার রমজান মাস সৃষ্টিকর্তার আদেশ মেনে চলতে পারেন সেই দোয়া করি। রমজান মাস নিয়ে খুব সুন্দর লিখেছেন খুবই ফজিলতপূর্ণ এই মাস হচ্ছে রমজান মাস। গরিব-দুঃখী আত্মীয়-স্বজন মিলেমিশে আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলার তৌফিক দান করুক আমিন। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য।

 2 years ago 

আমরা সকলেই জানি সৃষ্টিকর্তার আদেশ এবং নিষেধ গুলো মেনে চলতে পারি সেই দোয়া সব সময়। এবং অবশ্যই আমাদের আশেপাশের মানুষ গুলোকে দেখা উচিত এবং তাদের পাশে গিয়ে দাঁড়ানোর উচিত।

রমজান মাসের আগমনী সকলের শুভকামনা বয়ে আনুক সেই দোয়া এবং ভালোবাসা রইল সকলের প্রতি।

 2 years ago 

প্রথমেই বলব আপনাকেও রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। সত্যিই এই মাসটির আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের সবার মাঝে ও উপস্থাপনা এবং আমাদের সকলের সাথে শেয়ার করেছেন। রমজানের প্রতিটি দিন যেন আমাদের প্রত্যেকটি মুসলমানের জন্য ভালো হয় সে কামনা করি।

 2 years ago 

আমরা সকলেই চাই রমজান মাসের সবটুকু সার্থকতা এবং পবিত্রতা অর্জন করতে। এবং রমজান মাসের উসিলা সৃষ্টিকর্তা আমাদের সকলকে ক্ষমা করে দিন সেই প্রার্থনা করি সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কাছে।

 2 years ago 

পবিত্র রমজান এর শুভেচ্ছা রইলো।

রমজান মাসের উসিলায় আমাদের প্রত্যেকেরই উচিত একদিকে যেমন সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন অপরদিকে সৃষ্টিকর্তার তৈরি সকল প্রাণীকূলকে ভালোবাসা এবং তাদের সেবা করার মাধ্যমে আমরা যদি আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি তবে আমাদের প্রকৃত সার্থকতা।

একদম ঠিক বলেছেন। এই রমজান মাসে যেন আমরা সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে পারি। সেই সাথে আমাদের আশেপাশের মানুষের জন্য কিছু করতে পারি। সুন্দর একটি বিষয় গুছিয়ে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু। অনেক সুন্দর করে মন্তব্য তাকে রিভিউ করার জন্য। খুবই ভালো লাগলো আপনার রিপ্লাই দেখে। অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা এবং ভালোবাসা রইলো আপনার প্রতি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65317.17
ETH 2646.03
USDT 1.00
SBD 2.86