নাটক রিভিউ : অভিলাষ

in আমার বাংলা ব্লগ5 months ago
Screenshot_20240222_120946_YouTube.jpg
স্ক্রিনশট ইউটিউব থেকে

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমি আজকে আপনাদের মাঝে বাংলাদেশের সেরা অভিনেতা মুসফিক আর ফারহানের অভিলাস নাটকের রিভিউ করার জন্য উপস্থিত হলাম। সকলেই উপভোগ করতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে।

নাটকটি সম্পর্কে কিছু তথ্য
নাটকের নামঅভিলাষ
পরিচালনামাহমুদ মাহি
অভিনয়েমুশফিক আর ফারহান ও সামির খান মাহি
সময়৪১ মিনিট
ভাষাবাংলা
চ্যানেলhi চ্যানেল পরিচালিত
কাহিনী সারসংক্ষেপ
Screenshot_20240222_121007_YouTube.jpg
স্ক্রিনশট ইউটিউব থেকে

নাটকের শুরুতেই মাহি একটি সুপার শপ এ চাকরি করে। এবং মুশফিক আর ফারহান হল মাহির বয়ফ্রেন্ড। মুশফিক মাহি কে দেখার জন্য সুপার শপে গিয়েছিল এবং সেখানে গিয়ে সেই লুকিয়ে লুকিয়ে দেখা।

এমন সময় হঠাৎ করে সেখানে তাদের সুপার শপ এর ম্যানেজার চলে এসেছিল এবং তখন ফারহান লুকিয়ে ছিল।

সেখান থেকে ফারহান ও মাহি বাসায় ফিরছিল এবং মাহিকে ড্রপ করে ফারহান যখন বাসায় ফিরছিল তখন রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। ফারহান সেখানে দৌড়ে যায় এবং দৌড়ে গিয়ে লোকটিকে বাঁচাতে গিয়ে সে একটি টাকার ব্যাগ করে পেয়েছিল এবং সে ব্যাগ নিয়ে বাসায় ফিরে গিয়েছিল এবং মাহিকে বিষয়টি অবগত করেছিল।

অবশেষে মাহি টাকাগুলো পেয়ে বেশ খুশি হয়েছিল এবং সেখানে মোট ২৫ লক্ষ টাকা ছিল।

Screenshot_20240222_121030_YouTube.jpg
স্ক্রিনশট ইউটিউব থেকে

টাকাগুলো পাওয়ার পর মাহি এবং ফারহান বেশ খুশি ছিল। তারা একটি নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছিল এবং মাহি এবং ফারহান সেখানে থাকতে শুরু করেছিল।

কিন্তু ফারহানের মনের ভেতরে সব সময় ভয় কাজ করছিল এবং টাকাগুলো যে অবৈধ এবং এগুলো যার টাকা তাকে ফিরিয়ে দেওয়ার চিন্তা করছিল।

তবে মাহি সে বিষয়ে কখনোই রাজি ছিল না এবং সে টাকাগুলো আত্মসাৎ করতে চেয়েছিল। কিন্তু ফারহান সেই টাকাগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ স্বপ্ন দেখেছিল এবং সে মাঝে মাঝে চিন্তা করছিল টাকাগুলো ঠিকানা খুঁজে কিংবা পুলিশের সাহায্য নিয়ে পৌঁছে দেবে
কিন্তু তা সম্ভব হলো না এবং মাহির টাকাগুলো আত্মসাৎ করার চেষ্টা করল।

Screenshot_20240222_121101_YouTube.jpg
স্ক্রিনশট ইউটিউব থেকে

বেশ কিছুদিন গেল মাহি এবং ফারহান ইতি পূর্বেই তাদের চমৎকার সুখের সংসার সাজিয়েছে। প্রতিনিয়ত তারা সুখে দিন পার করছে কিন্তু ফারহানের মনের ভেতরে একটা দুশ্চিন্তা কাজ করছে এবং টাকাগুলো মানুষের সে টাকাগুলো তাদেরকে ফেরত দিতে হবে এ বিষয়ে ফারহান প্রতিনিয়ত দুশ্চিন্তা করছিল।

এক পর্যায়ে শেষের সুখের সংসারে আগুন লেগে গেল এবং মাহি টাকাগুলো সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করল। কিন্তু মাহিকে যখন তার সিদ্ধান্ত জানিয়ে দিল তখন মাহি ফারহানকে ছেড়ে তার অফিস ম্যানেজারকে বিষয়টা অবগত করলো এবং মাহি নিজের ইচ্ছায় কিডন্যাপ হলো।

অবশেষে ফারহানের কাছে মাহির জন্য ২৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। ফারহান কোন উপায় খুঁজে না পেয়ে 25 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে এসেছিল এবং মাহিকে আনতে গিয়ে মাহি সমস্ত বিষয় ফারহানকে খুলে বলেছিল এবং ফারহান নিরুপায় হয়ে বাসায় ফিরে এসেছিল।

Screenshot_20240222_121124_YouTube.jpg
স্ক্রিনশট ইউটিউব থেকে

এরপর ফারহান পুলিশের সহায়তা নিয়েছিল এবং তাদের গাড়ি পথের মধ্যে চেক পোস্ট করে মাহি এবং মাহির অফিসের ম্যানেজারকে পুলিশ গ্রেফতার করেছিল।

সর্বশেষ আমরা যে ঘটনা দেখেছি আর তা হলো ফারহান এবং পুলিশ ঠিকানা খুঁজে বের করেছিল এবং 25 লক্ষ টাকা যে মানুষ হারিয়েছিল তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছিল

মূলত ওই টাকাটা ছিল একজন অসহায় শিশুর ক্যান্সারের চিকিৎসা করার টাকা। ফারহান ও পুলিশ যখন প্রকৃত মালিকের কাছে টাকা গুলো ফিরিয়ে দিয়েছিল তখন শিশুর মাথা নিয়েছিল টাকাগুলো না পেলে হয়তো শিশুটি মারা যেত।

অবশেষে নাটকের সমাপ্তি এখানেই হয়েছিল।

ব্যক্তিগত মতামত

মূলত এটি একটি সামাজিক নাটক। আপনি যদি আপনার মনের মূল্যবোধ তৈরি করতে চান তাহলে আমি মনে করি অবশ্যই আপনাকে নাটকটি দেখা উচিত। কারণ নাটকটি দেখার মাধ্যমে আপনার মনের মূল্যবোধ তৈরি হবে এবং আপনি একজন মানুষের মত মানুষ হতে পারবেন।

বিশেষ করে সব সময় আমরা কিভাবে সৎ থাকবো এবং অন্যের কোন কিছু আত্মসাৎ করবো না চরম নাটকের প্রধান বৈশিষ্ট্য ছিল এটা।

নাটকটি থেকে শিক্ষা

মূলত আমরা মাঝে মাঝে আমাদের চলার পথে বিভিন্ন সময় মানুষের বিভিন্ন জিনিস খুঁজে পাই। তবে এ নাটকটি দেখলে আপনি একটা শিক্ষায় শিক্ষিত হতে পারবেন আর তা হল কখনোই মানুষের কোন কিছু আত্মসাৎ করে সুখে থাকা যায় না। সব সময় মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করে এবং আপনি কখনোই অন্যের জিনিস আত্মসাৎ করে সুখী থাকতে পারবেন না এটাই ছিল নাটকের প্রধান শিক্ষা।

নাটকটির লিংক



abb.gif


Amarbanglablog Discord server link



ezgif.com-video-to-gif (6).gif

আমি

আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

kind regards

20221105_225033.jpg

@steem-for-future

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 5 months ago 

অভিলাষ নাটকটি আমি দেখেছি। নাটক টি ভীষণ সুন্দর এবং শিক্ষানীয় বিষয় আছে অনেক। সামির খান মাহি ফারহানের সঙ্গে অভিনয় করে কিন্তু পরবর্তীতে তারা পুলিশের কাছে ধরা পড়ে যায়। আপনার নাটক রিভিউ পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া ।

 5 months ago 

ফারহানের নাটকগুলো বেশ চমৎকার হয়ে থাকে। আমি মাঝেমধ্যে চেষ্টা করি এর নাটক গুলো দেখার জন্য। বেশ সুন্দর হয়েছে আপনারা রিভিউ করা আজকের এই নাটকটা। আশা করব এভাবে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর নাটক রিভিউ করবেন।

 5 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। যদিও এই নাটক দেখা হয়নি তবে রিভিউ পড়ে বুঝতে পারলাম এর গল্প খুবই সুন্দর। আমিও আজ একটি নাটক রিভিউ দিয়েছি। আমার কাছে নাটক দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43