জেনারেল রাইটিং : সফলতা পেতে রুটিন মেনে কাজ করার প্রয়োজনীয়তা

in আমার বাংলা ব্লগ2 months ago

morning-7834030_1280.webp
Source

আসসালামু আলাইকুম। শুভরাত্রি আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।

আজ আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং পোস্ট লেখার জন্য উপস্থিত হয়েছি। যদিও এটি একটি জেনারেল পোস্ট তবে তারপরেও আজকের এই পোস্টের গুরুত্ব অপরিসীম রয়েছে আমাদের জীবনের জন্য। আমি আজকে আপনাদের মাঝে সফলতা পেতে রুটিন এর গুরুত্ব ব্যাখ্যা করার জন্য উপস্থিত হয়েছি। আশা করছি সকলেই উপভোগ করবেন এবং আপনাদের জীবনের কিছুটা পরিবর্তন আনতে পারে আজকের এই পোস্ট।

woman-1829503_1280.webp

Source

পৃথিবীতে আমরা সকলেই সফলতা পেতে চাই। আপনি যদি ১০০ জন ব্যক্তিকে জিজ্ঞেস করেন আপনার জীবনের লক্ষ্য কি তাহলে সেব আপনাকে বলবে জীবনের সফলতা। হয়তো কেউ চাকরি করে সফলতা পেতে চাই আবার কেউ ব্যবসা-বাণিজ্য করে সফলতা পেতে চাই। কেউ রয়েছে যে কিনা! ফ্রিল্যান্সিং করে কিংবা কেউ রয়েছে ব্লগিং করে, কিন্তু সবার জীবনের একটাই মূল লক্ষ্য জীবনে সফলতা পাওয়া।

তবে আমরা কি এখনো জানি যে সফলতা পেতে হলে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? আমি এটি পূর্বেই আমার পোষ্টের টাইটেলে উল্লেখ করেছি এবং আপনারা এখন নিশ্চয়ই অবগত হতে পেরেছেন। মূলত জীবনে সফলতা আনতে হলে আমাদের যেমন কঠোর পরিশ্রমী হতে হবে ঠিক তার পাশাপাশি আমাদেরকে একটি নিয়ম অর্থাৎ রুটিন অনুযায়ী কাজ করতে হবে। আমরা যদি রুটিন অনুযায়ী কাজ করতে পারি তবে আমাদের জীবনের সফলতা চলে আসবে খুব সহজেই। অন্যথায় এলোমেলো ভাবে কঠোর পরিশ্রম করেও আমরা জীবনের সফলতা আনতে পারবো না এই বিষয়টি নিশ্চিত করা যেতে পারে।

যেকোনো কাজ করার ক্ষেত্রে সফলতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ আমরা যদি নিজেদেরকে পরিপূর্ণতা দিতে চাই তবে সেখানে সফল শব্দটি সবখানেই প্রয়োগ ঘটানো সম্ভব হয়ে থাকে। আর সেই সফলতার দেখা পেতে হলে আমাদের সর্বোপরি যে বিষয়টি নজরে আনা উচিত আর তা হলো রুটিন এর বিষয়টি । আমরা যদি আমাদের প্রতিদিনের কার্যক্রমে রুটিন মেনে কাজ করতে পারি তাহলে আমাদের জীবন সফল হবে এই বিষয়টি সুনিশ্চিত।

time-5443957_1280.webp

source

এখন প্রশ্ন হতে পারে? আমি কিভাবে একটি চমৎকার রুটিন তৈরি করব যেখানে জীবনে সফলতা আনা সম্ভব। তবে রুটি নানার ক্ষেত্রে আপনার দৈনন্দিন কাজকর্মের সাথে রুটিনের বেশ পরিবর্তন দেখা দিতে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার রুটিন যেমন পরিবর্তন হবে ঠিক আপনার কর্মের প্রতি ও আপনার পেশার প্রতি রুটিন বেশ কিছুটা পরিবর্তন আনা যেতে। আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারছি না এবং সুন্দর একটি রুটিন আমি আপনাকে উপহার দিতে পারছি না। কারণ আপনাকেই নির্বাচন করতে হবে এবং আপনি কিভাবে আপনার দৈনন্দিন কাজকর্মগুলো সম্পন্ন করবেন এবং কিভাবে আপনি একটি সুন্দর রুটিন তৈরি করবেন সেই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা জরুরী। কারণ আপনি যদি একজন সফল ব্যক্তি হতে চান এবং সেখানে ন্যূনতম সাধারণ জ্ঞান আপনার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি। আর সেই জ্ঞানের আলোকে আপনাকে আপনার দৈনন্দিন জীবনে রুটিন তৈরি করতে হবে।

যদিও প্রথম অবস্থায় রুটিন অনুযায়ী কাজ করা অত্যন্ত কঠিন তবে এটি একটি চ্যালেঞ্জ এর বিষয়। আপনি যদি নিয়ম অনুযায়ী মাত্র এক মাস রুটিন অনুযায়ী কাজ করতে পারেন এবং সেখানে দক্ষতা সফলতা দেখাতে পারেন তবেই আপনি জীবনের প্রকৃত সুখ অনুভব করতে। কারণ যে কোন কাজ করার ক্ষেত্রে প্রথমে কিছুটা সমস্যা দেখা দিতে পারে।ঠিক আপনার পুরনো অভ্যাসগুলো পরিবর্তন করতে আপনি যে একটি রুটিন তৈরি করেছেন এবং সে রুটিন মেনে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার প্রথম অবস্থায় বেশ কষ্ট লক্ষণীয়। তবে শুধুমাত্র একমাস অথবা ৪০ দিন এর ভেতরেই আপনি আপনার কাঙ্খিত সফলতার দেখা পাবেন এবং আপনি নিজেকে পরিবর্তন হতে দেখবেন।

তাই আজকের এই পোষ্টের মূল বিষয়বস্তু আপনি ইতিপূর্বে উপলব্ধি করতে পেরেছেন। অবশ্যই জীবনে সফলতা পেতে হলে একটি সুনির্দিষ্ট রুটিন অনুযায়ী আমাদেরকে কাজগুলো সম্পন্ন করতে হবে। যদিও রুটিন মেনে চলা প্রথম অবস্থায় আমাদের পক্ষে কিছুটা কষ্টকর হতে পারে তবে কষ্ট স্বীকার করতে পারলেই জীবনের চরম সার্থকতা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সৃষ্টিকর্তা সকলকে রুটিন অনুযায়ী কাজ করে জীবনের সঠিক সফলতা পেতে সাহায্য করুন, আমিন




VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 2 months ago 

সফলতার পেছনে সঠিক পরিকল্পনা অনেক বেশি দরকারি। আমরা যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী করি এবং সময় বুঝে কাজ করি তাহলে সব সময় সফলতা অর্জন করা সম্ভব হবে। আপনার লেখা কথাগুলো অসাধারণ লেগেছে ভাইয়া। দারুন লিখেছেন আপনি।

 2 months ago 

খুবই ভালো লাগে প্রশংসা পেতে। ধন্যবাদ আপু আপনার অসাধারণ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.041
BTC 93349.64
ETH 3292.74
USDT 1.00
SBD 8.60