অতিরিক্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

business-19156__480 (1).jpg

Free image Source Pixabay

আসসালামু আলাইকুম

হ্যালো আমার বাংলা ব্লগ। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ব্লগিং। আমি আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়ে গেলাম।
বিশেষ করে আমাদের জীবনের খুবই কমন একটি শব্দ আর তা হল অতিরিক্ত

এই অতিরিক্ত শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত। বিশেষ করে রান্না করতে গেলে যদি তরকারিতে অতিরিক্ত লবণ দেওয়া হয় তবে সেই সরকারি কখনোই খাওয়া সম্ভব হয়নি।

ক্লাসরুমে আপনি যদি অতিরিক্ত কথা বলেন তাহলে ক্লাস টিচার আপনাকে বাঁচাল বলে অভিহিত করে। এবং সেই স্যারের উক্তি শুনে সকলেই হাসাহাসি করে।

অতিরিক্ত গতিতে আপনি যদি বাইক চালিয়ে আপনার গন্তব্য স্থানে যাবার চেষ্টা করেন হয়তো যেকোনো বাধা কিংবা দুর্ঘটনা বসত আপনি আপনার প্রাণ হারিয়ে ফেলতে পারেন।

অতিরিক্ত লোভ করার কারণে হয়তো আপনি আপনার জীবনসহ সর্বস্ব হারিয়ে ফেলতে পারেন।

তাছাড়াও আপনি কথার মাঝে যদি অতিরিক্ত কথা বলেন তাহলে সামান্যতম মিসটেক হয়ে যেতে পারে এবং আপনি বড় কোন বিপদের সম্মুখীন হতে পারেন । এমনকি এই অতিরিক্ত কথা বলার জন্য আপনার সামান্য মিসটেক হতে পারে আপনার ক্যারিয়ার এর ওপর বিশাল আঘাত আনতে পারে।
। আপনার ক্যারিয়ারকে নষ্ট করে ফেলতে এই ছোট্ট একটি মিসটেক ই যথেষ্ট ্্।

আমরা সামাজিক জীব । সমাজে বসবাস করা আমাদের স্বাভাবিক স্বভাব এবং আমরা সমাজে বসবাস করার মাধ্যম দিয়েই আমাদের নিজের জীবনকে এবং জীবিকা নির্বাহ করে থাকি।
। তবে এই আমাদের জীবিকা নির্বাহ করতে গিয়ে আমরা মাঝে মাঝে এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের কাছে সত্যি বেমানান। অথবা অতিরিক্ত কিছু করে ফেলি যেগুলো আমাদের অপমান হবার কারণ হয়ে দাঁড়ায়।

আসলে এই সমাজে কিংবা এই বহির্বিশ্বে যদি আপনি সুন্দরভাবে বেঁচে থাকতে চান তাহলে অতিরিক্ত শব্দটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আসলে অতিরিক্ত কোন কিছুই ভালো না।

আমি উপরে বেশ কিছু উদাহরণ দিয়েছি যেগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে যায়। বিশেষ করে কথা বলার সময় আমরা অতিরিক্ত কথা বলি এবং নিজেদেরকে বিশেষভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করে থাকি। চেষ্টা করে থাকি যে আমরা অনেক বড় জ্ঞানী কিংবা আমরা অনেক কিছু জানি!!??

তবে বিষয়টি পুরোপুরি কেমন না।

আপনি যতটুকু জানেন ঠিক ততটুকু নিয়েই বলার চেষ্টা করুন। অতিরিক্ত যদি কিছু বাড়িয়ে বলতে যান তাহলে সামান্য ভুল হতে পারে। আর এই সামান্য ভুলের কারণে আপনি হয়তো সমাজের মানুষের কাছে কিংবা আপনার পরিবারের কাছে লজ্জিত হতে পারেন।

তাছাড়া আমি উপরে বাইক রাইডিং এর গতি বিষয়ে একটি তথ্য দিয়েছি ্্। যেখানে আপনি যদি আপনার অতিরিক্ত গতি বৃদ্ধি করেন কিংবা আপনার সাধ্যের বাইরে গতির দিয়ে বাইক রাইডিং করেন তাহলে হয়তোবা সেখানে থেকে কোন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে যায়।
। অর্থাৎ যে কোন সময় আপনি দুর্ঘটনা ঘটাতে পারেন কিংবা আপনি আপনার জীবন পর্যন্ত হারাতে পারেন। অর্থাৎ এখানেও অতিরিক্ত শব্দটি খুবই তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ।

এমন হাজারো বিষয় রয়েছে আমাদের মাঝে যেগুলো মাঝে মাঝে আমাদের জীবনের উপর অতীব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সুতরাং আমাদের সেক্ষেত্রে প্রত্যেকের উচিত অতিরিক্ত কোন কিছু এড়িয়ে চলা। শব্দটি যদিও অনেক ছোট তবে এর অর্থ বিশাল বহন করে।

man-2604149__480.jpg
Free image source Pixabay

মনে করুন আপনি মাথায় করে 30 কেজি ওজন বহন করতে পারেন। তবে আপনি সম্মান অর্জন অথবা মানুষ দেখানোর জন্য কিংবা নিজের ক্ষমতা দেখানোর জন্য সেখানে ৩৫ থেকে ৪০ কেজি ওজন বহন করার চেষ্টা করছেন। অর্থাৎ এখানে আপনি ৫ থেকে ১০ কেজি ওজন অতিরিক্ত বহন করার চেষ্টা করছেন।

তবে এখান থেকে আপনার একটি প্রতিক্রিয়া দেখাতে পারে। হয়তো সেই পাঁচ কেজি কিংবা ১০ কেজি ওজন অতিরিক্ত নেওয়ার কারণে আপনার ঘাড় ভেঙে যেতে পারে কিংবা আপনার মাথায় যে কোন সমস্যা কিংবা দুর্ঘটনা ঘটতে পারে। অথবা অপরদিকে পজেটিভ ভাবে বিষয়টি যদি নেওয়া যায় যদিও আপনি সেই কাঙ্ক্ষিত মানের বোঝা ৪০ কেজি বহন করতে সক্ষম হতে পারেন তারপরেও আপনার শরীরের কিংবা মাথার ঝুঁকির সম্ভাবনা থেকে থাকে।

অর্থাৎ প্রতিনিয়ত একটানা একটা ঝুঁকি আপনার মাঝে থেকে থাকে যদি আপনি অতিরিক্ত বোঝা বহন করতে চান। তবে সে ক্ষেত্রে আমি মনে করি আপনি প্রতিনিয়ত আপনার সাধ্যমত চেষ্টা করে যান সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।।

কখনোই অতিরিক্ত কোন কিছু করতে যাওয়া ঠিক না ্্। এমনকি আপনার প্রচন্ড পেটে ক্ষুধা লাগার কারণে যদি আপনি অতিরিক্ত খাবার খেয়ে থাকেন তবে সেটিও আমাদের জন্য খুব একটা উপকারী বলে মনে করি না আমি। আপনি সামান্য খাবার খেয়ে যতটুকু সুস্থ থাকতে পারেন অতিরিক্ত খাবার গ্রহণের ফলে আপনার স্টমাক এর মনোযোগ দেখা দিবে এবং আপনি অসুস্থ হয়ে পড়বেন।

সুতরাং সে ক্ষেত্রে খাবার বোঝ া তরকারিতে লবণ কিংবা অতিরিক্ত গতিতে বাইক রাইডিং সহ বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমরা অতিরিক্ত করে ফেলি। অযথাই কথা বলে নিজের মান বাড়াতে গিয়ে নিজেকে আরো মানুষের সামনে লজ্জিত করে ফেলি। ক্ষতি করে ফেলি আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কে ্্।

সুতরাং সেক্ষেত্রে আমার পরামর্শ এটাই থাকবে যে আমাদের অবশ্যই উচিত অতিরিক্ত সবকিছু পরিহার করা। স্বাভাবিকভাবে যতটুক প্রয়োজন আমরা যদি ঠিক ততটুকু ব্যবহার করি তবে আমরা সঠিক এবং সুন্দর পথ অতিক্রম করতে পারব। বিশেষ করে কথা বলার ক্ষেত্রে আমাদের আরো একটু বেশি সচেতনতা এবং মার্জনা অবলম্বন করা উচিত। কেননা এই কথার মধ্যে আমরা সব থেকে বেশি ভুল করে থাকি। সুতরাং যতটুকু কথা বলার প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলা আমাদের উচিত।।

মোটকথা অতিরিক্ত কোন কিছুই ভালো না এ বিষয়টি আমাদের সবসময় মনে রাখা একান্ত জরুরি একটি বিষয়।

steem Venezuela.gif

কথার মাঝে সামান্য ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থী

steem Venezuela.gif
7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Support and witness vote for @bangla.wit

steem Venezuela.gif

Screenshot_20220925-114302_Chrome.jpg

Set 📐 your voting proxy to @rme

steem Venezuela.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি তো খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ঠিক বলেছেন অতিরিক্ত জিনিসটা আমাদের সকলের জন্য ক্ষতিকর। এই অতিরিক্ত জিনিসটা আমাদের জীবনে ভয়াবহ কারণ হয়ে দাঁড়াতে পারে। অতিরিক্ত কথা বলা অতিরিক্ত কোন কিছু নিয়ে বাড়াবাড়ি করা অতিরিক্ত জিনিস বহন করা যা আসলে মাত্রাতিরিক্ত হয়ে যায় সেটি আমাদের সকলের জন্য ক্ষতিকর। প্রয়োজনের চেয়েও আমরা যেটা একটু বেশি করি এবং বেশি বলে থাকি সেটাই হলো অতিরিক্ত।

 2 years ago 

খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাইয়া। যে কোন বিষয়েই হোক অতিরিক্ত কোন কিছুই ভাল না। সেটা নিজের ক্ষেত্রে হোক বা অন্যের ক্ষেত্রে। যত ভাল বিষয় হোক অতিরিক্ত করলে সেটা তিতা হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 63362.14
ETH 2592.64
USDT 1.00
SBD 2.80