কমিউনিটি যেখানে প্রিয় অধ্যায় 💞, ধন্যবাদ পোস্ট ,👍১০% @shy-fox কে🦊🦊

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসালামুআলাইকুম,

স্বাগতম #amarbanglablog

সকলের সুস্থ এবং সুন্দর আছে। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি আজ অনেক অনেক সুন্দর আছি। সকলে সুস্থ থাকুন সেই কামনা করি সবসময়। এবং সকলের ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় সুস্থ এবং সুন্দর থাকতে পারি।।

সৃষ্টিকর্তা সুন্দর। সৃষ্টিকর্তার সুন্দরের বিন্দুমাত্র অংশ আমাদের পৃথিবী তে উপহার দিয়েছেন। আর এরই ধারাবাহিকতায় সৃষ্টিকর্তা পৃথিবীতে আমাদের জন্য সুন্দর মানুষের আগমন ঘটিয়েছে ।

পৃথিবীতে অন্যান্য সকল বিষয় বস্তু গুলোর মধ্যে ভালোলাগা এবং ভালোবাসা হলো অন্যতম। আমি সবসময় বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটিতে সুন্দর কিছু প্রকাশ করার চেষ্টা করে থাকি।

কমিউনিটির মূল উদ্দেশ্য হল মনকে সুন্দর করা এবং মনের সৌন্দর্যকে পৃথিবীর মাঝে উপস্থাপনা করা। জীবনের সমস্ত সুন্দর বিষয়বস্তু গুলোকে আমরা যদিও সুন্দরভাবে উপস্থাপন তবে এই পৃথিবীর সকল সুন্দরের যথাযথ মর্যাদা দেওয়া সম্ভব হবে।।

#boc কম্মুনিটি এবং #amarbanglablog আমাদেরকে এমন শিক্ষা দেয় যেগুলো আমাদের জন্য সত্যিই চরম সৌভাগ্যের বিষয়। যেখান থেকে প্রতিনিয়ত আমরা আমাদের মনকে পরিস্কার করার আগ্রহ পেয়ে থাকি এবং পৃথিবীটাকে কিভাবে সুন্দর করা যায় সে সম্পর্কে ধারণা পেয়ে থাকি প্রতিনিয়ত।

তাছাড়াও কমিউনিটির সাধারণ নিয়ম কানুন আমার খুব ভালো লাগে এবং এখানে বাংলা ভাষায় ব্লগিং করতে পেরে আমি অনেক অনেক খুশি। সুতরাং বিউটি অফ ক্রিয়েটিভিটি কমিউনিটির এডমিন সাহেব @blacks এবং @amarbanglablog এর প্রতিষ্ঠাতা @rme দাদা এই দুই ব্যক্তির কৃতিত্ব পৃথিবীর ভিতরে সত্যিই অবিস্মরণীয়। তাদের আসলে ধন্যবাদ দিলেও অনেক কম হয়ে যাবে।

সুতরাং আজকে তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে তাদের জন্য রইল শুভেচ্ছা জনপ্রিয় পোস্ট।

তো চলো বন্ধুরা শুরু করা যাক শুভেচ্ছা করার জন্য আমার প্রধান পোস্ট।।

IMG_20211122_160703.jpg

যখন শুভেচ্ছা জানাই,

মানুষ পৃথিবীতে রয়েছে নানা ধরনের। পৃথিবীতে নানান ধরনের মানুষ নানা ধরনের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে এবং তাদের চরিত্র এবং সকল বৈশিষ্ট্য হয় বিভিন্ন রকম।

বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকেন। কেউ খারাপ কাজের সঙ্গে সবকিছু থাকে আবার কেউ মানুষের উপকার করে থাকে আজীবন

তারই ধারাবাহিকতা নিয়ে আমার বাংলা ব্লগ এবং বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটি আমার জন্য সত্যিই একটি অনেক বড় পাওয়া। কেননা আমি যখন 2017 সালে স্টিমিট এ যোগদান করি, আমি শুধু ইংরেজি ভাষায় লেখালেখি করতাম।

সেই সময় এমন কোন সাইট ছিল না যেখানে আমি আমার মনের ভাষা মাতৃভাষায় পোস্ট করতে পারি। যদিও আমি অন্য জায়গাই বাংলা ভাষায় পোস্ট করতাম তবে সেখান থেকে আমি কোন প্রকার সাপোর্ট পেতাম না।

এবং অন্যান্য কমিউনিটি থেকে যে সকল নিয়ম গুলো দেওয়া হয়েছিল সেগুলো আমি কখনোই অক্ষরে অক্ষরে পালন করতে পারতাম না। কিন্তু সেটি ছিল আমার জন্য সত্যিই একটি দুর্ভাগ্যজনক বিষয়ে।

আমি যদি কোন কমিউনিটির নিয়ম না মেনে কাজ করি তাহলে সেখান থেকে আমি কখনই ভাল ফলাফল আশা করতে পারি না। সুতরাং বেশ কয়েক বছর আমি কাজ বন্ধ করে বসে ছিলাম হতাশ অবস্থায়।

IMG_20211122_161813.jpg

কিন্তু বেশ কয়েক বছর কেটে যাবার পর আমি যখন পুনরায় স্টিমিট মেয়ে প্রবেশ করলাম তখন দেখতে পেলাম #beautyofcreativity নামে একটি সুন্দর কমিউনিটি হয়েছে। যেই কমিউনিটির নিয়ম ছিল শুধুমাত্র বাংলা এবং ইংরেজিতে পোস্ট করা যাবে এখানে।

এবং আমি পুরো কমিউনিটি ভিজিট করে দেখলাম এখানে বাংলায় লেখার জন্য যথেষ্ট সাপোর্ট করা হয় সকল পোস্ট গুলো। আমি একটি পোস্ট দেখেছিলাম যেখানে @booming01 এর সাপোর্ট রয়েছে।

সুতরাং আমি সেই অনুযায়ী কমিউনিটি তে কাজ করতে লাগলাম। এবং পোস্ট করার 5 ঘন্টা পরে আমি দেখতে পেলাম @blacks নামক এডমিন থেকে আমাকে একটি ভোট দেওয়া হয়েছে।

আমিতো মহা খুশি এবং সেই ভোট এর মূল্য ছিল মাত্র $০.১০০ ।

তার পরেও আমি মহা খুশি সাথে এই কমিটির একজন মেম্বার হয়ে গেলাম এবং প্রতিনিয়ত কাজ করতে থাকলাম। এবং একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর আমি সেখান থেকে একটি ভালো মানের সাপোর্ট পেয়েছিলাম এবং আমার কাজের আগ্রহ আরও বেড়ে গিয়েছিল শতগুণে। আর এভাবেই আমি যাত্রা শুরু করি বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটি তে।।

IMG_20211122_161905.jpg

আমার বাংলা ব্লগ

দ্বিতীয়তঃ প্রতিহত করতে থাকলাম বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটি। তারপর হঠাৎ একদিন হাফিজুল্লাহ ভাইয়ের ব্লগ ভিজিট করছিলাম এমন সময় দেখতে পেলাম আমার বাংলা ব্লগ নামে একটি কমিউনিটি তৈরি করা হয়েছে।

যেই কমিউনিটির মূল উদ্দেশ্য ছিল আমার বাংলা ভাষা কে সাপোর্ট করা এবং সেখানেই বিশেষ ব্যক্তির নিয়ম উল্লেখ করা হয়েছে।

শুধুমাত্র বাংলায় ব্লগিং করার জন্য এই ব্লগ।

আমি পর্যায় ক্রমে সমস্ত ব্লগ ভিজিট করলাম এবং দেখতে পেলাম খুব চমৎকার একটি ব্লগ। যার মাধ্যমে শুধুমাত্র বাংলায় লগইন করে প্রচুর পরিমাণে উন্নতি করা সম্ভব।

ধারাবাহিকতা আমি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগ এ কাজ করে যাচ্ছিলাম। নিয়মকানুন বেশ ভালো এবং অসাধারণ সাপোর্ট পেয়ে আমি সত্যিই খুশি আমার বাংলা ব্লগ এর প্রতি।

আর

এভাবেই শুরু করি #boc এবং @amarbanglablog এর যাত্রা। যেখানে আমি খুব শাসন দের সাথে কাজ করতে সক্ষম এবং কাজ করতে পেরে আমি মহা খুশি।।

কেননা মাতৃভাষা যেখানে আমার মায়ের ভাষা এবং মাতৃভাষায় ব্লগিং করতে পারাটা সত্যি অনেক বড় সৌভাগ্যের বিষয়।

সুতরাং এ কারনেই

IMG_20211122_162402.jpg

আমার বাংলা ব্লগ এর এডমিন সাহেব @rme দাদা এবং #boc কমিউনিটি প্রতিষ্ঠাতা @blacks সহ সকল একটিভ মেম্বার মডেরেটর এবং এডমিনদের ধন্যবাদ জানানোর জন্য আমার আজকের এই ব্লগ।

অনেক অনেক ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা আগামী দিনের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা, এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই 💐💐 অভিনন্দন💐💞💞

সুন্দর হোক আগামীর প্রতিটি দিন।।

পোস্ট তৈরিতে ব্যবহৃত কমিউনিটি

Screenshot_20210916-033845_Chrome.jpg

স্ক্রীনশট থেকে নেওয়া
আমার বাংলা ব্লগ। শুধুমাত্র বাংলায় ব্লগিং করার জন্য এক অসাধারণ কমিউনিটি আমার বাংলা ব্লগ। যেখানে খুব সুন্দর ভাবে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে সক্ষম।

স্পেশালি ধন্যবাদ

@shy-fox @blacks @steemcurator01 @amarbanglablog @photoman

w3w কোড আমার

https://w3w.co/bullion.rocked.devotion

বিশেষ দ্রষ্টব্য

১০০% ইউনিক পোস্ট।

এবাউট মি।

Screenshot_20211107-161819_Gallery.jpg
আমি মোঃ আকাশ আলী। আমি একজন গার্মেন্টস কর্মচারী পাশাপাশি স্টিমিট এ কাজ করতে খুব ভালোবাসি। আমার বাংলা ব্লগ এবং বিউটি অফ ক্রিটিভিটি প্রিয় কমিউনিটি। গরিব-দুঃখী এবং অসহায় মানুষদের কে সাহায্য করতে পারলে খুব ভালো লাগে।

আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন আমি ঠিক ততটুকুই পাবে সময়ের ব্যবধানে।

কঠোর পরিশ্রম জীবনে একমাত্র চাবিকাঠি বিশ্বাস করে এবং আজীবন মানুষের সেবা করে নিজের জীবনকে বিলিয়ে দিতে চাই।।

Screenshot_20210911-222132_Chrome.jpg

সুন্দর করুন আপনার মনকে। বদলে দিন পুরো পৃথিবীটাকে।।

Sort:  
 3 years ago 

মাতৃভাষা যেখানে আমার মায়ের ভাষা এবং মাতৃভাষায় ব্লগিং করতে পারাটা সত্যি অনেক বড় সৌভাগ্যের বিষয়।

আপনি ঠিক বলেছেন ভাই আমরা যারা বাঙালি আছি আমার বাংলা ব্লগ কমিউনিটি পেয়ে অনেক অনেক বেশি খুশি কারণ বাংলার ব্লগ লিখতে অনেক বেশি ভালো লাগে। আমাদের মায়ের ভাষাকে আমরা অনেক সুন্দর করে প্রকাশ করতে। আপনি আপনার স্টিমিটে পথ চলার অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

জি ভাই। নিজের ভাষায় অর্থাৎ মাতৃভাষা বাংলায় মনের ভাব প্রকাশ করতে পারছে এবং ইচ্ছেমতো আমাদের মনের কথাগুলোকে একে অপরের সাথে আমার বাংলা ব্লগ কম্মুনিটি মাধ্যমে শেয়ার করতে সক্ষম।
এর থেকে ভালো সুযোগ কিংবা এর থেকে ভালো ভাগ্যবান আর কি বা আছে।

ভালোবাসি মায়ের মাতৃভাষাকে, ভালবাসি বাংলা ভাষাকে।

গঠনমূলক মন্তব্য দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন

 3 years ago 

সত্যিই ভাই আপনার আবেগ ভালোবাসা সব উজাড় করে দিয়েছেন আমার বাংলা ব্লগকে। এবং কি অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন আপনার ভালোলাগা এবং ভালোবাসার অনুভূতি গুলো। এবং কি আপনি অনেক সুন্দর করে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এবং কি আপনার ভালোবাসা ভালোলাগা আর প্রতিটি ভাব আপনি প্রকাশ করেছেন নিখুঁতভাবে। আমরা প্রতিটি মানুষই যারা আমার বাংলা ব্লগে কাজ করি আমরা সবাই ফ্যান্টম দা এবং ব্ল্যাক দা কে অনেক ভালোবাসি। এবং আমাদের ভালোবাসা সীমাহীন। কিন্তু উনারা আমাদেরকে যা কিছু দিচ্ছেন আমাদের ভালোবাসা ওনাদের কাছে তুচ্ছ আমি মনে করি। আপনি অনেক সুন্দর করে আমাদের সাথে আপনার মনের ভাবগুলো ভাগাভাগি করে নিয়েছেন। আপনার জন্য ভালোবাসা অবিরাম ভাইয়া।

 3 years ago 

আবেগ ভালোলাগা ভালোবাসা এবং আগামীর পথ চলার একমাত্র অনুপ্রেরণা #amarbanglablog.

তবে মনের সবটুকু ভালোবাসা দিয়ে বাংলা ব্লগ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

উনাদের জন্য ভালোবাসা আমার পক্ষ থেকে সত্যিই সীমাহীন।
সুন্দর থাকুন সবসময়

 3 years ago 

আসলে আমার বাংলা ব্লগ পুরো স্টিমিট সাইটে এক মাইল ফলক উন্মোচন করেছে। বাংলা ভাষা এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে । আর এই পুরো যাত্রায় নির্ভীক জোদ্ধা হিসেবে আমাদের সবাইকে আগলে রেখেছেন আমাদের দাদা। নতুনত্বের সূচনা তার হাত দিয়েই। আসলে ধন্যবাদ শব্দটা দাদার সাথে যায় না। উনি অনেকের মাথায় যে ভাবে হাত রেখেছেন তাতে ভগবানের তুল্য। দাদার জন্য শুধু মন থেকে শ্রদ্ধা আর ভালোবাসা ❤️

 3 years ago 

আমিও জানি ধন্যবাদ শব্দটা একদম দাদার সাথে যায় না।

তবে দাদাকে মনের কোন ভাব দিয়ে ধন্যবাদ জানানো যায় সেই ভাষা আমার জানা নাই। তবে এটা সত্যি কথা বলেছেন দাদার হাত ধরে আমাদের সামনের দিকে এগিয়ে চলা।

পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই @rme দাদার মাধ্যম দিয়ে যে আমরাও কিছু পারি।

ধন্যবাদ আপু সুন্দর এবং গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য

 3 years ago 

বাঙালিকে বিশ্বে পরিচিতি করার এক মাধ্যম হলো আমার বাংলা বল্গ।স্টিমিট এ আমার বাংলা ব্লগ বাঙালি কে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।এক সময় হয়তো স্টিমিট এ বাঙালি কে কেউ তেমন ভাবে চিন্তো না আর আজ পুরো বিশ্ব চিনে যাচ্ছে এর পুরো ক্রেডিট আমাদের মাতা দাদা। দাদার ক্রেডিট এর শেষ নেইব।এগিয়ে যাক আমার বাংলা ব্লগ জয়ভোক বাংলা ভাষার।

 3 years ago 

সত্যি ভাই এটি আমাদের দাদা এক মহা মূল্যবান অবদান। দাদা ছাড়া হয়তো এই বাংলার জয় করা কখনও সম্ভব হতো না। বাংলাকে বিশ্ববাসীর কাছে পুনরায় পরিচিত করে দিয়েছে আমাদের @rme দাদার আমার বাংলা ব্লগ কম্মুনিটি। যার বিস্তার পুরো পৃথিবী জুড়ে

 3 years ago (edited)

আসলে আপনার ধন্যবাদ পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ♥️ আপনি খুব সুন্দর গুছিয়ে দুটি কমিউনিটি এবং একটি পরিবারকে ফুটিয়ে তুলেছেন যা সত্যিই প্রশংসনীয়।
আপনার আগামীর পথচলা সুখকর হোক এই কামনায় বিদায় নিলাম ❤️

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 91157.44
ETH 3167.61
USDT 1.00
SBD 3.12