Must read: জীবনের মূল্য শুধু মাত্র একটি কাগজের নোট

in আমার বাংলা ব্লগlast year

money-163502_1280.jpg

Source



আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগ ও স্টিমিয়াম বন্ধুদের শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং।

আজকে আমি বিশেষ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে কিছু বক্তব্য তুলে ধরতে চাই। আমার আজকের টপিক জীবনের মূল্য শুধুমাত্র একটি কাগজের নোট। সকলকে আহ্বান জানাচ্ছি আমার স্বল্প জ্ঞান থেকে কথাগুলো উপভোগ করার জন্য।


poverty-4561704_1280.jpg
Source

hands-1838658_1280.jpg
Source

জীবন একটি অমূল্য জিনিস। আপনি একটি জীবন পেয়েছেন অর্থাৎ সৃষ্টিকর্তা আপনাকে একটি সুন্দর জীবন উপহার দিয়েছেন। তবে এই জীবনে বেঁচে থাকতে হলে প্রতিনিয়ত আমাদের সংগ্রাম করে বেঁচে থাকতে হয়।

মূলত মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম এবং চরম সাধনা করে থাকে। তবে এই সাধনার প্রাপ্য ফলটুকু শুধুমাত্র একটি কাগজের নোট।

আসলে এখানে অনুধাবন করার একটি বিষয় হলো কাগজের নোট অর্থাৎ আমি আপনাদেরকে টাকার গুরুত্ব এবং টাকা সাথে আমাদের জীবনের সম্পর্ক নিয়ে কিছু বলতে চাই।

আমাদের এই জীবনে এত সংগ্রাম এত কিছু শুধুমাত্র একটি কাগজের নোটের জন্য। আমি এই বিষয়টি যখন আবিষ্কার করতে পারলাম তখন আমার জ্ঞানের পরিধি আরো বেড়ে গিয়েছিল। বিশেষ করে এই জীবনে চলার পথে আমাদের সুন্দর এই জীবনের থেকেও মূল্যবান হলো শুধুমাত্র একটি কাগজের নোট।

investment-5241253_1280.jpg

Source

সকালে ঘুম থেকে ওঠা এবং সারাদিনের সমস্ত কার্যক্রম শুধুমাত্র একটি কাগজের নোটকে ঘিরে। কারণ এই একটি কাগজের নোট আমাদের জীবনের ভালো এবং মন্দ সমস্ত বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট একটি পথ দেখায়।

যার কাছে যত বেশি কাগজের নোট রয়েছে সে ব্যক্তি তত বেশি সমৃদ্ধ এবং সমাজে সে তত বেশি প্রভাবশালী। যার কাছে যত বেশি কাগজের নোট রয়েছে তার ক্ষমতা বেশি এবং তার সম্মান সব জায়গাতেই বেশি।

কালো ছোট বড় লম্বা চিকন মোটা কোন কিছুতেই মানুষ আটকায় না। মানুষ শুধু আটকে থাকে একটি কাগজের নোটের কাছে। দিনশেষে আপনি যদি একজন সম্মানিত ব্যক্তি হতে চান কিংবা নিজেকে এই সমাজে প্রতিষ্ঠিত মর্যাদাবান করে তুলতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণে কাগজের নোট সংগ্রহ করতে হবে। কারণ এই সমাজ রাষ্ট্র এমনকি বহির্বিশ্বে আপনি যেখানে সম্মান পেতে চান কিংবা যা কিছুই করতে চান তার সবকিছু নির্ভর করে শুধুমাত্র একটি কাগজের নোটের ওপর।

flower-887443_1280.jpg
Source

আমার নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা আমাকে এই শিক্ষা দিয়েছে। কারণ আমি অনেক দেখেছি যে সমাজের প্রতিটি মানুষ শুধুমাত্র কাগজের নোট থাকলেই অনেক প্রশংসনীয় এবং অনেক মর্যাদা পেয়ে থাকে। তাই আমিও যখন কাগজের নোট সংগ্রহ করতে লাগলাম এ বিষয়ে আমার সুনির্দিষ্ট এবং ধারণা পরিপূর্ণতা পাই।

কথাগুলো কোথা থেকে আবিষ্কার হলো¿??

আপনাদেরকে আমি ইতিপূর্বে অবগত করেছিলাম আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতাম। ফ্যাক্টরিতে চাকরি করা অবস্থায় আমি সকলের কাছেই বেশ প্রিয় পাত্র হিসেবে পরিচিতি পেয়েছিলাম এবং নিজেকে একজন প্রশংসনীয় এবং মর্যাদাবান ব্যক্তি হিসেবে পরিচিত করাতে সক্ষম হয়েছিলাম।

তবে যখন হঠাৎ করেই প্রচণ্ড অসুস্থতার কারণে আমি চাকুরী করতে ব্যর্থ হয়েছিলাম এবং বেকার জীবন যাপন করছিলাম তখন সমাজের মানুষগুলোর সঠিক এবং আসল রূপ আমি দেখেছিলাম।

পরিবার এবং সমাজের প্রতিটি মানুষ আমাকে অবহেলা ঘৃনা এবং নিন্দার চোখে দেখেছে এবং আমাকে নিয়ে অনেক অনেক সমালোচনা করেছে। তবে দীর্ঘদিন ঔষধ খাওয়ার পর যখন আমি কিছুটা সুস্থ হয়েছিলাম এবং পুনরায় আমি একটি পাইকারি সবজির আড়তে চাকুরী নিয়েছিলাম তখন মানুষগুলো আমাকে আবারও আগের মত ভালবাসতে শুরু করে।

প্রতিনিয়ত মানুষগুলো আমার খোঁজ খবর নিতে থাকে এবং যে সকল মানুষগুলো আমাকে নিয়ে সমালোচনা করছিল তারা এখন আমাকে নিয়ে সুনাম করে। কারণ যে সকল মানুষগুলো আমাকে নিয়ে সমালোচনা করছিল এখন আমি তাদেরকে কাগজের নোট এবং তাদের স্বার্থ উদ্ধার করতে সহায়তা করছি।


বর্তমানে আমি একটি সবজির বাজারে প্রায় ১২ ঘণ্টা শ্রম দিয়ে যতটুকু অর্থ উপার্জন করছি তার সবটুকু খরচ করছি আমার বিরুদ্ধে যারা সমালোচনা করছিল তাদের স্বার্থে। এখন আমি এই সমাজে একজন ভালো মানুষ এবং সকলের প্রতি খেয়াল রাখতে পারছি এবং এ সকল বিষয় নিয়ে আমি অনেক অনেক প্রশংসিত।

তবে আমি আমার জীবনকে শুধুমাত্র একটি কাগজের নোটের কাছে বিক্রি করেছি এটাই স্বাভাবিক একটি বিষয়। অর্থাৎ এখানে আমার জীবন থাক কিংবা না থাক শুধুমাত্র আমার পকেটে যেন কিছু কাগজের নোট থাকে এই স্বার্থ নিয়েই আমার আগামী দিনের পথ চলা।

পুরো ১২ ঘন্টা যখন রাতে সবজি বাজারে আমাকে শ্রম দিতে হয় তখন আমার জীবন প্রায় চলে যাবার মতো অবস্থা। তবে আমিও এই সমাজে কিংবা আমার ব্যক্তিগত জীবনে যা কিছু করছি শুধুমাত্র একটি কাগজের নোটের জন্য।

তবে কি আছে এই কাগজের নোটের মাঝে যার কারণে প্রতিটি মানুষ শুধুমাত্র একটি জায়গায় গিয়ে আটকে যায় এ বিষয়ে আমার এখনো মাথা ঘুরপাক খায়। শুধুমাত্র এই কাগজের নোটের জন্য মানুষ সবকিছু করতে পারে এমনকি মানুষ হত্যা পর্যন্ত।

শুধুমাত্র একটি কাগজের নোটের কারণে চাইলেই মানুষ সমাজে সকলের প্রিয় পাত্র এবং প্রশংসনীয় ব্যক্তি হতে পারে আবার নিন্দনীয় এবং অপছন্দের ব্যক্তি হতে পারে।

তবে আমি সত্যি কথা বলতে গেলে, কাগজের নোটের মাঝে যে সার্থকতা লুকিয়ে আছে এর রহস্য এখনো উন্মোচন করতে পারিনি¿ উন্মোচন করতে পারিনি এই জীবনের বেঁচে থাকার মূলমন্ত্র।

সত্যিই প্রতিটি মানুষ থেকে আমি কিছুটা হলেও আলাদা
।সকলেই যেখানে কাগজের নোটের মাঝে তাদের সার্থকতা খুঁজে পাই আমি সেখানে সত্যি অনেক বিরক্ত বোধ করি এবং জীবনের এই তৃপ্ত অভিজ্ঞতা আমাকে বড় কষ্ট দেয়।

শুধুমাত্র মানুষ একটি কাগজের নোটের জন্য সবকিছু করতে পারে, এমনকি নিজের জীবন টুকু বিলিয়ে দিতে পারে¿? এ কেমন কাগজের নোট?? আফসোস এখনো বুঝতেই পারলাম না এই কাগজের নোটের প্রয়োজনীয়তা কি মানব জীবনে।???¿¿😭

Cc©®

@rme

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Sort:  
 last year 

যতক্ষণ বেঁচে থাকব ততক্ষণ শুধু টাকার প্রয়োজন, আর আপনার যতক্ষণ টাকা আছে ততক্ষণ আপনার পরিবার আপনাকে চিনবে এটাই বাস্তবতা। টাকা না থাকলে দুনিয়ার কেউ আপন নয় নিজেই যেন নিজের কাছে অপরাধী।

 last year 

কাগজের নোটের কারণে মানুষ অনেক পরিবর্তন হয়ে যায়। মানুষ ছোট বড় কালো সুন্দর সেটা তেমন পার্থক্য না পার্থক্য হচ্ছে কাগজের নোট কথাটি একদম ঠিক বলেছেন। যখন আপনি অসুস্থ হয়েছেন তখন আপনার কাছে চাকরি ও নেই এবং টাকাও নেই এই কারণে ওই লোকগুলো আপনার খোঁজ নেয় নাই। সুস্থ হয়ে যখন আবার কাজ করতেছেন তারা তখন আপনার খোঁজ নিতেছে আপনি ভালো পাত্র তাদের কাছে। কিছু মানুষ আছে স্বার্থের কারণে কারো পিছে চলাফেরা করে না। ধন্যবাদ আপনাকে খুব মূল্যবান একটি পোস্ট করার জন্য আমাদের মাঝে।

 last year 

পৃথিবী বিচিত্রময় এখানে অনেক ধরনের লোক আছে। তারা অনেকে উপকার স্বীকার করে না শুধু টাকার পিছনে ছুটে। যখন আপনি কাজ করতেন আপনার অনেক শুভাকাঙ্খী লোক ছিল। যখন আপনি চাকরি ছেড়ে দিয়েছেন তখন আপনার শুভাকাঙ্ক্ষী লোক গুলো আপনার পাশেই ছিল না। আসলে মানুষ চিনা বড়ই কষ্টকর। তারপরও চলার পথে মানুষ মানুষের সাথে চলতে হয়। তবে মানুষের জীবনের চেয়ে সাদা কাগজের দাম অনেক বেশি। সব কাজে শুধু টাকা আর টাকা। ধন্যবাদ আপনাকে শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.034
BTC 90853.98
ETH 3221.27
USDT 1.00
SBD 2.82