abb-intro : আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচয় মূলক পোস্ট।
cover image
আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আমার বাংলা ব্লগ। আশা করছি সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
আমি আজকে আমার বাংলা ব্লগ এ আমার পরিচয় মূলক পোস্ট শেয়ার করার জন্য উপস্থিত হলাম। প্রত্যেক কমিউনিটিতে কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে একটি পরিচয় মূলক পোস্ট শেয়ার করা দরকার। তাই আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচয় মূলক পোস্ট শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আমি আশাবাদী, আজকের এই পরিচিত মূলক পোস্ট শেয়ার করার পর আমি কমিউনিটিতে একজন সদস্য হতে পারব এবং আমি আমার ব্লগিং কার্যক্রম চালিয়ে যেতে পারবো। তাহলে চলুন প্রথমেই আমার পরিচয় পর্ব শেষ করে আসি।
আমার বাংলা ব্লগ এ: আমার পরিচয় পর্ব
আমার নাম মোঃ আকাশ সরদার। আমার স্টিমিট আইডি @steem-for-future . আমার বয়স ২৪ বছর এবং আমি একজন বাংলাদেশী নাগরিক।
আমি আমার পরিবারের ছোট সন্তান। আমার পরিবারে মা বাবা ও আমার বড় বোন রয়েছে। আমাদের পরিবারে মোট ৪ জন সদস্য। আমি আমার বাবা মা এবং আমার বড় বোন। আমার বাবা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন এবং মা গৃহিণী। আমার বড় বোন দেশের বাড়িতে থাকেন এবং আমি এবং আমার পরিবার নিয়ে আমি গাজীপুর শহরে বসবাস করছি প্রায় ছয় বছর যাবত।
আমার পড়াশোনা
আমি ২০১৬ সালে রাজশাহী বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং আমি ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমি ২০১৮ সালে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পর আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী কমপ্লিট করার জন্য ভর্তি হয়েছিলাম। তবে আর্থিক সংকট থাকার কারণে আমি আমার লেখাপড়া কন্টিনিউ করতে পারিনি এবং অবশেষে আমার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল।
আমার স্কিল ও কাজের দক্ষতা
অফিসে কর্মরত অবস্থায়
আমি ২০১৮ সালে একটি গার্মেন্টস কোম্পানিতে চাকুরী নিয়েছিলাম। আমি সেলাইয়ের কাজে বেশ দক্ষ এবং আমি এক্সপোর্ট গার্মেন্টস তৈরিতে অবদান রাখতে সক্ষম হয়েছি। বাংলাদেশে পোশাক শিল্পে আমার অবদান রয়েছে এবং আমি সেই পোশাক সেলাই বেশ দক্ষতার সাথে করতে পারি। তাছাড়াও ব্লগিং জগতে আমার দক্ষতা রয়েছে মোটামুটি ভালো। কারণ আমি ব্লগিং করার জন্য যথেষ্ট পরিশ্রম করেছি এবং আমার জীবনের প্রায় অর্ধেক সময় আমি এখানে শেষ করেছি। তাই আমার দক্ষতা বলতে গেলে গার্মেন্টস কর্মচারী এবং গার্মেন্টসে একজন দক্ষ অপারেটর এবং পাশাপাশি একজন ব্লগার।
তাছাড়াও ফটোগ্রাফি করতে আমি বেশ ভালোবাসি এবং ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফিতেও আমার বেশ ভালো স্কিল রয়েছে।
পছন্দ অপছন্দ ও শখ
ভ্রমণের ফটোগ্রাফি
প্রত্যেক মানুষের জীবনেই ভালোলাগা শখ ও অপছন্দের বিষয়টি জড়িয়ে থাকে। ঠিক আমার জীবনেও শখ পছন্দ এবং অপছন্দ রয়েছে।
আমার জীবনের সবথেকে বেশি পছন্দ হলো অসহায় মানুষদেরকে সাহায্য করা। এটি আমার জীবনের সবথেকে বেশি পছন্দের কাজ। তাছাড়াও ভ্রমণ করা ও গান শুনতে আমি বেশ পছন্দ করি। তাছাড়াও ফাস্টফুড যদিও আমাদের স্বাস্থ্য এর পক্ষে ক্ষতিকর তবে তারপরেও ফাস্টফুড জাতীয় খাবার গুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। পিতা মাতার সেবা ও পরিবারের সকলের যত্নে রাখা আমার একটি পছন্দের কাজ।
তবে এই পৃথিবীতে আমার সবথেকে অপছন্দ হল মিথ্যাবাদী ব্যক্তিরা। সে সকল ব্যক্তি মিথ্যা কথা বলে এবং যারা সমাজে অসৎ ব্যক্তি তাদেরকে আমি একদম ঘৃণা করি এবং সেই ব্যক্তিদের আমি একদম অপছন্দ করি। আমি উচ্চ শব্দে গান শুনতে অপছন্দ করি।
আমার জীবনের প্রথম শখ ছিল একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করা। তাছাড়াও আমার একটি শখ রয়েছে বাড়ির পাশে বাগান করা। পাশাপাশি আমার একটি ভালো বাইক কেনার শখ রয়েছে এবং পাশাপাশি অসহায় মানুষদেরকে সাহায্য করার শখ আমার রয়েছে।
ব্লগিং অভিজ্ঞতা
পূর্বে আমার কোন ব্লগিং এর অভিজ্ঞতা ছিল না। আমি স্টিমিট এ প্রবেশ করেছি বেশ কয়েক বছর আগে। স্টিমিট প্ল্যাটফর্মে প্রবেশ করার পর আমার ব্লগিং অভিজ্ঞতা হয়েছে। তবে যদিও পূর্বের কোন অভিজ্ঞতা ছিল না তবে আমার প্রচন্ড অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার দ্বারা আমি এখন একজন নিজেকে সফল ব্লগার হিসেবে দাবি করতে পারি ইনশাল্লাহ।
ব্যক্তিগত জীবন ও কর্মস্থল
আমি ২০১৮ সালে স্টিমিট প্ল্যাটফর্মে প্রবেশ করি এবং আমি আমার যাত্রা চালিয়ে রাখি। এরপর আমি ২০১৮ সালের জুলাই মাসে টি এন জেড অ্যাপারেলস লিমিটেড এ একটি দক্ষ অপারেটর হিসেবে চাকরিতে যোগদান করি। দীর্ঘদিন চাকরি করার পর আমি সেখান থেকে ২০২২ সালে চাকুরীতে অবসর নিয়েছিলাম।
এরপর আমি ২০২২ সালের শেষের দিকে অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড এ চাকরি নিয়েছিলাম এবং আমি ২০২৩ সালের জুলাই মাসে চাকুরী থেকে অব্যাহতি নিয়েছি। বর্তমানে এখন শুধুমাত্র ব্লগিং করা আমার নেশা ,পেশা এবং শখ সবকিছু।
আমি যেভাবে স্টিমিট প্ল্যাটফর্ম এর সন্ধান পেয়েছি এবং আমার বাংলা ব্লগের সন্ধান পেয়েছি
বাড়িতে স্টুডেন্ট অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার বড় ভাই @bestsapolok লেখাপড়া করত। আমি এলাকায় তার অনেক প্রশংসা শুনতাম এলাকার মানুষদের কাছে। অনলাইনে পলক ভাই বেশ ভালো দক্ষতা ছিল। এবং আমি এর জন্য তার সাথে যোগাযোগ করেছিলাম এবং সে আমাকে এই স্টিমিট প্ল্যাটফর্ম সম্পর্কে অবগত করেছিল এবং আমাকে একটি একাউন্ট ক্রিয়েট করে দিয়েছিল। আমি মূলত চমৎকার এই প্লাটফর্মের সন্ধান পেয়েছিলাম আমার পলক ভাইয়ের কাছ থেকে।
আমি শুধুমাত্র ব্লগিং চালিয়ে যেতাম। এরপর হঠাৎ হাফিজুল্লাহ ভাই এর একটি রেসিপি পোস্টে আমি বাংলা লেখা দেখেছিলাম এবং স্টিমিট প্ল্যাটফর্ম এ বাংলা লেখা দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। এরপর আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি সাবস্ক্রাইব করলাম এবং সেখানে কাজ শুরু করেছিলাম। অবশেষে আমার বাংলা ব্লগ এডমিন প্যানেল আমাকে দিকনির্দেশনা দিয়েছিল এবং তাদের সহযোগিতায় আমি আমার বাংলা ব্লগে একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে কাজ করতে সক্ষম হয়েছিলাম।
পরিশেষে
সেলফি
আমি আশাবাদী আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচয় মূলক পোষ্টের সকল নিয়মকানুন মেনে আমি এই পোস্ট লিখতে সক্ষম হয়েছি। আমি আশাবাদী, আমার বাংলা ব্লগ এডমিন প্যানেল থেকে আমার আজকের এই পোস্ট মনোনীত হবে এবং আমি আবারো আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন গেস্ট ব্লগার হিসেবে লিখতে সক্ষম হব। আমার বাংলা ব্লগের এডমিন প্যানেলের সহানুভূতি ও ভালোবাসা কামনা করছি।
পোস্ট লিখতে সাহায্য করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ @kingporos ভাইকে [এডমিন অফ আমার বাংলা ব্লগ]
Amarbanglablog Discord server link
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/steemforfuture/status/1790058130568544459?t=NH19LKnLQeyYAk32QQxdkQ&s=19
আসলে আপনার আগে থেকেই চিনি জানি এই প্লাটফর্মে আগেও কাজ করেছেন। দীর্ঘদিন আপনাকে দেখতে পাইনি আবার আমাদের এই প্লাটফর্মে ফিরে এসেছেন ভালো লাগলো। নিজের জীবন বৃত্তান্ত খুব সুন্দর ভাবে তুলে ধরলেন। আসলে একটি মানুষের জীবনের অনেক বিষয় জানার রয়েছে। যেটা আপনার পোস্ট পড়ে জানতে পারলাম আপনাকে অভিনন্দন।
অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো ভাইয়া। যেহেতু আপনি অনেক পুরনো একজন ইউজার আশা করছি নিয়ম-কানুন মেনে আবারো আপনার ব্লগিং জার্নি শুরু করবেন। আপনার জন্য শুভকামনা রইল।
যদিও আপনার সঙ্গে পূর্বে পরিচয় ছিল তবুও আপনার পরিচয় মূলক পোস্টটা পড়ে বেশ ভালো লাগলো। আপনাদের মত পুরনো মেম্বার অনেকই প্রায় হারিয়ে গেছে। যাই হোক আপনাকে নতুন করে আমাদের মাঝে ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত। আশা করি এবার থেকে আপনি মনোযোগ দিয়ে কাজ করবেন এবং আমাদের কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলবেন।
ইনশাল্লাহ
আপনাকে আমি আগে স্টিম বাংলাদেশে দেখেছিলাম ওখানে কাজ করতেন।যাইহোক নতুন করে আবার শুরু করছেন আপনাকে স্বাগতম আশা করি সকল নিয়ম অনুসরণ করে নিজের সেরাটা দিবেন।ধন্যবাদ আপনার ইন্ট্রো দেওয়ার জন্য ।
শুধু স্টিম বাংলাদেশে দেখেছেন? আর কোথাও দেখেননি??