💪মানব দেহ রক্ষায় ফল এর কার্যকারিতা 🏋️১০% বেনিফিসিয়ারি🦊 @shy-fox 🦊 কে

in আমার বাংলা ব্লগ3 years ago


বিসমিল্লাহির রাহমানির রাহিম

সবাইকে স্বাগতম #amarbanglablog এ .আমার পক্ষ থেকে আমি @steem-for-future. 10% বেনিফিশিয়ারি 🦊@shy-fox 🦊 কে

20211104_165227.jpg

আসসালামু আলাইকুম।

প্রথমেই সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভ কামনা। শুভ সন্ধ্যা। সারাদিনের বাণী গুলো মুছে গিয়ে নতুন সকালের সূচনা হোক এই সন্ধ্যায়। সকলের প্রতি ভালোবাসা জানিয়ে শুরু করছি।

স্বাস্থ্যোজ্জ্বল হাস্যকর এবং সোনামুখ বয়ে আনুক আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আশা করছি সকলের সুস্থ এবং সুন্দর আছেন।

আলহামদুলিল্লাহ আমিও আজ অনেক অনেক সুস্থ আছি। তবে শরীরে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে।

আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বেশ কিছু ফলের ফটোগ্রাফি নিয়ে। জি বন্ধুরা, ঠিকই ধরেছেন আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মানবদেহের ভিটামিন এর গুরুত্ব এবং এর কার্যকারিতা নিয়ে

আমরা মানুষ। সৃষ্টিকর্তা আমাদের মাটি দিয়ে তৈরি করেছেন এবং আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের পৃথিবীতে পাঠানোর সাথে সাথে সৃষ্টিকর্তার প্রচুর পরিমাণে নেয়ামত এবং আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপকরণ গুলো পাঠিয়েছেন তার সাথে। আমরা যাতে খুব সহজেই প্রাকৃতিক ভাবে সেই উপকরণগুলো আমাদের শরীরের ভেতরে প্রবেশ করাতে পারি এবং আমাদের শরীরকে সুস্থ এবং সুন্দর রাখতে পারি সেইজন্য সৃষ্টিকর্তার অসংখ্য নিয়ামত আমরা দেখতে পাই চারিপাশে।

আর এরই ধারাবাহিকতা দিয়ে আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বেশ কয়েকটি ফল সম্পর্কে বলার জন্য। আমি শুধু যে সকল ফল গুলো বলবো শুধু সে সকল ফলগুলো নয়। এই ফলগুলো ছাড়াও পৃথিবীতে সৃষ্টি করতে অনেক অনেক ভিটামিনের উৎস হিসেবে পাঠিয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

শরীরকে সুস্বাস্থ্যবান এবং শক্তিশালী করতে খাদ্য আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে মাঝে মাঝে এমন কিছু ভিটামিন আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়তা দেখা দেয় যেগুলো শুধু আমাদের স্বাভাবিক এবং দৈনন্দিন খাদ্য থেকে আমরা পাইনা। সেজন্য আমাদের বাড়তি খাদ্য গ্রহণ করা প্রয়োজন হয়ে ওঠে।

আরে সকল বাড়তি খাদ্যের মধ্যে অন্যতম হলো ফল। ফল একটি প্রাকৃতিক গুণসম্পন্ন খাদ্য। যেটি কোন ভাবেই কৃত্রিম কোন যন্ত্রের সাহায্যে তৈরি করা সম্ভব নয়। ফল শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে তৈরি করা সম্ভব যেটি আমরা গাছ থেকে পেতে পারি।

সুতরাং আমাদের শরীরের ভিটামিনের অভাবে শরীরে শক্তি এবং কাজ করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য ফল এর গুরুত্ব অপরিসীম। কেননা শরীরের আমাদের যে ভিটামিনের ঘাটতি রয়েছে সেগুলো স্বাভাবিক খাদ্যের মাধ্যমে যখন আমরা পূরণ করতে না পারি তখন আমাদের প্রয়োজন হয় বাহিরের বাড়তি খাবার।

আর এই বাহিরের বাড়তি খাবার গুলোর অন্তর্গত হলো ফল। ফল একটি আদর্শ খাদ্য। প্রতিটি ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং আমাদের শরীর গঠনের জন্য প্রয়োজনীয় উপাদান।

তো চলো বন্ধুরা দেরী না করে শুরু করা যাক আমার আজকের ব্লগিং এর মূল বিষয়বস্তু। ফল এবং আমাদের দৈনন্দিন জীবনে ভিটামিন এর গুরুত্ব

IMG_20210911_120459.jpgIMG_20210911_120502.jpgIMG_20210911_120507.jpgস্বাস্থ্য রক্ষায় আপেল

আপেল

IMG_20210911_120400.jpg
আপেলআপেল একটি ভিটামিন সমৃদ্ধ খাদ্য। আপেল আমাদের শরীরের বিভিন্ন ধরনের ভিটামিন এর চাহিদা পূরণ করে থাকে। তার মধ্যে অন্যতম হলো আমাদের শরীরকে গ্রোথ হরমোন বৃদ্ধিতে সাহায্য করে। যেটি আমাদের শরীরের জন্য এবং আমাদের শরীরকে বৃদ্ধি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুতরাং আমাদের অবশ্যই উচিত গ্রোথ হরমোন বৃদ্ধিতে এবং শরীরের অন্যান্য কার্য ক্ষমতা বৃদ্ধিতে প্রচুর পরিমাণে আপেল খাওয়া।

আপেল একটি স্বল্প মূল্যের ফল। বাজারে তাই ফলের দোকানে আপেল পাওয়া যায়। যদিও এটি দেশি ফল নয় তারপরেও দেশীয় ফল হিসেবে পরিচিতি রয়েছে অনেক। আপেল বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে পাওয়া যায়। বিশেষ করে পাহাড়ি অঞ্চল গুলোতে আপেলের ব্যাপক পরিমাণে সরবরাহ ঘটে।।

আঙ্গুর ফল

IMG_20210911_120431.jpg

IMG_20210911_120436.jpg

স্বাস্থ্য রক্ষায় আঙ্গুর ফল20210716_090725.jpg

আঙ্গুর ফল আমাদের দেশের একটি বহুল প্রচলিত ফল। বাজারে অন্যান্য যেসকল ফলগুলো পাওয়া যায় তার মধ্যে সবথেকে বলতে গেলে দামিনী ফলে আঙ্গুর।

আঙ্গুর ফল পুষ্টিতে বুদ্ধিতে এবং শক্তিকে সবাই দিক থেকেই এগিয়ে। আঙ্গুর ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। আঙ্গুর ফলে বিভিন্ন ধরনের ভিটামিন এ এর উৎস রয়েছে।

তার মধ্য থেকে আমি কিছু ভিটামিন এর কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। শরীরের রক্ত সঞ্চালন এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আঙ্গুর ফল।

স্তন ক্যানসার নিরাময়ে আঙ্গুর ফলের কোনো জুড়ি নেই। এটি ক্যান্সার নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

যাদের স্মৃতিশক্তি আগে প্রখর ছিল কিন্তু এখন দুর্বল হয়ে গেছে সেই স্মৃতিশক্তিকে পুনরায় প্রখর গতিতে আঙ্গুর ফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

আঙ্গুর ফল বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা করতে এবং বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

কমলা

IMG_20210911_120404.jpg

20210716_090717.jpg
ভিটামিন সি এর অন্যতম উৎস হল কমলা। কমলা একটি রসালো ফল। কমলা দেশি ফল নয় তবে বাংলাদেশী কিছু কমলা চাষ করা হচ্ছে ইদানিং।

ঠান্ডা জনিত যে কোন রোগ সারাতে এবং পেটের বদহজমের সমস্যা নিরাময় কমলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলা একটি এন্টি-অক্সিডেন্ট তৈরি করে আমাদের শরীরের যার মাধ্যমে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

লটকন

20210716_090734.jpg

লটকন সম্পর্কে আমাদের অনেকেরই বিষয়ে ধারনা নাই। এটি দেখতে যজ্ঞ ডুমুর এর মত একটি ফল। ভিতরে জেলি এবং তিনটি সমৃদ্ধ ফল।

ভিটামিন সি এবং আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল লটকন। ডুমুর গাছের নাই এই ফল পাকলে হলুদ বর্ণ ধারণ করে। লটকন বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে এবং এটি একটি লাভজনক ব্যবসা।

শরীরকে নিরব সুস্থ এবং সুন্দর রাখতে লটকন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।।।

ফল সম্পর্কে কিছু মতামত

ফল আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা বিশেষ করে সাধারণ খাবার হিসেবে ভাত খেয়ে থাকি এবং অন্যান্য শাকসবজি খেয়ে থাকি।

তবে এ সকল শাকসবজি এবং ভাতের মধ্যে সকল প্রকার ভিটামিন বিদ্যমান নয়। শরীরে কিছু কিছু ভিটামিন আছে যেগুলো সব খাবার থেকে আসে না। আমরা দৈনন্দিন জীবনে যে সকল খাদ্য গ্রহণ করে থাকি সেগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন আমাদের শরীর পায়না।

সুতরাং শরীরকে সঠিক ভাবে বৃদ্ধি এবং নীরোগ রাখতে হলে বাড়তি কিছু ভিটামিন এর প্রয়োজন হয়। আরে সকল ভিটামিন গুলো আমরা বিভিন্ন প্রকার মৌসুমী ফল থেকে পেয়ে থাকি। সুতরাং আমাদের অবশ্যই উচিত হবে বিভিন্ন প্রকার মৌসুমী ফল গ্রহণ করা। বিশেষ করে প্রতিটি মৌসুমে যেসকল মৌসুমী ফল বাজারে ওঠে আমাদের যথাসাধ্য ফলগুলো ক্রয় করে খাওয়া।

এর ফলে আমাদের শরীর গোতিষ্ঠা পরিমাণে পুষ্টি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। আর এই ছিল আমার আজকের ফল সম্পর্কে ব্লগিং। আশা করছি সকলেই উপভোগ করলেন সম্পূর্ণ বিষয়টি।।

পোস্ট তৈরিতে কমিউনিটি

Screenshot_20210916-033845_Chrome.jpg

স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া

@amarbanglablog

বাংলা ভাষায় লেখালেখির জন্য দুর্দান্ত একটি ব্লগ। বাংলা ছাড়া অন্য কোন ভাষা এখানে সাপোর্ট দেওয়া হয় না।।

কিছু ইমুজি

20211104_165031.gif

ফটোগ্রাফার@steem-for-future
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ টেন এস

স্পেশালি ধন্যবাদ জানাতে চাই

@shy-fox @blacks @heroism @amarbanglablog @photoman

আমার w3w কোড

https://w3w.co/bullion.rocked.devotion

বিশেষ দ্রষ্টব্য :

  • ১০০% ইউনিক পোস্ট

  • ১০% 🦊 @shy-fox কে🦊

প্রিয় রেগার্ডস

IMG_20210808_163639_mfnr.jpg

আমি মোঃ আকাশ আলী। একজন গার্মেন্টস কর্মচারী। পাশাপাশি স্টিমিট আমার বাংলা ব্লগ এবং বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটিতে কাজ করতে খুব ভালোবাসি। কেননা এখানে বাংলা ভাষাকে যথার্থ মর্যাদা দেওয়া হয়। গরিব-দুঃখী এবং অসহায় মানুষদের কে সাহায্য করতে পারলে খুব ভালো লাগে। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন আমি ঠিক ততটুকুই পাবে সময়ের ব্যবধানে। পরিশ্রম সৌভাগ্যের মূল চাবিকাঠি হিসেবে বিশ্বাস করি।

Screenshot_20210911-222132_Chrome.jpg

🌻💞 সুন্দর করুন আপনার মনকে। বদলে দিন পুরো 💞🌻পৃথিবীটাকে।।

Sort:  
 3 years ago 

মানব দেহ রক্ষায় ফল এর কার্যকারিতা।। খুবই চমৎকার ভাবে তুলে ধরেছেন। এটি অনেক গুরুত্বপূর্ণ মানবদেহের জন্য♥গুরুত্বপূর্ণ তথ্য বহুল পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

স্তন ক্যানসার নিরাময়ে আঙ্গুর ফলের কোনো জুড়ি নেই। এটি ক্যান্সার নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

এটা তো একেবারে জানাই ছিলোনা আমার ভাইয়া!স্তন ক্যান্সার নিরাময়ে যে আঙ্গুর কাজ করে এটা আজকে প্রথম জানলাম।সত্যি ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক কিছু জানতে পারলাম।আপনার দেওয়া সব গুলো ফলের মধ্যে আমার প্রিয় হচ্ছে আঙ্গুর।খুব বেশি পছন্দ বলা যায়।

 3 years ago 

ভাইয়া, আপনার লেখাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে।আল্লাহ তা'আলা আমাদের জন্য অসংখ্য নিয়ামত দুনিয়াতে দিয়েছে। যেগুলোকে খেয়ে আমরা সুস্থ এবং স্বাস্থ্যবান থাকতে পারি।আপেল,আঙ্গুর,কমলা এবং লটকন ফলের রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সত্যি ভাইয়া, আপনি একটি উপকারী পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।
ভাইয়া, সব লেখা থেকে আমার এই লেখার অংশটি খুবই ভালো লেগেছে।
শরীরকে সুস্বাস্থ্যবান এবং শক্তিশালী করতে খাদ্য আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61023.73
ETH 2948.98
USDT 1.00
SBD 2.51