সকালে গ্রাম্য বাজার থেকে দেশিও মাছ কেনার অভিজ্ঞতা ও বেচাকেনা উপভোগ
কভার ফটো
আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আমার বাংলা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন । আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।
আজ আমি আপনাদের মাঝে গ্রাম্য বাজার থেকে মাছ কেনার দ্বিতীয় দিনের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি সব সময় গ্রাম্য বাজার অনেক বেশি পছন্দ করি এবং গ্রামের বাজার ভ্রমণ করতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে বাজারে গিয়ে নাস্তা করি এবং এরপর আমি গ্রামের বাজার ভ্রমণ করি।
গ্রামের বাজারে প্রবেশ করার সময়
গ্রামের বাজারে সবথেকে আনন্দঘন মুহূর্ত হলো সকালে চা পান করা এবং আড্ডা দেওয়া। সকালে এত বেশি ভালো লাগে যা বলে বোঝানোর কথা না। গ্রামের সাধারণ কৃষি কাজ করা মানুষগুলো সকালে একসাথে এসে নাস্তা করার পর তারা কাজে চলে যায়। এবং যে সকল মানুষগুলো অবসর সময় অতিক্রম করে সেই সকল মানুষগুলো গ্রামের বাজারে গিয়ে পত্রিকা পড়ে এবং তারা প্রতিনিয়ত রাজনৈতিক ও পারিবারিক ও সামাজিক আলোচনায় বসে থাকে।
অনেক বেশি ভালো লাগে যখন গ্রামের বৃদ্ধ জ্ঞানী শিক্ষক গুলোর সাথে আমি সকলের চমৎকার সময় অতিক্রম করি।
দেশীয় প্রজাতির পুটি মাছ
সকালে ঘুম থেকে ওঠার পরে যখন আমি বাজারে গিয়েছিলাম তখন আমার অনেক বেশি ভালো লেগেছিল। কারণ নাস্তা করার পর আমি লক্ষ্য করেছিলাম বাজারে প্রচুর পরিমাণে মানুষ এসেছে এবং তারা মাছ বিক্রি করার জন্য এসেছে। বাজারে প্রায় ১০% মানুষ রাত্রে খাল বিল হাওর থেকে মাছ ধরেছে এবং তারা সেগুলো সকালে বিক্রির জন্য নিয়ে এসেছে।
বাকি নব্বই শতাংশ মানুষ বাজারে এসেছে গল্প করার জন্য এবং কিছু সংখ্যক লোক এসেছে বাজারে মাছ কেনার জন্য। বাজারে মাছ ক্রয় বিক্রয় করার দৃশ্য এতটাই আনন্দঘন ছিল যা বলে বোঝানোর মত না।
দেশি প্রজাতির শিং মাছ
দেশীয় প্রজাতির নানা রকমের মাছ দেখা যায়। গ্রামের সকালের এই বাজারে প্রচুর পরিমাণে মানুষ সমাগম রয়েছে। মানুষগুলো গ্রাম্য হাট থেকে মাছ কিনছে এবং কেনাবেচার আওয়াজ যেন অনেক মধুর লাগে।
মাছের দাম, টাকা এবং স্টিম এ রূপান্তরিত করা হলো।
| মাছের নাম | পরিমাণ | টাকা | স্টিম মূল্য |
|---|---|---|---|
| পুঠিমাছ | ১কেজি | ১২০ | ৮ স্টিম |
| শিং মাছ | ১ কেজি | ৪০০ | ২৬ স্টিম |
| টাকি মাছ | ১ কেজি | ২৫০ | ১৬ স্টিম |
| শোল মাছ | ১কেজি | ৬০০ | ৪০ স্টিম |
গ্রাম্য বাজারে যখন প্রচুর পরিমাণে ক্রেতা মাছ কেনার জন্য ভিড় করেছে
আমার সব থেকে বেশি ভালো লেগেছিল গ্রামের প্রচুর পরিমাণে কাস্টমার। দামাদামি করে গ্রামের বাজার থেকে মাছ কেনার মজাই আলাদা। তাছাড়াও আমাদের গ্রামে প্রায় সকল শ্রেণী পেশার মানুষ রয়েছে। প্রতিটি মানুষ তাদের নিজেদের সাধ্য অনুযায়ী মাছের দরদাম করছিল এবং কেনা বেচা চলছিল।
বিক্রেতা অনেক আনন্দের সাথে মাছ ওজন করছে
আমি একজন মাছ বিক্রেতাকে দেখেছিলাম। যিনি পুরো রাত মাছ ধরেছিল এবং সকালে মাছ বিক্রি করতে এসেছিল। ধরতাম শেষ হলে যখন কাস্টমার এবং বিক্রেতার মাঝে সামঞ্জস্য তৈরি হয়েছিল তখন মাছ ওজন দেওয়ার পালা।
মাছ বিক্রেতা অনেক আনন্দের সাথে মাছ বিক্রি করছিল এবং মাছ ওজন করছিল। তার মাছ ওজন করার দৃশ্য এবং মাছ বিক্রেতার আনন্দ দেখে আমি তাকে ক্যামেরাবন্দি করেছিলাম এবং আমার অনেক বেশি ভালো লেগেছিল।
মাছ ক্রয় করার পর ক্রেতার মুখে অনেক হাসি
বিশেষ করে মাছ বিক্রেতা মাছ বিক্রির পর কাস্টমার তাদের ক্রয়-কৃত মাছ আবারও দেখছিল। কেউ কেউ মনে মনে অনেক হাসছিল আবার কেউ আফসোস করছিল। তবে সর্বশেষ কাস্টমারের মুখে হাসি দেখে আমারও অনেক বেশি ভালো লেগেছিল এবং আমিও অনেক বেশি আনন্দিত হয়েছিলাম।
কারণ দরদাম করে মাছ কেনার আনন্দ ছিল অত্যন্ত সুন্দর। এটা এবং বিক্রেতার মাঝে চমৎকার এই প্রতিযোগিতা আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছিল এবং আমি খুব বেশি খুশি হয়েছিলাম।
বাজারে যখন প্রচুর মানুষের সমাগম রয়েছে এবং জমজমাট ব্যবসা চলছে।
এভাবেই বহমান আমাদের গ্রামের হাট। গ্রামের বাজার গুলোতে প্রতিদিন সকালে দেশি প্রজাতির নানা রকমের মাছ ক্রয় এবং বিক্রয় হয়ে থাকে। মাছ ক্রয় এবং বিক্রয় করা দৃশ্য আমাকে অনেক বেশি আনন্দ দেয় এবং আমি অনেক বেশি উপভোগ করি। আমার খুব বেশি ভালো লাগে গ্রামের এমন সৌন্দর্য উপভোগ করতে।
আমি মাছ কেনার উদ্দেশ্য থাক কিংবা না থাক আমি প্রতিদিন বাজারে গিয়ে গ্রামের চমৎকার এই সৌন্দর্য উপভোগ করি। গ্রাম্য বাজার আপনার কেমন লাগে। আপনি কি আপনার গ্রাম্য বাজারে গিয়ে কখনো দেশীয় প্রজাতির মাছ কিনেছেন? যদি গ্রাম্য বাজার আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদান করতে ভুলবেন না।
মাছ কেনার আনন্দ উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে থাকার জন্য।
গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন ;
| স্থানের নাম | রঘুনাথপুর গ্রাম্য বাজার |
|---|---|
| সাপ্তাহিক হাটের দিন | শনিবার এবং মঙ্গলবার |
| প্রতিদিন খোলার সময় | ৬:০০ |
| বন্ধ হওয়ার দিন | শুক্রবার |
| ক্যাটাগরি | সব ধরনের পণ্য |
| নিরাপত্তা ব্যবস্থা | ১০০% |
| বাজারের আয়তন | তিন কিলোমিটার |
| পণ্য সামগ্রী | অরিজিনাল |
| ওয়েবসাইট | - |
| গুগল ম্যাপ | https://maps.app.goo.gl/pFUkyGdVdTQUxiph7 |
| গুগল প্লাস কোড | https://plus.codes/7MPC6WC9+252 |
| ফটোগ্রাফি ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এবং,এফ-২২ | লোকেশন গাজীপুর বাংলাদেশ |
|---|
![]() | ![]() |
|---|
শুভেচ্ছা !!
your steemit friend











https://x.com/steemforfuture/status/1970770675326689358?t=VZLDrlDBU8pLfWqkuKCNVw&s=19