Natok-review- জার্নি বাই রিলেশন ||| ১০% @shy-fox ||| @steem-for-future

in আমার বাংলা ব্লগ2 years ago

png_20220220_223853_0000.png

image made by canva

best write.png

নাটকটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য

নাটকের নামজার্নি বাই রিলেশন
প্রযোজকএম রেজওয়ান মমিন
পরিচালনায় রয়েছেনমেহেদি হাসান হৃদয়
দৈর্ঘ্য৪৫ মিনিট
ভাষাবাংলা
অভিনয় ছিলেনতৌসিফ মাহবুব, টয়া, শামীম, রুশো, স্নেহা, মনিরা মিঠু, কাজী
ভাষাবাংলা
চ্যানেলbongo

best write.png

মূল কাহিনী

Screenshot_20220220-153204_YouTube.jpg
নাটকটির প্রথমেই বলে রাখি এখানে তিনজন বন্ধু নিয়ে কাহিনী। নাটকটিতে নাহিদ নামের একজন বন্ধু ঘুমিয়ে ছিল। এমন সময় তার বন্ধু জ্যাক তাকে ডাকে। কিন্তু জ্যাকের কথায় সাড়া না দিয়ে নাহিদ এখনো ঘুমিয়ে থাকে। এবং তাকে বলে দশটার পরে আবার ডাক দেওয়ার জন্য।

Screenshot_20220220-153308_YouTube.jpg

নাহিদ একটু মেয়ে পাগল ছিল। সুতরাং এ জন্যে যে তাকে অন্য একটি নাম্বার থেকে ফোন করে মেয়ের কন্ঠে তাকে ছাদে ডাকে এবং বলে আপনাকে আমার অনেক ভালো লাগে। সুতরাং নাহিদ খুব দ্রুত পরিবর্তন করে ছাদে গিয়ে দেখে তার বন্ধু তার সাথে মজা করেছে এবং তার সাথে রাগারাগি করে। কিন্তু নাহিদকে জ্যাক ভয় দেখায় যে সে যদি জ্যাকেট সাথে না যায় তাহলে তার গার্লফ্রেন্ডকে এ বিষয়ে সবকিছু বলে দেবে। অর্থাৎ প্রেম করার সমস্ত বিষয় তার গার্লফ্রেন্ডের কাছে বলে দেবে।

Screenshot_20220220-153321_YouTube.jpg

সুতরাং নাহিদ আবার তার বন্ধু সিসি কে ঘুম থেকে জাগিয়ে তুলে। যদিও সিসি ঘুম থেকে উঠতে চাই ছিল না তারপরও তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং ঘুম থেকে উঠতে বাধ্য করা হয়। অবশেষে বাধ্য হয়ে সিসিও ঘুম থেকে উঠে পড়ে।

এই তিন বন্ধুর মূল বিষয় ছিল জ্যাক এর গার্লফ্রেন্ডের বিয়ে ভাঙবে । এ বিষয়ে তারা তার গার্লফ্রেন্ড এর বাসার উদ্দেশ্যে রওনা দেয়।

Screenshot_20220220-153413_YouTube.jpg
এদিকে বাসের ভিতর তারা টিকিট কেটে উঠে পড়ে। সিনথি নামের এক মেয়ে বাসে উঠে এবং তার সাথে তার অনেক রাগান্বিত মা বাসে উঠে পড়ে। প্রথমে বাসে উঠেই অনেক বকা দেয় ওদের তিন বন্ধুকে।

Screenshot_20220220-153433_YouTube.jpg

এদিকে নাহিদ কিন্তু ওই সিনথি নামের মেয়ের প্রেমে পড়ে যায়। ওই মেয়ের সামনে এগিয়ে নাহিদ অনেক ভাব নেওয়ার চেষ্টা করে এবং তাকে পটানোর চেষ্টা করে।।

Screenshot_20220220-153614_YouTube.jpg

সিনথিও নাহিদের প্রেমে পড়ে যায় এবং পাগল হয়ে যায়। সুতরাং তাদের মধ্যে প্রায় ভাব বিনিময় হয়ে যায়।

তবে সিনথী এবং নাহিদ কথার ভাষা বুঝতে পারে তারা দুজনের গন্তব্য একই স্থানে। সিনথী যাচ্ছে তার মামাতো বোনের বিয়ে খেতে এবং নাহিদা সে তার বন্ধুর গার্লফ্রেন্ড এর বিয়ে ভাঙতে। সুতরাং তারা দুইজনই তাদের গন্তব্য স্থানে পৌঁছে যায়।।
Screenshot_20220220-153644_YouTube.jpg
নাহিদ সিসি এবং জ্যাক যখন তারা তাদের গার্লফ্রেন্ডের বাসায় চলে যায় তখন প্রথমেই সেই দাজ্জাল এবং রাগিনী মহিলার সাথে দেখা হয়। কিন্তু বুঝতে পারে না যে তারা কোথায় দেখা হয়েছিল এবং নাহিদ কথার ছলে সেখান থেকে দূরে সরে যাই।।

Screenshot_20220220-153705_YouTube.jpg

এদিকে জ্যাকের গার্লফ্রেন্ড অনেক টেনশন কে ছিল তার বিয়ে নিয়ে। কেননা জ্যাক তাকে কথা দিয়েছিল যে সে যেকোন ভাবে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে।।
Screenshot_20220220-153730_YouTube.jpg

কিছুক্ষণ পর সিনথী এবং নাহিদের কথা হয়। অবশেষে নাহিদ অনেক চেষ্টা করার পরে সিনথিকে প্রপোজ করে। এবং সিনথী হাঁ বলে দেয়। এবং অনেক রিকোয়েস্ট করার পর জ্যাক এর বিষয়টা সিনথিকে জানাই।।
Screenshot_20220220-153759_YouTube.jpg

সিনথীর কথা অনুযায়ী জ্যাক এবং তার বন্ধুরা মিলে জ্যাকের গার্লফ্রেন্ডের সাথে দেখা করে ছাদে। এবং তারা জ্যাক এর বান্ধবীকে নিয়ে পালিয়ে যাবে এই সিদ্ধান্ত করে।

Screenshot_20220220-153855_YouTube.jpg

অবশেষে তারা তাদের কাজ সফল করে। কিন্তু এখানে বিশাল একটা সমস্যা ঘটে যায়। জ্যাক এর ভিতরে কোথায় যেন হারিয়ে গিয়েছে। ফোন বন্ধ করে রেখেছে।

এবং পরে এসএমএস এর মাধ্যমে জানায় কোনভাবেই এই কাজ করা সম্ভব নয় তার পরিবারের মুখের দিকে তাকিয়ে। কেননা জ্যাক যদি তার পরিবারের কথার বাহিরে যায় তাহলে তার পরিবারের মানুষ গুলো খুবই কষ্ট পাবে। সুতরাং এক্ষেত্রে দেখ এই বিয়ে করতে রাজি হয় না।
Screenshot_20220220-153921_YouTube.jpg

অবশেষে নাহিদ এবং সিসি ধরা পড়ে যায় এবং অনেক কষ্ট পেতে হয় তাদেরকে।।

Screenshot_20220220-153937_YouTube.jpg
সকালে প্রধান নায়িকা এর বাবা যখন সিসি এবং নাহিদ কে দেখে তখন তাদেরকে ছেড়ে দিতে বলে। এবং তারা জ্যাক এর কথা জিজ্ঞেস করে। নাহিদ বলে সে পরিবারের ইচ্ছা ছাড়া কিছুই করতে পারবেনা।

অবশেষে তাদের সব কিছু সমস্যার সমাধান হয়ে যায় এবং দুজনের পরিবার থেকে সম্মতিক্রমে জ্যাক এর বিয়ে সম্পন্ন হয়।

Screenshot_20220220-153950_YouTube.jpg
সুতরাং এখানে বড় একটি বিষয় হলো, পরিবারকে খুব ভালোভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। আর এই ছিল নাটকটির মূল কাহিনী।।

best write.png

শিক্ষা

নাটকটি অনেক শিক্ষা দেয় আমাদেরকে। এর মূল শিক্ষা হলো বড়দের প্রতি সম্মান। অর্থাৎ পরিবার আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে এবং শিক্ষিত করে সমাজের কাছে এসো উচ্চ মর্যাদা দিয়েছে। তবে আমরা অনেকে আছি পরিবারের কথা অমান্য করে বিভিন্ন ধরনের কাজ করি। হঠাৎ আমরা পরিবারকে গুরুত্ব দেইনা।

এটা কিন্তু আমাদের জন্য চরম একটা বেদনার। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত এই নাটক থেকে শিক্ষা গ্রহণ করা এবং পরিবারের কথা মেনে চলা এবং তাদের কথার গুরুত্ব দেওয়া।

best write.png

ব্যক্তিগত মতামত

আসলেই নাটকটি দেখে আমার অনেক ভালো লেগেছে। কেননা এখানে জ্যাক তার পরিবারের সম্মানের কথা ভেবে এবং আত্মসম্মানের কথা ভেবে বিয়ে করেনি। পরবর্তীতে দুজনের পরিবারের মতামত নিয়ে দুজনের পরিবারের মাধ্যমে জ্যাক এর বিয়ে হয়ে যায়।

সুতরাং এখানে আমি মনে করি নাটকটি সামাজিক এবং আমাদের অনেক শিক্ষণীয় কিছু বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
best write.png

ব্যক্তিগত রেটিং

নাটকটি কে আমি ৯/১০ দিতে চাই

best write.png

নাটকটির লিংক

বিশেষ দ্রষ্টব্য

best write.png

চিত্রগুলো ইউটিউব থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
best write.png

আমার বাংলা ব্লগ এর অফিশিয়াল discord সার্ভারে যুক্ত হন

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9hrmo7HHjXhuejr1qDohdtJQsmCmKhy9HuRvHqMTJSKWVbMc2A7WQYb5wESGLzw3vN3PgJA2J.png

https://discord.gg/VtARrTn6ht

অনেক অনেক ধন্যবাদ রইল সকলের প্রতি

amarbanglablog update image.png

@amarbanglablog by

Sort:  
 2 years ago 

খুব ভালো লিখেছেন ভাই নাটকটা নিয়ে। তৌসিফ মাহবুব এর নাটক আমার বেশ ভালো লাগে।
আর এমন শিক্ষামূলক নাটক দেখে নৈতিকতা জাগ্রত হয়। যদিও আমি নাটকটি দেখিনি কিন্তু রিভিউ যেহেতু এত ভালো তাহলে দেখতে হবেই। আপনাকে অনেক ধন্যবাদ দারুন একটি নাটক রিভিউ আমাদের সাথে শেষে করার জন্য।

 2 years ago 

জি ভাই। তৌসিফ মাহবুব আমারও অনেক প্রিয় এক্টর। এসকল নাটকগুলো থেকে আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। এবং নাটকটি অবশ্যই দেখবেন ভালো লাগবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

প্রিয় অভিনেতায় ভরপুর নাটকটিতে তবে এখনো দেখা হয় নাই। আপনার রিভিউ পড়ে নাটকের মূল বিষয়গুলো সুন্দর ভাবে বুঝতে পারলাম। এই নাটক থেকে শিক্ষা নেওয়া উচিত, বড়দের সব সময় সম্মান করতে হবে। আমাদের সবার উচিত নিজের পরিবারকে ভালোবাসা। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি রিভিউ আমাদের উপহার দেওয়ার জন্য।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

 2 years ago 

নাটকের অ্যাক্টর গুলো সত্যিই আমারও অনেক প্রিয়। অনেক মজা পাইছি নাটকটা দেখে। এবং পরিবার এবং বড়দের প্রতি কিভাবে সম্মান দেখাতে হয় সেটি সম্পর্কে জানতে পেরেছি। ঠিক বলেছেন ভাই, আমাদের সকলের উচিত নাটকটি দেখে শিক্ষা গ্রহণ করা। নাটকটি একটি শিক্ষামূলক নাটক ছিল।

ধন্যবাদ আপনাকে ব্লগ টি ভিজিট করার জন্য

 2 years ago 

ওয়াও ভাই অসাধারণ, খুবই সুন্দর একটি শিক্ষামূলক নাটক এর রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বড়দের প্রতি সম্মান এর শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বেড়ে ওঠার মাঝে। নাটক কি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই রিভিউ দেখার জন্য। আসলে এসকল নাটকগুলো আমাদের ভেতরের আত্মাকে জাগ্রত করে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত এ সকল নাটক থেকে শিক্ষা গ্রহণ করা।

অনেক অনেক ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা রইল ব্লগটি ভিজিট করার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 66391.72
ETH 3189.14
USDT 1.00
SBD 2.60