সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই ধাপগুলো অতিক্রম করুন ||| ইনশাল্লাহ সফলতা খুব নিকটে

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম বন্ধুরা।

আমি আশা করছি সকলেই সুন্দর এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে এবং সবার দিন যেন সুখে এবং শান্তিতে কাটুক।

আজকে আমি যে বিষয়টি বলার জন্য উপস্থিত হয়েছি সেটি হলো আমাদের জীবনে সফলতা অর্জনের একটি বিষয় নিয়ে।

IMG_20210806_225341.jpg

আমরা অনেকেই জীবনে সফলতা অর্জন করতে চায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই পাগল ছাড়া যে বলতে পারে আমার জীবনে সফলতা দরকার নাই।

প্রত্যেকটি মানুষের জীবনে সফলতার অভাব।যে ব্যক্তি যত বেশি সচ্ছল সে ব্যক্তি তত বেশি সফলতা অর্জন করার জন্য প্রতিনিয়ত লড়ে যাচ্ছে আমাদের এই পৃথিবীতে।

কিন্তু আমরা কতটুকু সফলতা অর্জন করতে পারছে কিংবা সেই সফলতা অর্জন করতে আমরা কতটুকু শ্রম দিয়েছি সেটা কি আমরা জানি?
অবশ্যই প্রকৃত এবং পুরোভাগে সফলতা অর্জন করতে হলে আমাদের বিশেষ করে তিনটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে খুব গুরুত্ব এবং অতি চমৎকার সৌন্দর্যের মধ্যে দিয়ে।আমি নিচে আমার জ্ঞান থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা চেষ্টা করব যেগুলোর মাধ্যমে হয়তো আমাদের জীবনে সফলতা চলে আসবে এবং আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব।

তাহলে শুরু করা যাক পর্যায়ে কবে

ধাপ ১

IMG_20210806_225333.jpg

যদি তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে চাই তাহলে তোমাকে অবশ্যই সর্বপ্রথম তোমার চিন্তা ধারা পরিবর্তন করতে হবে।তুমি যে বিষয়ে পাশ করতে চাও সে বিষয়ে সব ভর্তি তোমাকে ভালভাবে ধারণা নিতে হবে এবং সে ধারণা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে।

তবে তোমার পরিকল্পনা যদি তুমি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারো তাহলে তোমার কাজ ৩০ % হয়ে যাবে।।এক্ষেত্রে তুমি তোমার পরিকল্পনা কি আরও মজবুত করো এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করে যাও।

ধাপ 2

IMG_20210807_040650_mfnr.jpg

এবার তোমার উচিত হবে তুমি তুমি যে পরিকল্পনা করেছ সেই পরিকল্পনা অনুযায়ী কঠোর পরিশ্রম করে যাবা।

পরিশ্রম জীবনের সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া জীবনে কেউ কখনো উন্নত করতে পারিনা।তবে তুমি করে যদি তোমার জীবনকে সঠিক এবং সুন্দর ভাবে সাজাতে সাউথ তবে তোমার দ্বিতীয় পর্বে কাজ হবে অবশ্যই কঠোর পরিশ্রম করে যাওয়া।

কেননা একমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে এই তুমি তোমার জীবনে উন্নতি এবং জীবনে পরিপূর্ণ উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। সুতরাং এক্ষেত্রে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রমই হতে হবে এবং পরিশ্রম হতে হবে অবশ্যই সঠিক স্থানে।

ধাপ 3

IMG_20210807_041808_mfnr.jpg

এবার আপনার চিন্তা ধারাকে আরো উন্নত করুন।চিন্তাধারার উন্নত করার জন্য আপনাকে অবশ্যই কিছুদিন সময় দেওয়া লাগবে।আপনি পূর্বে যে কঠোর পরিশ্রম করেছেন তার ফলাফল আপনি সাথে সাথে পেতে নাও পারেন

তার জন্য আপনাকে অবশ্যই কঠোর সময় দিতে হবে এবং তার সাথে ধৈর্য ধারণ করতে হবে।কেননা ধৈর্য ধারণ করলে অবশ্যই আপনি এর ফল সুমিষ্ট হবে ইনশাল্লাহ

সুতরাং ধৈর্য ধারণ করুন এবং সময় দিয়ে অপেক্ষা করুন

ধাপ 4

IMG_20210806_225321.jpg

❣️ congratulations 👏🎉

  • সঠিক পরিকল্পনা
  • কঠোর পরিশ্রম
  • সময় এবং ধৈর্যধারণ

আপনি যদি এই ধাপগুলো পর্যায় ক্রমে অতিক্রম করতে পারেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই উন্নতির চরম শিখরে আহরণ করতে পারেন।

আর এ পর্যন্ত করতে পারলে আপনার জীবন হয়ে যাবে আরো উন্নত এবং আপনি একজন সফল মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারেন।। আর এই হল আমার কাছে জীবনে উন্নত এবং সমৃদ্ধ করার জন্য কিছু পর্যায়গুলো

যেগুলো সম্পন্ন আমি আমার নিজের জ্ঞান থেকে লেখার চেষ্টা করেছি এবং হান্ড্রেড পার্সেন্ট ইউনিক পোস্ট করার চেষ্টা করেছি।

সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ

@rme @amarbanglablog @rex-sumon তাদের সুন্দর সাপোর্ট এবং সহযোগিতার জন্য।।।

regards

@steem-for-future

Sort:  
 3 years ago 

আপনি কি লাস্ট হ্যাংআউটে আমাদের সাথে যুক্ত ছিলেন ? অযথা মেনশন দিতে নিষেধ করা হয়েছিল।

 3 years ago 

দুঃখিত

 3 years ago 

জীবনের কঠিন বাস্তবতা ।জীবনের সফলতার শীর্ষে যেতে যা করণীয় আপনার লেখনীর মধ্যে খুঁজে পেলাম।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। যতটুকু পেরেছি লেখার চেষ্টা করেছি। অনুপ্রাণিত হলাম

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43