DIY projects- মোবাইল দিয়ে প্রাকৃতিক দৃশ্য অংকন , ১০% 🦊
আসসালামু আলাইকুম
আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি। সকলেই সুস্থ এবং ভাল থাকুন সেই কামনা করি সবসময়। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় সুস্থ এবং সুন্দর থাকতে পারি।
আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ একটি প্রজেক্ট নিয়ে। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার @rme দাদাকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহ কে DIY projects (এসো নিজে করি) প্রজেক্ট হিসেবে ঘোষণা করায়। যেখানে প্রতিনিয়ত আমরা আমাদের সৃজনশীলতা গুলোকে প্রকাশ করতে পারি এবং সেখান থেকে ভালো কিছু অর্জন করতে পারি।
আর এরই ধারাবাহিকতা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আমার মোবাইল দ্বারা তৈরি করা সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য সঙ্গে আলোচনা করব। আশা করি সকলের ভাল লাগবে।
চিত্র, মোবাইল দিয়ে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য অংকন @steem-for-future দ্বারা #amarbanglablog এর মাধ্যমে #steemit ব্লকচেইন এ প্রকাশিত।
প্রয়োজনীয় উপকরণ
- A4 সাইজের পেপার
- ibis apps
- সাথে কিছু টুলস
- এবং আমার কাজ করার চিন্তা শক্তি।
ধাপ ১
ধাপ ২
এবারে আমি সর্বপ্রথম রং টুলস ব্যবহার করে সবুজ কালারের রং সিলেক্ট করলাম। সবুজ কালারের রং সিলেট করার পরে আমি সোজা 338 নম্বর আইকন এগিয়ে ছোট ছোট গাছপালা এবং সবুজ উদ্ভিদ সিলেক্ট করার পরে সোজা আমি পেপারের সর্বনিচে সেটি প্রয়োগ করলাম।
ধাপ ৩
এবারে আমি 388 নাম্বার টুলস ব্যবহার করে বিশাল আকৃতির গাছ সিলেক্ট করলাম এবং পেপারের ওপর প্রয়োগ করলাম।
ধাপ ৪
![]() | ![]() |
---|
এবারে আমি আরো বেশ কয়েকটি গাছ নির্মাণ করলাম সেখানে। বেশ ভালো লাগছিল।
ধাপ ৫
এবার আমি আমার গাছের আকৃতি ছোট করতে করতে একদম ছোট করলাম এবং বেশ কয়েকটি গাছ নির্মাণ করলাম যেখানে দেখতে একদম বন এর মত মনে হচ্ছিল.।
ধাপ ৬
এবারে গাছপালা তৈরি করা শেষ হলে আমি সাদা আকাশ তৈরি করলাম.। এবং সাদা আকাশের বুকে কালো কালারের ছোট্ট ছোট্ট পাখি নির্মাণ করলাম। যেগুলো টুলস নাম্বার 288 তে বিদ্যমান।
ধাপ ৭
এবারে ব্রাশ টুল নির্মাণ করলাম এবং হলুদ কালারের রং সিলেকশন করার পর আমি আকাশে সূর্য সৃষ্টি করার চেষ্টা করলাম। যাই হোক আর এভাবে আমি আমার পুরো কাজটি সম্পন্ন করলাম।
সর্বশেষ প্রক্রিয়া
আমি আমার আর্ট এর নিচে আমার অ্যাকাউন্ট নাম লিখে দিলাম। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার প্রাকৃতিক সৌন্দর্য এর অসাধারণ দৃশ্য।
ফাইনাল আউটপুট
পোস্ট তৈরিতে ব্যবহৃত কমিউনিটি
@amarbanglablog
শুধুমাত্র বাংলায় ব্লগিং করার জন্য এর ব্লগ।
স্পেশাল ধন্যবাদ জানাতে চাই
@photoman @blacks @shy-fox @tron-fan club @club75
আমার w3w লোকেশন কোড
https://w3w.co/bullion.rocked.devotion
মোবাইল দিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন।আমি জানতাম না,মোবাইল দিয়ে প্রাকৃতিক দৃশ্য করা যায়।ভালো ছিলো।সুন্দর করে বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
এটি সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। বিষয়টি এখন জানতে পেরেছেন এবং চাইলে আপনিও চেষ্টা করতে পারেন। ধন্যবাদ মন্তব্য করার জন্য
আপনিতো দেখছি অসাধারণ ডিজিটাল আর্ট করেছেন। আজকাল দেখছি ডিজিটাল আর্ট এর সংখ্যা খুবই ভালো গেছে। আমারও অনেক ইচ্ছে করছে ডিজিটাল আর্ট করার। আমি এখনো শিখতে পারিনি কিভাবে ডিজিটাল আর্ট করে। আমাদের মাঝে এরকম আর্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
চেষ্টা করেছি আপু। তবে আমার কাছেও বেশ ভাল মনে হয়েছে। আপনিও চেষ্টা করুন। তবে আপনি এমনিতেই যেসকল এন এফ টি আর্ট এবং প্রাকৃতিক সৌন্দর্য এর আর্ট করেন এটা সকল আর্ট কে হার মানায়।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ব্লগটি ভিজিট করার জন্য
মোবাইল দিয়ে এত সুন্দর ভাবে ছবি অঙ্কন করা যায় আমি সেটা জানতাম না কারণ আমি আগে কখনো ট্রাই করে দেখি নি। আপনার পোস্টটি দেখে হয়তো বা এখন আমি নিজেই এমন অঙ্কন করতে পারব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অবশ্যই চেষ্টা করবেন ভাই। দেখবেন আপনিও খুব সহজেই আরো ভালো মানের কিছু তৈরি করতে পারবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য দেওয়ার জন্য
এটা অনেক কঠিন একটা বিষয় ভাই। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর হয়েছে। তবে আপনিও চাইলে এই সুন্দর আর্ট নির্মাণ করতে পারেন।
অনেক অনেক ধন্যবাদ গঠনমূলক এবং সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য।
মোবাইল দিয়ে প্রাকৃতিক-দৃশ্য-অংকন ব্যাপারটি বেশ চমৎকার। মোবাইল দিয়ে আমি আজও কখনো প্রাকৃতিক-দৃশ্য-অংকন করিনি তবে আপনি যেভাবে এই দৃশ্যটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আমার অনেক আগ্রহ যাগল । যাই হোক সব মিলিয়ে আপনি পোস্টটা আমাদের মাঝে দারুন ভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে ভাই আমিও তেমন পারিনা। তবে অনেকক্ষণ সময় চেষ্টা করার পর কোন রকম হয়েছে। তবে আপনাদের ভাল লেগেছে জেনে আমার অনেক অনেক খুশি লাগছে। সব সময় এত সুন্দর মন্তব্য এবং পাশে থেকে সাপোর্ট করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা রইলো।
আসলে মোবাইল দিয়ে এই ধরনের কাজ করা সত্যিই অনেক কষ্টকর ব্যাপার। তারপরেও আপনি দারুন প্রচেষ্টার সাথে সম্পন্ন করেছেন। আমি বলব খুব ভালো না হলেও খুব খারাপ হয়নি আপনার প্রচেষ্টা সফল হয়েছে। লেগে থাকুন এভাবেই একদিন সফল হবেন।
এটা একদম ঠিক কথা ভাই। আসলে মোবাইল দিয়ে এই ধরনের কাজ করা খুবই কঠিন। তবে আমিও রেগে আছি অবশ্যই সফলভাবে এবং আরও সুন্দর করতে সক্ষম হব আগামীতে। দোয়া করবেন।
অসাধারণ হয়েছে ভাই দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি আজকে চমৎকার ভাবে মোবাইল দিয়ে প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আপনাদের মন্তব্য আমাকে সবসময়ই কাজ করার অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। সত্যিই অনেক চমৎকার মন্তব্য করে উৎসাহিত করেন প্রতিনিয়ত।
এইভাবে পাশে থেকে সবসময়ই সুন্দর সাপোর্ট নিশ্চিত করার জন্য আন্তরিক ধন্যবাদ
ওয়াও ভাইয়া জাস্ট অসাধারণ। মোবাইল দিয়ে এরকম ভাবে যে প্রাকৃতিক দৃশ্য অংকন করা যায় তা আমি আগে জানতাম না। আজকে আপনার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে রকম একটি সুন্দর পোষ্ট উপস্থাপন করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা।
চির কৃতজ্ঞ প্রকাশ করছি। চাইলে আপনিও মোবাইল দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ব্লগ টি ভিজিট করার জন্য এবং উৎসাহ মূলক মন্তব্য দেওয়ার জন্য
ওয়াও ভাইয়া মোবাইল দেখে চমৎকার করে আপনি প্রাকৃতিক-দৃশ্য-অংকন করেছেন ব্যতিক্রমধর্মী এরকম চিন্তাভাবনা দেখে অনেক ভালো লাগলো। আমরা সচরাচর কম্পিউটারে ডিজিটাল আটি দেখে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে প্রাকৃতিক-দৃশ্য-অংকন অসাধারণ। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল
আসলে ভাই আমার তো কম্পিউটার নাই তাই জন্য মোবাইল দিয়েই আমার সৃজনশীলতা প্রকাশ করার চেষ্টা করি। আর যখন আমার এই চেষ্টা সফল হয় আপনাদের অসাধারণ মন্তব্যের মাধ্যমে তখন অনেক অনেক খুশি লাগে। ভালোবাসা নিবেন প্রিয় ভাই
https://twitter.com/Akash02671928/status/1501086536649293828?t=ZrBoZzxWc09sP0VZw9cltA&s=19
অনেক সুন্দরভাবে মোবাইল দিয়ে আপনি প্রাকৃতিক-দৃশ্য-অংকন করেছেন ভাই দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনি খুবই নিখুঁতভাবে এই কাজটি সম্পন্ন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আসলে ভাই চেষ্টা করি প্রতিনিয়তঃ আপনাদের সামনে ভালো কিছু করার। যখন বিষয়গুলো আপনাদের ভালো লাগে তখন আমার অনেক অনেক ভালো লাগে।
আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি উৎসাহমূলক বাণী দেওয়ার জন্য