আমার বাংলা ব্লগ নাটক রিভিউ : পাপ

in আমার বাংলা ব্লগ19 days ago (edited)
Screenshot_20240614_142312_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশটের মাধ্যমে নেওয়া

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ পরিবারের সকল বন্ধুদের শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা যেন সব সময় সুস্থ এবং ভালো থাকি সে কারণে সৃষ্টিকর্তা কাছে প্রার্থনা করি।

আজ আমি আপনাদের মাঝে একটি চমৎকার নাটক নিয়ে উপস্থিত হয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় এটি একটি চমৎকার নাটক। বিশেষ করে পুরনো নাটক গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই আমি আজকে আপনাদের জন্য একটি পুরনো নাটক রিভিউ পাপ নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি সকলে উপভোগ করবেন এবং এটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে।

নাটকটি সম্পর্কে কিছু তথ্য
নাটকের নামপাপ
পরিচালনাহুমায়ূন আহমেদ
অভিনয়েআমিরুল হক, কমল দে , খুশরু , চ্যালেঞ্জার
সময়৪৫ মিনিট
ভাষাবাংলা
চ্যানেলচ্যানেল আই
কাহিনী সারসংক্ষেপ
Screenshot_20240614_141804_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশটের মাধ্যমে নেওয়া
Screenshot_20240614_141831_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশটের মাধ্যমে নেওয়া

নাটকের শুরুতেই আমরা চ্যালেঞ্জার ও তার পরিবারকে দেখি। চ্যালেঞ্জার এর পরিবার অনেক দুঃখ কষ্টের ভিতর দিয়ে ছোট্ট একটি পরিবারে বসবাস করছে। চ্যালেঞ্জার এর পরিবারে একটি ছোট্ট মেয়ে এবং তার একটি বউ নিয়ে চ্যালেঞ্জার এর পরিবার গঠিত। চ্যালেঞ্জার যুদ্ধের খবর শুনছিল রেডিওতে এবং পাশে তার মেয়ে বসেছিল। নাটকের শুরুতেই আমরা একটি চমৎকার দৃশ্য দেখেছি যা অত্যন্ত ভালো ছিল।

যুদ্ধের সময় সমস্ত মুক্তিযোদ্ধারা এই চ্যালেঞ্জার এর বাড়িতে বসবাস করত এবং রাতের খাবার খেতেও। মাঝে মাঝে কেউ অসুস্থ হয়ে গেলে চ্যালেঞ্জার তাকে সুস্থ করার জন্য চেষ্টা করত।

তবে একদিন রাতে চ্যালেঞ্জার এর বউ একটি আবদার করে এবং সেই কথা রাখার জন্য চ্যালেঞ্জারকে অনুরোধ করে। অবশেষে বাধ্য হয়ে জালেন তার বউয়ের কথা শোনার জন্য বলে এবং তার বউ তাকে একটি ঘরে নিয়ে যায় এবং একজন পাকিস্তানি মিলিটারিকে ঘরে খাটের নিচে লুকিয়ে রাখে এবং এই বিষয়টি দেখে চ্যালেঞ্জার অত্যন্ত আশ্চর্য হয়।

Screenshot_20240614_141844_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশটের মাধ্যমে নেওয়া

কিন্তু পরের দিন চ্যালেঞ্জার সিদ্ধান্ত নেয় ওই মিলিটারি বাহিনীকে হত্যা করবে। কিন্তু ওই মিলিটারি দলের সদস্য চ্যালেঞ্জার এর কাছে অনেক আবেদন করে এবং ক্ষমা চাই। যেহেতু চ্যালেঞ্জার ইতিপূর্বে তার বউকে কথা দিয়েছে তাই সে ওই মিলিটারি সদস্যকে হত্যা না করে বাহিরে চলে আসে।

Screenshot_20240614_141908_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশটের মাধ্যমে নেওয়া

পরের দিন রাত্রে একদল মুক্তিযোদ্ধা চ্যালেঞ্জার এর বাড়িতে আসে। বাড়িতে এসে তারা রাত্রে খাবার খাই এবং তাদের বেশ কিছু যুদ্ধের অস্ত্র সামগ্রী তাদের বাড়ির পিছে লুকিয়ে রাখে। বিষয়টি ওই পাকিস্তানি সেনা দেখে ফেলে এবং মনে মনে সে তাদেরকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে।

Screenshot_20240614_141918_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশটের মাধ্যমে নেওয়া

এলাকার চেয়ারম্যান ছিল আমিরুল হক। তবে তিনি শান্তি কমিটির সদস্য ছিলেন। চ্যালেঞ্জার আমিরুল সাহেব অর্থাৎ চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিল কিন্তু কথাটি বলার সাহস পাইনি। অবশেষে সমস্ত দিক হারিয়েছিল ওই চ্যালেঞ্জার সাহেব এবং সে বাসায় ফিরে এসেছিল।

অবশেষে চ্যালেঞ্জার সাহেব ছাড়া গ্রামের সকল মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। এদিকে মিলিটারী বাহিনী পুরো গ্রাম আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু পরিশেষে পুরো গ্রামে শুধুমাত্র ওই চ্যালেঞ্জার ও তার পরিবার ছিল এবং চেয়ারম্যান ছিল কারণ চেয়ারম্যান ছিল শান্তি কমিটির সদস্য।

Screenshot_20240614_142007_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশটের মাধ্যমে নেওয়া

পাকিস্তানি সেনা বাহিনী পুরো গ্রাম আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। তবে চ্যালেঞ্জার এর বাড়ি একটি বনের ভেতরে হওয়ার জন্য তারা তা দেখতে পায়নি এবং চ্যালেঞ্জারের পরিবার বেঁচে গিয়েছিল।

অবশেষে চারিদিকে প্রচন্ড যুদ্ধ শুরু হয়েছিল। তাই চ্যালেঞ্জার ওই পাকিস্তানি সদস্যকে রাতের আঁধারে তাদের ক্যাম্পে রেখে দিয়ে সে বাসায় ফিরে এসেছিল।

Screenshot_20240614_142032_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশটের মাধ্যমে নেওয়া

পরের দিনের ঘটনা। চ্যালেঞ্জার এর বউ ইতিপূর্বেই প্রেগন্যান্ট ছিল। অবশেষে এই যুদ্ধের ভেতরেই একজন বাচ্চা প্রসব করে। চ্যালেঞ্জার অত্যন্ত খুশি হয়েছিল এবং সে তার মেয়েকে উঠানে এসে আজান দিতে শুরু করেছিল।

এমন সময় ওই পাকিস্তানি যে সদস্যকে ছেড়ে দিয়েছিল ওই সদস্য চ্যালেঞ্জার এর বাড়ি ঘিরে ফেলেছিল। এক মুহূর্তের ভেতরেই চ্যালেঞ্জার ও তার পুরো পরিবার সকলকেই হত্যা করেছিল।

Screenshot_20240614_142043_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশটের মাধ্যমে নেওয়া

ওই সময় চ্যালেঞ্জার এর বউ রুম থেকে বের হয়ে এসেছিল এবং সে দেখেছিল তার স্বামী ও পরিবারকে শেষ করে দিয়েছে। অবশেষে পাকিস্তানি বাহিনী চ্যালেঞ্জার এর বউ সহ পুরো পরিবারকে এক নিমিষ এর ভেতরেই শেষ করে দিয়েছিল। এবং আমরা এখানে নাটকের শেষ দেখি

ব্যক্তিগত মতামত

আসলে এই নাটকটিকে একটি মুক্তিযুদ্ধ ময় নাটক বলা হয়ে থাকে। নাটকে একজন পাকিস্তান হানাদার বাহিনীকে রুমে রেখে চ্যালেঞ্জারের পরিবার সেবা-যত্ন করেছিল এবং তাকে তার ক্যাম্পে ফিরিয়ে দিয়েছিল।

কিন্তু অবশেষে ওই পাকিস্তানি সদস্য দুর্বলতার সুযোগ নিয়ে চ্যালেঞ্জারের পুরো পরিবারকে হত্যা করেছিল। আসলে অন্যায় প্রশ্রয় দিলে অর্থাৎ পাপকে প্রশ্রয় দিলে আমাদের নিজের ক্ষতি হয় এই নাটকটি সেটি শিক্ষা দেয় আমাদেরকে।

ব্যক্তিগত রেটিং

১০/৭

নাটকটির লিংক


abb.gif


Amarbanglablog Discord server link



ezgif.com-video-to-gif (6).gif

আমি

আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

kind regards

20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 19 days ago 

হুমায়ুন আহমেদ এর প্রতিটি নাটক ই দেখা অনার অনেক বড় ভক্ত আমি।ওমার পরিচালনার মধ্যে জাদু থাকে খুব সুন্দর করে উপস্থাপন করেন।আপনার রিভিউ টা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60104.15
ETH 3299.21
USDT 1.00
SBD 2.37