সততা

আসসালামু আলাইকুম

হ্যালো আমার বাংলা ব্লগ। আশা করি সকলের সুস্থ সুন্দর এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সকলে সুস্থ সুন্দর এবং ভালো থাকুন সেই কামনা করি এবং সকলে আমার জন্য দোয়া করবেন আমিও যেন সবসময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি। সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগিং।
। আমার বাংলা ব্লগ এ একটি অ্যানাউন্সমেন্ট পাওয়ার পরে আমার মাথায় হঠাৎ করে চিন্তা চলে আসলো আমি আজকে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সততা নিয়ে আলোচনা করব। আসলে সততা শব্দটির সঙ্গে আমরা যদিও সকলে পরিচিত তবে এই শব্দটির সঠিক ব্যবহার আমরা করতে পারি না।
। সামান্যতম আমাদের জীবনের স্বার্থ হাসিল করার জন্য আমরা লোভে পড়ে যাই এবং আমাদের সততাকে বিসর্জন দিয়ে আমরা অসৎ ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যাই।

তবে আমরা যে সৎ ব্যক্তি থেকে অসৎ ব্যক্তিকে রূপান্তরিত হয়ে যায় সেটি হয়তো আমাদের মনের অজান্তে কিংবা আমাদের মনের বেখেয়ালির কোন এক কারণে । তবে তারপরেও আমরা চিন্তা করি হয়তো আমাদের ভিতরে অনেক সততা আছে এবং আমরা অনেক সততা বান ব্যক্তি।

কিন্তু আমরা কতটুকু সঠিক এবং কতটুকু সততা নিয়ে এই পৃথিবীতে কে কে আসি হয়তো এই বিষয় নিয়ে আমরা কখনো কেউ চিন্তা করি না কিংবা চিন্তা করার কোন দরকার রয়েছে সে বিষয়ে মনে করি না। অর্থাৎ আমরা যতটুকু আমাদের মনের ইচ্ছা তাই করি। এখানে কাজটুকু কতটুকু সঠিক কিংবা কাজটা আমার জন্য কতটুকু সৎ পথ দেখাবে সে বিষয়ে আমরা কখনোই অবগত থাকি না।

সততা শব্দটি যদিও অনেক ছোট তবে এর সারমর্ম অনেক বড়। সততা শব্দটি টিকিয়ে রাখার জন্য কিংবা আপনি যদি এই সততা শব্দকে মনে লালন করতে পারেন তবে হয়তো পৃথিবীর কোন অসৎ চিন্তা ধারা আপনার মাথায় প্রবেশ করতে পারে না এবং প্রবেশ করবে না।

আমরা সকলেই জানি পৃথিবীতে দুইটা রাস্তা রয়েছে। একটা রাস্তা সঠিক এবং একটা রাস্তা বে ঠিক ্্... অর্থাৎ একটি সঠিক এবং আরেকটি রাস্তা ভুল।

আমরা অবশ্য নিজের সজ্ঞানে কখনোই ভুল রাস্তায় যেতে চাই না। অর্থাৎ তোমরা চাইনা কখনোই পথভ্রষ্ট হয়ে যায় এবং নিজেদেরকে ভুল পথে নিয়ে যায়।

business-world-472556__480.webp

Source

আপনি মনে করছেন আপনি আপনার জীবনকে সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করতে চান এবং জীবনে সফলতা আনতে চান। তবে জীবনে সফলতা আনতে গেলে যতগুলো পর্যায় কিংবা যতগুলো চক্র রয়েছে তার মধ্যে সততা অন্যতম। অর্থাৎ আপনি যদি সফল ব্যক্তিকে সঠিকভাবে রূপান্তরিত হতে চান তাহলে আপনার ভেতরে অবশ্যই সততা একটি গুরুত্বপূর্ণ উপাদান।

সততা ছাড়া আপনি কখনোই একজন নিজেকে সফল দেখিতে রূপান্তরিত করতে পারেন না কিংবা আপনি কখনোই সফল হতে পারেন না। শুধু যে টাকা পয়সা থাকলে আপনি সফল সেটা কিন্তু না। আপনাকে সফল হতে হলে সর্বপ্রথম সফল হওয়ার জন্য যে সকল উপাদানগুলো রয়েছে আপনার মধ্যে সে সফলতার উপাদান গুলো বিদ্যমান থাকা দরকার তবেই আমি মনে করি আপনি একজন সফল ব্যক্তি হতে সক্ষম হবেন।

সুতরাং সফলতা হতে হলে এবং আপনি একজন যদি সফল ব্যক্তি হতে চান তাহলে আপনার ভেতরে অবশ্যই সততা থাকা অবশ্যক এবং খুবই জরুরী একটা বিষয়।

অপরপক্ষে বলতে গেলে

network-1987209__480.webp
Source

আপনি যদি যেকোনো কাজ শুরু করেন তবে সেই কাজ শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই সেই কাজের মধ্যে কঠোর সততা বিদ্যমান রাখা দরকার র। অর্থাৎ কাজে সফলতা হতে হলে আপনাকে অবশ্যই ওই কাজের ভেতরে সফলতা উপাদানটি বিদ্যমান রাখতে হবে।

সঠিক চিন্তাধারা এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তার সঙ্গে আপনি যদি সফলতা পেতে চান এবং আপনাকে অবশ্যই সততা শব্দটা যুক্ত করতে পারলে অবশ্যই আপনি একজন সফল ব্যক্তি হতে পারবেন এটাই মুখ্য বিষয়।

trust-4760282__480.webp

Source

তাছাড়াও এই পৃথিবীতে বিশ্বাস এবং অবিশ্বাসের একটা কঠোর যুদ্ধ লেগে থাকে প্রতিনিয়ত। বলতে গেলে বর্তমান প্রেক্ষাপটে কেউ আর কাউকে বিশ্বাস করতে চায় না কিংবা কেউ কারো প্রতি আস্থা রাখতে চায় না।

আপনার চোখের সামনে আপনার বন্ধু যখন তার সততাকে বিক্রি করে দেয় কিংবা তার নিষ্ঠুর হৃদয় দিয়ে সততা নামে শব্দটাকে দুমড়ে মুছড়ে ভেঙে ফেলে হয়তো যতই আপনার বন্ধু হোক আপনিও আপনার বন্ধুটাকে আর বিশ্বাস করতে পারেন না।

চারিদিকে এখন শুধু অবিশ্বাসের গন্ধ এবং অবিশ্বাসের রং ছাড়া ছবি। যেখানে অবিশ্বাসের রং সেখানে সততা মানুষ কিভাবে হবে আমি বুঝিনা্।

যদিও এই কথা দ্বারা আপনারা বলতে পারেন আমি অহংকারী তবে তারপরে বলতে পারি যতটুকু সাধ্য আছে নিজেকে সততা এবং মানুষের কাছে বিশ্বাসী রাখার চেষ্টা করি।
। যদিও সব সময় ছেলেমানুষই ভাব রয়েছে আমার ভেতরে এবং সব সময় বুঝে না বুঝেই মানুষকে বিশ্বাস করি তবে সেই মানুষ আমাকেও মাঝে মাঝে ধোকা দেয় অর্থাৎ আমার সাথে অবিশ্বাসী করে।

তবে পৃথিবীতে সবাই যে অসৎ কিংবা অবিশ্বাসী সেটা বলছি না। সব সময় ভালো সঙ্গে থাকতে চাই এবং চেষ্টা রয়েছে সততা নিয়ে বাকি জীবনটুকু কাটিয়ে দিব এটাই প্রত্যাশা।!! সেক্ষেত্রে সকলের দোয়া এবং সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার সহানুভূতি ভালোবাসা কামনা করছি।

ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।

সাথে থাকুন সুস্থ এবং সুন্দর থাকুন,

থাকুন @amarbanglablog এর সঙ্গেই, শেয়ার করুন আমাদের সঙ্গে আপনার অনুভূতিগুলো সম্পূর্ণ বাংলা ভাষায়। @amarbanglablog আপনারা অপেক্ষায়।

share here everything.png

F.gif

https://discord.gg/VtARrTn6ht

শুভেচ্ছান্তে

@steem-for-future

Sort:  
 2 years ago 

সততাই সর্ব উত্তম পন্থা এ কথাটি আমরা সবাই জানি এবং ছোটবেলা থেকে বই-পুস্তকে পড়ে আসছি।। আসলে আপনি ঠিকই বলেছেন এই সততার ব্যবহার আমরা সঠিকভাবে কোথাও করছি না।। এর মূলে যে বিষয়টি কাজ করে সেটা হলো আমাদের স্বার্থ হাসিলের জন্য আমরা সততাকে বিসর্জন দিতে দ্বিধাবোধ করি না।। আসলে সততার মধ্যেই যে কল্যাণ নিহিত রয়েছে সেটা আমাদের সকলেরই জানা তবে ক্ষণিকের কল্যাণের জন্য আমরা সেটা কখনোই তোয়াক্কা করি না।। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এবং গঠনমূলক একটি আলোচনা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

 2 years ago 

ভাইয়া আপনার আজকের পোস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে । ঠিক বলেছেন সততা ছাড়া কোন ব্যক্তি জীবনে এগোতে পারে না উন্নতি করতে পারে না। কিন্তু আমাদের মানুষদের ভিতরে এখন সততার খুব অভাব। তাই বলছি ভাইয়া কাউকে অল্পতে বিশ্বাস করবেন না তাহলে সে আপনাকে খুব সহজেই ঠকিয়ে চলে যাবে

এখন মানুষকে বিশ্বাস করা ছেড়ে দিয়েছি।
। তবে বিশ্বাস করা ছাড়া আবার পৃথিবী চলে না এ বিষয়টি মাথায় রাখা লাগে। একটি কথা সত্যিই বিরল জি পৃথিবীতে সত্যিই সততার অনেক অভাব।

 2 years ago 

ঠিক বলেছেন।
সততা হইতেছে মানুষের জীবনে মূল্যবান একটি অংশ। যদি সততা ভালো কাজের জন্য হয় তাহলে আমরা সবসময় সফলতার দিকটি দেখতে পাব। আর যদি আমাদের সেই সততায় না থাকে তাহলে আমরা আমাদের জীবনে ভালো কোন দিক বা উন্নতি করতে পারবো না।
আর আপনি এই বিষয়টি আমাদের সাথে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

সততা শব্দটার অভাব প্রতিনিয়ত রয়েছে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এবং প্রতিটি ক্ষেত্রে। তবে আমরা যখন এই সততার মূল্য দিতে পারব এবং সততাকে আপড়ে ধরে আমাদের জীবনের চলার পথকে সুন্দর করতে চাইবো তখনই প্রকৃত সফলতা এবং প্রকৃত চাওয়া পাওয়া গুলো পূরণ হবে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64223.84
ETH 3158.34
USDT 1.00
SBD 4.29