পুনরায় কর্মস্থানে ফেরার গল্প

in আমার বাংলা ব্লগ2 years ago

20220717_111517_0000.png

Made by canva
Join with canva

আসসালামু আলাইকুম

হ্যালো আমার বাংলা ব্লগ

আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সকলেই সুস্থ সুন্দর এবং ভালো থাকুন সেই কামনা করি এবং সকলে আমার জন্য দোয়া করবেন আমিও যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি। সকলের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগি ং

দীর্ঘ ১০ দিন অফিস ছুটি থাকার পর আজকে কর্মস্থানে যোগদান করলাম। তবে দীর্ঘদিন অফিস বন্ধ থাকার কারণে কাজে যোগদান করার পর কেমন জানি শরীরটা একটা আলাদা ভাব চলে এসেছে। কাজ করতে তেমন একটা ভালো লাগছেনা এবং শরীরটা কেমন জানি একটা ম্যাচ ভাব। তারপরেও যেহেতু আমরা বন্দী সেজন্য আমাদের কাজ করতে হবে এটাই স্বাভাবিক।

আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব আমার দেশের বাড়ি থেকে পুনরায় ঢাকায় ফিরে আসার ছোট্ট একটি গল্প।
20220716_014305.jpg

https://w3w.co/repeats.stilted.supreme

ইতিপূর্বে আমি আপনাদের সামনে আমার ঈদ কাটানোর জন্য দেশের বাড়িতে বেড়াতে যাবার গল্প শেয়ার করেছি রং। আমি আজকে আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি আমার দেশের বাড়ি থেকে পুনরায় ঢাকায় ফিরে আসার অসাধারণ গল্প।

যাইহোক বেলা ছয়টার দিকে আমরা গাড়িতে উঠে পড়ি এবং ঢাকায় আসার উদ্দেশ্যে আমাদের গাড়ি যাত্রা শুরু করে। রাস্তায় প্রচন্ড জ্যাম থাকার কারণে আমরা দুই দিন আগে আমাদের গন্তব্য স্থানে যাত্রা শুরু করি।

20220716_014431.jpg

https://w3w.co/repeats.stilted.supreme

সন্ধ্যা ছয়টার দিকে আমাদের গাড়ি যাত্রা শুরু করে এবং আমরা খুব দ্রুত আমাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য যথেষ্ট এবং যথাসাধ্য চেষ্টা করি । তবে যতই চেষ্টা করা হোক না কেন সকল কিছু কিন্তু সঠিকভাবে সম্পন্ন করা খুবই কঠিন।
কেননা এতগুলো মানুষ পুনরায় কর্মস্থানে যোগদান করার জন্য বাসা থেকে বের হয়েছে সেজন্য রাস্তায় প্রচন্ড জ্যাম। রাস্তায় প্রচন্ড জ্যাম থাকার কারণে আমাদের গাড়ি অনেক রাত হয়ে যায় রাস্তার মধ্যে। কিন্তু কিছুই করার ছিল না। আত্মীয়-স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করার পর আমাদের কর্মস্থানে যোগদান করতে হবে এটাই স্বাভাবিক বিষয়। সুতরাং আমাদের গাড়ি অনেক জ্যাম এবং অনেক কষ্ট ঝামেলা সহ্য করে যমুনা সেতু পার হয়ে চলে এলো।

20220715_235037.jpg

https://w3w.co/repeats.stilted.supreme

দীর্ঘক্ষণ জার্নি করার পর আমরা সকলেই ক্লান্ত এবং আমাদের অনেক অনেক ক্ষুধা লাগছিল। সেজন্য আমাদের গাড়ি একটি রেস্টুরেন্টের সামনে থামে এবং আমরা যে যার মত খাদ্য ক্রয় করি এবং কেউ কেউ সেখানে খাদ্য গ্রহণ করি। সেখানে প্রায়ই আমাদের গাড়ি 20 মিনিট বিরতি দিয়েছিল। ২০ মিনিট বিরতি দেওয়ার পর আমাদের গাড়ি পুনরায় চলতে থাকে ্্।

20220715_200953.jpg

https://w3w.co/repeats.stilted.supreme

এরপর শুরু হয় আবার যাত্রা। প্রায় ১৪ ঘণ্টা যাত্রা শেষ করে আমাদের গাড়ি ঢাকা গাজীপুরে পৌঁছে যায়। যত জ্যাম কিংবা যত সমস্যা ছিল শুধুমাত্র সেতুর পশ্চিম পাশে
। যমুনা সেতু পার হবার পর আমরা নাস্তা করি এবং আমাদের গাড়ি খুব দ্রুত আমাদের গন্তব্য স্থানে পৌঁছে যায়। তবে রাস্তার মাঝে এতোটুকু সমস্যা ছিল ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ আমাদের গাড়ির সমস্ত কাগজগুলো চেক করার পরে আমাদের গাড়ি ছেড়ে দেয় এবং আমরা অবশেষে রাত দুইটা বেজে ৩০ মিনিটে আমাদের গন্তব্যস্থল গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে সক্ষম হয়েছিলাম। আর এভাবেই আমরা পুনরায় আমাদের কর্মস্থানে যোগদান করতে সক্ষম হই।

20220716_015704.jpg20220716_020048.jpg
20220716_014450.jpgঢাকায় ফিরে দর্শনীয় স্থানের সেলফি

https://w3w.co/repeats.stilted.supreme

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaGZGHykMb9Ly3tnz6Ry5CgD18hg21dpJk2CFBm5Z6kJyeuFD148wXcjBvqAGX...HugJ2J54AbfC7YuBe3dYpJ7DazhXozc73VuoifbNudfwtLhcLWtNfmzi3JdiHv17ptYnn6f8bgsNLoHkz24hf52SoJaWh7HaPPtjW5JJbQGifHZ8VdXxQ4SfkS.png

Photographer and bolgger@steem-for-future
DevicemobileSamsung galaxy f22
Locationgazipur

এসো শিখি.png

abb.gif

F.gif

https://discord.gg/VtARrTn6ht

follow.gif

20220523_124441.gif

Amarbanglablog .png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Sort:  
 2 years ago 

ঈদের ছুটি শেষে আমরাও আমাদের কর্মস্থলে ফিরে এসেছি ভাই। এটাই মানুষের জীবন। আমাদের দেশের শহর অঞ্চলে চলাচল বড়ই কঠিন গাড়ির কারণে সেদিকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বর্তমানে দিনকাল খুবই খারাপ সে কথাটা মাথায় রাখতে হবে।

 2 years ago 

অবশ্যই ভাই ঠিক কথা বলেছেন। আমাদের সব সময় সাবধানতা অবলম্বন করা জরুরী। সুস্থ সুন্দর এবং ভালো থাকুন এটাই প্রত্যাশা। ধন্যবাদ সাথে থাকার জন্য

 2 years ago 

ঈদ শেষ হবার সাথে সাথে সবাই যে যার কর্মস্থলে ফিরে যাচ্ছে আমাকেও ফিরে যেতে হবে আর কিছুদিন পরে যদিও আমি চাকরি করি না লেখাপড়া করার উদ্দেশ্যে বাহিরে থাকি। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার গল্পটি পড়ে খুবই ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কর্ম কিংবা স্টাডি দুইটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আপনিও খুব দ্রুত আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান এবং কাঙ্খিত লক্ষ্য পূরণ করুন এটাই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ঈদের ছুটি শেষে সবাই কর্মস্থলে ফিরছে আপনি কর্মস্থলে পুনরায় ফিরে এসেছেন। আসলে ঈদের ছুটিতে বাড়িতে আসতেও যেমন জ্যামে পড়তে হয় আবার ছুটির কাটিয়ে কর্মস্থলে আসতেও জ্যামে পড়তে হয়। আপনার কর্ম শুভ হোক এই কামনা করছি ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

যতই জ্যাম হোক কিংবা যতই সমস্যা হোক না কেন ভাই দেশের বাড়িতে না গেলে ঈদ কেমন জানি অপূর্ণ থেকে যায়। সুতরাং শত বাধা উপেক্ষা করে দেশের বাড়িতে যেতে হবে এটাই স্বাভাবিক।
অসাধারণ মন্তব্য করার জন্য অবিরাম ভালোবাসা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68338.18
ETH 2645.26
USDT 1.00
SBD 2.69