নাটক রিভিউ- মুচি থেকে ম্যাজিস্ট্রেট ||| @steem-for-future

in আমার বাংলা ব্লগ2 years ago
### আসালামালাইকুম

আমি আজকে প্রথম একটি নাটক রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এটি হলো আমার সর্বপ্রথম নাটক রিভিউ। আমি এর আগে কখনো নাটক রিভিউ করিনি। আশা করছি সঠিকভাবে নাটকটি রিভিউ করার চেষ্টা করব। আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি নাটক রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমেই নাটকটি সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের সামনে ভাগ করে নিচ্ছি।।।

png_20220209_171427_0000.png

Image maker canva by @steem-for-future

নাটকটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য

নামমুচি থেকে ম্যাজিস্ট্রেট
অভিনয়েআপন, তুষার ,জীবন ,সাগর, পল্লবী ,দীপ্ত ,অর্জুন
ধরনশিক্ষামূলক নাটক
আর্টিস্টরোহান ইসলাম রাব্বি
এডিটশুভ দাস
পরিচালনায়শুভ দাস
লেভেলডিএস ফিল্ম
প্রোডাকশনরেড হার্ড
দৈর্ঘ্য১৩.৪১স

নাটকটি সারসংক্ষেপে

Screenshot_20220209-161424_YouTube.jpg

Screenshot_20220209-161443_YouTube.jpg

দুই বান্ধবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটি বান্ধবীর জুতা ছিড়ে যায়। সুতরাং সে জুতা সেলাই করার জন্য একজন মুচির কাছে যাই। মুচির কাছে যাবার পর অনেক ন্যাক্কারজনক ঘটনা ঘটে। প্রথমেই তার অহংকার বান্ধবী ছোট্ট ছেলে মুচির কাছে যাবার পর অসহনীয় আচরণ করে যেটি মেনে নেওয়ার মতো নয়। তবে সে ক্ষেত্রে তার প্রথম বান্ধবী এ বিষয়ে দ্বিমত প্রকাশ করেছিল এবং তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে মুচিরাও মানুষ এবং তাদের সাথে এমন ব্যবহার করা ঠিক নয়। কিন্তু তার অহংকারী বান্ধবী এ বিষয়ে অবহেলা করে।

Screenshot_20220209-161536_YouTube.jpg

Screenshot_20220209-161633_YouTube.jpg

Screenshot_20220209-161638_YouTube.jpg

এক পর্যায়ে এসে তার বান্ধবী ছোট্ট ছেলেটি কে অনেক মারধোর করে। এবং তার দারিদ্রতার সুযোগ নিয়ে তার গায়ে হাত তুলে। বিষয়টি দেখে তার বড় ভাই দীপ্ত দ্রুত এগিয়ে আসে এবং সেই অহংকারী বান্ধবীর বিরুদ্ধে একশন নেয়। পরে তার অহংকার বান্ধবী ঘটায় অন্য আরেকটি ঘটনা।
Screenshot_20220209-161652_YouTube.jpg

মুশির বড় রাগ সহ্য করতে না পেরে অহংকারী বান্ধবীর গায়ে হাত উঠাই এবং পরবর্তীকালে সমস্যা আরও বেড়ে যায়।

Screenshot_20220209-161706_YouTube.jpg

Screenshot_20220209-161725_YouTube.jpg

Screenshot_20220209-161735_YouTube.jpg

অহংকারী বান্ধবী তার বয়ফ্রেন্ডকে ফোন করে ডাকে এবং দীপ্তকে অনেক বকাবকি এবং মারে। পরে দিপ্ত এবং তার সহকারীরা সকলে মিলে ভুল স্বীকার করে এবং তারা সেখান থেকে চলে যায়। পরের দীপ্তর করবে না বলে তোর ছোট ভাই এবং তোকে লেখাপড়া করতে হবে এবং তোদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। সুতরাং সে ক্ষেত্রে দীপ্ত লেখাপড়া শুরু করে এবং প্রস্তুতি গ্রহণ করে।

Screenshot_20220209-160627_YouTube.jpg

Screenshot_20220209-160653_YouTube.jpg
বেশ কিছুদিন অহংকারী বান্ধবীর পাশে যে বান্ধবী ছিল সে দীপ্ত সাথে দেখা করে এবং বেশ কিছু আলাপ করে। আলাপ করা শেষে তারা দুজনে দুদিকের চলে যায় এবং তাদের মধ্যে একটু ভাব বিনিময় হয়ে যায়।

Screenshot_20220209-160740_YouTube.jpg
এদিকে অহংকারী বান্ধবী এবং তার বয়ফ্রেন্ড ব্যবসা নিয়ে আলোচনা করে এবং একটা রেস্টুরেন্ট খুলে। যেখান থেকে তারা অর্থ ইনকাম করছেন তার পরেও তারা খুশি না। তারা অনেক লোভী ছিল এবং অন্য আরেকটি রেস্টুরেন্ট খোলার পদক্ষেপ গ্রহণ করে।

Screenshot_20220209-160714_YouTube.jpg
এদিকে 15 বছর পর দীপ্ত লেখাপড়া শেষ করে এবং একজন বড় ম্যাজিস্ট্রেট হয়ে যাই। এবং তার ছোটভাই ফুড নিরাপত্তা হিসেবে ম্যাজিস্ট্রেট এর সরকারি চাকরি পাই। সে ক্ষেত্রে তারা সকলেই অনেক খুশি ছিল।

Screenshot_20220209-160827_YouTube.jpg

Screenshot_20220209-160928_YouTube.jpg
এখন দীপ্ত ম্যাজিস্ট্রেট এবং তার ছোটভাই খাদ্য নিরাপত্তা বাহিনীর একজন রক্ষী। দীপ্ত তার গার্লফ্রেন্ড এবং তার ছোটভাই সাথে তার পূর্বের বন্ধুদের সাথে আলোচনা করে এবং তাদেরকে জানাই তাদের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। বিভিন্ন মত এবং আলোচনা শেষে তারা খাবার অর্ডার করে।

Screenshot_20220209-161004_YouTube.jpg

ওয়েটার এসে তাদের টেবিলে খাবার পরিবেশন করে। তবে সে ক্ষেত্রে ঘটে আরো বড় ধরনের সমস্যার। ফুড নিরাপত্তা করার জন্য দীপ্তর ছোট ভাইকে রাখা হয়েছিল এবং দীপ্ত ছোট ভাই যখন খাদ্য পরীক্ষা করছিল তখন সেখানে খাদ্যের মধ্যে ভেজাল ছিল।

Screenshot_20220209-161245_YouTube.jpg

Screenshot_20220209-161148_YouTube.jpg

Screenshot_20220209-161158_YouTube.jpg
দীপ্ত যখন মেজিস্টেড তখন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। খাদ্যে ভেজাল দেওয়ার জন্য ওয়েটারকে বলে তোমার মালিক কে ফোন। যখন দীপ্তর অহংকারী সেই ম্যাডাম এবং হোটেলের মালিক এসে উপস্থিত হল তখন রীতিমত তারা অবাক হয়ে গিয়েছিল। দীপ্ত কে তারা চিনতে না পেরে চলে যেতে বলে এবং অবশেষে খাদ্য পরিদর্শক হিসেবে ছোট ভাই হোটেলের মালিক কে অপমান করে এবং তাকে দীপ্তর পুরো বিষয়টি খুলে বলে।

পরে এই অসামাজিক কাজের জন্য হোটেল কর্তৃপক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় কিন্তু দীপ্ত অর্থাৎ কখনো এটা মেনে নেয়নি। সুতরাং হোটেলে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং খুব বড় মাপের একটা শাস্তি দেওয়া হয় হোটেল মালিক কে।

শিক্ষা

নাটকটি ভালভাবে দেখলে এবং পর্যবেক্ষণ করলে বোঝা যায় আমাদের কখনোই গরিব দুঃখী অসহায় মানুষদেরকে ছোট চোখে দেখা উচিত নয়। কেননা পৃথিবীতে যারা সৎকর্ম করে তারাও আমাদের মত মানুষ। কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। প্রত্যেক ধর্মের মানুষের প্রতি এবং প্রত্যেক পেশার মানুষের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত। তবেই আমরা প্রকৃত মনুষত্ববোধ প্রকাশ এর গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব।

ব্যক্তিগত মতামত

নাটকটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমি মনে করি, এটি একটি শিক্ষনীয় নাটক। সুতরাং কেউ যদি নিজেকে পরিবর্তন করতে চাই তবে অবশ্যই নাটক থেকে শিক্ষা নেওয়া উচিত।

ব্যক্তিগত রেটিং

নাটকটি আমার কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। সুতরাং এই নাটকটিতে আমি আইএমবিডি আই রেটিং ৯/১০ দিতে চাই।

নাটকের লিংক


বিশেষ দ্রষ্টব্য

সমস্ত ফটো গুলো ইউটিউব থেকে স্ক্রিনশট এর মাধ্যমে

নেওয়া হয়েছে 

cc

@photoman @blacks @shy-fox

regards

20211214_123550.jpg

@steem-for-future

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার নাটকের রিভিউ দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে নাটকের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন। আপনার উপস্থাপনা অনেক ভালো ছিলো। বিশেষ করে নাটক সম্পর্কে আপনার অভিমত অনেক ভালো ছিলো। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি রিভিউ করার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58617.29
ETH 3164.87
USDT 1.00
SBD 2.44