সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি আজকে আপনাদের মাঝে আমাদের বাস্তব জীবন এ সামঞ্জস্য বজায় রাখা নিয়ে একটি ব্লগ লেখার জন্য উপস্থিত হয়েছি। আশা করছি আজকের এই পুরো ব্লগ উপভোগ করলে জীবন সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে ্ তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা।
automotive-62827_1280.jpg

SRC
পৃথিবীতে আমরা সকলেই চাই নিজেদেরকে একটু সাজিয়ে গুছিয়ে চলার জন্য। আমরা কখনোই এটা আশা করি না যে আমাদের জীবনটা এলোমেলো হয়ে যাক কিংবা আমাদের জীবনে কোন বড় বাধা এসে আমাদের জীবনের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে যাক।

তারপরেও মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতির মোকাবেলা করতে হয় আমাদেরকে যে সকল পরিস্থিতির মাধ্যমে আমরা সত্যিই হতাশ হয়ে যায় এবং আমাদের জীবনের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়।

প্রতিনিয়ত রেললাইন যেমন সহজ এবং সরল রাস্তায় চলাচল করে আমাদের মানব জীবনের রাস্তাটাও যেন সহজ সরল এবং সোজা চলে আমরা সেই লক্ষ্যে কাজ করি। তবে হঠাৎ করেই কিভাবে যেন সরল রাস্তায় চলতে চলতে রাস্তা বাঁকা হয়ে যায় এবং আমরা বাঁকা পথে চলতে শুরু করি তা আমাদের মনের অজান্তেই ঘটে যায় এবং আমরা তা বুঝতেও পারি না।

শেষ পরিণতি হয় আমাদের জীবনের বিভিন্ন সমস্যা এবং ব্যাঘাত ঘটে যায় আমাদের জীবনের মৌলিক বিষয়বস্তুর উপরে।

mirror-6507059_1280.webp

SRC

জীবনটাকে আমরা অনেকেই সহজ ভাবে মেনে নিতে পারি আবার অনেকেই জীবন তার কাছে এতটাই কঠিন যে জীবনে বেঁচে থাকা তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।

এমনও দেখতে আসে যারা জীবনটাকে হাসি তামাশা করে পার করে দেয় আবার এমন ব্যক্তি আছে যাদের জীবনে কষ্টের মধ্যে দিয়ে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত অতিক্রম করতে হয়।

আমরা সকলে চাই আমাদের জীবনের রেলগাড়ি যেন একটি সুনির্দিষ্ট পথে সহজ সরল এবং খুব ভালোভাবে চলে। তবে কোথায় থেকে যেন বাঁকা রাস্তা চলে আসে আমাদের জীবনে এবং তখনই শুরু হয় আমাদের জীবনের বাঁকা পথে চলার দিনগুলি। মূলত আমরা কেউ কিন্তু বাঁকা পথে চলতে রাজি না।

light-bulb-503881_1280.jpg

SRC

জীবনটা অনেক বড় একটা পরীক্ষার ক্ষেত্র। আমরা সকলে জানি এই জীবনে যদি আমরা ভালো কাজ করি তাহলে পরকালের শান্তি পাবো এবং আমরা স্বর্গ লাভ করতে পারব।

অপরপক্ষে এই মানব জীবনে যদি আমরা অন্যায়ের সাথে জড়িয়ে যায় এবং সৃষ্টিকর্তার সাথে নাফরমানি করি তাহলে আমাদের পরকালে স্থান হবে জাহান্নাম।

পারোতোপক্ষে আমরা কেউ কিন্তু জাহান্নামে যেতে চাই না এবং আমরা সকলেই স্বর্গ লাভ করতে চাই। আর আমাদের সেই সর্ব লাভ করার জন্য ভালো ভালো কাজ করতে হবে এবং মাঝে মাঝে মানুষকে উপকার করা ছাড়াও মন্দ কাজগুলোকে এড়িয়ে চলতে হবে।

তবে স্বর্গ লাভ করতে গিয়ে আমরা জীবন যুদ্ধে বেশ কিছু জায়গায় পরাজিত হয়ে যায় এবং এর জন্য আমাদেরকে উল্টো পথ বেছে নিতে হয় এবং আমরা নরকে যাবার আমার মত পথ বেছে নেয়।

প্রকৃতপক্ষে এই পৃথিবীতে কোন মানুষই খারাপ না। সকলেই কোন না কোন পরিস্থিতির শিকার হয়ে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে এবং উল্টো পথ বেছে নিতে বাধ্য হচ্ছে।

সুতরাং আমি মনে করি আমাদের এই জীবন যুদ্ধে কঠোর পরিশ্রম করে হলেও নিজেদের সামঞ্জস্য বজায় রাখা উচিত এবং সঠিক পথ অবলম্বন করা উচিত। যদিও উল্টো পথে সুখ রয়েছে তবে তার পরেও আমাদেরকে সঠিক পথ অবলম্বন করাটাই উত্তম হবে বলে আমি মনে করি।

আর আমরা যদি একবার লাইনচ্যুত হয়ে পড়ি তাহলে সঠিক পথে ফেরার আর কোন উপায় থাকবেনা। সুতরাং আমাদের সর্বোপরি সঠিক পথ অবলম্বন করা উচিত এবং সঠিক পথে সত্যের সন্ধান করে মানবজীবনকে সার্থক করা উচিত।

আমরা সকলেই যেন আমাদের জীবনের রেলগাড়িকে সঠিক সরল এবং সুন্দর পথে পরিচালনা করতে পারি এই হোক আমাদের আগামী দিনের প্রত্যাশা। ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে ব্লগ পড়ার জন্য।

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43