ধারাবাহিকতা বজায় রাখুন। ১০% 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

1658123006-picsay.jpg

আসসালামু আলাইকুম।

হ্যালো @amarbanglablog

আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহতালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সকলে সুস্থ সুন্দর এবং ভালো থাকুন সেই কামনা করি এবং সকলে আমার জন্য দোয়া করবেন আমিও যেন আপনাদের দোয়ায় এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো থাকতে পারি। সকলের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং। আমি আজকে আপনাদের সামনে ধারাবাহিকতা শব্দটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব।

stickies-2852375__480.jpg

SRC

আমরা সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। সে সকল কাজকর্মগুলো হতে পারে আমাদের নিজেদের অথবা অন্য কোন মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে। তবে মূলত আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল কাজকর্মগুলো করে থাকি সেগুলোর সব বিষয় ই আমরা আমাদের কল্যাণের জন্য করে থাকি অথবা আমাদের সমাজ অথবা এই দেশের কল্যাণে করে থাকি। আমরা যে কোন কাজ করে থাকি না কেন সর্বপ্রথম আমাদের মাথার মধ্যে চিন্তা থাকে যে সেই কাজগুলো অবশ্যই আমাদের নিজেদের কল্যাণে কিংবা স্বার্থে করে থাকি। তবে সে সকল কাজকর্মগুলোর মধ্যে যদি ধারাবাহিকতা শব্দটি না থাকে তবে সেখান থেকে অবশ্যই আমরা কোন প্রকার সফলতা কিংবা ভালো কিছু আশা করতে পারি না।

সফলতা কথাটির সাথে আমরা সকলেই কমবেশি পরিচিত আছি। তবে এ বিষয় নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করতে একটু কষ্ট হয়ে থাকে কিংবা আমরা কখনো এ বিষয় নিয়ে চিন্তা করার চেষ্টা করি না। আসলে ধারাবাহিক শব্দটি এটাই বোঝায় যে যে কোন কাজ কিংবা যে কোন বিষয় পর্যায়ক্রমে প্রতিদিন ধারাবাহিক অর্থাৎ পর্যায়ক্রমে পড়ে যাওয়া। অর্থাৎ যে কোন কাজে একটি ধারা অনুযায়ী প্রতিনিয়ত সংঘটিত করাকে ধারাবাহিক বোঝানো হয়ে থাকে।

dog-1639436__480.jpg

SRC

jogging-3216189__480.jpg

SRC

যেমন আমি আমাদের দৈনন্দিন জীবনে ব্যায়াম করার গুরুত্ব সকলেই জানি। তবে আপনি যদি এই ব্যায়াম প্রতিদিন ধারাবাহিকভাবে করে থাকেন তাহলে অবশ্যই সেটি আপনার শরীরের জন্য অনেক অনেক ভালো। জীবনকে সুস্থ এবং সুন্দর রাখতে ব্যায়াম করার গুরুত্ব যেমন অপরিসীম তবে অবশ্যই সেই অপরিসীম জিনিসটাকে আমাদের ধারাবাহিকভাবে করে যেতে হবে। ধারাবাহিকভাবে যদি আমরা ব্যায়াম করতে পারি অবশ্যই আমরা সেখান থেকে সুস্বাস্থ্য পেতে পারি।

অপরদিকে ব্যায়াম করা ভালো আমরা সকলেই জানি। তবে আমরা যদি সেটি ধারাবাহিক পর্যায়ে না করে মাঝে মাঝে করি তবে সেখান থেকে কখনোই ভালো কিছু করা সম্ভব না।

অর্থাৎ ব্যায়াম করা আমাদের শরীরের পক্ষে উপকারী। তবে সেটি জেনে আমরা যদি একদিনে পাঁচ ঘন্টা ব্যায়াম করি এবং সপ্তাহের অন্যান্য দিনে ব্যায়াম করা ছেড়ে দিয়ে তাহলে সেটি আমাদের শরীরের পক্ষে কখনো ভালো হবে না। মোটকথা একটি কাজ যদি আমরা একদিনে অনেকগুলো না করে সেই কাজগুলো ধারাবাহিকভাবে করি তবে সেখান থেকে সফলতা অর্জন করা সম্ভব বলে আমি মনে করি।

malinois-759706__480.jpg

SRC

ধারাবাহিক কাজের গুরুত্ব সত্যি ্্অপরিসীম। একটি কাজ একদিনে অনেকগুলো না করে সে কাজ যদি ধারাবাহিকভাবে করা যায় তবে আমার মনে হয় সেটি আমাদের জীবনের জন্য বয়ে আনতে পারে চরম উন্নতি এবং সৌভাগ্য। তবে মাঝে মাঝে আমিও আমার কাজের ধারাবাহিকতা হারিয়ে ফেলি। তবে একটি বিষয় আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমরা যদি কাজের ধারাবাহিকতা একবার হারিয়ে ফেলি সেখান থেকে আমাদের উঠে আসতে অবশ্যই অনেক কষ্ট হয়। সুতরাং আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। কখনোই যেন সেটি আমাদের মাঝ থেকে হারিয়ে না যায় এবং আমরা যেন সবাই ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং সেই লক্ষ্যে আমাদের জীবন পরিচালনা করতে পারি এটাই সকলের প্রতি আমাদের প্রত্যাশা।

সকলে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যান সেই শুভ কামনায় আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে

hanukkah-6810346__480.webp

$rc

এসো শিখি.png

F.gif

https://discord.gg/VtARrTn6ht

follow.gif

20220523_124441.gif

follow.gif

20220523_124441.gif

শেয়ার করো .png

amarbanglablog.gift.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া ঠিকই বলেছেন আপনি, কাজের ধারাবাহিকতা বজায় রাখলে খুব সহজে সফলতা অর্জন করা সম্ভব। সে ক্ষেত্রে আপনি আমাদের মাঝে শারীরিক ব্যায়াম নিয়ে খুব সুন্দর বর্ণনা করেছেন। আপনার কথা খুবই যুক্তিযুক্ত। এক সপ্তাহের কাজ একদিনে জমিয়ে না রেখে প্রতিদিনের কাজ প্রতিদিন করলে কাজের চাপ অনেকটাই কম হয়। তাই ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব অপরিসীম।

 2 years ago 

আপনার পুরো পোস্টে পড়ে সত্যিই খুব ভালো লাগলো । খুব চমৎকার ভাবে কাজের ধারাবাহিকতা বজায় সম্পর্কে আপনার অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে যে কোন কাজেই সুশৃংখল, ধারাবাহিকতা বজায় রাখলে সুন্দর ভাবে সম্পূর্ণ হয় এত সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64752.70
ETH 3455.13
USDT 1.00
SBD 2.50