স্বপ্ন দেখা আর বাস্তবতার মধ্যে তারতম্য

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম। আশা করছি আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের অনেক অনেক দোয়ায় আল্লাহ আমাকে বেশ ভালো রেখেছেন। আমরা যেন সকলে সুস্থ সুন্দর এবং ভালো থাকি এই শুভকামনা প্রত্যাশা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং।

আমাদের মানব জনমে আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখতে আমরা বেশ ভালবাসি। তবে শুধু কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেই হবে নাকি বাস্তবে সেটি পূরণ করতে হবে সেই বিষয় নিয়ে আজকের ব্লগ! আশা করছি আপনারা সকলেই উপভোগ করবেন আজকের চমৎকার ব্লগ স্বপ্ন দেখা আর বাস্তবতার মধ্যে তারতম্য।

mystery-1599527_1280.jpg

Source

স্বপ্ন দেখাটা যেমন জরুরী ঠিক সেই স্বপ্ন দেখে আবার সেই স্বপ্নটাকে পূরণ করা তার থেকে বেশি জরুরী। কারন আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে থাকি সেই স্বপ্ন যেমন আমাদেরকে স্বল্প সময়ের মধ্যে কোন পরিশ্রম ছাড়াই আনন্দ এবং উপভোগ্য করার মত বস্তু উপহার দেয় কিন্তু সেই স্বপ্নকে পৃথিবীতে অর্থাৎ বাস্তবে রূপ দিতে কিন্তু আমাদের বেশ হিমশিম এবং কষ্টের মধ্যে যেতে হয়।

বিশেষ করে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন দেখাটা খুব সহজ কিন্তু বাস্তবে রূপ দেওয়াটা উপরের চিত্রের মতোই বেশ কঠিন।

moon-4450739_1280.webp

Source
আমরা সকলেই স্বপ্ন দেখে এবং স্বপ্নে আমরা চাঁদ এ যাই কিংবা বাদশা মহাবাদশা রাজা হয়ে যায়। স্বপ্নে আমরা হেলিকপ্টার চালায় আবার কেউ স্বপ্নে আমরা মনের মানুষকে কাছে পেয়ে যাই।

মূলত পৃথিবীতে আমরা যদি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই তাহলে কিন্তু এটা এতটা সহজ না। ঘুমের ভেতরে স্বপ্ন কিংবা জেগে জেগে স্বপ্ন দেখা হোক প্রতিটি স্বপ্নকে রূপ দিতে হলে আমাদের অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে এবং পরিশ্রম করার মাধ্যমে সেই স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করতে হবে। স্বপ্ন দেখাটা যতটা সহজ ঠিক স্বপ্ন পূরণ করাটাও তার থেকে বেশি কঠিন।

fairy-tale-1180921_1280.webp
Source
পৃথিবীতে আমরা হাজারো মানুষ হয়েছি যারা কোন প্রকার কর্ম ছাড়া শুধুমাত্র অলসতা করি এবং এখান থেকে স্বপ্ন দেখতে। ঘুমের ভেতরে যেমন স্বপ্ন দেখি এবং ঘুম ভাঙলেই যেমন আমাদের সব স্বপ্ন শেষ হয়ে যায় ঠিক একজন অলস মানুষের ক্ষেত্রেও বিষয়টি একই রকমের কাজ করে।

ঘুমের ভেতরে হোক আর অলসতা করে হোক সে ব্যক্তি যতই স্বপ্ন দেখুক যখন তার অলসতা ভেঙ্গে যায় কিংবা যখন তার ঘুম ভেঙ্গে যায় তখন তার সমস্ত স্বপ্নগুলো মাটির সাথে মিশে যায়। অর্থাৎ এতক্ষণ যেভাবে সে স্বপ্ন দেখছিল তার বিন্দুমাত্র পূরণ করার ক্ষমতা তার নাই কিন্তু সে বড় বড় স্বপ্ন দেখছে।

অপরপক্ষে সে না ঘুমিয়ে যে সকল স্বপ্নগুলো দেখে এবং সেই স্বপ্ন স্বপ্নগুলো পূরণ করতে চাই কিন্তু বাস্তবে অলসতা তাকে সেই স্বপ্নগুলো পূরণ করতে দেয় না এবং তারপরেও সে স্বপ্ন দেখতে থাকে এবং দেখতে থাকে।

joy-2483926_1280.jpg

Source

মূলত স্বপ্ন দেখা কোন খারাপ কিছু না। ঘুমিয়ে হোক আর জেগে থেকে হোক আমাদের স্বপ্ন দেখার অধিকার সকলের রয়েছে। তবে স্বপ্ন দেখার যেমন অধিকার রয়েছে ঠিক তেমনি আমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রমের কোন বিকল্প নাই।

আমরা যে যাই স্বপ্ন দেখি না কেন সৃষ্টিকর্তা যেন আমাদের সকল স্বপ্নগুলোকে পূরণ করে দেন এবং সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের যেন পরিশ্রম করার সক্ষমতা দান করেন। সৃষ্টিকর্তা আমাদের সকলের স্বপ্নগুলোকে পূরণ করে দিন এবং আমাদেরকে সুস্থ সুন্দর এবং উন্নত জীবন যাপনের ব্যবস্থা করে দিন।

সকলকে ধন্যবাদ আজকের এই চমৎকার ব্লগ উপভোগ করার জন্য।

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67724.53
ETH 2606.51
USDT 1.00
SBD 2.72