পরোপকারী মানুষ একটু বেশি কষ্টের সম্মুখীন হয়

in আমার বাংলা ব্লগ10 months ago

friends-1015312_1280.webp

Source

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধুদের শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকি সেই কারণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

সকলের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং। আমি আজকে আপনাদের মাঝে বলব গাড়ি মানুষ একটু বেশি সমস্যা সম্মুখীন হয় এই বিষয় নিয়ে ছোট্ট একটি ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা ধৈর্য সহকারে উপভোগ করবেন এবং চমৎকার মন্তব্য দিয়ে আমাকে উৎসাহ প্রদান করবেন।

girl-1186895_1280.jpg

Source

আমরা সকলেই জানি মানুষ মানুষের জন্য। একজন মানুষ হিসেবে যদি আরেকজন মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি তবে আমাদের প্রকৃত মানুষ হবার বাসনা সার্থক হবে।

তবে মাঝে মাঝে আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় যা সত্যি আমাদের জীবনের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। আমরা অনেক সময় মানুষকে উপকার করে থাকি । আর সেই উপকার করতে গিয়ে আমাদেরকে মাঝে মাঝেই বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়।

hand-792920_1280.webp

Source

মূলত একজন বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করতে গেলেন। সে প্রচণ্ড বিপথগামী এবং সে এখন যে অবস্থায় রয়েছে সে সময় আপনার সাহায্য তার জন্য প্রচন্ড পরিমাণে প্রয়োজন।

আপনি মানুষটাকে উদ্ধার করার জন্য কিছুটা সাহায্য করলেন এবং দেখা গেল সেই সাহায্যের কারণে তার জীবনের কিছুটা পরিবর্তন ঘটেছে। এখন বিষয় হলো এটি কি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া সম্ভব???

না! এটি কখনোই হতে পারেনা¿ . কারণ প্রত্যেকটি মানুষের একটি নির্দিষ্ট সীমানা রয়েছে এবং সেই সীমানার বাহিরে মানুষ কখনোই যেতে পারে না। একটি মানুষের যতই ধন সম্পদ থাক কিংবা যতই সামর্থ্য থাক সেই মানুষ যতটুকু সম্ভব ঠিক ততটুকুই অন্য একজন মানুষকে সাহায্য করবে এবং বিপদে গিয়ে পাশে দাঁড়াবে। তবে কখনো এটি সম্ভব নয় যে জীবনের জন্য একজন মানুষ আরেকজন মানুষকে উপকার করে যাবে কিংবা পাশে থাকবে আজীবন।

পরিস্থিতি খারাপ এবং একজন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সত্যিই ভাগ্যের ব্যাপার। তবে সেই ভালো কাজ করতে গিয়ে যদি নিজের কষ্টের স্বর্ণখের হতে হয় তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়??

অনেক অনেক কষ্টের একটি কথা। কারণ আপনি একটি মানুষকে সাহায্য করতে পারেন তবে সেই সাহায্যের ধারাবাহিকতা আজীবন ধরে রাখা সম্ভব না। কারণ প্রত্যেকটি মানুষের একটি সামর্থ্য রয়েছে এবং সেই ব্যক্তি সামর্থের বাইরে কোন কিছুই করতে পারে না। হোক সেটা পরোপকারী অন্য বিষয়।।

support-7965543_1280.webp
Source

দিনশেষে আমিও মাঝে মাঝে বেশ কিছু ব্যক্তিদের উপকার করতে চাই এবং মাঝে মাঝে আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে হয়। একজনকে উপকার করতে গেলে নিজের সমস্যা হবে এটা স্বাভাবিক। তবে সেই সমস্যা যদি নিজের জীবনের উপর চরম এবং ক্ষতিগ্রস্ত প্রভাব ফেলে তাহলে এটি সত্যিই খারাপ এবং বাজে একটা কাজ।

যে আমার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেয়ার করা কিছু কষ্টের কথা। কারণ আমিও বিপদে একজনের পাশে দাঁড়িয়ে ছিলাম এবং এখন যদি আমি তার পাশে দাঁড়ানোর বিষয়টি ধারাবাহিকভাবে চালিয়ে যাও তাহলে আমার নিজের জীবনের উপর এটি চরম ক্ষতির ক্ষতির প্রভাব ফেলছে। যা প্রতিনিয়ত আমার জীবনের উপর বিশেষভাবে প্রভাব ফেলছে এবং আমার জীবনের মোড় বিপরীত পাশে নিয়ে যাচ্ছে।

সুতরাং আমরা মানুষ এবং মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তবে সেই দায়িত্ব অবশ্যই আমাদের জীবন দিয়ে পালন করা সম্ভব না। যতটুকু সম্ভব মানুষের উপকার করতে হবে এবং মানুষের বিপদের দিনে পাশে দাঁড়াতে হবে। তবে সেই ধারাবাহিকতা যে আজীবন চালিয়ে যেতে হবে তা নয়। তবে একটি বিষয় আমিও জানি পরোপকারী মানুষ সমাজে একটু বেশি কষ্টের এবং সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তবে তারপরেও আমাদের মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সকল অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের স্বপ্নগুলো পূরণে সহযোগিতা করতে হবে।

ধৈর্য সহকারে ব্লগ পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

এরকম ঘটনা প্রায় মানুষের সাথে ঘটে থাকে। আপনি কাউকে উপকার করলে সে উপকরণের কথা মানুষ ভুলে যায় ।আপনার যখন উপকার প্রয়োজন তখন তাকে আর পাওয়া যায় না। এটাই বাস্তবতা এটাই মানুষকে চেনায় সেই বিষয় নিয়ে দারুণ লিখেছেন খুবই ভালো লাগলো পড়ে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

একদম ঠিক বলেছেন মানুষের পাশে দারালেও কখনোই নিজের ক্ষতি করে নয়।খেয়াল রাখতে হবে মানুষের বিপদে গিয়ে নিজের জিবনের উপর কতোখানি খারাপ প্রভাব পড়ে।অবশ্যই অসহায় মানুষের পাশে সবার দাড়াতে হবে কিন্তুু নিজের উপরেও খেয়াল রাখতে হবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54610.81
ETH 2293.78
USDT 1.00
SBD 2.35