সামনের দিকে এগিয়ে যেতে ভয় পাচ্ছেন? হাল ছাড়বেন না!!! অবশ্যই লক্ষ্য স্থির রাখা উচিত

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

#amarbanglablog ব্যবহারকারী। আশা করছি সবাই ভালো আছে।আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর আর শরীরে একটু স্বস্তি মিলেছে।সবকিছু সম্ভব হয়েছে আবার সৃষ্টি কর্তার ইচ্ছায় এবং আপনাদের দোয়ায়।সবকিছুর জন্য আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহতালা কে অসংখ্য ধন্যবাদ জানাই।

আজকে আপনাদের সামনে বলতে চাই আমাদের জীবন গাড়ি নিয়ে।আসলে জীবন গাড়ি পড়ছে আমাদের পুরো জীবনটাকে আমি একটি গাড়ি সাথে তুলনা করতে পারি।একটি গাড়ি যখন চলতে চলতে হঠাৎ রাস্তার মধ্যে যেকোন সমস্যার কারণে বন্ধ হয়ে যায় ঠিক আমাদের জীবনটাও তেমন।

হঠাৎ চলতে চলতে যেন নিমিষেই সবকিছু এলোমেলো হয়ে যায়। আবার সৃষ্টিকর্তার নির্দেশে সব কিছু যেন এক নিমিশে ঠিক হয়ে যায়।তবে এসব কিছুই সম্ভব হয় শুধু আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামীনের নির্দেশনায়।।

20210720_053117.jpg
চলার পথে শত বাধা আসবে এবং বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিবে। তাই বলে আমরা এই অপেক্ষাকে উপেক্ষা করে কিংবা এই বাধাকে উপেক্ষা করে যদি জীবন গাড়ি কে থামিয়ে রাখি তাহলে আমাদের জীবন বিপর্যয় হয়ে যাবে।।আর আমাদের জীবন গাড়ি যদি বিপর্যয় হয়ে যায় তাহলে আমরা জীবন থেকে হারিয়ে ফেলবো আমাদের মূল্যবান আত্মাটাকে এবং আমাদের মূল্যবান জীবন টাকে।সুতরাং আমাদের চলার পথে যতই বাধা আসুক না কেন আমাদের সকল বাধা উপেক্ষা করে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে
20210720_053120.jpg

আপনি একটি পথের দিকে তাকিয়ে থাকুন। কিংবা একটি রেল লাইনের দিকে তাকিয়ে থাকুন। দেখবেন মনে হবে রেললাইনের গন্তব্য হয়তো খুব কাছেই।

কিন্তু আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল ও হতে পারে।সবকিছু সোজাসুজি দেখতে মনে হলেও এটাকে পাড়ি দিতে হলে আমাদের অবশ্যই অনেক পরিশ্রম করতে হয়।বিনা পরিশ্রমে কোন কিছুই আমরা অর্জন করতে পারিনা।

সুতরাং আমরা আমাদের জীবনের রাস্তাকে কিংবা আমাদের জীবনের গাড়ি যদি খুব সহজে চালাতে চায় তাহলে সেটি হবে সব থেকে বড় ভুল। কেননা সবকিছু যদি এত সহজেই পাওয়া যেত তাহলে পৃথিবীটা আরো সহজ এবং কঠিন হয়ে যেত।

আর এত সহজে যদি সবকিছু পাওয়া যায় তাহলে জীবনে বেঁচে থাকার রহস্য গুলো হয়তো এক নিমিষেই শেষ হয়ে যাবে।সুতরাং জীবনের সহজ পথ গুলোকে এত সহজ ভাবা আমাদের কখনই উচিত নয়।শত বাধাকে উপেক্ষা করে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে

20210720_052958.jpg

20210720_053033.jpg
চিত্র র দিকে তাকান।আপনি এখানে যদি কয়েকটি পাথর একত্রে করতে চান এবং এই কয়েকটি পাথর দিয়ে যদি আপনি কোন কিছু তৈরী করতে চান তাহলে হয়তো দেখবেন পাথরগুলো বারেবারে মাটিতে পড়ে যাবে কিংবা এলোমেলো হয়ে যাবে, তাহলে এই পাথরের ওজন থেকে আমরা কি পাই?

এই পাথরের উদাহরণ থেকে আমাদের প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে।আমরা যদি আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে চায় তাহলে আমাদের কেউ বারেবারে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে মাটিতে পতিত হতে হবে এবং আমাদের জীবন মনে হবে বিপর্যস্ত।সুতরাং এমন অবস্থায় কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না।চেষ্টার পর চেষ্টা করতে হবে এবং সেই কাজটি অবশ্যই হাসিল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে
20210720_053124.jpg

শত বাধা-বিপত্তি এবং বিপর্যয় পার করে যদি আপনি জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এবং বিরতিহীনভাবে হাল চালিয়ে যান তাহলে হয়তো অবশ্যই আপনি আপনার জীবনের সহজ পথ পেয়ে যাবেন।

সুতরাং জীবনে চলতে হলে অবশ্যই বিপদ আসবে এবং সুদিন আসবে।তবে সেক্ষেত্রে বিপদ দেখে কখনোই ভয় পেয়ে হাল ছেড়ে দেওয়া যাবে না কিংবা জীবন গাড়ি কে থামিয়ে দেওয়া যাবে না। সকল প্রকার বাধা কে দূরে সরিয়ে দিয়ে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

এটা আমার অরিজিনাল কন্টেন।।

ফটোগ্রাফিঅরিজিনাল ফটোফটোগ্রাফার
@steem-for-futureফটোগ্রাফি ডিভাইজমোবাইল ফোন
মোবাইল ফোনের নামস্যামসাং গ্যালাক্সিমডেল
A10sলোকেশনবাংলাদেশ
ক্যাটাগরিজীবন সংক্রান্ত

অসংখ্য ধন্যবাদ জানাতে চাই

@rme @amarbanglablog @rex-sumon @hafizullah @photoman @royalmacro @toufiq777 @tarpan @boss75

আমি

IMG_20210804_181020.jpgমোহাম্মদ আক্কাস আলী একজন গার্মেন্টস কর্মচারী

ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43