পারদর্শিতা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

child-865116__480.webp
Original image source, copying free image from Pixabay

আসসালামু আলাইকুম
হ্যালো আমার বাংলা ব্লগ।
আশা করছি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তা আল্লাহতালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সকলেই সুস্থ সুন্দর এবং ভালো থাকুন সেই কামনা করি এবং সকলে আমার জন্য দোয়া করবেন আমিও যেন সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি। সকলের প্রতি অকৃত্রিম অবিরাম ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করে শুরু করতে যাচ্ছি আমার আজকের ব্লগিং। আমি আজকে আপনাদের সামনে সৃজনশীলতার গুরুত্ব এবং এর প্রভাব আমাদের জীবনের উপর কিভাবে পড়ে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। পুরো বিষয়টি জানতে এবং বিষয়টি সম্পর্কে কিছু ধারনা পেতে সম্পূর্ণ ব্লগ করার অনুরোধ রইলো।

দক্ষতা বা সৃজনশীলতা শব্দটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত আছি। যদিও শব্দটি আমরা সকলেই পড়তে পারি কিন্তু মনে হয় অবগত হওয়ার মতো কিংবা বিষয়টি বুঝতে দক্ষতা আমাদের নাই। অর্থাৎ শব্দটি বোঝার মত ক্ষমতা আমাদের সকলের নাই।

বিশেষ করে আপনি যদি দক্ষতা কিংবা দক্ষতা প্রমাণ দিতে চান তাহলে আপনার অবশ্যই উচিত হবে আপনি যে বিষয়ে দক্ষ কিংবা সৃজনশীল সেই বিষয়ে উপর আপনার মিশন চালিয়ে যাওয়া। একটি মানুষ সব দিক দিয়ে দক্ষতা কিংবা পারদর্শী হতে পারে না। এক এক মানুষ এক এক বিষয়ে দক্ষ এবং পারদর্শী হয়ে থাকে। তবে আপনি যে বিষয়ে দক্ষ কিংবা যে বিষয়ে খুব বেশি ভালো জানেন আপনার উচিত হবে সেই বিষয় নিয়ে আপনার আগামী মিশন চালিয়ে যাওয়া।

দক্ষতা এমন একটি শিল্প যেখানে আপনি আপনার সুউচ্চ মানের মর্যাদা নিষেধ করতে পারেন। আপনার দক্ষতা এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে সমাজের অনেক চমৎকার কাজগুলো করতে পারেন এবং অসাধারণ কাজগুলো করতে সক্ষম।

আপনি যদি আপনার পারদর্শিতা দেখাতে চান তাহলে আপনি যে বিষয়ে খুব পরিমাণে দক্ষ সেই বিষয়ে আপনাকে দক্ষতা কিংবা পারদর্শিতা দেখাতে হবে । সৃষ্টিকর্তা আপনাকে যে বিষয়ে দক্ষ করেছে আপনার অবশ্যই উচিত হবে জীবনকে আরো একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই বিষয়ের উপর কার্যক্রম চালিয়ে যাওয়া।

আমরা প্রতিনিয়ত একটি বিষয় বড় ভুল করে থাকি আর তা হল না জানার বিষয়ের উপর আমাদের আগ্রহটা খুব বেশি। যদিও অজানা বিষয় জানাটা খুবই জরুরী তবে আপনার দক্ষতার উপর টেক্কা দেওয়া এবং সেই বিষয়ের উপর জানাটা খুব বেশি জরুরী না ্্।।। অর্থাৎ আপনি অন্যান্য সকল বিষয় সম্পর্কে জ্ঞান আহরণ করেন এটা খুব স্বাভাবিক বিষয়। তবে আপনার সেই জ্ঞান আহরণের বিষয়টি যেন আপনার দক্ষতার উপর টেক্কা না দেয় সেদিকে নজর রাখা খুবই জরুরী একটি বিষয়।

আর আপনি যদি সঠিক এবং সুন্দরভাবে আপনার জীবনকে শক্তিশালী এবং দক্ষতা করে গড়ে তুলতে চান তাহলে আপনার অবশ্যই উচিত হবে আপনার পারদর্শিতার ওপর কার্যক্রম বিশেষভাবে চালিয়ে যাওয়া। যার মাধ্যমে আপনি অবশ্যই আপনার দক্ষতা কি কাজে লাগিয়ে অনেক বড় মাপের একটা কিছু করতে সক্ষম হবেন।

children-593313__480.jpg
Original copyright free image source Pixabay

সক্ষমতা একটা খুবই বড় জিনিস। সৃষ্টিকর্তা এক এক মানুষকে এক এক রকমের সক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তবে আপনি যদি আপনার জীবনকে উন্নত করতে চান উচিত আপনার হবে আর তা হল আপনার সঠিক সৃজনশীলতা প্রকাশ করা। সঠিক সৃজনশীলতা প্রকাশ করার মাধ্যম দিয়ে আপনি যেকোনো কাজ খুব সুন্দর এবং নিখুঁতভাবে করতে পারেন র। হয়তো আপনি যে কাজটি এখন নিখুঁতভাবে করতে পারছেন সে কাজটি অন্য কেউ আপনার মত চমৎকার করে করতে পারবে না।

অর্থাৎ সকলের মধ্যে আপনার মত কাজ করার সক্ষমতা হয়তো নাই। সুতরাং এই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনার সৃজনশীলতা বৃদ্ধি করার মাধ্যম দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আপনার এই সামনের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র অনুপ্রেরণা হতে পারে আপনার সেই দক্ষতা কিংবা কাজের প্রতি সৃজনশীলতা।

সুতরাং সকলেই কাজের প্রতি এবং আপনি যে বিষয় দক্ষ সেই বিষয়ের প্রতি কার্যক্রম চালিয়ে জীবনের সর্বোচ্চ ভালোটা আয়ত্ত করার চেষ্টা করুন এটাই রইল সকলের প্রতি প্রত্যাশা।

ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। বানিয়েছিস সাথে থাকার জন্য আমার বাংলা ব্লগের।

চাইলে আমার বাংলা ব্লগের উইটনেস ভোট এই সুপ্রিয়ভাবে অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন।

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

support Bangla.wit

click here for vote bangla.witness

Sort:  
 2 years ago 

আসলেই আমরা বাঙালি মানুষ এমন আমরা যেগুলো জানি বা পারি সেগুলোর বেশি গুরুত্ব দেয় না। আর অন্যরা যেগুলো পারে সেদিকে আমরা হিংসায় জড়িয়ে পড়ে। যার জন্য আমাদের উন্নতি খুব কম কিন্তু নিজে নিজের অবস্থান থেকে যদি উন্নতির চেষ্টা করি আর সেই বিষয়ে প্রচেষ্টা থাকে তাহলে উন্নতি অবধারিত। আর যাই হোক বেশ ভালো লেগেছে আমার সুন্দর পরামর্শমূলক পোস্ট পড়ে।

 2 years ago 

আসলে মূল বিষয়টা হলো আমরা যে বিষয়ে পারদর্শী সেই বিষয়টা নিয়ে আমাদের কাজ করা উচিত এবং দক্ষতা দেখানো উচিত। অবশ্যই যে বিষয়ে জ্ঞান-অল্প সে বিষয়ে জানা প্রয়োজন তবে খুব বেশি জানার প্রয়োজন নাই যে বিষয়ে আমরা যতোটুকু দক্ষ সেই বিষয়ের থেকে বেশি।

ধন্যবাদ গঠনমূলক মন্তব্য দেওয়ার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 64432.28
ETH 2648.26
USDT 1.00
SBD 2.78