Abb-contest -11 ✅ শীতকালীন প্রাকৃতিক সৌন্দর্য ☸️

in আমার বাংলা ব্লগ2 years ago


20220201_170559_0000.png
Main interface ,
edit : canva @steem-for-future

স্বাগতম @amarbanglablog এ ✅১০% বেনিফিসিয়ারি 🦊@shy-fox কে 🦊🆔 @steem-for-future 🆔

আসসালামুআলাইকুম।

#amarbanglablog হ্যালো।

আশাকরি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি।আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় @rme দাদার অ্যানাউন্সমেন্ট শীতকালীন প্রাকৃতিক সৌন্দর্য প্রতিযোগিতা-১১তে অংশগ্রহণ করার জন্য। যদিও এখন প্রচন্ড শীত এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তারপরেও প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের প্রতিনিয়ত তার রূপের মাধুর্যকে তুলে ধরে আমাদের সামনে। আমাদের দেশের সবুজের সমারোহ এর ভিতরে প্রতিটি ঋতুর ভিতরে রয়েছে নানা রকমের সৌন্দর্য। বিভিন্ন ঋতুতে রয়েছে বিভিন্ন ধরনের সৌন্দর্য। ঠিক শীতকালে আমাদের প্রকৃতি যেন তার রূপে আরো গুণান্বিত হয়ে যায়। এবং এরই ধারাবাহিকতা নিয়ে আমাদের প্রিয় ফ্যান্টম দাদা শীতকালীন প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেন। যেখানে আমরা আমাদের প্রত্যেকের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। যদিও আমাদের দেশের প্রত্যেকটি ঋতু অসাধারণ তার পরেও শীতকাল একটু বেশি সুন্দর। সুন্দর এই মুহূর্তগুলোকে এবং আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন এলাকাকে আরো সুন্দর করে পৃথিবীর কাছে তুলে ধরার জন্য আমাদের প্রিয় দাদা সুন্দর এই প্রতিযোগিতা আয়োজন করেছেন তার জন্য আমার বাংলা ব্লগ ( #amarbanglablog ) পরিবারের পক্ষ হতে আমাদের দাদাকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং। শীতকালীন সৌন্দর্য প্রতিযোগিতা_১১ ✅***

আমি আজকে আপনাদের সামনে বেশ কয়েকটি বিষয় এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব।

📷শীতের সৌন্দর্য -১ 📷

20220201_082437.jpg

20220201_075824.jpg20220201_075851.jpg
সকালে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে উঠার সাথে সাথে দেখতে পেলাম সকালে হালকা কুয়াশা। সুতরাং একটু বাহিরে গেলাম। বাহিরে যাবার পর হঠাৎ পায়ের নিচে ঠান্ডা একটা অনুভূত হল। পায়ের নিচে তাকিয়ে দেখি অসাধারণ দূর্বা ঘাসের ওপর সারা রাতের শিশির পড়ে আছে। এমন সময় হঠাৎ মনে পড়ে গেল প্রতিযোগিতার কথা। সুতরাং ঝটপট ফটোগ্রাফি সংগ্রহ করলাম। অসাধারণ শিশির ভেজা সকালে ঘাসের ফটোগ্রাফি।।


Photographer - @steem-for-future
Device- Samsung galaxy f22
W3W

https://w3w.co/scarf.wheels.outfitter

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkBkWk1u8SpUsMxtnvvkpEdG9k24LGffM4vafoB8ay5hmyhYiHGqDWUzDU9pSju8cwbooSUHv4mEtxyF4bho8GTsaSC2vjZnHfafqmd4yWV8MhwjYaFY9U.png

📷শীতকালীন সৌন্দর্য -২,📷

20220131_172618.jpg

20220201_082721.jpg

20220131_172627.jpg

সরিষা ক্ষেত। শীতকালের মাঝারি সময়ে অসাধারণ ভালোলাগা ভালোবাসা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করতে সরিষা ক্ষেত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনি চাইলে আপনার বাড়ির পাশে থেকেই অসাধারণ এই সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে পারেন। সবুজ পাতা যুক্ত লম্বা এই চিরল চিরল সরিষা ফুল গুলো কিন্তু অনেক সুন্দর দেখায়। সকালের শিশির ভেজা ঘাসের উপর দিয়ে চলে গেলাম সরিষা ক্ষেতে। অনেক চমৎকার হলদে সরিষা ফুল এবং সেখান থেকে মৌমাছির মধু সংগ্রহ করার দৃশ্য যেন আরও চমৎকার লাগছিলো। সুতরাং প্রাকৃতিক সৌন্দর্যের আরও একটা বিশেষ উদাহরণ সরিষা ক্ষেত।।


Photography- original
Edit- captured one
W3w
https://w3w.co/scarf.wheels.outfitter

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkBkWk1u8SpUsMxtnvvkpEdG9k24LGffM4vafoB8ay5hmyhYiHGqDWUzDU9pSju8cwbooSUHv4mEtxyF4bho8GTsaSC2vjZnHfafqmd4yWV8MhwjYaFY9U.png

📷 শীতকালীন সৌন্দর্য ৩📷

20220131_164225.jpg

20220201_082941.jpg

প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সূর্যাস্তের দৃশ্য সব সময় আমাদের মন বেড়ে যায়। তাছাড়াও শীতকালে সূর্য একটু দ্রুত অস্ত্র চাই। সে কারণে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য গত কালকে আমার বাড়ির পাশেই একটি ফাঁকা স্থানে যাই এবং সেখানে গিয়ে সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য সূর্যাস্তের ফটোগ্রাফির সংগ্রহ করি। এখানে একটা মজার বিষয় হলো আমি যখন ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম সেখানে ছোট্ট একটি ধানের ক্ষেত ছিল। সুতরাং ফটোগ্রাফ এটি এমন ভাবে তুলে ছিলাম যেখানে ফটোগ্রাফি দুইটি মনে হচ্ছিল। সূর্যাস্তের মূহূর্তটা আমি আরো আনন্দময় করে তুলতে একই ক্যামেরা দ্বারা দুইটা সূর্যের ফটোগ্রাফি করি যেটা সূর্যের আলো একটা প্রতিশোধ হিসেবে প্রতিফলিত ঘটে।।


Photographer- @steem-for-future
Device Samsung galaxy f22
W3W code
https://w3w.co/twisty.soonest.goodness

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkBkWk1u8SpUsMxtnvvkpEdG9k24LGffM4vafoB8ay5hmyhYiHGqDWUzDU9pSju8cwbooSUHv4mEtxyF4bho8GTsaSC2vjZnHfafqmd4yWV8MhwjYaFY9U.png

,📷 শীতকালীন সৌন্দর্য -৪📷

20220130_182007.jpg

20220130_181959.jpg

শীতকাল মানেই প্রচন্ড ঠান্ডা। সুতরাং শীতকালের গ্রামের মানুষগুলো সকালে এবং সন্ধ্যায় তাদের শীত নিবারণ করার জন্য আগুন জ্বালিয়ে আগুনের পাশে বসে তাদের শীত নিবারণ করে। বিষয়টা সত্যিই আমার কাছে খুবই ভালো লাগে। সুতরাং আমি প্রতিনিয়ত শীতকালীন এসকল প্রাকৃতিক সৌন্দর্য গুলো তুলে ধরার চেষ্টা। যেহেতু আমি এখন শহরে বসবাস করি সুতরাং আমার এই প্রতিযোগিতায় -১১ তে অংশগ্রহণ করার জন্য আমি কিছু খড় দিয়ে আগুন জ্বালাই এবং এই দৃশ্যটা তৈরি করে আমার বন্ধুর মাধ্যমে। আমি মনে করি এখানে যতগুলো ফটোগ্রাফির দেওয়া হয়েছে এটা সবথেকে সুন্দর এবং শীতকালকে খুব বেশি ভাবে প্রবাহিত করে।।


Photography- @steem-for-future
Device Samsung galaxy f22
Location Gazipur Bangladesh
W3W
https://w3w.co/twisty.soonest.goodness

📷 শীতকালীন সৌন্দর্য ৫📷

20220130_175123.jpg

এটা আসলে শীতকালের আরও একটা মাধুর্য এবং অসাধারণ বিষয়। শীতকালে বৃদ্ধরা যখন শীতের চাদর গায়ে দিয়ে কোন কিছু বিক্রি করে কিংবা রাস্তা দিয়ে চলাফেরা করে এটা কিন্তু অনেক সুন্দর লাগে। সুতরাং আমি শীতকালের এই সুন্দর দৃশ্যটি কখনই মিস করতে চাইনা। সুতরাং প্রাকৃতিক সৌন্দর্যের অংশবিশেষ হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম।।

📷শীতকালীন সৌন্দর্য -৬,📷

20220128_175428.jpg

20220128_175232.jpg20220128_175227.jpg
20220128_175159.jpg20220128_175212.jpg
শীতকালীন এই সৌন্দর্যকে উপভোগ করতে চাইলে আপনি বন্ধুদের সাথে কোন ছোট পার্ক অথবা ফুলের বাগানে ঘুরতে যেতে পারেন। কনকনে শীতের ভিতর শীতের পোশাক পরিধান করে বন্ধু অথবা প্রিয় মানুষের সাথে আড্ডা দেওয়ার মজা কিন্তু আলাদা। প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ হিসেবে আমি এবং আমার বন্ধু মিলে একটি ছোট্ট পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে সন্ধ্যায় পূর্ব মুহূর্ত গোধূলি বিকেলের অসাধারণ মুহূর্তটাকে আরো সুন্দর করতে বেশকিছু আলোকসজ্জা করা হয়েছিল। যেগুলো আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো সমৃদ্ধি এবং সুন্দর করতে সাহায্য করে। সুতরাং প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ আরো একটি উৎস হিসেবে আমি এটা সংযুক্ত করলাম।
W3 w location

https://w3w.co/twisty.soonest.goodness
Device- Samsung galaxy f22
Location- Gazipur
Posted by - @steem-for-future

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkBkWk1u8SpUsMxtnvvkpEdG9k24LGffM4vafoB8ay5hmyhYiHGqDWUzDU9pSju8cwbooSUHv4mEtxyF4bho8GTsaSC2vjZnHfafqmd4yWV8MhwjYaFY9U.png

শুভেচ্ছান্তে

গিফট #abb-comunity.gif
🆔@steem-for-future 🆔

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ3hpsmoj15mmztu6xAp1uYqepUBz9ZLy6c2CAuuUCLy64p2REDu9P9ehHG6rH6mjwsBc1n6LyWhKrXagBM6UBViHgbgQP6utwpCnVnoHDGZcLajTSnZMS9jKkiDfExFYHyfceNwrvWAXmpi2jokjeDf.gif

Sort:  
 2 years ago 

অসাধারন ফটোগ্রাফির হাত আপনার ভাই ।দেখেই বুঝা যাচ্ছে খুব গুছিয়ে সুন্দর ভাবে ধাপে ধাপে শীতকালীন ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন ।যে কেউ দেখে মুগ্ধ হবে আপনার পরিবেশন দেখে ।ধন্যবাদ ভাই এতো সুন্দর শীতকালীন ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।

 2 years ago 

প্রতিযোগিতার জন্য বেশ ভালো ছবি সংগ্রহ করেছেন আপনি। প্রতিটি ছবিই পুরস্কার পাবার যোগ্য। বিশেষ করে বৃদ্ধ লোকটির চাদর গায়ে দিয়ে বসে থাকা ছবিটা আমার কাছে বেশ ভালো লাগলো। ঘাসে জমে থাকা শিশির এর ছবিটিও অনেক সুন্দর তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই। একদম মনের মত মন্তব্য শেয়ার করেছেন। তবে ছবিগুলো সংগ্রহ করতে আমার পুরো দুই দিন লেগে গিয়েছিল। বিভিন্ন স্থানে গিয়ে আমি এই সকল ছবি গুলো সংগ্রহ করেছিলাম। শুধুমাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

ধন্যবাদ সর্বোচ্চ সুন্দর মন্তব্য দেওয়ার জন্য

 2 years ago 

বাহ ভাইয়া আপনার ফটোগ্রাফিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনি অনেক দক্ষতা সহকারে ফটোগ্রাফিগুলো তুলেছেন। প্রত্যকটি ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া

 2 years ago 

ধন্যবাদ ভাই। আসলে ফটোগ্রাফি গুলো মনের মত করে করার চেষ্টা করেছি। তবে আপনাদের মতামত শুনে অনেক ভালো লাগছে।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য

 2 years ago 

শীতকালীন ফটোগ্রাফির প্রতিযোগিতায় অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। ওয়াও খুবই শেষ করে ঘাসের উপর কুয়াশার ফোঁটাগুলো দেখতে বেশি ভালো লাগলো। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঘাসের উপরের কুয়াশার শিশির জমে থাকা যে সেটা সত্যিই অসাধারণ। সেজন্য এই ফটোগ্রাফি টি আমি সর্ব প্রথম এবং উপরে রেখেছি।

আপনাদের মতামত শুনে কাজ করার অনুপ্রেরণা শতগুণ বেড়ে যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য। কেননা এসকল মতামতগুলো কাজ করতে এবং কাজের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 
  • বাহ খুব সুন্দর ছিল আপনার পোস্ট টা। বেশ সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন। এবং আপনার ছবিগুলো খুবই সুন্দর ছিল। বিশেষ করে ১ নং ছবিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে আপনার শীতকালীন দৃশ‍্যটা শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা।।
 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে যখন আপনারা মতামত দেন তখন কিন্তু খুবই ভালো লাগে এবং অনেক অনেক আনন্দ লাগে।

এটা ছিল প্রাকৃতিক সৌন্দর্যের সর্বপ্রথম সংগ্রহ করা ছবি। শীতের কুয়াশাচ্ছন্ন গাছের উপরের শিশিরের দৃশ্য।

ধন্যবাদ আপনাকে অনুপ্রাণিত করার জন্য

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

শীতকালীন ফটোগ্রাফি মানেই কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আপনার প্রতিটি ফটোগ্রাফি ছিলো দেখার মতো। আমার কাছে আপনার ফটোগ্রাফিগুলো খুব ভালো লেগেছে। সব চেয়ে বেশি ভালো লেগেছে আগুন পোহানোর দৃশ্যটি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাই।

শীতকাল মানেই অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং শীতকালীন ফটোগ্রাফি মানে কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য।

সমস্ত ফটোগ্রাফি গুলো যাতে চমৎকার দেখায় সেজন্য আমার প্রচেষ্টা ছিল। এবং আগুনে হাত পোহানোর দৃশ্য সত্যিই দেখার মতো একটা বিষয় ছিল।

আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি সুশ্রী সুন্দর এবং অসাধারণ মন্তব্য প্রেরণ করার জন্য

 2 years ago 

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। এবং ফটোগ্রাফির নিচে বর্ণনাগুলো এবং ক্যাপশনগুলো খুবই ভালো লেগেছে আমার। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো অনেক কষ্ট করে সংগ্রহ করেছি ভাই। সাথে সুন্দর করে বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। পছন্দ হয়েছে জেনে আমারও খুব ভালো লাগছে।
আপনার প্রতিও রইল অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা। ধন্যবাদ আপনাকে সুন্দর এবং অনুপ্রেরণা মূলক মন্তব্য দেওয়ার জন্য

চেষ্টার সাথে বাছাই করে করে ছবি তোলার ভঙ্গিটা দেখে, আমার কাছে খুবই ভালো লাগলো। নিজের ভাবে উপস্থাপন'টাও ছিল অনেক ভালো।সুন্দর।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই। তবে আপনিও কিন্তু কম চেষ্টা এবং ছবি তোলার ভঙ্গি দেখান নি। আমিও আপনার ব্লগটা ঘুরে দেখেছি।

অনেক অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য। শুভ সকাল এবং আগামী দিনের জন্য শুভকামনা

জি ভাই, আবার আসবেন।

 2 years ago 

  • ওয়াও খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে দুর্দান্ত লেগেছে। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিযোগিতার মনে হয় আপনি কিছু না কিছু হবেন। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য
 2 years ago 

সত্যি ভাই অনেক অসাধারণ মন্তব্য করেছেন। যা শুনে সত্যিই আমার মনের ভিতর অনেক আনন্দ লাগছে। প্রতিযোগিতায় কোন স্থান পাই বা না পাই সেটা বড় কথা নয়। অংশগ্রহণ করেছি এটাই অনেক চাওয়া এবং পাওয়া।

তবে প্রতিযোগিতায় যদি কোন স্থান পায় তার থেকেও আনন্দের এবং সুন্দরমানের মন্তব্য আপনি করেছেন। আনন্দ অবিরাম এবং সব সময় ।

আন্তরিক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.12
JST 0.029
BTC 66303.73
ETH 3592.29
USDT 1.00
SBD 2.61