অপূর্ণতা

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা আমার বাংলা ব্লগ
আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। সকলের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং।

আমি আজকে আপনাদের মাঝে অপূর্ণতা নিয়ে ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আশা করছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ব্লগ উপভোগ করবেন এবং যদি ভালো লাগে তাহলে চমৎকার মন্তব্য দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। তাহলে চলুন উপভোগ করে আসি আমার আজকের ব্লগ অপূর্ণতা

credit-squeeze-522549_1280.jpg

Source

এই পৃথিবীটা সৃষ্টিকর্তা তৈরি করেছেন অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে। তারপরেও সৃষ্টিকর্তা ১৮ হাজারের বেশি মাখলুকাত সৃষ্টি করেছেন শুধুমাত্র এই মানুষের উপকারের জন্য।

পৃথিবীতে মানুষ যেন কোন বিষয়ে কমতি না থাকে কিংবা কোন বিষয়ের প্রতি অভাবে না পড়ে সে কারণে সৃষ্টিকর্তা এই এত কিছু আমাদেরকে দান করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন। তবে মাঝে মাঝে তার পরেও বেশ কিছু অপূর্ণতা যেন আমাদের জীবনকে গ্রাস করে এবং আমরা যেন সেই অপূর্ণতার মাঝে ডুবে যায়।

পৃথিবীতে শত শত কোটি অর্থ রয়েছে। কেউ টাকার উপরে ঘুমিয়ে থাকে আবার কেউবা টাকা দিয়ে না পরিষ্কার করে। অনেকে রয়েছে যারা টাকাকে টিস্যুর মতো করে ব্যবহার করছে।

slums-2585307_1280.jpg

Source
কিন্তু আপনি আপনার পাশেই যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন শুধুমাত্র সামান্য কিছু টাকার জন্য একজন মানুষ না খেয়ে দিন অতিক্রম করছে। শত শত অসহায় পথশিশু রয়েছে যারা একবেলা খাবারের জন্য আর্তনাদ করছে এবং মানুষের কাছে পর্যন্ত চাইতে দ্বিধাবোধ করছে না।

একজনে টাকার উপরে ঘুমিয়ে জীবন যাপন করছে অপরজন টাকার জন্য রাতে ঘুম নষ্ট করছে। যদিও সৃষ্টিকর্তা পৃথিবীতে অনেক অর্থ সম্পদ পাঠিয়েছেন তবে সবার ভেতরেই অপূর্ণতা রয়েছে।

অর্থাৎ যার ১০০ কোটি রয়েছে তার চিন্তা কিভাবে সেই টাকাগুলো ইনভেস্ট করে ২০০ কোটি ইনকাম করা যায়।

যে মানুষের পেটে খাবার নাই তার চিন্তা কিভাবে একবেলা খাবার সংগ্রহ করা যায়।

time-1019889_1280.webp

Source

এই পৃথিবীতে চলতে গেলে সময়কে আমাদের অবশ্যই সামঞ্জস্য রেখে টাকা ইনকাম করতে হবে। তবে আমাদের অর্জিত অর্থ সম্পদ গুলো ইনকাম করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সময়ের প্রতি লক্ষ্য রাখা জরুরি।

তবে আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে বিলম্ব করে ফেলি এবং আমাদের সময় অপচয় হয়ে যায়। আমরা যতই চেষ্টা করি সময়ের কাজ সময় করব ততই যেন আমাদের আলসেমি বেড়ে যায় এবং আমরা কাজের প্রতি অনীহা করে ফেলি।

এখানেও আমাদের অপূর্ণতা থেকে যায়। অর্থাৎ একটা কাজ যে আমরা সময়ে করব কিংবা সময় মতো কাজের ফলাফল পাব তা কিন্তু কোন ভাবেই সম্ভব না।

যেকোনো কাজ করার ক্ষেত্রে আমরা সফলতা পাই ঠিক আছে। তবে সেই সফলতা পেতে হলে আমাদের অবশ্যই এক্সট্রা কিছু সময় খরচ করতে হয় এবং এক্সট্রা পরিশ্রম করার পর আমরা সেই কাজের ফল পাই।

তবে যতক্ষণ না পর্যন্ত আমরা কাজের পরিপূর্ণ ফল না পাই ততক্ষণ আমরা অপূর্ণতায় ভুগি।

bust-2794420_1280.jpg
Source

আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যতগুলো গার্মেন্টস কর্মচারী রয়েছে কিংবা যতগুলো সাকুরিজীবী রয়েছে মাসের শেষে তাদের পকেট ফাঁকা।

আমার সঙ্গে এমনও স্টাফ চাকরি করে যাদের বেতন মাসে প্রায় দেড় লক্ষ টাকা। কিন্তু মাস শেষ হওয়ার পূর্বেই তাদেরকে অ্যাকাউন্ট সে ধরাধরি করতে হয় এবং সেখান থেকে কিছু অর্থ অগ্রিম নিতে হয় এবং সেই অর্থ দিয়ে তারা সংসারের খরচ চালায়।

তাছাড়াও আমরা যারা মধ্যবিত্ত মানুষ রয়েছে এবং চাকুরী করি তাদেরও একই অবস্থা। মাস শেষ হবার পূর্বেই যেন আমাদের পকেটের অবস্থা একদম ফাঁকা এবং এমনকি সংসার চালানো হিমশিম খেতে হয়।

তবে উপরোক্ত এই উদাহরণগুলো আমি শুধুমাত্র একটি কারণে দিতে চাই আর তা আমরা জীবনে যা কিছুই করি না কেন কোন কিছুতেই পূর্ণতা পাওয়া সম্ভব না। আপনি যত অর্থ ইনকাম করেন না কেন কিংবা আপনি যত ভালো খাবার খান না কেন আপনার ভেতরে কোন না কোন পরিপূর্ণতা র অভাব রয়েছে।

একজন শিল্পপতি যেমন ১০০ কোটি টাকা থেকে ২০০ কোটি ইনকাম করতে চাই এবং একজন মানুষ এক বেলা খাবার খাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে আমাদের সকলের ভেতরে রয়েছে অপূর্ণতার একটা শব্দ। যেখান থেকে আমরা শত চেষ্টা করলেও বের হয়ে আসতে পারি না। অপূর্ণতা শব্দটি যেন আমাদেরকে ঘিরে ধরে রেখেছে। যা আমাদের আজীবন বয়ে বেড়াতে হবে। আর এটাই আমাদের পৃথিবীর জীবন এবং এটাই আমাদের লাইফ স্টাইল।

মূল্যবান সময় দিয়ে ব্লগ ভিজিট করার জন্য এবং পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে থাকার জন্য।

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Sort:  
 2 years ago 

অপূর্ণতা রয়েছে প্রত্যেকটি মানুষের ভেতরে।
যার শত কোটি টাকা রয়েছে তারা আরো বেশি টাকা উপার্জনের জন্য ভিতর থেকে অপূর্ণতা অনুভব করে। আবার যে খাবারের অভাবে দিন পার করছে তার পেটের খিদা মেটানোর জন্য অপূর্ণতা অনুভব করে।
আসলে এই অপূর্ণতাগুলো থাকবেই কিন্তু আমাদের মানুষের স্বভাব হলো আমরা এই অপূর্ণতা গুলোকে মেনে নিতে পারি না। সবকিছুর মধ্যে পূর্ণতা খোঁজার চেষ্টা করি, আর এই পূর্ণতার মায়াজালে আমরা আমাদের জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাই। আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করা উচিত তিনি বলেছেন যারা শুকরিয়া আদায় করবে তাদের সবকিছুর মধ্যে বরকত দেওয়া হবে।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার লেখনীটি গুছিয়ে উপস্থাপন করার জন্য। তবে কিছু কিছু জায়গায় বানানের ভুল ছিল আশা করি দেখবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাই আপনি। আমরা এই পরিপূর্ণতার আশায় জীবনটাকে নষ্ট করে ফেলছি এবং সৃষ্টিকর্তাকে অকৃতজ্ঞ বলছি।

কিন্তু সৃষ্টিকর্তা বলেছেন আমরা যদি তার শুকরিয়া আদায় করি তাহলে তিনি আমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিবেন
চমৎকার বাইক্য দিয়ে খুব ভালো মানের মন্তব্য দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি।

 2 years ago 

দারুন একটি কথা লিখেছেন হ্যাঁ যার কোটি টাকা আছে তার চিন্তায কিভাবে টাকা আরো বৃদ্ধি করবে আর যার টাকা নেই তার চিন্তা কিভাবে পেটের ক্ষুধা নিবারণ করবে। মানুষের চাহিদার শেষ নেই এজন্যই তো প্রতিনিয়ত মানুষ টাকার পিছনে ছুটছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কিন্তু কখন বন্ধ হবে আমাদের এই পূর্ণতার পেছনে ছোটাছুটির মামলা। অবশ্যই আমাদের এখনই এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং এই অপূর্ণ জীবন নিয়েই শুকরিয়া আদায় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তা না হলে আমরা কখনোই এই পৃথিবীতে সুখী হতে পারব না।

 2 years ago 

আমাদের চাহিদার শেষ নেই। ‌ যত পায় ততই শুধু চাই। কেউ সারাদিন টাকা উড়ায় টিস্যুর মতো খরচ করে। কেউ সামান্য দুটো টাকার অভাবে অনাহারে ভুগতে হচ্ছে দিনরাত। যেহেতু আমাদের চাহিদের শেষ নেই তাই আমাদের অপূর্ণতা শব্দটি সবসময় ঘিরে রাখে।

 2 years ago 

তবে অবশ্যই আপু আমাদেরকে এই মায়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। কারণ দুই দিনের এই দুনিয়াতে কখনোই পূর্ণতা পাওয়া সম্ভব না। তাই অপূর্ণতা নিয়ে আমাদের জীবন অতিক্রম করতে হবে এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে হবে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কেউ বা টাকার পাহার সাজিয়ে বসে আছে। কেউবা টাকার অভাবে মানবেতর জীবন যাপন করছে।ঠিক তাই সবার কোন না কোন ভাবে অপূর্ণতা রয়েই যায়।আসলে যার যতো আয় তার তত ব্যায়।তাই কারো লক্ষ টাকা দিয়ে সংসার চলে না আবার কারো দশ হাজার।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্ট টি করার জন্য।

 2 years ago 

আসলে এই অপূর্ণতা কখনোই পূর্ণতা পাওয়া সম্ভব না। আপনি যতই ধনী হয়ে থাকেন না কেন আপনার জীবনে কোন না কোন অপূর্ণতা থেকে যাবে।

সুতরাং পূর্ণতার পেছনে না ছুটে এই অপূর্ণ জীবন নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে আমি মনে করি।

 2 years ago 

আজকে আপনি খুব মূল্যবান একটি পোস্ট করেছেন। যাদের কাছে অটলিকার টাকা আছে তারা আরো টাকা বানানোর চেষ্টা করে। অথচ তাদের পাশে এমন অনেক লোক আছে তারা একবেলা ভাতের জন্য কত কষ্ট করে। মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ জীব কিন্তু মানুষের মধ্যে ভেদাভেদ অনেক। কেউ বড়লোক কেউ গরিব কেউ সুখী আবার কেউ দুঃখী। যদি বড়লোক মানুষগুলো একটু আদর ভালোবাসা দেখাতো গরিব লোকগুলো গরীব থাকতো না। যাইহোক খুব সুন্দর একটি পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাদের চমৎকার মন্তব্য গুলো আমার বেশ ভালো লাগে আপু। মূলত আপনার আছেন বলেই আমার লেখা সার্থকতা পাই। শুভেচ্ছা নিবেন এবং চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আজকে আপনার পোষ্টের মধ্যে বাস্তব কথা তুলে ধরেছেন। যাদের অনেক টাকা কোটিপতি তারা আরও টাকা বানানোর জন্য চেষ্টা করে। অথচ তাদের পাশে এমন লোক আছে তারা দিনে এনে দিনে খায়। এবং প্রতিদিন তারা অনেক যুদ্ধ করে বেঁচে থাকার জন্য। যদি বড় লোকগুলো যে একটু সহানুভূতি দেখায় গরিবদের তাহলে তাদের এত কষ্ট হয় না। তবে এর মধ্যে বড় লোক গুলোর আন্তরিক ভালোবাসা থাকতে হবে গরিবদের জন্য। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মূল্যবান একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

পূর্ণতা আর অপূর্ণতার ফিরে আমরা সকলেই হারিয়ে গিয়েছি। যেহেতু চারিদিকে আমাদের অপূর্ণতা ঘিরে ফেলেছে এবং কেউ সুখী না এ পৃথিবীতে সুতরাং আমাদের অবশ্যই উচিত যতটুকু পেয়েছি এতটুকু নিয়েই সুখে থাকার চেষ্টা করা।

বেশি পূর্ণতা খুঁজতে গিয়ে আমরা যেন লোভে পড়ে না যাই এবং একেবারে শেষ না হয়ে যায়।

চমৎকার মন্তব্য করার জন্য এবং গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.28
JST 0.034
BTC 103927.90
ETH 3508.73
USDT 1.00
SBD 0.52