অক্লান্ত পরিশ্রমী ছুটে চলা মানুষগুলো

in আমার বাংলা ব্লগ2 years ago

ছুটে চলা শ্রমজীবী মানুষগুলোকে নিয়ে আমার অবিরাম চিন্তা ধারা।

20221026_125307.jpg জীবনের জন্য জীবিকা

20221026_125320.jpg

কেমন আছেন মানুষগুলো

20221026_125330.jpg

শেষ হবে কি তাদের ছুটে চলার পথে??

হ্যালো @amarnanglablog

আশা করছি সকলে সুস্থ সুন্দর এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমার নতুন লগে আপনাদের সকলকে স্বাগতম।

দুপুরবেলা আমি এবং আমার বন্ধু রাস্তা দিয়ে হেঁটে চলেছি বাসার উদ্দেশ্যে। লাঞ্চ করার জন্য আমাদেরকে যে বিরতি দেওয়া হয় সেই বিরতির সময় আমরা বাসার উদ্দেশ্যে চলেছিলাম বেশ দ্রুত গতিতে। তবে আমাদের থেকেও দ্রুত গতিতে এগিয়ে চলেছে কিছু শ্রমজীবী মানুষ। যাদের কাঁধে বড় বড় বাঁক এবং ডালা নিয়ে সারা দিনের কঠোর পরিশ্রম শেষ করে বাসায় ফিরছেন তারা।

আমি এবং আমার বন্ধু মিলে দ্রুত বেশ কয়েকটি ফটোগ্রাফি করার জন্য তাদের সঙ্গে হেঁটে চলেছি। তবে তাদের গতি এতই বেশি ছিল যে তাদেরকে ধরা আমাদের জন্য খুব কষ্টসাধ্য একটি বিষয় হয়ে গিয়েছিল। তারপরেও কোনরকম আস্তে আস্তে দৌড় দিয়ে তাদের সাথে ধরি এবং পেছন থেকে বেশ কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম।

জীবনের জন্য জীবিকা জীবন আছে বলে আমরা আমাদের জীবিকা নির্বাহ করার জন্য প্রতিনিয়ত অনেক অনেক পরিশ্রম এবং কষ্ট সহ্য করে যাচ্ছি। বিশেষ করে যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মানুষ এবং অসহায় দরিদ্র তাদের জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও বেঁচে থাকার তাগিদে শুধুমাত্র জীবন নির্বাহ করার জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে প্রতিনিয়ত। জীবন যখন রয়েছে তখন অবশ্যই তাদেরকে জীবিকা খুঁজে বের করতে হবে এবং তাদের জীবন পরিচালনা করতে হবে।

দিন শেষে যদি আমরা তাদের খোঁজ খবর নিতে চাই তাহলে কেমন আছে সেই মানুষগুলো?

দিন শেষে তারা কতটুকু সময় পরিশ্রম করছে এবং তাদের এত পরিশ্রমের ফল কতটা সুমিষ্ট এবং কেমন রয়েছে তাদের জীবনের গতিবিধি।?

প্রতিনিয়ত আমার মত কৌতুহলবশত মানুষ তাদের দেখে অনেক অনেক কথা বলতে পারি। তবে প্রকৃতপক্ষে তারা কতটা সুখী কিংবা দিনশেষে এই মানুষগুলো কেমন ভালো আছে কিংবা কতটুকু ভালো আছে সে বিষয়ে আমাদের লক্ষ্যমাত্র নজর থাকে না।

সকালে ঘুম থেকে ওঠার পরেই এই মানুষগুলো জীবিকা নির্বাহ করার জন্য তালা এবং কাঁধে বাক নিয়ে ছুটে চলে কর্মের সন্ধানে। যদি কোথাও কোন গীরস্ত তাদের কাজের জন্য ভাড়া করে নিয়ে থাকে তবে তাদেরকে সারাদিন কাঁধে করে অনেক ভারী ভারী ওজনের কাজকর্মগুলো করতে হয়। বেশ কষ্টসাধ্য এবং রোদ অথবা বৃষ্টি উপেক্ষা করে তাদেরকে জীবিকা নির্বাহ করতে হয়। আমার মনে হয় মানুষগুলো সত্যি বড় কষ্টসাধ্য এবং অসহায়ত্ব নিয়ে জীবন যাপন করছে।।

কোথায় শেষ হবে তাদের এই ছুটে চলা কিংবা হাড়ভাঙ্গা পরিশ্রম?
এই যে মানুষগুলো এত পরিশ্রম করছে প্রতিনিয়ত। যদিও দিন শেষে তারা একটু বিশ্রাম নেয়। তবে মানুষের শরীর তো আর সব সময় একই রকম সুস্থ কিংবা সাবলিং থাকে না। মাঝে মাঝে কিছুটা সমস্যা দিতে পারি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। তবে সেক্ষেত্রে তাদের করণীয় কি কিংবা সাধারণ জীবিকা কিভাবে নির্বাহ করবে।

যদি কোন কারণে তারা অসুস্থ হয়ে যায় তবে তাদের কি হবে কিংবা তাদের জীবিকা কিভাবে নির্বাহ হবে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা যে অর্থগুলো সঞ্চয় করে তা তাদের প্রতিদিনের নুন আনতে পান্তা ফুরানোর মত অবস্থা। তবে কি তাদের এই ছুটে চলা চলতে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত।?? নাকি অচিরেই তাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

এমনও নানা প্রশ্নের সম্মুখীন আমার মন। কবে সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক দোয়া এবং প্রার্থনা রইলো সৃষ্টিকর্তা যেন সকলকে সচ্ছল পরিবারের অন্তর্ভুক্ত করেন এবং তাদের জীবিকার মান আরো উন্নত করে দেন। তাদের এই ছুটে চলা যেন একদিন সার্থকতা লাভ করতে পারে এবং তারা যেন বাকি জীবনগুলো সুখে এবং শান্তিতে আরাম আয়েশ করে পার করতে পারে। এই প্রত্যাশা রইল সকল শ্রমজীবী এবং সকল মানুষের প্রতি।

অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে ব্লগ ভিজিট করার জন্য।

Photographyoriginal
DevicemobileSamsung galaxy f22
Photographer and bolgger@steem-for-future
Categorylifestyle
Locationgazipur ,bangladesh
All photography w3where

Set your witness vote on @bangla.witness

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Here

এসো শিখি.png

amarbanglablog.gift.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

এই পরিশ্রমী মানুষগুলোই হল আমাদের সভ্যতার মূল চাবিকাটি। এরা যদি কোনোদিন বসে পড়ে তাহলে পুরো সভ্যতাই থেমে যাবে। ভালো লাগল এদের নিয়ে পোস্ট পড়ে।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাই। এরা আমাদের বেঁচে থাকার প্রাণ। চমৎকার মন্তব্য দিয়ে কাছে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

শুভেচ্ছা রইল

 2 years ago 

কেন ক্লাব ট্যাগ ব্যবহার করেছেন যদি একটু বলতেন, তাহলে জেনে উপকৃত হতাম ।

 2 years ago (edited)

ভাই মাসে যদি আমি ফিফটি পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করি তাহলে #club5050 , মাসে #৭৫ পার্সেন্ট এর নিচে পাওয়ার বৃদ্ধি করলে #club75 এবং যদি আমি মাসের ইনকামের সবগুলো স্টিম পাওয়ার আপ করি #club100 ট্যাগ ব্যবহার করতে হয়। আমার মনে আছে ভাই বিষয়টি আপনি একদিন আমাকে বলেছিলেন। আচ্ছা এটা ব্যবহার করলে কি কোন সমস্যা?? যদি কোন সমস্যা হয় তবে তার জন্য দুঃখিত।

বিষয়টি আমাকে বলেছিলেন।

যদি ট্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় তাহলে আর করব না ভাই।

@shuvo35

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65