Happy weeding- শুভ বিবাহ 💑 ১০% @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক অনেক ভালো আছি। বিয়ে মানে আনন্দ বিয়ে মানে নতুন স্বপ্ন। পৃথিবীতে সৃষ্টি কর্তা প্রত্যেকটি মানুষকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। জন্ম এবং মৃত্যু এই তিনটা হল সৃষ্টিকর্তার এক মহান তৈরি। বিয়ে মানে আনন্দ ঈদ মানে উৎসব। সুতরাং আমার বন্ধু যখন বিয়ে করার জন্য প্রস্তুতি গ্রহণ করে পুরবে আমাকে জানিয়েছিল যে সে বিয়ে করতে প্রস্তুত। সুতরাং বন্ধুর বিয়েতে অনেক আনন্দ এবং উৎসব পালন করেছিলাম পরিবারের সবাই মিলে। আসলে যে কোন বিয়েতে আনন্দ করার মজাই আলাদা। সুতরাং বন্ধু যখন তার বিয়েতে আমাকে ইনভাইট করে তখন আমি ঢাকা থেকে চলে আসি আমার রাজশাহীর উদ্দেশ্যে। বন্ধুর বিয়ের উদযাপন করার জন্য আমি ঢাকা গাজীপুর থেকে রাজশাহীতে চলে আসি। সুতরাং আমার বন্ধুর বিয়েতে আমি অনেক আনন্দ এবং মজা করি। বন্ধু যেমন একটা মধুর সম্পর্ক তার থেকেও মধুর হলো স্বামী স্ত্রী অর্থাৎ বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া। তো চলো বন্ধুরা আমার বন্ধুর বিয়েতে আমি যেভাবে আনন্দ উদযাপন করলাম সে বিষয়ে তোমাদেরকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করে। আশা করছি সকলেই উপভোগ করবে আমার বন্ধুর বিয়ে।।

20220205_204959_0000.png

Made by canva প্রধান ফটোগ্রাফি বন্ধুর বিয়ে বলে কথা

প্রস্তুতি গ্রহণ


20220204_150051.jpg

বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য আমাদের সকল বন্ধুদের দাওয়াত করা হলো। সুতরাং কেউ কেউ উপস্থিত হতে পেরেছে আবার কেউ উপস্থিত হতে পারেনি। সুতরাং আমার যে বন্ধুগুলো উপস্থিত হয়েছিল আমরা সেগুলো আমার বন্ধু র বিয়েতে গিয়েছিলাম। বিকেল তিনটার দিকে আমরা বন্ধুর বাড়িতে যায় এবং তার বউ আনার জন্য প্রস্তুতি গ্রহণ করি।।

বউ আনতে যাওয়ার দৃশ্য।

20220204_153120.jpg

বিকেল তিনটা বেজে ত্রিশ মিনিটে আমরা মাইক্রো গাড়ি নিয়ে বন্ধুর বিয়ে করার জন্য তার শ্বশুর বাড়ির দিকে রওনা দিই। প্রায় এক ঘণ্টা সময় লেগেছিল আমার বন্ধুর বউকে আনার জন্য সময়। বন্ধুর এই শুভ বিবাহ করার জন্য আমরা একটি মাইক্রো গাড়ি নিয়ে রাস্তা দিয়ে এক ঘণ্টা পর অতিক্রম করার পর বন্ধুর শ্বশুর বাড়িতে আগমন করে।।

স্বাগতম গেটে আগমন

20220204_161158.jpg

20220204_161205.jpg

20220204_161212.jpg

20220204_161321.jpg

আমরা বন্ধুর বিয়েতে তার শ্বশুরবাড়িতে মূল স্বাগতম গেটে চলে গেলাম। চলে যাবার পর তার শ্বশুরবাড়ির লোকজন আমাদেরকে গেট লক করল। এবং টাকা ছাড়া তারা গেট খুলবে না বলে আমাদেরকে জানিয়ে দিল।
সুতরাং সে ক্ষেত্রে আমরা গেটের কাছে দাঁড়িয়ে ছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে 2000 টাকা দেওয়ার পর আমাদের গেট ছেড়ে দিল। সুতরাং আমার বন্ধু সুতা অর্থাৎ লালফিতা কাচি দিয়ে কেটে গেটের ভিতরে প্রবেশ করল।। এবং আমরাও সেখানে প্রবেশ করলাম। গেট এ প্রবেশ করার পর আমাদেরকে সর্বপ্রথম স্বাগতম জানানো হলো এবং হালকা নাস্তা করতে দেওয়া হল। নাস্তা শেষ করে আমরা সোজা বন্ধুর শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম। আমাদেরকে যথারীতি একটি ঘরে বসতে দেওয়া হয়েছিল।।

বিয়ের কাজ চলছে

20220204_162150.jpg

20220204_162155.jpg

20220204_162744.jpg

20220204_163131.jpg

সুতরাং আমরা ঘরের ভেতরে প্রবেশ করার পর আমাদেরকে বসার জন্য জায়গা করে দেয়া হলো। বর সহ আমরা প্রায় 5 জন একটি ঘরে বসে ছিলাম। কিছুক্ষণ বসে থাকার পর কাজী সাহেব তার বিবাহ করানোর কাজটি সম্পন্ন করে যাচ্ছিল। অনেক লেখালেখি এবং রেজিস্টার খাতা সম্পর্কিত তথ্য পূরণ করছেন এবং বর এবং কনের এর সমস্ত তথ্য দিয়ে রেজিস্টার খাতা তৈরি করেছিল।

বিয়ে সম্পন্ন করা হচ্ছে

20220204_165155.jpg

20220204_165248.jpg

20220204_165942.jpg

20220204_165946.jpg

অবশেষে আমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। অর্থাৎ বন্ধুর বিয়ের কাজ সম্পন্ন হলো। বিয়ের কাজ সম্পন্ন হবার পর কাজী সাহেব বর এবং পুত্রবধুর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছিল তারা যেন সারাজীবন সুখে এবং শান্তিতে একসঙ্গে বসবাস করতে পারে। আমরাও কাজী সাহেবের সাথে একসঙ্গে আমার বন্ধু এবং নতুন ভাবীর জন্য দোয়া করছিলাম।।

হালকা মিষ্টিমুখ করানো


20220204_170439.jpg

বিয়ের কাজ সম্পন্ন হবার পর আমরা সকলেই সৃষ্টিকর্তার কাছে বন্ধু এবং বন্ধুর বউ এর জন্য দোয়া করি। তারপর আমরা হালকা মিষ্টি মুখ করি এবং অবশেষে আমাদের বিয়ের কাজ সম্পন্ন হলো।।

প্রধান পর্ব ;" খাওয়া এবং আনন্দ

20220204_172413.jpg

20220204_172542.jpg

20220204_174200.jpg

বন্ধুর বিয়ের সকল কাজ সম্পন্ন হলো। এখন আমাদেরকে খাবার জন্য অনুরোধ করা হল। সুতরাং বর এবং বরের বন্ধুরা সহ এবং আমিসহ সকলে মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া শুরু করলাম। অর্থাৎ আমাদের খাবার পর্ব শুরু হলো।
বিয়ে মানে আনন্দ ঈদ মানে উৎসব। সুতরাং এই বিয়ের আনন্দঘন মুহূর্ত কে আরও সুন্দর এবং আনন্দময় করে তুলতে খাওয়ার কোন বিকল্প নাই। খাওয়া-দাওয়া ছাড়া কি আর বিয়ে হয় নাকি?? বিয়ে যে কত মজা শুধু খাওন আর খাওন। সুতরাং আমাদেরকে অনেক রকমের আইটেম দিয়ে আপ্যায়ন করা হলো। আমরা অনেক কষ্ট করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। এখানে কিন্তু খাওয়া-দাওয়া করতে আমাদের অনেক আনন্দ লাগছিল। বেশ ভালো লাগে কিন্তু আমার খেতে।।

শখ পূরণের পালা

20220204_172520.jpg

20220204_172233.jpg

20220204_172319.jpg

বন্ধুর বিয়ে শেষ হলো। শেষ হলো আমাদের খাওয়া দাওয়ার পর্ব। এখন আমরা শখ পূরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমার বন্ধুর মাথার মুকুট খুলে নিয়ে আমি এবং আমার অন্যান্য বন্ধুরা অনেক আনন্দ এবং উপভোগ করছিলাম। তার সাথে বন্ধুর মাথার মুকুট খুলে আমিও বেশ কয়েকটি ছবি সংগ্রহ করলাম। বন্ধুর বিয়ে মানে নিজের বিয়ে। বেশ ভালোলাগছিলো বন্ধুর মুকুট খুলে মাথায় বর সেজে নিজেকে।।

বরের সাথে কিছু সেলফি


20220205_202917.jpg

সমস্ত পর্ব শেষ হয়ে গেল। এবার আমার বন্ধু এবং আমরা মিলিয়ে বেশ কয়েকটি সেলফি সংগ্রহ করলাম। বন্ধুর এই বিয়েকে আরো আনন্দ ঘন করতে সত্যিই সেলফি গুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি।।

কন্যাদান পর্ব -

মেয়েকে বরের হাতে অর্পণ

20220204_175404.jpg

20220204_175412.jpg

20220204_175422.jpg

20220204_175428.jpg

20220204_175444.jpg

হাতে পান এবং সুপারি। এই দুইটা সামগ্রী দিয়ে মেয়ে পক্ষের খুব নিকটতম একজন আত্মীয় লোক সেটা হতে পারে বাবা কিংবা দাদা অর্থাৎ গণ্যমান্য ব্যক্তি। কন্যাদান পর্ব। বরের হাতে তার প্রিয় কন্যা কে দান করল তার বাবা। এটা সত্যিই দুঃখের একটি বিষয়। কন্যাদান পর্ব দেখে যথারীতি আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল। এত কষ্ট করে মেয়েকে লালন-পালন করার পর বাবা যখন তার কন্যাকে অন্য এক ছেলের হাতে তুলে দেয় বিষয়টি সত্যিই কান্না ছাড়া এবং অনেক দুঃসহ একটি বিষয়। সুতরাং অনেক কষ্ট করে কন্যাদান পরবর্তী শেষ করা হলো।।

কন্যাদান পর্বের উপকরণ

20220204_175448.jpg20220204_175548.jpg
  • পান এবং সুপারি।।

আলাপ-আলোচনা পর্ব

20220204_175605.jpg20220204_175802.jpg

কন্যাদান পর্ব শেষ করার পর সর্বপ্রথম কন্যার বাবা বরের সাথে আলাপ আলোচনা করল। এত কষ্ট করে লালন-পালন করা মেয়েকে অন্যের ঘরে পাঠাতে মনে চায় না। কিন্তু সমাজের নিয়ম তো মানতেই হয়। সেই কারণে এখানে বাবা এবং তার মা বরের সাথে কিছু মতবিনিময় করে এবং তার কন্যাকে সুখে শান্তিতে রাখার জন্য বিনীত অনুরোধ জানাই।।

বাড়িতে আসার পালা।

20220204_182556.jpg

20220204_182603.jpg

বিয়ের সম্পূর্ণ কাজ ইনশাল্লাহ শেষ। এবার বর এবং নতুন বউকে নিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা মাইক্রোবাসের ভিতরে যথারীতি আবার একই রকমভাবে আহরণ করলাম। তারপর প্রায় 45 মিনিট পর আমরা আমাদের বরের বাসায় পুনরায় চলে আসলাম।।

বউ দেখা পর্ব


20220204_184820.jpg

20220204_184827.jpg

এবারে বন্ধুর মা নতুন বউকে মুখে মিষ্টি দিয়ে গাড়ি থেকে নামিয়ে আনলো। গাড়ি থেকে নামিয়ে আনার পর নতুন বউকে এবং নতুন বর কে একটি চেয়ারে বসতে দেওয়া হল। এদিকে তো বাসর ঘরে তালা লাগানো ছিল। এবং গ্রামের অনেক মানুষ নতুন বউ এবং বরকে দেখার জন্য আসে। সুতরাং নতুন বর এবং বউকে একটি চেয়ারে বসে রাখা হয়েছিল এবং মানুষ দেখার জন্য অনেক আনন্দ উপভোগ করছিল। আমারও বেশ ভালো লাগছিল।

বাসর ঘরে প্রবেশ


20220204_194713.jpg

বাসর ঘরে প্রবেশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল। কিন্তু আমার অন্যান্য বন্ধুরা যারা বাসর ঘর সাজিয়ে ছিল তাদের একটা বিশেষ দাবি ছিল। বাসর ঘর এর স্বাগতম বোনাস হিসেবে তাদেরকে মোট 5000 টাকা দাবী করতে দেখা গিয়েছিল। সুতরাং অবশেষে আমরা 4000 টাকায় বাসরঘর খুলতে বাধ্য করি তাদেরকে। সুতরাং আমার নতুন বন্ধু এবং নতুন ভাবি বাসর ঘরের ভেতরে ঢুকে পড়ল।।

মালাবদল পর্ব

20220204_194309.jpg20220204_194336.jpg

নতুন বউ এবং নতুন বর। তাদেরকে যথারীতি আমরা মালাবদল পর্ব শেষ করতে বললাম। নতুন বর এবং বউকে মালা বদল করার জন্য আমরা অনুরোধ জানালাম। সুতরাং নতুন বর এবং নতুন বউ মালাবদল পর্ব শুরু করে দিল এবং আমি সাথে সাথে বেশ কিছু ফটোগ্রাফি সংগ্রহ করলাম। এবং অনেক আনন্দ উদযাপন করার মধ্য দিয়ে আমাদের মালাবদল পর্ব শেষ হলো।।

নতুন বর এবং বউয়ের অসাধারণ ফটোগ্রাফি


Screenshot_20220205-204333_Canva.jpg

সুতরাং মালাবদল পর্ব শেষ হলো। এবার আমরা শুরু করলাম ফটোগ্রাফি সংগ্রহ করা। আমাদের এই বন্ধুর বিয়ে টাকে আরও উৎসব এবং স্মৃতিময় করে রাখতে আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা শুরু করলাম ফটোগ্রাফি। বন্ধু এবং বন্ধুর নতুন বউকে নিয়ে অনেক আনন্দ এবং উচ্ছ্বাস করার মাধ্যম দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি সংগ্রহ করলাম।

20220204_200235.jpg20220204_200229.jpg

শখের ফটোগ্রাফি

20220204_200128.jpg

20220204_200119.jpg

20220204_200106.jpg

20220204_195707.jpg

20220204_195031.jpg

সুতরাং অবশেষে আমি আমার বন্ধুর অনেকগুলো ফটোগ্রাফি করলাম। নতুন বউ এবং আমার বর বন্ধুকে নিয়ে অনেকগুলো ফটোগ্রাফি করলাম। তাছাড়াও অসাধারণ দৃষ্টিনন্দন বাসর ঘর সাজানো হয়েছিল বন্ধুর বিবাহ উপলক্ষে। সুন্দর সুতরাং বন্ধুর বিবাহ উপলক্ষে আমরা বেশ কিছু ফটোগ্রাফি করলাম বাসর ঘরের। বাসর ঘরের বেশ কিছু ফটোগ্রাফি এবং বন্ধু এবং আমি বেশ কিছু শখের ফটোগ্রাফি করলাম।
যেহেতু আমি এখনো অবিবাহিত সুতরাং আমারও বন্ধুর বিবাহ করা দেখে শখ হলো কিছু সেলফি তোলার এবং বর হওয়ার। সুতরাং বন্ধুর বিয়েতে বন্ধু নতুন বউ বন্ধু এবং আমি এবং আমার অন্যান্য বন্ধুরা মিলে অনেকগুলো ফটোগ্রাফি করলাম যেগুলো শখের ফটোগ্রাফি নামে পরিচিত।।

Screenshot_20220205-205732_Canva.jpg

বন্ধুর জন্য শুভকামনা পর্ব

up-down2 #steem-for-future.png

প্রিয় জানের জিগার দোস্ত। নতুন ভাবিকে নিয়ে আগামী দিনে সুখে থাকো। সুন্দর হোক তোমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। সুখে-শান্তিতে আনন্দে কাটুক তোমাদের সারাটি জীবন। আর হা। খুব শীঘ্রই কিন্তু আমি কাক্কু ডাক শুনতে চাই। তোমার বৌয়ের কাছ থেকে আমার এতোটুকু চাওয় খুব দ্রুত যেন সে আমাকে একটা ভাতিজা উপহার দেয়। সুখে-শান্তিতে আনন্দে কাটুক তোমাদের সারা জীবন সেই দোয়া শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল তোমাদের প্রতি।।

up-down2 #steem-for-future.png

👩‍❤️‍💋‍👩👩‍❤️‍💋‍👩 শুভ বিবাহ 💑👩‍❤️‍💋‍👩🌹

পোস্ট মেকার@steem-for-future
DeviceSamsung galaxy f22
Locationnatore Bangladesh
W3W locationclick

প্রিয় রেগার্ডস

মোহাম্মদ আকাশ আলী,,,20211214_123550.jpg
বাংলাদেশ থেকে@steem-for-future

গিফট #abb-comunity.gif

🆔🆔 @steem-for-future 🆔🆔

Sort:  

বন্ধুর বিয়ে মানেই ঈদের দিন আপনি আপনার বন্ধুর বিয়েতে অনেক আনন্দ ও মজা করেছেন। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে সব গুলো ফটোগ্রাফি করেছেন। দেখে আমার খুবই ভালো লেগেছে। বিয়ের গেট ধরা বউ আনতে যাওয়া বিয়ে পরনো খাওয়া দাওয়া বেশ ভালো সময় কাটিয়েছেন। তার সাথে আমি ও আপনার বন্ধুর বিয়ের ফটোগ্রাফি দেখে উপভোগ করলাম। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন আপনি। বন্ধুর বিয়ে মানেই ঈদের দিন। বন্ধুর বিয়েতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয় গুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছি।

প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক উপভোগ করেছিলাম বন্ধুর বিয়েতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অসাধারণ মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

বন্ধুর বিয়ে মানেই এক আনন্দ মেলা। আপনিতো দেখছি হ্যাংআউট হাফিজুল্লাহ ভাই যেভাবে লিখিত আকারে প্রকাশ করে আপনি ঠিক সেই ভাবে বিয়েটা লিখিত আকারে প্রকাশ করেছেন। আমার কাছে আপনার পুরো পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। অনেক মজার ও সুন্দর সময় কাটিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাই। বন্ধুর বিয়ে মানেই হলো একটা আনন্দের মেলা। এবং আমি পুরো বিয়ে টা অনেক আনন্দ এবং মজার মাধ্যমে উপভোগ করেছিলাম। সুতরাং আমার বন্ধুর এই আনন্দঘন মুহূর্ত তাকে স্মৃতিময় করে রাখতে আমার এই পোস্ট।

উৎসাহমূলক মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45