পরিবেশরক্ষা ::নিজে বাঁচুন 🌳। অন্যকে বাঁচতে দিন 🌳 ১০% বেনিফিসিয়ারি 🦊 @shy-fox🦊 কে

in আমার বাংলা ব্লগ3 years ago

20211231_170320.jpg20211231_170326.jpg

20211231_170314.jpg
best write.png

আসসালামু আলাইকুম বন্ধুগণ

আশা করি সকলের সুস্থ এবং সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও আজ অনেক অনেক সুস্থ এবং সুন্দর আছি। সকলের সুস্থতা কামনা করছি সকলে সুস্থ এবং সুন্দর থাকুন সেই দোয়া এবং শুভকামনা করি সবসময়।
best write.png

20211231_170528.jpg

best write.png

20211231_170452.jpg

আমি আজ আপনাদের সামনে বিশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবন এবং বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। কিন্তু সেই অক্সিজেন এর প্রধান বাহক হচ্ছে পরিবেশ। পরিবেশের উপাদান গাছপালা থেকে আমরা প্রতিনিয়ত ও অক্সিজেন গ্রহণ করে এবং সেখান থেকে আমাদের জীবনকে বেছে থাকার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমাদের জীবনকে বেছে থাকার জন্য অক্সিজেন একটি অত্যাবশ্যকীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অক্সিজেন ছাড়া হয়তো আমরা এই পৃথিবীতে একটি মুহূর্তও টিকে থাকতে পারবো না।

20211231_170610.jpg
best write.png

20211231_170605.jpg

20211231_170600.jpg

best write.png

যেখানে অক্সিজেন ছাড়া আমরা পৃথিবীতে একটি মুহূর্ত টিকে থাকতে পারবো না কিন্তু আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এতটাই জঘন্য যে আমরা আমাদের বেঁচে থাকার মূল জিনিসটা নষ্ট করে ফেলছি প্রতিনিয়ত। আমরা বিভিন্ন উপায়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং পরিবেশটাকে আরো উষ্ণ করে তুলছি প্রতিনিয়ত।

অর্থাৎ আমরা বিভিন্ন ভাবে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করছি। অক্সিজেন ছাড়া যেখানে আমরা পৃথিবীতে একটি মুহূর্ত টিকে থাকতে পারি না সেখানে অক্সিজেন তৈরিকারী গাছপালা নষ্ট করছি এবং আমরা আমাদের পরিবেশটাকে গ্রীন হাউজ এর মত বিষাক্ত গ্যাসের সামনে ধরলে দিয়েছি প্রতিনিয়ত। যার ফলে পৃথিবীর ভূ পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং এর ফলে বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে ক্ষতিসাধন হচ্ছে যার প্রভাব পৃথিবীর ভূপৃষ্ঠের উপর খুব খারাপ প্রভাব ফেলছে।

20211231_170513.jpg

20211231_170504.jpg

20211231_170556.jpg
best write.png

চিত্র সম্পর্কে কিছু বলতে চা

সমস্ত ফটোগ্রাফিআমার নিজের হাতে তোলা
ফটোগ্রাফির ধারণপরিবেশ এবং সচেতনতা
পোস্ট মেকার@steem-for-future
ব্যবহৃত ডিভাইসSamsung galaxy f22
লোকেশনগাজিপুর বাংলাদেশ

বিশেষ করে আমি গত শুক্রবারে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ার কারণে আমি এবং আমার বেশ কয়েকজন বন্ধু মিলে আমাদের শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলাম।

এমন সময় হঠাৎ চোখে পড়ল আমার সামনে কোন এক লোক প্লাস্টিকের পলিথিন আগুন লাগিয়ে প্রচুর ধোঁয়া নির্গত হচ্ছে সেখান থেকে। সেই ধোঁয়া থেকে পরিবেশের বাতাসের সাথে মিশে যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই কালো ধোঁয়া গুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর একটি বিষয়। এই কালো ধোঁয়া যেন আকাশচুম্বী এবং আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

বিষয়টি সত্যিই আমার কাছে খুবই খারাপ লেগেছে।কেননা এই কালো ধোঁয়া গুলো বাতাসের সাথে মিশে যাচ্ছে এবং আমরা অক্সিজেন এর মাধ্যমে আমাদের শরীরের ভিতরে টেনে নিচ্ছি প্রতিনিয়ত। এর ফলে আমরা একদিকে যেমন আমাদের পরিবেশ টাকে নষ্ট করছে অপরদিকে এসকল দূষিত বাতাস গুলো গ্রহন করার ফলে আমাদের ফুসফুসের বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করছি।

এসকল কালো ধোঁয়া গুলো নিঃশ্বাসের সাথে আমাদের শরীরের ভিতরে চলে যায় এবং আমাদের বিভিন্ন ধরনের হৃদ রোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সুতরাং বিষয়টি খুবই জঘন্যতম একটি বিষয়।
best write.png

20211231_170348.jpg

20211231_170551.jpg

20211231_170528.jpg
best write.png

বিষয়টি থেকে বেঁচে থাকার জন্য করনীয়

উপরোক্ত বিষয়টি আমাদের প্রত্যেকের জন্য খুবই ক্ষতিকর একটি বিষয়। এমন ভাবে চলতে থাকলে হয়তো একদিন আমরা পৃথিবীটাকেই নষ্ট করে ফেলব এবং পৃথিবীর ভূ পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাবে এবং আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং রক্ষার্থে আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

  • কখনোই পরিবেশ নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না। আপনার আশেপাশে প্লাস্টিকের যেসকল পলিথিন গুলো ব্যবহার করুন সেগুলো অবশ্যই নির্দিষ্ট স্থানে খেলতে হবে। কখনই উচিত হবে না এ সকল প্লাস্টিকের জিনিস গুলো পড়ে ফেলা যেখান থেকে কালো ধোঁয়া নির্গত হয় এবং আমাদের পরিবেশ দূষিত হয়।

  • পরিবেশ রক্ষায় আমাদের সকলকে গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। সুতরাং আমাদের প্রতিপাদ্য এবং মূল বিষয় হওয়া উচিত

গাছ লাগাও পরিবেশ বাঁচাও।

20211231_170639.jpg

best write.png

সুতরাং অবশেষে আপনাদের সামনে আকুল আবেদন এই যে আমাদের কখনোই পরিবেশের ভারসাম্য নষ্ট করা যাবে না। আমরা যদি আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করি এটা আমাদের জন্য চরম একটি ক্ষতির দিক।

আমরা যেমন এ সকল কারণে বিভিন্ন রকমের হূদরোগ ফুসফুসের রোগে আক্রান্ত হব ঠিক তেমনি হয়তো আমাদের এক সময় জীবন বিনাশ হতে পারে। সুতরাং আমাদের সেক্ষেত্রে সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পরিবেশ রক্ষায়।।।

বিশেষ দ্রষ্টব্য

১০০% অরিজিনাল এবং ইউনিক পোস্ট। কোথা থেকে কোন তথ্য সংগ্রহ করা হয়নি কিংবা কোন লেখা কপি করা হয়নি। সম্পূর্ণ আমার সৃজনশীলতা থেকে নেওয়া হয়েছে।

@rex-sumon.png

স্পেশালি ধন্যবাদ

@amarbanglablog @photoman @abb-school @shy-fox @club5050

@rex-sumon.png

আমার w৩w. কোড

https://w3w.co/bullion.rocked.devotion

@rex-sumon.png

@steem-for-future (1).jpeg
৭০-৮০% পর্যন্ত কিউরেশন রেওয়ার্ড পেতে স্টিমিট পাওয়ার ডেলিগেট করুন @heroism

@rex-sumon.png

প্রিয় রেগার্ডস

20211214_123550.jpg

20211219_221320.jpg

@steem-for-future

video image steem-for-future.jpg.gif

Sort:  
 3 years ago 

বিষয়টি সত্যিই আমার কাছে খুবই খারাপ লেগেছে।কেননা এই কালো ধোঁয়া গুলো বাতাসের সাথে মিশে যাচ্ছে এবং আমরা অক্সিজেন এর মাধ্যমে আমাদের শরীরের ভিতরে টেনে নিচ্ছি প্রতিনিয়ত।

আজকে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ভাই। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। এভাবেই চালিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

এটা একদিকে যেমন আমাদের পরিবেশের ক্ষতি করছি অপরদিকে ক্ষতি করছি আমাদের নিজেদের শরীরের এবং ফুসফুস ছাড়া অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর। এর থেকে রেহাই পেতে অবশ্যই আমাদের পরিবেশ সম্পর্কে সচেতনতা অবলম্বন করতে হবে।
ব্লগ চুরি করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সুন্দর মতামত প্রদান করার জন্য

 3 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। এই পৃথিবী বাঁচাতে, মানুষগুলোকে সুস্থ্য আমাদের প্রত্যেকের সচেতনতা জরুরী।

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন। পরিবেশ রক্ষায় আমাদের সকলকে একযোগে কাজ করা দরকার। যাতে করে পরিবেশ দূষিত না হয় সেদিকে কঠোরভাবে নজর রাখতে হবে। কেননা এই পরিবেশে মাধ্যম দিয়ে আমাদের জীবনে বেঁচে থাকার উপাদানগুলো আসে। যার উদাহরণ স্বরূপ আমি অক্সিজেন এর বর্ণনা দিয়েছি।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

নিজে বাঁচুন অন্যকে বাঁচান, পরিবেশ রক্ষায় এই পোস্ট টি আমাদের পরিবেশের জন্য বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্জ্য ও ময়লা পোড়ানোর ফলে আমাদের পরিবেশ বায়ু দূষিত হচ্ছে, এমনকি কার্বন-মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড ও অতিমাত্রায় কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতে করে ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে যা আমাদের বেঁচে থাকার জন্য হুমকিস্বরূপ। ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

একদম ঠিক ভাই। এসকল গ্যাসগুলো দ্বারা পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে প্রতিনিয়ত। আর প্রকৃতপক্ষে এর জন্য দায়ী আমরা নিজেরাই।

সুতরাং যাতে পৃথিবীর ওজন স্তর ক্ষয় হয়ে না যায় এবং পৃথিবীটা হুমকির সম্মুখিন না পরে আমাদের অবশ্যই সেদিকে নজর রাখা জরুরি। অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্টটি সুন্দর করে পড়ে গঠনমূলক এবং সুন্দর মন্তব্য প্রদান করার জন্য।

 3 years ago 

আসলেই ভাই মানুষ দিন দিন ভুলে যাচ্ছে যে আমরা প্রকৃতির উপর নির্ভরশীল। কিন্তু মানুষ নিজের প্রয়োজনে পরিবেশ নষ্ট করতে বিন্দু পরিমাণ দ্বিধা করে না। ‍যাইহোক এইরকম চলতে থাকলে খুব দ্রুতই এক বিপর্যয়ের মধ্যে পড়বে মানব জাতি।।

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাই। আমরা পরিবেশের উপর নির্ভরশীল কিন্তু আমাদের প্রয়োজনে চাহিদায় আমরা নিজেরাই পরিবেশের উপাদানগুলো বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ করছি। যার প্রভাব আমাদের জীবনের উপর কঠোর ভাবে আঘাত হানতে পারে। সুতরাং এ বিষয়ে আমাদের সকলকে সচেতনতা অবলম্বন করাটাই বুদ্ধিমানের কাজ।

 3 years ago 

আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর্টিকেল লিখেছেন। অক্সিজেন হ্যাঁ খুবই জরুরী দরকার। আমরা আমাদের প্রাকৃতিক শক্তি টিকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলছি। বিভিন্ন কলকারখানার ধোঁয়া ইট ভাটার ধোয়া আমাদের পরিবেশকে নষ্ট করে ফেলছে গ্রীনহাউসের ক্ষতি করছে। আমাদেরকে সচেতন হতে হবে নতুবা অচিরেই এই পৃথিবীতে আমরা হারাবো। ধন্যবাদ।

 3 years ago 

পৃথিবীটাকে সুন্দর এবং নিঃশ্বাস গুলো প্রাণবন্ত এবং দূষণমুক্ত নিঃশ্বাস পেতে হলে আমাদের অবশ্যই বিষয়গুলো মেনে চলতে হবে। এভাবে চলতে থাকলে আমরা অচিরেই খুব বড় ক্ষতি সম্মুখীন হয়ে যাব। যা আমাদের জীবন বিনাশ করতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করবে না।

অনেক ধন্যবাদ আপনাকে ব্লগ টি পড়েছেন এবং সাথে সুন্দর মন্তব্য দিয়েছেন তার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68244.61
ETH 2640.30
USDT 1.00
SBD 2.69