DIY- EVENTs - 🐝মৌমাছির 🐝🐝 চিত্রাংকন 🎇 ১০% @shy-fox এবং ৫% @abb-charity র জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


সবাইকে স্বাগতম #amarbanglablog এ আমার পক্ষ থেকে আমি @steem-for-future
১০% @shy-fox এবং @abb-charity কে ৫%
বেনিফিশিয়ারি হিসেবে প্রদান করা হলো।

আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই সুস্থ এবং সুন্দর আছেন। সবার ই সুস্থ সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি শুরু করতে যাচ্ছি আমার আমার আজকের ব্লগিং

প্রথমেই আমি স্মরণ করতে চাই আমাদের #amarbanglablog এর শ্রদ্ধেয় ফাউন্ডার প্রিয় দাদা @rme কে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে diy-এসো নিজে করি সপ্তাহ কে ঘোষণা করার জন্য। কেননা আমরা সকলে আমাদের ক্রিয়েটিভিটি এখানে প্রকাশ করতে পারবো এবং আমাদের তৈরি করা জিনিস গুলো এবং আমাদের প্রতিজভা গুলোকে খুব সহজেই এই প্রজেক্ট এর মাধ্যমে সবার সামনে উপস্থাপন করতে পারি।

বন্ধুগণ
আমি আজ তোমাদের সামনে আমার একটি ক্রিয়েটিভ জিনিষ নিয়া আলোচনা করব। আমি সকালে ঘুম থেকে উঠার পরে অনেক চিন্তা ভাবনা করার পর একটি মৌমাছিএর চিত্র অঙ্কন করতে সক্ষম হয়। আমি মনে করি আমার এই সামান্য ক্রিয়েটিভ এর মাধ্যমে আমি আগামীতে আলোর পথ দেখতে পাব এবং আগামী আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে পারি।।
IMG_20211010_065833.jpg

আমার নিজের হাতে তৈরি করা মৌমাছি।

IMG_20211010_065851.jpgIMG_20211010_065847.jpgIMG_20211010_065840.jpg

প্রয়োজনীয় উপকরণ

আমি এই মৌমাছিদের চিত্র অঙ্কন করতে বেশ কিছু উপকরণ ব্যবহার করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু উপকরণ নিচে দেওয়া হল

  • পার্মানেন্ট মার্কার পেন
  • স্কেল
  • বারো রকমের রং পেন্সিল
  • খাতা
  • মার্কার পেন
  • কলম
    ( -)
- সাথে আমার ক্রিয়েটিভ চিন্তা ধারা।

IMG_20211010_065914.jpg

IMG_20211010_065917.jpgIMG_20211010_065903.jpg
তাহলে চলো বন্ধুরা দেরী না করে এবারে দেখানো যাক আমি কিভাবে একটি মৌমাছির চিত্র অঙ্কন করলাম এবং সেটি খুব সুন্দর করে রং পেন্সিল এর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করলাম।।

IMG_20211010_064448_mfnr.jpg

ধাপ 1

প্রথম ধাপে আমি একটি সাদা খাতার উপরে একটি গোল বৃত্ত আঁকলাম জেঠিমা মাসের মাথায় হিসেবে স্বীকৃতি দিলাম। তারপর আমি মৌমাছির নিচের অংশ তৈরি করলাম।

IMG_20211010_064534_mfnr.jpg

ধাপ -২

এবার আমি মৌমাছির পাখা অংক করলাম। কেন পাখা ছাড়া মৌমাছি কখনোই চলতে পারে না। সুতরাং আমি মৌমাছির পাখা অংকন করলাম।

IMG_20211010_064620.jpg

ধাপ -৩

মৌমাছির পাখা অঙ্কন করা শেষ হলে আমি মৌমাছির ষুড় অংকন করলাম। যেটি মৌমাছি তাদের এর আত্ম রক্ষার কাজে ব্যবহার করে থাকে।
IMG_20211010_064654.jpg

ধাপ ৪

মৌমাছি যখন অংক করলাম এখন মৌমাছিকে তো দেখার জন্য চোখ দিতে হবে। সুতরাং এবার আমি মৌমাছির দুইটা সুন্দর চোখ অঙ্কন করলাম।
IMG_20211010_064706.jpg

ধাপ -৫

শুধু সুখ অংকন করলে কি চলে?? চোখ থাকলে মানুষ দেখতে পাই না.। ঠিক তেমনি সকল প্রাণীর ক্ষেত্রে। সুতরাং আমি চোখের দৃশ্য আঁকার সাথে সাথে চোখের মনি অংক করলাম যেন মৌমাছিটি খুব সুন্দর করে সবকিছু দেখতে সক্ষম হন।।।
IMG_20211010_064739.jpg

ধাপ ৬

এবারে আমি মৌমাছির নাক এবং নাকি আশেপাশের ধারালো অঙ্গগুলো তৈরি করলাম। সেগুলো মৌমাছির প্রধান বৈশিষ্ট্য বহন করে।
IMG_20211010_064744.jpg

ধাপ ৭

IMG_20211010_064827.jpg

IMG_20211010_064833.jpgIMG_20211010_064906.jpg

|IMG_20211010_064912.jpg|মৌমাছির চিত্র|

ধাপ ৮

আমি প্রায় সকল পর্যায়ে মৌমাছি আঁকা শেষ করলাম। আমার চিত্রাঙ্কন শেষ হয়ে গেছে। শুধু চিত্রাংকন শেষ করলে চলবে না। এবার আমাকে পর্যায়ক্রমে খুব সুন্দর করে এই মৌমাছির চিত্রকে রং মাখাতে হবে। সুতরাং আমি রং মাখাতে শুরু করলাম।।
IMG_20211010_065034.jpg

ধাপ ৯

আমি সর্বপ্রথম মৌমাছির মুখমন্ডল রং করলাম। যেহেতু মৌমাছি দেখতে হলুদ বর্ণের হয়ে থাকে সুতরাং আমি মৌমাছির পুরো শরীরে হলুদ রং রাখলাম।
IMG_20211010_065041.jpg

ধাপ ১০?

IMG_20211010_065123.jpg

IMG_20211010_065134.jpg

IMG_20211010_065224.jpg

IMG_20211010_065224.jpg

IMG_20211010_065312.jpg

IMG_20211010_065308.jpg

IMG_20211010_065229.jpg

IMG_20211010_065308.jpg

IMG_20211010_065503.jpg

IMG_20211010_065622.jpg

ধাপ ১০

আমি সর্বশেষ ধাপে পর্যায়ক্রমে আমার সমস্ত চিত্র অংকন গুলোকে রাখছিলাম। আমার মনের মতো করে আমি প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে রং আখছিলাম। কেননা প্রত্যেকটি মানুষের মনের রঙ আলাদা আলাদা আলাদা হয়ে থাকে। সুতরাং আমি মনের মত করে আমার মৌমাছি টিকে রূপ দিতে সক্ষম হলাম।
IMG_20211010_065617.jpg|IMG_20211010_065851.jpg

আর এই হল আমার সর্বশেষঃ আমার প্রজেক্ট এর মৌমাছি চিত্র অঙ্কনের এর সমস্ত দৃশ্য।
DecoPic_20211010_070339.jpgDecoPic_20211010_070320.jpg

DecoPic_20211010_070309.jpg

w3w

https://w3w.co/mulls.rudder.spindles
সর্বশেষ চিত্রটির মাধ্যমে আমি যে প্রকৃতপক্ষে এই মৌমাছি অংকন করেছি তার প্রমান সহ একটি সেলফি দিয়ে দিলাম। যেটি আমাদের এই প্রজেক্ট এর একটি নীতিমালা ভিতরে পড়ে। সুতরাং আমার ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য আমার সুন্দর এই মৌমাছি চিত্রের সাথে আমার একটি সুন্দর সেলফি সংযুক্ত করলাম।

DIY- প্রজেক্ট সম্পর্কে আমার মতামত

এসো নিজে করিআমাদের প্রিয় এবং শ্রদ্ধেয় @rme দাদা প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহকে এসো নিজে করিপ্রজেক্ট হিসেবে ঘোষণা করেছেন। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কোন না কোন আর ক্রিয়েটিভ নিয়ে জন্মগ্রহণ করেন। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ চিন্তা ধারা গুলোকে যাতে আমরা খুব সহজেই উপস্থাপন করতে পারি তারই ধারাবাহিকতা নিয়ে আমাদের দাদা সুন্দর এই প্রজেক্ট তৈরি করেছেন। সুতরাং অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় দাদাকে সুন্দর এই প্রজেক্ট তৈরি করার জন্য যেখানে আমরা খুব সহজেই আমাদের ক্রিয়েটিভ জিনিষ গুলো কে প্রচার করতে পারি এবং আমাদের চিন্তা ধারা গুলো কে সুন্দর করে এখানে প্রচার করতে পারি।
*অনেক অনেক অভিনন্দন দাদা আপনাকে সুন্দর এই প্রজেক্টটি তৈরি করার জন্য @rme

cc

@rme @photoman @shy-fox @blacks @amarbanglablog

posted community

Screenshot_20210916-033845_Chrome.jpg

@amarbanglablog (শুধুমাত্র বাংলায় যারা ব্লগিং করতে চান তাদের জন্য এই ব্লগ তৈরি করা হয়েছে।)

প্রজেক্ট-

Screenshot_20211010-104907_Chrome.jpg

স্ক্রীনশট থেকে ছবি সংগ্রহীত

এসো নিজে করি ,,

আমন্ত্রণে - @rme

প্রিয় রেগার্ডস

Screenshot_20210911-222132_Chrome.jpg

আমি মোঃ আকাশ আলী। আমি একজন গার্মেন্টস কর্মচারী পাশাপাশি ইস্টিমিটি এ কাজ করতে ভালবাসি। বাংলা লেখালেখি করতে খুব ভাল লাগে। গরিব-দুঃখী এবং অসহায় মানুষদের কে সাহায্য করতে চাই। পিতা মাতার দোয়া এবং ভালোবাসা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই

@steem-for-future

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার মৌমাছি অংকনটি।ভালো লাগলো।আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

যথাযথ মন্তব্য এবং উৎসাহ মূলক মন্তব্য করার জন্য অসংখ্য শুভকামনা শুভেচ্ছা ভালবাসা এবং অভিনন্দন ভাই আপনার জন্য।

শুভ হোক আপনার আগামী দিনের পথ চলা

আপনার মৌমাছি চিত্রাঙ্কন টি খুব সুন্দর লাগছে। আপনি মৌমাছির চিত্রাঙ্কনের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

প্রজেক্ট এর মূল লক্ষ্য
-: সৃজনশীল কিছু তৈরি করা
আমি এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে। যাক এক কথায় বলে সিম্পলের মাঝে গর্জিয়াস। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বুঝতে পেরেছেন তাহলে। আসলে সময়ের অভাব। তারপরে যথেষ্ট চেষ্টা করি সময় দেওয়ার।

ধন্যবাদ ভিজিট করার জন্য

 3 years ago 

অসাধারণ আর্ট ভাই,মৌমাছির অনেক সুন্দর আর্ট তৈরি করেছেন। সেই সাথে অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন।

  • দেখেন মৌমাছি যেন কামড় না দেয়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে😁😁

শুভকামনা রইলো ভাই

 3 years ago 

প্রথমে ধন্যবাদ জানাতে চাই সুন্দর মতামতের জন্য।

ভাই মন্ত্র জানি। সকল মৌমাছি আমাকে দেখে দূরে পালিয়ে যাবে

 3 years ago 

🤣🤣🤣

ভাইয়া আপনার মৌমাছির আর্টটি অসাধারণ হয়েছে। এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাল লেগেছে শুনে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এবং সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago (edited)

আসলে ভাইয়া আপনার মৌমাছির চিত্র অংকন টা আপনি খুব দক্ষতার সাথে আমাদের মাঝে পরিদর্শন করেছেন। খুবই সুন্দর ছিল আপনার দক্ষতা আছে বলতে হয়। অনেক সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। দেখে খুবই ভালো লাগলো । আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার অঙ্কিত মৌমাছির চিত্র। পেটের ভিতর মনে হচ্ছে মধু ভরতি।

 3 years ago 

মধু সংগ্রহ করার দৃশ্য আগামীতে তুলে ধরব। ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য

অনেক সুন্দর হয়েছে ভাই আপনার মৌমাছি ছবিটি। শুধু ছবি এ না বর্ণ গুলো অনেক সুন্দর ভাবে দিয়েছেন। এত সুন্দর ভাবে বর্ণনাগুলো দিয়েছেন যে, খুব সহজেই একজন মৌমাছি চিত্র আট করে ফেলবে। ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

আপনার মন্তব্য শুনে খুব ভালো। আশা করছি এভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আপনার উজ্জ্বল দিনের ভবিষ্যৎ কামনা করছি

মৌমাছি অংকটি অত্যন্ত সুন্দর হয়েছে। কথাগুলো অত্যন্ত সুন্দর হয়েছে বোঝার মত। অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চেষ্টা করেছি ভাই যথাসাধ্য আঁকার জন্য। তবে আপনাদের উৎসাহ পেলে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64623.67
ETH 3421.73
USDT 1.00
SBD 2.51