যেকোনো বাজে অভ্যাস এ আসক্ত হওয়া থেকে দূরে থাকাটাই শ্রেষ্ঠ

in আমার বাংলা ব্লগ6 months ago

rules-1752625_1280.png
SRC
আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহতালার অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকি সে কারণে সৃষ্টিকর্তার কাছে রইল প্রার্থনা।

প্রতিনিয়ত আমরা আমাদের অভ্যাসগুলোকে জীবনের প্রধান হিসেবে নির্বাচন করার ফলে আমাদের জীবন মাঝে মাঝে বেশ এলোমেলো হয়ে যায়। বিশেষ করে আমাদের সমস্ত প্ল্যান ঠিক থাকার পরেও এলোমেলো জীবন যাপনের ফলে আমাদের জীবনটা পরিপূর্ণতা পায় না এবং আমরা জীবনের পরিপূর্ণ সৌন্দর্য অর্জন করতে পারি না।

butterflies-358752_1280.webp

SRC

মূলত লাইফস্টাইলটা এমন একটি বিষয় যা আমাদের প্রতিনিয়ত সুন্দর কিছু নিদর্শন করে। সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তার এই চমৎকার পৃথিবী উপভোগ করার জন্য এবং আমরা যেন জীবনটাকে আনন্দময় করে উপভোগ করতে পারি এজন্য এবং তার ইবাদত করার জন্য। তবে মাঝে মাঝে কোথায় থেকে যেন বাজে অভ্যাসগুলো আমাদেরকে আসক্ত করে ফেলে এবং আমরা কিভাবে আসক্ত হয়ে যাই তা আমাদের জ্ঞানের বাইরে থাকে।

যদিও আমরা একজন সচেতন নাগরিক কিন্তু তারপরেও আসক্ত নামক শব্দটা যেন আমাদের জীবনের সমস্ত স্বপ্নগুলো এবং ভালো ভালো কাজগুলো থেকে বিরত রাখে আমাদেরকে।

মূলত আমাদের পাঠ্য জীবনে আমরা প্রতিনিয়ত ভালো কিছু শিখতে চাই এবং ভালো কিছু অভ্যাস গড়ে তুলতে চাই ‍‌

smoking-4271096_1280.webp

SRC

তবে মাঝে মাঝে কোথায় থেকে যেন খারাপ অভ্যাসগুলো আমাদেরকে আঁকড়ে ধরে এবং সমস্ত ভালো কাজগুলো করা থেকে আমাদেরকে বিরত রাখে।

এমনকি আমি নিজেও প্রতিনিয়ত চেষ্টা করি আশেপাশের মানুষগুলোকে সাহায্য করা ছাড়াও পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার এবং আশেপাশের মানুষগুলোকে সবসময় সুন্দর ব্যবহার উপহার দেব। তবে মাঝে মাঝে কোথায় থেকে জানো উগ্র চিন্তাভাবনা মাথার ভেতরে জমা হয় এবং সমস্ত কার্যক্রম এক নিমিষেই ভেঙে দেয়।

আসলে খারাপ অভ্যাস আমাদের জীবনটাকে এতটাই অভ্যস্ত করে ফেলেছে যে আমরা চাইলেও এখান থেকে আর বেরিয়ে আসতে পারি না। যেকোনো একটি বিষয়কে সবসময় আমরা নেগেটিভ ভাবে নিয়ে থাকি এবং সেই নেগেটিভ চিন্তাধারা থেকে আমাদের মানসিকতা পরিবর্তন হয়ে যায়।

তাছাড়াও যখন আমরা ওই নেগেটিভ মানসিকতার প্রতি আসক্ত হয়ে যায় তখন বিষয়টি যদিও পজেটিভ তবে তারপরে আমরা আর বিষয়টি মেনে নিতে পারি না এবং আমাদের ভ্রান্ত ধারণা সেখান থেকে সম্পর্ক কিংবা যেকোনো বিষয়ে ফাটল সৃষ্টি করে।

আসলে এগুলো আমাদের জীবনে অত্যন্ত বাজে অভ্যাস এবং এগুলো অবশ্যই আমাদের পরিহার করা উচিত।

health-4861815_1280.jpg
SRC

আমাদের বাস্তব জীবনে প্রতি নিয়ত সমাজবদ্ধ হয়ে আমরা মানুষের সঙ্গে একে অপরের বসবাস করি। বসবাস করার ক্ষেত্রে মাঝে মাঝে আমরা এতটাই খারাপ অভ্যাসের পরিণত হয়ে যায় এবং যার ফলে সমস্ত বিষয়গুলো আমাদের মাথার ভেতরে নেগেটিভ চিন্তাধারা তৈরি করে।

অবশ্যই আমাদের নেগেটিভ চিন্তাধারা পরিহার করতে হবে এবং এরপর আমাদেরকে সমস্ত বিষয়ে পজেটিভ বিষয়গুলো ভাবতে হবে। আমি মনে করি এই নেগেটিভ চিন্তাধারা এবং ফালতু বিষয়গুলো আমাদের জীবনের প্রতি বেশ আসক্ত করে ফেলেছে এবং এ কারণে আমাদের সুন্দর জীবনটা আমরা উপভোগ করতে পারছি না।

তাই আমাদের সকলের উচিত জীবনের সমস্ত নেগেটিভ বিষয়গুলোকে উপেক্ষা করা এবং আমরা এখান থেকে যেন বের হয়ে আসতে পারি এবং সুন্দর একটি জীবন উপভোগ করতে পারে এটাই আমাদের কামনা।

আশা করছি আজকের ব্লগ আপনারা উপভোগ করেছেন। পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। তবে এখানেই শেষ নয়, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ সুন্দর এবং ভালো থাকুন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন, আমিন

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60589.35
ETH 2628.62
USDT 1.00
SBD 2.53