আমার বাংলা ব্লগ :: রচনা: আমার প্রিয় শহর গাজীপুর ঢাকা, বাংলাদেশ///

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

স্বাগতম @steem-for-future

আসসালামু আলাইকুম

প্রথমেই ধন্যবাদ জানাই #amarbanglablog কমিউনিটির ক্রেতর @rme স্যার কে সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং একটি বাংলায় প্রবন্ধ রচনা লেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আমার আজকের রচনা ব্লগিংয়ে। সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড রচনা-আমার প্রিয় শহর

যেহেতু আমি প্রায় তিন বছর যাবত বাংলাদেশের রাজধানী ঢাকার প্রত্যন্ত অঞ্চল গাজীপুরে বসবাস করছি তার জন্য আমি গাজীপুর আমার প্রিয় শহর হিসেবে রচনা লিখতে চাই। তো চলো বন্ধুরা শুরু করা যাক
20210529_164130.jpg

আমার শহর গাজীপুর

বাংলাদেশের রাজধানী ঢাকা।ঢাকা জেলার ভিতরে শিল্প নগরী হিসেবে খ্যাতি পেয়েছে গাজীপুর শহরটি।বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প নগরী হিসেবে খ্যাতি অর্জন করেছে এই গাজীপুর শহর।

এমন কোন কারখানা নেই এই গাজীপুর শহরে যেটি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো চাহিদা পূরণ করে না। সকল প্রকার বড় বড় শিল্প কারখানা, বড় বড় ভার্সিটি, খুব ভালো মানের গার্মেন্টস ফ্যাক্টরি, উন্নত বিশ্ববিদ্যালয়, ছোট ছোট কেজি স্কুল,এবং বিখ্যাত সবজির বাজার হিসেবে গাজীপুর খ্যাতি লাভ করেছে।

তাছাড়াও 1971 সালে গাজীপুরের জয়দেবপুর থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণার ডাক দেওয়া হয়েছিল। বাংলাদেশের যতগুলো টাকা ছাপানো হয় তার একমাত্র প্রতিষ্ঠান গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত।

গাজীপুরে অবস্থিত রয়েছে বাংলাদেশের সবথেকে ভালো মানের একটি বিমানবন্দর।আমার শহর গাজীপুর খুব একটি ভালো মানের শহর এবং শিল্প শহর হিসেবে খ্যাতি অর্জন করেছে বিশ্বের কাছে।
বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি তে এবং পোশাকের গুণগত মান এবং দেশের অর্থনীতি বিকাশের ক্ষেত্রে আমার শহর গাজীপুর খুব বিশেষ ধরনের ভূমিকা পালন করে থাকে।।
20210621_120646_mfnr.jpg

উন্নত চিকিৎসার ব্যবস্থা

এখন আর উন্নত চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করতে হয় না আমাদেরকে।কেননা এখন গাজীপুরের সব জায়গাতেই উন্নত মানের চিকিৎসা পদ্ধতির যন্ত্রপাতি আমদানি করা হয়েছে এবং খুব ভালো মানের চিকিৎসা করা হয়।

আমার শহর গাজীপুরে এখন আর মানুষ চিকিৎসার অভাবে মারা যায় না কিংবা ভালো মানের চিকিৎসার অভাবে গাজীপুরের মানুষগুলোকে বাহিরের রাষ্ট্রে ভ্রমণ করতে হয় না।

কেননা শহরের ভিতরে রয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং সকল ধরনের উন্নত চিকিৎসার যন্ত্রপাতি।
সুতরাং আমার শহর গাজীপুর চিকিৎসার দিক দিয়ে এবং উন্নত চিকিৎসা দিতে সক্ষম

20210626_183350.jpg

20210626_183255.jpg

শিল্প নগরী হিসেবে খ্যাত

আমি আগেই বলেছি আমার শহর গাজীপুর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প নগরী।সুতরাং এখানে রয়েছে বড় বড় ইমারত এবং বিশেষ করে অনেক বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি।এ সকল গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয় এবং যার ফলে দেশের উন্নতি আরো ভালো ভাবে বৃদ্ধি পায় এবং দেশের বেকারত্বের হার অনেকাংশে কমে যায়

20210626_183850.jpg

শিক্ষানগরী গাজীপুর

গাজীপুর শিক্ষা নগরী হিসেবে পরিচিত। কেননা একমাত্র গাজীপুরে রয়েছে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল কার্যালয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান শাখা গাজীপুর সাইনবোর্ড এ অবস্থিত।
তাছাড়াও গাজীপুরে রয়েছে অসংখ্য বড় বড় বিশ্ববিদ্যালয় এবং নার্সিং বিশ্ববিদ্যালয়।

20210612_124618.jpg

#amarbanglablog এর নির্দেশনা অনুযায়ী ""(selfi with nature)""আমার নিজের শহর গাজীপুরে শিল্প নগরীতে উঠানো একটি সেলফি।

সুতরাং শিল্প নগরী হিসেবে, ভালো মানের চিকিৎসা সেবা প্রদান হিসেবে, উন্নত চিকিৎসা, উন্নত যাতায়াত ব্যবস্থা,উন্নত ব্যাংকিং সেবা এবং সব ধরনের ডিজিটাল সেবার আওতাধীন রয়েছে আমার গাজীপুর শহর।সুতরাং আমি মনে করি অন্যান্য শহরের তুলনায় গাজীপুর আমার কাছে সবথেকে সুন্দরতম এবং ভালোবাসার শহর হিসেবে পরিচিত

আর এই ছিল আমার শহর নিয়ে একটি রচনা। আশা করছি সবার ভালো লেগেছে এবং ভালোভাবে রচনাটি লেখা হয়েছে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সুন্দর হোক সবার আগামীর পথ চলা!!!!

©©

@rme @amarbanglablog @blacks @photoman @curators @booming01 @steemitblog @steemcurator01

#amarbanglablog-contest #photography #city #lifestyle #contest #bangladesh

Sort:  

গাজীপুর শহর সম্পর্কে অনেক সুন্দর বর্ণনা করেছেন। একটি তথ্য উল্লেখ করতে চাই।

গাজীপুরে অবস্থিত রয়েছে বাংলাদেশের সবথেকে ভালো মানের একটি বিমানবন্দর।

হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান ঢাকার কুর্মিটোলায়, গাজীপুরে নয়।

 3 years ago 

অকেজো একটি বিমানবন্দর আছে হয়তো আপনি সেটি সম্পর্কে জানেন না

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 70213.83
ETH 2453.22
USDT 1.00
SBD 2.38