পরিস্থিতি মোকাবেলা করা আমাদের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়

in আমার বাংলা ব্লগ9 months ago

flatfoot-76564_1280.jpg
Pixabay

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ ও স্টিমিয়ান বন্ধুদের শুভেচ্ছা। আমি আশাবাদী সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং সৃষ্টিকর্তা আল্লাহতালার অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি।

ইতিপূর্বেই আমার পোষ্টের টাইটেল দেখে বুঝতে পারছেন আমি আজকে আপনাদের মাঝে আমাদের জীবনের খারাপ সময় এবং মন্দ সময়গুলোকে উপেক্ষা করা নিয়ে একটি ব্লগ লেখার জন্য উপস্থিত হয়েছি। আমার সঠিক স্মরণ নাই তবে আমি পূর্বেও এই বিষয় নিয়ে একটি পোস্ট লিখেছিলাম এবং তখন আমি শুধুমাত্র মন্দ সময় উপেক্ষা করা নিয়ে পোস্ট শেয়ার করেছি।

তবে বর্তমানে জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি আজকে আপনাদের মাঝে আরো একটি ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব যেখানে সংযুক্ত করা হয়েছে জীবনে ভালো এবং মন্দ পরিস্থিতি মোকাবেলা নিয়ে।

flat-tire-76563_1280.jpg

Pixabay

যেহেতু আমাদের জীবন ভালো এবং মন্দ নিয়ে গঠিত তাই সব সময় আমাদেরকে সেই ভালো এবং মন্দ সময় গুলো উপেক্ষা করে চলতে হবে। আমাদের জীবনে প্রতিনিয়তই আমরা ভালো সময় গুলো উপভোগ করি এবং সৃষ্টিকর্তা আমাদেরকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে মন্দ সময় দিয়ে থাকেন।

পরিস্থিতি মাঝে মাঝে খারাপ হয় এবং মাঝে মাঝে ভালো হয। আপনার জীবনে সর্বোচ্চ 20 শতাংশ সময় খারাপ যেতে পারে এবং এর জন্য আপনাকে অবশ্যই হতাশ হওয়া চলবে না। যখন জীবনে মন্দ সময় আসবে তখন যদি আপনি তা উপেক্ষা করতে পারেন এবং তা মোকাবেলা করতে পারেন তাহলে আপনি একজন সঠিক শক্তিশালী এবং বুদ্ধিমান মানুষের পরিচয় দিবেন।

boxing-5288635_1280.jpg

Pixabay

আমাদের জীবনে সৃষ্টিকর্তা বেশিরভাগ সময় সুখে দান করেছেন। তবে মাঝে মাঝে যখন তিনি আমাদেরকে পরীক্ষা করার জন্য মন্দ সময় দিয়ে থাকেন আমরা অনেকে আছি হতাশ হয়ে পড়ে এবং ভেঙে পরি।

আসলে হতাশ হওয়া কিংবা ভেঙ্গে পড়া সঠিক সমাধান কখনোই হতে পারে না। আপনি যদি মন্দ সময় গুলোকে উপেক্ষা করতে পারেন এবং এর উপযুক্ত ঔষধ প্রয়োগ করতে পারেন অর্থাৎ যথাযথ ব্যবস্থা নিতে পারেন তাহলে আপনার জীবনে কষ্টের পরেই সুখের দেখা মিলবে।

একটি কথা সবসময় মনে রাখা ভালো যে অন্ধকার আছে বলেই আলোর এত কদর।

অর্থাৎ জীবনে দুঃখ কষ্ট এবং খারাপ পরিস্থিতি আপনাকে ঘিরে ফেলবে এবং আপনার অবশ্যই উচিত হবে বুদ্ধিমানের মত খারাপ সময় গুলোকে উপেক্ষা করে অবশ্যই তা মোকাবেলা করা এবং নিজের জীবনকে আরো উন্নত করতে হাল ছেড়ে না দেওয়া।

man-1069219_1280.jpg

Pixabay

আপনি যদি প্রকৃত বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই উচিত যে কোন পরিস্থিতিকে নিজেকে সামলে নেওয়া। খারাপ সময় আসলে যে আপনি ভেঙ্গে পড়বেন কিংবা সবকিছু হাল ছেড়ে দিয়ে বসে থাকবেন তাহলে কখনোই সেই সমস্যার সমাধান হবে না কিংবা আপনি সেই সমস্যা মোকাবেলা করতে পারবেন না।

যখন কোন খারাপ পরিস্থিতি আপনাকে ঘিরে ফেলে ঠান্ডা মাথায় চিন্তা করুন এবং কিভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করা যায় অবশ্যই সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। আপনি যদি মন্দ পরিস্থিতিতে মাথা গরম করেন এবং খুব দ্রুততা সমাধানের চেষ্টা করেন তাহলে কখনোই সেই সমস্যা সমাধান করতে পারবেন না এবং আপনার অন্ধকার দূর করতে পারবেন না। জীবন থেকে মন্দ সময় নামক অভিজ্ঞতা চিরতরে মুছে ফেলা কখনোই সম্ভব না। তবে মাঝে মাঝে আমরা যদি চেষ্টা করি তাহলে খুব সহজেই সেই সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারি এবং যদি মন্দ সময় জীবনে চলে আসে এবং খারাপ পরিস্থিতি আমাদেরকে ঘিরে ফেলে তাহলে আমরা সেই পরিস্থিতিকে দূর করতে পারি।

Pixabay
যেহেতু আমাদের জীবন ভালো এবং মন্দ পরিস্থিতি নিয়ে গঠিত সুতরাং সে ক্ষেত্রে আমাদের অবশ্যই জীবনের বন্ধ পরিস্থিতি গুলোকে উপেক্ষা করতে হবে। যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বন্ধু-বান্ধব অথবা যার কাছে শেয়ার করা যায় সমস্যাগুলো তাদের কাছে শেয়ার করে অবশ্যই সে সকল সমস্যাগুলো সমাধান করা সম্ভব।

আপনি যদি পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং কঠোর সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তবে আপনি প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি। আর আমি মনে করি যে ব্যক্তি বিপদের সময় ধৈর্য হারা না হয়ে শান্ত মনে নিজেকে পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি করে সৃষ্টিকর্তা অবশ্যই তার জন্য সমস্ত সমস্যা দূর করে দেন এবং তাকে আলোর পথ দেখান।

সুতরাং আমি চাই সৃষ্টিকর্তা যেন বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং আমরা যেন সকল খারাপ পরিস্থিতি মোকাবেলা করতে পারি। সকলে যেন পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে সুন্দর একটা পৃথিবী উপভোগ করতে পারি। সুন্দর হোক আমাদের প্রতিটি মানুষের জীবন এবং প্রতিটি পরিবার।

ধৈর্য সহকারী সময় দিয়ে ব্লগ পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Sort:  
 9 months ago 

পরিস্থিতি যেমনই হোক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে ধৈর্য ধারণের মাধ্যমে মোকাবেলা করতেই হবে। ধৈর্য ধরে মোকাবেলা করতে পারলে সফলতা আসবে এটাই প্রকৃত সত্য। পরিস্থিতি খারাপ হলে ভেঙ্গে পড়লে কখনো সফলতা আসবে না। ‌ বুদ্ধিমত্তা সহকারে পরিস্থিত নিয়ন্ত্রণ করাটাই উত্তম। পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে। মূলত চমৎকার এই মন্তব্যের মাধ্যমে আমি অনুপ্রাণিত। সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

 9 months ago 

একদমই ঠিক কথা বলেছেন ভাইয়া।সৃষ্টিকর্তা আমাদের ভালো সময় দিয়েছে কিন্তুু মাঝে মাখে পরিক্ষা করার জন্য খারাপ সময়ের সমমুখীন করে থাকেন।তাই খারাপ সময়ে সত্যি আমাদের হতাস হওয়া ঠিক নয় এবং ধৈর্য ধারন করে খারাপ সময়কে মোকাবেলা করার উচিত।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59032.15
ETH 2518.27
USDT 1.00
SBD 2.46